Welcome To (ERIN)
Is it possible to get USA scholarship or higher education with study gap?
স্টাডি গ্যাপ নিয়ে কি, ইউএসএ স্কলারশিপ বা উচ্চ শিক্ষা নেওয়া সম্ভব?
স্টাডি গ্যাপ থাকলে কি ফুল ফান্ডিং পাবো না?
প্রথমত
স্টাডি গ্যাপ নিয়ে কি,সম্পূর্ণ ফুল ফ্রী স্কলারশীপ পাওয়া কিছু কিছু দেশ ছাড়া এমন বাধা আসে না। প্রতমত আরো বলবো পৃথিবীতে কোনো কিছুই ফুল ফান্ডিং এর জন্য বাধা নয়। সেটা হোক তা লো সিজিপিএ, আর না হয় তা রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, আবার তা বিরাট স্টাডি গ্যাপ। কিন্তু বাধা হিসেবে এক্ষেত্রে থাকে কম GRE-IELTS স্কোর।
এই GRE-IELTS স্কোর হলো ফুল ফান্ডিং এর পরশপাথর বা ডিপেন্ডেবল মাধ্যম। আপনার জি আর ই যদি ভালো থাকে তাহলে আপনি ইউএসএর ভালো একটা ইউনিভার্সিটি তে স্কলারশিপ পেতে অনেক সহজ হবে। IELTS & GRE দুটুই হলো ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ ইংরেজি ভাষার একটি প্রমান পত্র যে আপনি কতটা দক্ষ ইংরেজি তে। আপনি কি যোগ্য কি না কোনো ভার্সিটির জন্য সেটি জাজ করে মূলত এটার ইফেক্টও পরে।
GRE
পরশপাথরের স্পর্শে যেমন যে কোনো কিছু স্বর্ণ হয়ে যায় বলে ছোটবেলায় পড়তেন,না জানলেও জানবেন আবার। সেরকম এই ফুল ফান্ডিং এর আবেদনে ভালো GRE-IELTS স্কোর আপনার লো সিজি, রিসার্চ এ আপনার শুণ্য অভিজ্ঞতা, স্টাডি গ্যাপ এসব সমস্যা সমাধান করে দিবে।
ডিগ্রির প্রায়োরিটি
এডমিশন কমিটি আসলে এই স্কোরগুলো কিভাবে দেখে সেটা নিয়ে সেন্স বলি আপনাদের। আপনারা জানেন যে ইউ এস এ তে আপনি কোনো চাকুরি করতে গেলে ইউ এস এ এর যে কোনো বিশ্ববিদ্যালয়ের একটা ডিগ্রি লাগবেই,যদি আপনি স্কলারশিপে যান, এছাড়া আপনি ইউ এস এ এর কর্পোরেট ওয়ার্ল্ড এ ঢুকতে পারবেন না।
কারণ এটা ওপেন সিক্রেট যে ইউ এস এ এর অধিকাংশ ইন্সটিটিউশন বা প্রতিষ্ঠান থেকে শুরু করে অধিকাংশ কোম্পানি, সরকারি সেক্টরের ইত্যাদির মানুষজন মনে করে ইউ এস এ এর ডিগ্রী হচ্ছে কোয়ালিটিফুল এটা শিউর। বাকি দেশের গুলো সম্পর্কে তারা শিউর না। তারা নিজেদের ডিগ্রির উপর আস্থাশীল।
ইউ এস বাসীদের ধারণা
তারা মনে করে এটা কোয়ালিটিফুল হতেও পারে, নাও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কেনো এ কথা আমি বললাম। আপনার ফুল ফান্ডটা কিন্তু একটা চাকুরির মাধ্যমেই হবে সেটা হোক টি এ আর হোক আর এ। আপনাকে ভাবতে হবে আপনি কি কোনো ডিগ্রি নিয়েছেন কি না। এখন আপনি আপনার জীবনে ইউ এস এ এর স্টান্ডার্ডে কি কোনো ডিগ্রি নিয়েছেন? নেন নি। সেটা না দিলে ভাবতে হবে পরীক্ষা দিয়েছেন কিনা।
পরিক্ষা দিয়েছেন কোনো ইউ এস এ এর স্ট্যান্ডার্ডে? দেন নি তো । কিন্তু এই যে GRE পরিক্ষা, এটা কিন্তু আপনার সুযোগ যে ইউ এস এ এর স্ট্যান্ডার্ড এ আপনার যোগ্যতার পরিমাপ করা। এই পরিক্ষাটি নেয় ইউ এস এ এর একটা সংস্থা যাদের নাম ETS। এই পরিক্ষাটি ইউ এস এ তেই কাজে লাগে বেশি বা বলতে পারেন এটা ওখানেই কাজে লাগে।
বিশ্বাস
এখন এই পরিক্ষায় ভালো স্কোর মানেই তারা ধরে নেয় যে আপনার মধ্যে ইউ এস এ এর স্ট্যান্ডার্ড এ কোয়ালিটি রয়েছে এবং আপনাকে তারা গ্রহণ করতেই পারে। তাই অভারঅল ভাবেই ভালো জি আর ই স্কোর থাকলে আপনি যদি আপনার এস ও পি তে লিখেন যে আমি এই কারণে এটা করতে পারি না। এটা চিন্তা করেছিলাম বলে এটা এমন হয়েছে। সেক্ষেত্রে আপনার এই কথাগুলো এদের কাছে অজুহাত মনে হবে না। কারণ আপনি এদের স্ট্যান্ডার্ড এ নিজেকে প্রমাণ করেছেন জি আর ই স্কোর দিয়ে।
ডাসেন্ট ম্যাটার স্টাডি গ্যাপ,স্টাডি গ্যাপ নিয়ে কি ইউএস
আপনার যতই স্টাডি গ্যাপ থাকুক আপনার জি আর ই স্কোর ভালো থাকলে ডাসেন্ট ম্যাটার। আপনি স্কলারশিপ নিয়ে যাবেন মানে আপনাকে ওই দেশের যেকোনো ভার্সিটির ডিগ্রি নিতে হবে স্ট্যান্ডার্ড কোনো কোম্পানি তে জব করতে চাইলে।
তাই আপনার যদি স্ট্যাডি গ্যাপ থাকে, বা লো সিজি থাকে, বা রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনার কাছে নিজেকে মেলে ধরার জায়গা জি আর ই স্কোর আর আই ই এল টি এস স্কোর। আপনি নিজেকে পরীক্ষা করার একটি মাধ্যম এসব পরীক্ষা। আপনি জি আর ই স্কোর দিয়ে প্রমাণ করছেন যে আপনাকে দিয়ে কাজ হবে আর আই ই এল টি এস স্কোর দিয়ে প্রমাণ করছেন যে আপনি ইংরেজি তে কমিউনিকেশন করতে পারবেন।
আপনার ফান্ডিং অনেকটায় এসবের উপর বেস করে। তখন আপনি ফুল ফান্ডিং এ আপনার বাধা দূর করতে সক্ষম হবেন। তখন আপনার স্টাডি গ্যাপ কোনো ইফেক্ট ফেলতে পারবে না আপনার ফুল ফান্ডিং এডমিশন এ।
ইউ এস এ বর্তমানে পৃথিবীর ইকোনমিক দিক দিয়ে হিউজ স্ট্রং। আপনি এই দেশ চুস করতে পারেন।তবে স্টাডি গ্যাপ সমস্যা নাই। যদি তাদের রিকুয়ারমেন্টর সব কিছু থাকে আপনার কাছে।
তবে আপনি যদি ইউ এস এ তে যান অবশ্যই এরিয়া দেখে যাবেন কোথায় কেমন, সুবিধা খরচ কেমন,সব কিছু। গরম কেমন।
আজকের সেশন ছিল স্টাডি গ্যাপ নিয়ে কি ইউএসএ স্কলারশিপ বা উচ্চ শিক্ষা নেওয়া সম্ভব তা নিয়ে আলোচনা করা হলো আশা করি কিছু টা হলেও উপকার করতে পেরেছি।
আরও তথ্য পেতে ওয়েবসাইটে চোখ রাখুন।