Freelancing with Instagram Marketing.
Welcome To ( ERIN )
ইনস্টাগ্রাম হল একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যম।
সারা বিশ্বে ২ বিলিয়ন এর বেশি মানুষ এই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম টি ব্যবহার করে থাকে।
ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি বাংলাদেশি মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি প্লাটফর্ম, বাংলাদেশী ব্যবহারকারীর সংখ্যা ৭৬ লাখের বেশি Instagram প্রতিনিয়ত ব্যবহার করে থাকে।
ইনস্টাগ্রাম ব্যবহার করে যে কোন ছবি পোস্ট কন্টেন্ট রাইটিং অথবা ভিডিও কনটেন্ট জেনারেট করে লক্ষাধিক টাকা ইনকাম করার সুযোগ রয়েছে ।
ইনস্টাগ্রাম মার্কেটিং কি ?
Instagram Marketing হচ্ছে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম টিকে ব্যবহার করে আপনার প্রতিষ্ঠান অথবা পণ্য,সার্ভিস বা ব্রান্ডকে প্রচার প্রসারণ করাকেই instagram marketing বলে।
ইনস্টাগ্রাম এর মাধ্যমে চাইলে আপনি অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন এবং আপনার ব্যবসাকে গ্রো করার জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং খুবই অত্যন্ত প্রয়োজন ।
Instagram মার্কেটিং করে আপনার প্রতিষ্ঠানের আরো উচ্চমাধ্যমে নিয়ে যেতে পারবেন ডিজিটাল যুগে ইনস্টাগ্রাম মার্কেটিং করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে ।
ইনস্টাগ্রাম মার্কেটিং কত প্রকার :
ইনস্টাগ্রাম মার্কেটিং প্রধানত দুই প্রকার
- অর্গানিক মার্কেটিং
- পেইড মার্কেটিং
ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং কি ?
এক কথায় অর্গানিক মার্কেটিং হল ফ্রিতে প্রচার প্রসারণ করা।
আমরা ইনস্টাগ্রাম কে ব্যবহার করে কোন টাকা না দিয়েই একেবারে বিনামূল্যেই পোস্ট করে কৌশলগতভাবে কনটেন্ট তৈরি এবং শেয়ার এর মাধ্যমে ফলোয়ারদের কাছে পৌঁছানোটাই মূলত অর্গানিক মার্কেটিং।
কনটেন্ট এর উপর ভিত্তি করে ইনস্টাগ্রামে আপনি যে কনটেন্ট পোস্ট করেছেন একই কন্টেন্ট রিলেটেড গ্রুপ আছে যেখান থেকে আপনি ফলোয়ার্স এর সংখ্যা বাড়াতে পারবেন।
Instagram অর্গানিক মার্কেটিং করার কয়েকটি উপায় দেওয়া হলো :
- হাই কোয়ালিটি কনটেন্ট জেনারেট করা যেমন ছবি আকর্ষণীয় ক্যাপশন যাতে আপনার ফলোয়ারদের চোখ ধাঁধানো হয়।
- রেগুলারলি পোস্ট করা টাইম মেইনটেইন করে প্রতিনিয়ত পোস্ট করতে হবে।
- আপনার পোষ্টের জন্য ন্যায্য হ্যাশট্যাগ রিসার্চ করা এবং কন্টেন্টের উপর ভিত্তি করে মিনিমাম ১০ থেকে ২০ টি হ্যাশট্যাগ ব্যবহার করা।
- ফলোয়ারদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ প্রতিনিয়ত আপনার ফলোয়ারদের সাথে কমেন্ট অথবা মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখা।
- Instagram Reels Video এর সাথে জড়িত থাকা স্টোরিজ রিল ব্যবহার করে ইনস্টাগ্রামে সক্রিয় হওয়া।
এই ম্যাথড গুলো পরিচালনা করে আপনি আপনার instagram কেউ অর্গানিকালি মার্কেটিং করে ফলোয়ার্স বৃদ্ধি করতে পারবেন এবং পোস্ট ইনস্টাগ্রাম এর সকল জায়গায় পৌঁছাইতে পারবেন।
ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং কি ?
- পেইড মার্কেটিং হল ইনস্টাগ্রামে প্লাটফর্মে অর্থ ব্যয় করে আপনার পণ্য অথবা ব্র্যান্ড,প্রতিষ্ঠানকে প্রচার প্রসার করাকেই ইনস্টাগ্রামে পেইড মার্কেটিং বলে।
- আপনার বিজ্ঞাপন একটি লক্ষ্যবস্তু টার্গেটেড কাস্টমার পর্যন্ত আপনার পণ্য বা সার্ভিস ইনস্টাগ্রাম প্রচার করে থাকে পেইড মার্কেটিং এর মাধ্যমে।
Instagram পেইড মার্কেটিং এর কয়েকটি ধাপ নিচে উল্লেখ করা হলো:
Instagram Adds
- ইনস্টাগ্রাম এড ব্যবহার করে ভিডিও কনটেন্ট অথবা ফটো এর মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করে প্রচার করানো যায়।
Instagram influencer marketing
- Influencer মাধ্যমে আপনার পণ্য, সার্ভিস, ব্র্যান্ড, প্রতিষ্ঠান কে প্রমোট করা তাদের ফলোয়ারদের কাছে আপনার পণ্য সার্ভিস ব্র্যান্ড প্রতিষ্ঠানকে প্রচার করা।
Instagram Boosted Post
- আপনার পোস্টগুলি টাকা খরচ করে instagram এর মাধ্যমে বুস্টিং করে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।
ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং এই প্রক্রিয়াগুলো ব্যবহার করে আপনি দ্রুত আপনার পণ্য,সার্ভিস, প্রতিষ্ঠানকে সেলস বৃদ্ধি বাড়াতে এই প্রক্রিয়াগুলো অনুসরণ করুন!
আরো পড়ুন:
keyword রিসার্চ ও এনালাইসিস কিভাবে করবেন।
LinkedIn মার্কেটিং কি এবং কিভাবে করতে হয়?
লিড জেনারেশন কি এবং কিভাবে করবেন?
কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হয় !
সঠিক নিয়ম এ instagram মার্কেটিং করার জন্য বিশেষ কিছু কৌশল প্রয়োজন। instagram এ সফলভাবে মার্কেটিং করার জন্য কিছু লক্ষণ নির্ধারণ করতে হবে।
আপনার গোল কি এবং কি অর্জন করতে যাচ্ছেন instagram থেকে প্রোডাক্টের সেলস জেনারেট করা, নাকি আপনার ওয়েবসাইটে ট্রাফিক ভিজিটর আনা .সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে ওই অনুযায়ী লক্ষণ নির্ধারণ করা।
প্রোফাইল সেট আপ এন্ড অপটিমাইজেশন
- আপনার একটি প্রফেশনাল ছবি ব্যবহার করুন প্রোফাইলে.
- বায়তে আপনার সম্পর্কে সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখবেন.
- আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইট এর লিংক যোগ করবেন.
কন্টেন্ট মার্কেটিং
- আপনার নিস অনুযায়ী ভালোভাবে চোখ ধাঁধানো একটি কনটেন্ট তৈরি করুন.
- চোখ ধাঁধানো ভিডিও কনটেন্ট এবং ছবি ইনস্টাগ্রাম স্টোরেজ ব্যবহার করুন.
- প্রতিনিয়তই কন্টেন্ট পাবলিশ করুন schedule মেইনটেইন করে.
- ব্যবহার করুন সঠিক নিয়মে আপনার পোস্ট অনুযায়ী ওই ক্যাটাগরির অনেকগুলো হ্যাস্ট্যাগ ব্যবহার করুন যাতে মানুষের কাছে বেশি পৌঁছায় এবং নিজস্ব ব্রান্ড তৈরি করুন.
- ফলোয়ারদের সাথে রিলেশনশিপ তৈরি করুন বেশি বেশি ফলোয়ারদের কমেন্টের রিপ্লাই দেন.
- ফলোয়ারদের সাথে মেসেজে কমিউনিকেশন করেন যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি করেন.
- ফলোয়ারদের কোন প্রশ্ন থাকলে উত্তর দিন এবং তাদের সাথে যে কোন বিষয় নিয়ে আলোচনা করুন.
- ইনস্টাগ্রাম লাইভে এসে ফলোয়ারদের সাথে যোগাযোগ করুন আরো ভালো হয় যদি সরাসরি তাদের সাথে যোগাযোগ রাখেন.
পরিসংখ্যান বিশ্লেষণ
- আপনি যে পোস্টগুলো পাবলিশ করেন সেই পোস্টগুলো ভালোভাবে এনালাইসিস করুন ওই অনুযায়ী পোস্টের আরো আপডেট আনতে হবে
- ইনস্টাগ্রামে ড্যাশবোর্ড ব্যবহার করুন এবং আপনার পোস্টগুলোর পারফরম্যান্স গুলো চেকআপ করুন
- নিয়মিত পোস্ট করুন সময়সূচি মেইনটেইন করে যাতে আপনার ফলোয়ার্সরা সক্রিয় সক্রিয় হয়
এই বেসিক নিয়ম গুলো যদি অনুসরণ করেন আপনি ইনস্টাগ্রামে একটি পাওয়ারফুল মার্কেটিং কৌশল তৈরি করতে পারবেন।
ইনস্টাগ্রাম মার্কেটিং করে ফ্রিল্যান্সিং।
ইনস্টাগ্রাম মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করার প্রচুর প্রক্রিয়া রয়েছে !
- মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার অন্যতম একটি প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং
- ইনস্টাগ্রাম মার্কেটিং করে বর্তমান সময়ে ফাইবার আপওয়ার্ক এর মত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও লক্ষাধিক টাকা ইনকাম করতেছে ফ্রিল্যান্সাররা।
- আপনি যদি ইনস্টাগ্রাম ভালো দক্ষশীল ব্যক্তি হতে পারেন সেই ক্ষেত্রে আপনিও চাইলে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস এবং আউট অফ মার্কেটপ্লেসে ভালো টাকা ইনকাম করতে পারেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে।
ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করার জন্য পাঁচটি জনপ্রিয় মার্কেটপ্লেস এর নাম বলা হল :
- Fiver
- Upwork
- Kwork
- Freelancer.com
- Guru .com
তাছাড়া ওই instagram মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করার আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যেমন:
আরো বিভিন্ন প্লাটফর্ম রয়েছে। যাদের মাধ্যমে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করে ভাল একটি ইনকামের রাস্তায় যেতে পারবেন।
instagram hashtag research tool
Instagram অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে hastag রিসার্চ অনেকটা ইম্পরট্যান্ট এবং কার্যকরী।
Hastag ব্যবহার করে Instagram এর যে সব শটফর্ম ভিডিও কনটেন্ট তৈরি করা হয় সেই ভিডিও কনটেন্ট গুলো হ্যাসট্যাগ এর মাধ্যমে অনেক ফলোয়ার্স ইনক্রিজ করে।
Instagram hashtag research tool
গুরুত্বপূর্ণ ইনস্টাগ্রাম হ্যাসট্যাগ রিসার্চ টুলস এর নাম দেওয়া হল নিচে:
- Keyword Tool.Io
- Influencer marketin hub
- Hastagify
- Rite Tag
- Dprout social
- Keyhole
- Tailwalker
- Inflact
এই টুলস গুলো ব্যবহার করে ইনস্টাগ্রামের জন্য হ্যাসট্যাগ রিসার্চ করতে পারবেন এবং পোস্ট এই টুলগুলোর সাহায্যে কিওয়ার্ডগুলো নিয়ে বা হ্যাশটেকগুলো নিয়ে কন্টেন্টে ব্যবহার করুন ধন্যবাদ!!
শেষ কথা
ইনস্টাগ্রাম মার্কেটিং করে যদি নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান অর্থাৎ instagram মার্কেটিং করে স্বাবলম্বী হওয়ার জন্য আজকে থেকেই প্র্যাকটিস অথবা কাজ শুরু করে দেন
যদি একেবারেই নতুন হয়ে থাকেন আমাদের এই ওয়েবসাইটের সাথে জড়িত থাকুন নিত্যনতুন আরো কিছু পেতে আমাদের সাথেই থাকুন এবং আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন!
Comments ২