সমাজকর্ম ২য় পত্র: ৭ম অধ্যায়(MCQ) প্রশ্ন ও উত্তর ! একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান।
বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ) – ৩০টি
- বাংলাদেশে জাতিসংঘের কোন সংস্থা স্বাস্থ্যসেবায় কাজ করে?
ক. UNICEF
খ. WHO
গ. FAO
ঘ. IFRS
উত্তর: খ. WHO - UNICEF-এর কাজের প্রধান ক্ষেত্র কী?
ক. পরিবেশ উন্নয়ন
খ. শিশু উন্নয়ন
গ. প্রযুক্তি উন্নয়ন
ঘ. খাদ্য সুরক্ষা
উত্তর: খ. শিশু উন্নয়ন - BRAC এর প্রতিষ্ঠাতা কে?
ক. ড. মুহাম্মদ ইউনুস
খ. ফজলে হাসান আবেদ
গ. ড. কামাল হোসেন
ঘ. আনিসুল ইসলাম
উত্তর: খ. ফজলে হাসান আবেদ - বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম কোন সংস্থার মাধ্যমে জনপ্রিয় হয়েছে?
ক. WHO
খ. Grameen Bank
গ. UNESCO
ঘ. UNDP
উত্তর: খ. Grameen Bank - FAO কোন ক্ষেত্রে কাজ করে?
ক. শিক্ষা
খ. খাদ্য ও কৃষি
গ. স্বাস্থ্য
ঘ. পরিবেশ ও কৃষি
উত্তর: খ. খাদ্য ও কৃষি - ADB-এর পূর্ণরূপ কী?
ক. Asian Development Bank
খ. African Development Banks
গ. American Developmental Bank
ঘ. Australian Development Bank
উত্তর: ক. Asian Development Bank - বাংলাদেশে পরিবেশ উন্নয়ন সংস্থা কোনটি?
ক. WWF
খ. UNDP
গ. IUCN
ঘ. CARF
উত্তর: গ. IUCN - WHO-এর প্রধান লক্ষ্য কী?
ক. স্বাস্থ্যসেবা উন্নয়ন
খ. অর্থনৈতিক সহায়তা
গ. শিক্ষা উন্নয়ন
ঘ. প্রযুক্তি উন্নয়ন
উত্তর: ক. স্বাস্থ্যসেবা উন্নয়ন - বাংলাদেশে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে ভূমিকা রাখে কোন সংস্থা বেশি ?
ক. WFP
খ. WHO
গ. UNDP
ঘ. UNICEF
উত্তর: ক. WFP - CARE সংস্থাটি কী কাজে নিয়োজিত?
ক. খাদ্য সহায়তা
খ. পরিবেশ সংরক্ষণ
গ. স্বাস্থ্য সেবা
ঘ. শিক্ষাক্ষেত্র
উত্তর: ক. খাদ্য সহায়তা
সমাজকর্ম ২য় পত্র: ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
- বাংলাদেশে ত্রাণ সহায়তায় কোন সংস্থা সবচেয়ে বেশি কাজ করে?
ক. BRAC
খ. CARE
গ. UNHCR
ঘ. Save the Children
উত্তর: খ. CARE - UNDP-এর কাজের প্রধান ক্ষেত্র কী?
ক. উন্নয়ন প্রকল্প
খ. পরিবেশ সংরক্ষণ
গ. শিক্ষা উন্নয়ন
ঘ. খাদ্য সুরক্ষা
উত্তর: ক. উন্নয়ন প্রকল্প - Grameen Bank কোন উদ্যোগের জন্য নোবেল পুরস্কার পায়?
ক. ক্ষুদ্রঋণ
খ. স্বাস্থ্যসেবা
গ. শিক্ষা উন্নয়ন
ঘ. পরিবেশ সংরক্ষণ
উত্তর: ক. ক্ষুদ্রঋণ - বাংলাদেশে নারী ক্ষমতায়নে কোন সংস্থা ভূমিকা রাখছে?
ক. UNICEF
খ. UN Women
গ. WHO
ঘ. WFP
উত্তর: খ. UN Women - জাতিসংঘের কোন সংস্থা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে?
ক. FAO
খ. WHO
গ. UNESCO
ঘ. UNDP
উত্তর: ক. FAO - ILO-এর কাজ কী?
ক. শ্রমিকের অধিকার
খ. পরিবেশ সংরক্ষণ
গ. শিক্ষার উন্নয়ন
ঘ. স্বাস্থ্যসেবা উন্নয়ন
উত্তর: ক. শ্রমিকের অধিকার - বাংলাদেশে সামাজিক ব্যবসা উদ্যোগের প্রবক্তা কে?
ক. ড. মুহাম্মদ ইউনুস
খ. ফজলে হাসান আবেদ
গ. আনিসুল আলম
ঘ. ড. জাফর ইকবাল
উত্তর: ক. ড. মুহাম্মদ ইউনুস - Save the Children-এর কাজ কী?
ক. শিশুদের অধিকার সুরক্ষা
খ. স্বাস্থ্যসেবা উন্নয়ন
গ. নারী শিক্ষা বৃদ্ধি
ঘ. খাদ্য নিরাপত্তা
উত্তর: ক. শিশুদের অধিকার সুরক্ষা - ইউনেস্কো (UNESCO) কোন ক্ষেত্রে কাজ করে?
ক. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
খ. পরিবেশ সংরক্ষণ
গ. খাদ্য ও কৃষি
ঘ. স্বাস্থ্যসেবা
উত্তর: ক. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি - বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় কাজ করে কোন সংস্থা?
ক. IUCN
খ. WHO
গ. CARE
ঘ. UNESCO
উত্তর: ক. IUCN
এইচএসসি সমাজকর্ম ২য় পত্র: ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
- WFP কী কাজে নিয়োজিত?
ক. খাদ্য সহায়তা
খ. স্বাস্থ্যসেবা
গ. প্রযুক্তি উন্নয়ন
ঘ. পরিবেশ উন্নয়ন
উত্তর: ক. খাদ্য সহায়তা - UNHCR-এর কাজ কী?
ক. শরণার্থীদের সহায়তা
খ. শিক্ষা উন্নয়ন
গ. ক্ষুদ্রঋণ প্রদান
ঘ. খাদ্য নিরাপত্তা
উত্তর: ক. শরণার্থীদের সহায়তা - বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে বেশি কাজ করে কোন সংস্থা?
ক. BRAC
খ. UNESCO
গ. CARE
ঘ. WHO
উত্তর: খ. UNESCO - IFAD-এর কাজের প্রধান ক্ষেত্র কী?
ক. কৃষি উন্নয়ন
খ. প্রযুক্তি উদ্ভাবন
গ. স্বাস্থ্যসেবা
ঘ. পরিবেশ সংরক্ষণ
উত্তর: ক. কৃষি উন্নয়ন - জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কাজ করে কোন সংস্থা?
ক. IPCC
খ. WHO
গ. UNICEF
ঘ. BRAC
উত্তর: ক. IPCC - বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে কাজ করে কোন সংস্থা?
ক. UNDP
খ. WFP
গ. ILO
ঘ. UNICEF
উত্তর: ক. UNDP - ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি উন্নয়নে কোন সংস্থা সহায়তা করে?
ক. ADB BANK
খ. UNESCO
গ. UNDP
ঘ. WHO
উত্তর: গ. UNDP - UNICEF কোন ধরণের কার্যক্রমে বেশি মনোযোগ দেয়?
ক. স্বাস্থ্যসেবা
খ. শিশু অধিকার
গ. নারী শিক্ষা
ঘ. খাদ্য নিরাপত্তা
উত্তর: খ. শিশু অধিকার - বাংলাদেশের স্বাস্থ্য খাতে উন্নয়ন সহযোগী সংস্থা কোনটি?
ক. WHO
খ. UNICEF
গ. UNDP
ঘ. ILO
উত্তর: ক. WHO - বাংলাদেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কোন সংস্থা কাজ করে?
ক. WPH
খ. UNESCO
গ. CARE
ঘ. UNDP
উত্তর: ঘ. UNDP