প্রিয় এডমিশন ভর্তি যুদ্ধাদের জানাই এরিনের পক্ষ থেকে অভিনন্দন। জিএসটি ভর্তি পরীক্ষা -এ ইউনিট ,বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের মানবন্টন, সাজেশন ও যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হলো। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা প্রত্যেকটা শীক্ষার্থীর স্বপ্ন। সায়ত্ত্ব শাসিত চারটি বিশ্ববিদ্যালয়ের পর সকলের পছন্দের তালিকায় রয়েছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ২২ টি। যেখানে কোনো বিভাগ পরিবর্তন নেই। তিন বিভাগের শিক্ষার্থী তিনটি বিভাগে পরীক্ষা দিতে পারবে (এ,বি,সি)। আজকের সেশনে এ ইউনিট নিয়ে কথা হবে । শুধু মাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার সেন্টার বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়ে দেওয়ার সুযোগ রয়েছে। গুচ্ছ বিশ্ববিদ্যালয় এ ইউনিট পরীক্ষা হয় শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের কে নিয়ে। অন্য কোনো বিভাগের শিক্ষার্থী এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে না। কিন্তু অন্য বিভাগ যেমন সবার সিট সংখ্যা বরাদ্দ থাকে। বিজ্ঞান বিভাগের (এ ইউনিটে) সবার জন্য সিট বরাদ্দ থাকবে না। এখানে শুধু মাত্র সায়েন্সের স্টুডেন্টরাই সিট পাবে
জিএসটি ভর্তি পরীক্ষা
A ইউনিটে আবেদনের যোগ্যতা :
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ সাবজেক্ট সহ নূন্যতম জিপিএ ৩.৫০ করে পৃথক ভাবে থাকতে হবে। দুটো মিলিয়ে ৭.০০ লাগবে আবেদন করার জন্য। পরীক্ষা দেওয়ার তিন থেকে চার দিনের ভিতরে রেজাল্ট দিয়ে দেয় গুচ্ছের ওয়েসাইটে। কোনো সাবজেক্ট পাওয়ার জন্য ইন্টারে ওই বিষয় নিয়ে পড়া বাধ্যতামূলক নয়।
কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে বিজ্ঞান বিভাগের ?
সাধারণত পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিদ্যা, গণিত ও আইসিটি প্রশ্নপত্রে থাকবে। এই বিষয় গুলো থেকেই বিজ্ঞান ইউনিটের প্রশ্ন করা হয়ে থাকে ।
জিএসটি ভর্তি পরীক্ষা র মানবন্টন ক ইউনিট বিজ্ঞান বিভাগ 2024-25
সাবজেক্ট অনুসারে নম্বর
পদার্থ বিজ্ঞান -২৫
রসায়ন: ২৫
জীববিদ্যা – ৩৫
গণিত – ২৫
আইসিটি: ২৫
মোট = ১০০
গুচ্ছ তে কি নেগেটিভ মার্কিং আছে?
হ্যাঁ পাবলিক বিশ্ববিদ্যালয়ের এডমিশন পরীক্ষা গুলো তে নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেক ভুল উত্তরের জন্য যদিও দশমিক ২৫ কাটা হবে। চারটা উত্তর ভুল দিলে ১ নাম্বার কাটা যাবে।
বিজ্ঞান বিভাগের (এ -ইউনিটে) সিট কত গুলো
প্রতি বছর এই ইউনিটে শিক্ষার্থী পরীক্ষা দেয় প্রায় প্রায় ১ -১.৫ লাখ প্লাস। এই ইউনিটে পরীক্ষার্থী অনেক কম্পিটিশনও বেশি। সিট সংখ্যাও খুব বেশি হয়না পরীক্ষার্থী অনুযায়ী। প্রতি সিটের জন্য প্রতি বছর ২০-২২ জন লড়াই করে ভর্তি যুদ্ধারা। কম বেশিও হয়ে থাকে।
বিজ্ঞান বিভাগের কোন কোন বিষয়ে ফোকাস দিলে চান্স নিশ্চিত?
এইচএসসি পরীক্ষার পর পর থেকেই প্রতিটা শিক্ষার্থীর স্বপ্ন এখন বিশ্ববিদ্যালয়। এটা এখন সকল স্টুডেন্টদের স্বপ্ন। ভর্তি পরীক্ষা হলো একটি যুদ্ধক্ষেত্র। যার ধৈর্য ও টেকনিক জানা আছে তারাই সফলতার মূখ দেখবে। এই যুদ্ধে কেউ জয়ী হয় আবার কেউ পরাজয়। সকল কিছুর মালিক সৃষ্টি কর্তা আপনি শুধু পরিশ্রম করবেন।
এখন মূল কথা হলো কোন বিষয় গুলো আপনাকে চান্স নিশ্চিত করে দিবে। ইতিমধ্যে আমি মান বন্টন টা দিয়েছি উপরে। লক্ষ্য করে দেখেন আপনার বিষয় কয়টা (পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিদ্যা, গণিত ও আইসিটি ) । বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা নরমালি তাদের যে গ্রুপ সাবজেক্ট আছে এগুলো পড়ে থাকে সেগুলো থেকেই এডমিশনের প্রশ্ন হয়। আপনি খুঁজেন আপনি কোন সাবজেক্ট টা কম পারেন। এডমিশনের সময় যদি বেশি সময় না পান তাহলে যে সাবজেক্ট টা ভালো পারেন ওইটাকেই আপনি ফোকাস করেন।যেহেতু পাঁচ টা বিষয় ২৫ নাম্বার করে আপনি বিজ্ঞান বিভাগের হলে হয়তো। আপনার একটা বিষয় কঠিন লাগলো সেটি কে বেশি ফোকাস না দিয়ে বাকি গুলো তে দিন । আপনি কি জানেন একজন শিক্ষার্থী একটা সিট পেতে তার ৭০ ও লাগে না।
সর্বোপরি আপনাকে এখন মাইন্ড সেট করতে হবে আপনার একটা সিট লাগবে। 10 হাজার সিট আপনার লাগবে না।
বিজ্ঞান বিভাগে চান্স পাওয়ার নিঞ্জা টেকনিক
রসায়ন, পদার্থ বিজ্ঞান, আইসিটি ২৫+২৫+২৫=৭৫ পেলেই আপনার চান্স নিশ্চিত। আপনাকে ৭৫ পেতে হবে না আপনি টার্গেট রাখতে পারেন। তবে বেসিক ভালো থাকলে ভালো মার্কস আশা করা যায়। এখন বলি আপনি যদি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন আপনি কি রসায়ন ও পদার্থ বিজ্ঞান পড়েন নি ? যদিও ধরে নিলাম আপনি জীব বিজ্ঞান খুব কম এটা বাদ দিন। আপনি ফোকাস রাখুন রসায়ন পদার্থবিজ্ঞান ও আইসিটি, বাকিগুলো একটু ধরে রাখুন। সাথে সিদ্ধান্ত নিন আপনি ম্যাথ নাকি বায়োলজি মার্ক করবেন।
পদার্থ বিজ্ঞান : ১৮/২৫
রসায়ন -২১/২৫
গণিত /জীববিদ্যা: ১৭/২৫
আইসিটি: ২৪/২৫
যদিও মোট নাম্বার আসবে ৬০ পেলে আপনি সুনিশ্চিত যে একটি সিট আপনার জন্য। তাই ভর্তি পরীক্ষার সময় শুধু পড়াশোনা করেন। আর ভাবেন ১০ হাজার নয় একটি সিট আপনার জন্য।
আইসিটি কি গুচ্ছের এডমিশনের জন্য লাগবে?
জ্বি এই সাবজেক্ট এ ইউনিটের জন্য প্রযোজ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট নিয়ে আরেকটি সেশন দেওয়া হবে অতি দ্রুত। মান বন্টন, কোন কোন বিষয় পড়তে হবে সবকিছু নিয়ে থাকবে একটি সেশন।
জিএসটি ভর্তি পরীক্ষা জিপিএ মার্কস কতো?
গুচ্ছতে সবগুলোপ্রায় বিশ্ববিদ্যালয়ে জিপিএ মার্কস নেই। কিছু কিছু ক্যাম্পাসে ১০০ বা ৩০-৪০/৬০ ও থাকে। সেগুলো ভার্সিটির কর্তৃপক্ষরা যা সিদ্ধান্ত নিবেন। এ ইউনিটের পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষে দুই -তিন দিনের মাঝে দিয়ে দেন । প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই তাদের সকল নোটিশ দেওয়া থাকে। এই ছিল আজকের সেশন ধন্যবাদ।