keyword রিসার্চ ও এনালাইসিস: Keywords হচ্ছে Digital Marketing এর মাদার টপিক। Kye ,মানে চাবি Word মানে শব্দ। Fiver এর ভাসায় একে বলে সার্চ ট্যাগ. Search engine এর ভাসায় বলা হয় keywords. Instagramএর ভাষায় বলি hashtag . Keywords হলো আমার যেকোনো social media এর Search box এ নির্দিষ্ট একটি ওয়ার্ড বা সেন্টেন্স এর সমন্বয় আমরা সার্চ করি তাকে বলে keyword।
keyword রিসার্চ: Keywords মূলত তিন ধরনের হয় :
- Short tell keywords
- Medium tell keywords
- Long Tell Keywords
Short tell keywords,,
হচ্ছে আমরা সার্চ বক্সে একটা মাত্র ওয়ার্ডের সমন্বয় সার্চ করি তাকে shorr tell keywords বলে।
Medium tell keywords,,
আমরা যখন সার্চ বক্সের একের অধিক দুই অথবা তিন ওয়ার্ডের সমন্বয়ে সার্চ করি তাকে Medium tell keywords বলে।
Long Tell Keywords,,
সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে তিন ওয়ার্ডের অধিক কোন sentence এর সমন্বয় সার্চ করলে তাকে বলে Long Tell Keywords।
আরো পড়ুন: WordPress Basic কোর্স।
Keywords 7 প্রকার এর হয় :
১. প্রোডাক্ট এবং সার্ভিস
২. ব্যান্ড কিওয়ার্ড
৩. মডিফাইড কিওয়ার্ড
৪. জিওগ্রাফিক কিওয়ার্ড
৫. ডেমোগ্রাফিক কিওয়ার্ডস
৬. এডুকেশনাল কিওয়ার্ড
৭. B2B keywords.
প্রোডাক্ট এবং সার্ভিস লিমিটেড কীওয়ার্ড হচ্ছে আমরা যখন সার্চ ইঞ্জিনের সার্চ করে থাকি তাকে বলে প্রোডাক্ট এবং সার্ভিস kyewords।
কোন একটা প্রোডাক্ট এবং সার্ভিস রিলেটেড keywords এর সাথে কোন প্রতিষ্ঠান যুক্ত করি তখন তাকে ব্র্যান্ড কিওয়ার্ড বলে।
আমরা সার্চ বক্সে কোন নাটক বা মুভি রিলেটেড সার্চ করি ওখানে সেই মুভি বা নাটক খুঁজে না পাই এবং নাম ধরে কাস্টমাইজ করে সার্চ করি তাকেই মডিফাইড কিওয়ার্ড বলে।
যখন সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে নির্দিষ্ট লোকেশন বেছ সার্চ করে থাকি তাকে জিওগ্রাফিক কিওয়ার্ড বলে।
সার্চ ইঞ্জিনিয়ার সার্চ বক্সে নির্দিষ্ট কালার এবং জেন্ডার বেস সার্চ করে থাকি তাকেই ডেমোগ্রাফিক কিওয়ার্ড বলে।
যখন সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে কোন একটা বিষয় শেখার বা জানার জন্য সার্চ করি তাকেই এডুকেশনাল কিওয়ার্ড বলে।
আমরা যখন সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে বিজনেস টু বিজনেস রিলেটেড সার্চ করি তাকে b2b keywords বলে ।
Keywords Research হচ্ছে কোন কিওয়ার্ড দরে সার্চ করলে আমার ওয়েবসাইট কে সবার আগে আনা যাবে ওই ওই কীওয়ার্ডকে খুঁজে বের করাকে keywords research বলে।
keyword রিসার্চ: Keywords identify করা যায় 4 way তে :
- High demand and high competitor
- Low demand and high competitor
- Low demand and low competitor
- High demand and low competitor
আমাদের যে Keywords নিতে হবে সেটা হল:(High Demand Low competitor)
- মার্কেটে চাহিদা আছে কিন্তু এখনো পর্যন্ত সেরকম competitionনাই তাকেই High Demand Low competitor বলে ।
- Keywords research করার জন্য অনেকগুলো Keywords research Tools
- ব্যবহার করতে হবে তারপর Excel sheet এ লিখতে হবে Keywords name. C.L. D.H .
তারপর ব্রাউজার এর সার্চ ইঞ্জিনে সার্চ করতে হবে keyword tools research অনেকগুলো টুলস আসবে কিন্তু প্রত্যেকটা টুলস পেড।
তারপর keyword researchকরে এক একটা Excel sheet নিয়ে যেতে হবে। তারপর যে কি ওয়ার্ড high demand low competitor সেটাকে note করে লিখে দিতে হবে।
keyword রিসার্চ tools
কিছু জনপ্রিয় কীওয়ার্ড রিসার্চ টুল নিচে তালিকাভুক্ত করা হয়েছে:
- Semrush
- Google Keywords Planner
- Keyword tool.io
- Moz
- Kwfinder
- Ahrefs
- Ubersuggest
- Word Stream Free Keyword Tool
আরো অনেক keywords টুল রয়েছে তবে উপরের গুলো বেশি ব্যবহার করে থাকে। সব চেয়ে বেশি ব্যবহিত হয়: Google Keywords Planner,Semrush,Keyword tool.io।
আরো তথ্যপূর্ণ ইনফরমেশন পেতে আমাদের Youtube চ্যানেল ঘুরে আসতে পারেন!!
Comments ৩