Welcome To (ERIN)
কিশোর কাজি অষ্টম শ্রেণির বাংলা প্রথম পত্র বইয়ের গল্পের আলোচনা
অবশ্যই এটি পড়ার আগে গল্প টা একবার ভালো করে পড়ে নিবেন। যদি আপনি না পড়েন
তাহলে এটি পড়লে কোনো উপকার আসবে না। আপনিও বুঝতে পারবেন না আজকের সেশন।
আজকের সেশন টি আলোচনা করা হবে অষ্টম শ্রেণির বাংলা প্রথম পত্র বইয়ের প্রথম গল্প কিশোর কাজি (এটি আরব্য উপন্যাস অবলম্বনে) লিখা হয়েছে।
বহুনির্বাচনি, জ্ঞান মূলক প্রশ্ন ও রচনামূলক প্রশ্নের আলোচনা করা হবে আশা করি উপকৃত হবেন।
বহুনির্বাচনি
১.কার মক্কায় যাওয়ার ইচ্ছে হলো?
(ক). আলী কোজাই
খ. কাজা মিয়া
গ.মোহাম্মদ গাজি
ঘ. নাজিম মিয়া
২. আলী সঞ্চিত টাকা রাখার জন্য কি কিনলেন?
ক. ব্যাংক
খ.সিন্ধুক
গ.কলস
ঘ.বাক্স
৩. কলসি টি কি দিয়ে ভরলেন আলী কোজাই?
ক.আম
খ. জাম
গ.জলপাই
ঘ. আপেল
৪. কার কাছে আলী কোজাই তার সঞ্চিত টাকা রাখলেন?
ক.আত্মীয়
খ.মা
গ.বাবা
ঘ. বন্ধু
৫. নাজিম কে?
ক.ভাই
খ.বন্ধু
গ.চাচা
ঘ.প্রতিবেশী
৬. কার জলপাই খেতে ইচ্ছে হলো?
ক. নাজিমের স্ত্রীর
খ.কোজায়ের স্ত্রীর
গ.নাজিমের
ঘ.আলীর
৭. কলসিতে কি ছিল?
ক. রুপা
খ.সোনা
গ.ডায়মন্ড
ঘ.মোহর
৮.আলী কোথায় নালিশ জানালো?
ক. কাজীর দরবারে
খ.পীরের কাছে
গ.গাজির দরবারে
ঘ.নাজিমের স্ত্রীর কাছে
৯. আলী কেন মোহর ফেরত পায়নি?
ক.প্রমাণ না থাকার কারণে
খ.কলসিতে মোহর ছিল না
গ.আলী সত্য কথা বলেনি
১০.আলী কতদিন আগে মোহর রেখেছিল?
ক. দুই বছর
খ. তিন বছর
গ.চার বছর
ঘ. আট বছর
সংকিপ্ত প্রশ্নাবলী
১.কারা আলী ও নাজিমের অভিনয় করেছেন?
উত্তর :বালকেরা।
২. কার কাছে আলী মোহর রেখে গিয়েছিলেন?
উত্তর : তার বন্ধু নাজিমের কাছে।
৩. কলসিটি কি দিয়ে ভরা ছিল?
ক. জলপাই
৪. আলী কোথায় গিয়েছিল আমানত রেখে?
উত্তর : মক্কায়।
৫. কার জলপাই খেতে ইচ্ছে করেছিল?
উত্তর : নাজিমের স্ত্রীর
৬. খলিফা এবং উজির বিস্মিত হয়েছিল কেন?
উত্তর : বালকদের কাজ দেখে বিস্মিত হয়েছিল।
৭. কিশোর কাজি গল্পের লেখক কে?
উত্তর : এটি হারুন অর রশীদের বাগদাদের একটি আরব্য অবিলম্বের গল্প।
৮. কাদের বিচার দেখতে মানুষ ভীর করেছে?
উত্তর : বালকদের।
৯. গল্পের বনিক কে?
১০. হারুন অর রশীদ কোথাকার শাসক ছিলেন?
১১. নাজিম মিথ্যা কথা কেন বললো?
উত্তর : লোভের কারণে নাজিম মোহর দিতে রাজি হয়নি।
১২. কাকে দরবারে ডাকলেন?
উত্তর: খলিফা দেখলেন দূর থেকে বালকদের নাটকীয় ধারণা। তারপর আলী ও নাজিম কে দরবারে ডাকলেন খলিফা।
১৩. কার আসনে বসে বালক বিচার করেন।
উত্তর : কাজির আসনে বসে বালকটি বিচার করেন।
১৪.বড় হলে কাকে কাজির পদ দিবেন কাজি?
উত্তর : বালককে বড় হলে কাজির পদ দিবেন বলে পুরস্কৃত করেন।
১৫. মোহর গুলো কি দিয়ে ঢাকা ছিল?
উত্তর : মোহর গুলো জলপাই দিয়ে ঢাকা ছিল।
১৬.নাজিম কেমন মানুষ ছিলেন?
উত্তর : বিশ্বাস ঘাতক।
অনুধাবন মূলক প্রশ্ন
১. বালকদের নাটকের পরিচিতি কিভাবে লাভ করেন?
উত্তর : বালকগুলো একদিন রাতে হঠাৎ করে তারা খেলতে লাগলো তার কিছুদিন আগে আলী ও নাজিমের ঘটনাটি শুনতে পায়। বালকগুলো সেই অনুযায়ী চাঁদ রাতে অভিনয় করেন। একজন আলী ও আরেকজন নাজিম। তাদের নাটকটি অবশেষে সুন্দর একটি সমাধান এনেছে যা নাটকের পরিচিতি লাভ করে।
২. গল্পের মূল উদ্দেশ্য কি? ব্যাখ্যা করো?
উত্তর : গল্পের মূল উদ্দেশ্য হলো : বিশ্বাসঘাতকতা করেও মানুষ পার পাইনা তা। সত্যি একদিন ধরা দিবেই। কারো আমানত রেখে যেন নষ্ট না করে সেটিও লক্ষ্য রাখতে হবে। আমানতের খেয়ানত করাও পাপ।
৩. নাজিম কেন মোহর দিতে রাজি হয়নি? ব্যাখ্যা কর।
উত্তর : আলীর কোনো প্রমাণ না থাকার কারণে নাজিম মোহরের লোভে পরে সব দিয়ে দিতে অস্বীকার যায়। আলী যখন দীর্ঘদিন যাবত ফিরতেছে না দেশে আলী তখন তার কলস টা বের করে দেখে অনেক মোহর। দেখেই সে লোভ সামলাতে পারেনি।
৪. আলী কোজাই কার কাছে সঞ্চিত মোহর গুলো রেখে যায়?
উত্তর : আলী কোজাই হজ্বে যাওয়ার ইচ্ছে হয়। হজ্বে যাওয়ার সময় আলীর চিন্তা হচ্ছিল সে তার সঞ্চিত মোহর কার কাছে রাখবে। হঠাৎ তার মনে হলো তার বন্ধু নাজিমের কাছে রাখলে ভালো হয়। তিনি একটি কলস কে মোহর রেখে কলসের উপর জলপাই দিয়ে ঢেকে নাকিম কে দিয়ে যাই। কিন্তু সে বলেনি কলসে মোহর ছিল।
৫. কিশোর কাজির আলী কিভাবে ফেরত পেল তার মোহর?
উত্তর : কিশোর কাজির আলী হজ্জে যাওয়ার আগে তার বন্ধু নাজিমের কাছে মোহর গুলো আমানত হিসেবে রেখে যান। তার বন্ধু একদিন কৌতুহল বসত সব জানতে পারেন আলীর কলসে মোহর আছে। আলী আসার পর যখন চাইলো তার কাছে সে লোভে দিতে রাজি নন। তারপর কয়েকটি বালকের এক দৃশ্য দেখে খলিফা ফিরিয়ে দেন বিচারের মাধ্যমে।
অষ্টম শ্রেণির বাংলা বইয়ের প্রথম গল্প কিশোর কাজি নিয়ে আজকের আলোচনা ছিল। এখানে দেওয়া আছে অনেক প্রশ্ন । অনেক বহুনির্বাচনি, জ্ঞান মূলক প্রশ্ন ও অনুধাবন মূলক প্রশ্ন।
এগুলো পড়লে আশা করি কাভার হয়ে যাবে তোমাদের এই গল্প। গল্পের প্রত্যেকটি লাইন ধরে ধরে আমি চেষ্টা করেছি প্রশ্ন তৈরি করার জন্য। আশা করি এটি শেয়ার করে কিছু হলেও উপকার হলো।
প্রত্যেকটা প্রশ্ন লাইন বাই লাইন পড়লে পেয়ে যাবেন উত্তর। আপনি অবশ্যই এটি পড়ার আগে গল্প টা একবার ভালো করে পড়ে নিবেন।