WELCOME TO (ERIN)
চাকরির জন্য সিভি কেন প্রয়োজনীয়?
২০২৪ সালে চাকরির বাজার কিছুটা সোনার হরিণ এর মতোন হয়ে গেছে। ১৫-২০ হাজার টাকার বেতন বাংলাদেশ এখন পাওয়াটা খুব কস্টের বিসয়।
সময় যত যাচ্ছে বাংলাদেশের চাকরির বাজার আরো ভয়াবহ অবস্থা হচ্ছে, তবে ২০২৪ সালে চাকরির বিসয় অবগত থাকার জন্য আপনার দক্ষতা থাকা অত্যন্ত জরুরি।
আপনি পড়াশোনার পাশাপাশি নিজেকে যে কোনো বিষয় দক্ষশীল হিসেবে গড়ে তুলবেন যেমন আইটি সেক্টরে দক্ষশীল ব্যক্তি হবেন ইত্যাদি।
চাকরি পাওয়ার জন্য আমাদের জীবনে সিভি একটি প্রদান উৎস।
আপনি যদি একটি প্রফেশনাল সিভি তৈরি করতে পারেন চাকরিদাতার চোখ ধাঁধানো হয় এবং চাকরিরদাতা যেই রকম চাচ্ছেন সেইরকম সিভি থাকে তাহলে চাকরি পেতে আপনার সহজ বোধ হবে।
আপনার যদি একটি চাকরি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনার একটি প্রফেশনাল সিভি তৈরি করা শিখাতে হবে।
কেননা চাকরিপ্রার্থীদের জন্য প্রফেশনাল সিভি লেখা জানা অত্যন্ত জরুরি।
কেননা একটি ভালো চাকরি খোঁজার জন্য সবচেয়ে বিসয় হচ্ছে সঠিক নিয়মে কার্যকরভাবে একাটি সিভি লিখা।
একটি প্রফেশনাল এবং মানসম্মত সিভি তৈরি করার মধ্যমে আপনি চাকরিদাতার মনে খুব সহজেই যায়গা করে নিতে পারবেন। তাই চাকরির জন্য সিভি অতিরিক্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ।
একটি সিভি দেখে কেন চাকরি দাতা আপনার চাকরি নির্ধারণ করে দেয় ?
আপনি একটি প্রফেশনাল এবং মানসম্মত সিভি তৈরি করার ফলে আপনার দিকে চাকরিদাতা আগ্ৰহি হয়ে উঠবে।
আপনি যত সুন্দর ভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন সিভির মাধ্যমে তত বেশি গুরুত্ব এবং আগ্ৰহি ব্যক্তি হবেন চাকরিদাতার কাছে ।
তাই সিভি হচ্ছে চাকরিদাতা এটা সর্বক্ষেত্রে মনে রাখা উচিত।
একাটি প্রফেশনাল সিভি তৈরির নিময় !
একটি সিভি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে চাকরি দাতার কাছে আপনার সকল তথ্য গুলি উপস্থাপন করা।
২০২৪ সালে সিভি তৈরি করার আগে আপনাকে মনে রাখতে হবে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে না।
- আপনার আরোও বিভিন্ন বিষয় বস্তুর উপর দক্ষতা অর্জন করতে হবে।
- একটি প্রফেশনাল সিভি শুধু চাকরির ক্ষেত্রেই নয় আপনার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
প্রফেশনাল সিভি তৈরি করার ক্ষেত্রে আপনার কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে:
১) সাম্প্রতিক সিভি কখনো বাংলায় তৈরি করবেন না সম্পূর্ন তথ্য ইংরেজিতে দিবেন এবং হিজিবিজি করে কোনো কিছু লিখবেন না যাতে করে আপনার চাকরিদাতার বুঝতে সুবিধা হয়।
২) প্রফেশনাল সিভি তৈরির ক্ষেত্রে আপনার প্রথমত হেডিং এর সাথে যোগাযোগ করার ছোট করে তথ্য যুক্ত করুন ।
আপনার পুরো নাম ব্যবহার করুন এবং যোগাযোগ ব্যবস্থা যুক্ত করুন এর ফলে আপনার সিভি দেখার সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করার তথ্য খুব সহজেই খুঁজে পায়।
সংক্ষিপ্তে আপনার কাজের বিসয় বলুন নামের নিচে যেমন: MD Ayen Computer Engineer.
৩) profile
ব্যক্তিগত জীবন : আপনার ক্যারিয়ার এর উদ্দেশ্য এবং ইচ্ছা কি এগুলো সিভির মধ্যে ৭-৮ লাইন লিখবেন আপনার লক্ষনীয় বিষয় গুলো সিমির মধ্যে উপস্থাপন করুন।
৪) picture
চাকরি খোঁজার জন্য একটি প্রফেশনাল ছবি ব্যবহার করুন।
একটি চাকরির জন্য আপনার সিভি বেশ প্রয়োজনীয় হচ্ছে ছবি , আর সিভি তে ব্যবহার কারি ছবি অবশ্য প্রফেশনাল হতে হবে।
- ফরমাল ড্রেস ব্যবহার করে ছবি তুলুন ।
- ছবির ব্যাকগ্রাউন্ড পোশাকের সাথে মানায় এইরকম রাখুন যেমন সাদা অথবা নলী কালার ব্যবহার করুন।
- ছবি এডিট অতিরিক্ত করবেন না অতিরিক্ত এডিট এর ফলে আপনার ফেইস পরিবর্তন হয়ে যেতে পারে ।
- ছবিটি ন্যাচারাল রাখুন ।
- চাকরিদাতা আপনার ছবি দেখে যাতে বুঝতে পারে আপনি ভদ্রলোক এবং স্মার্ট।
- আপনার তোলা কোনো পুরাতন ছবি ব্যবহার করবেন না অথবা পুরাতন ছবি এডিট করে সিভি যে ব্যবহার করবেন না ।
- সম্পুর্ন ভালো একটি স্টুডিও থেকে মানসম্মত ছবি তুলুন এবং সিভিতে ছবি ব্যবহার করার জন্য পিন
- মেশিন/ষ্টাপ্লাজার এগুলো ব্যবহার করবেন না।
- বিশেষ প্রোয়জনে প্রেপারপার ক্লিপ অথবি ছবি ব্যবহার করার আঠা ব্যবহার করুন।ছবি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই এই প্রক্রিয়া গুলো অবলম্বন করুন।
৫) Education and qualification.
শিক্ষাগত যোগ্যতা এটা একটি প্রফেশনাল সিভি থাকা অত্যন্ত জরুরি কারন আপনার চাকরিদাতার মূল আকর্ষণ বিসয়।
Education and qualification সম্পর্কে আপনার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত হয় সম্পুর্ন যোগ্যতা পেশ করুন সিভির মধ্যে যেমন SSC, HSC, HONOURS , MASTERS এই তথ্য গুলি উপস্থাপন করুন।
তবে আরো এফেক্টিভ করার জন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করবেন কেননা ২০২৪ সালে আপনি সিভি তৈরি করতেছেন ৯০ দশকে সিভির সিস্টেম ছিলো একদম সোজা এখন অনেক আপডেট করতে হবে।
৬) Experience
- আপনি কোন কোন বিষয় অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছেন এই বিসয় গুলি সিভি যে উপস্থাপন করুন। তবে মনে রাখবেন আপনার অভিজ্ঞতা এটা সাভির নিচে ব্যবহার করবেন না উপরে অথবা মাঝখানে।
- আপনি কত বছর কাজ করছেন কোন প্রতিষ্ঠান এ কাজ করছেন আপনার পদবি কি ছিলো ইত্যাদি বর্ননা দিন কারন অভিজ্ঞতা চাকরিদাতার আকর্ষন বাড়ানোর বড় উৎস।
৭) Skill
দক্ষতা আজকাল চাকরির জন্য শুধু উন্নতমানের যায়গায় পোড়ালেখা করা বেক্তি দের চাওয়া হয় না বরং শিক্ষিত হওয়ার পাশাপাশি (skill full) দক্ষশীল ব্যক্তিদের ওনেক প্রয়োজন পড়ে।
- আপনার যেই কোনো দক্ষতা সম্পর্কে ভিত্তি করে সিভি তে উল্লেখ করুন যেমন কম্পিউটার বেসিক , গ্ৰ্যাফিক ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপার , ড্রাইভিং।
- তবে আইটি সেক্টরে দক্ষশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- একটি প্রফেশনাল সিভি তে যদি কম্পিউটার বেসিক সম্পর্কের কথা বলা না থাকে তাড়লে আপনার চাকরি হারানোর 80% সম্ভবনা বেড়ে যাবে।
- অবশ্যই একটি প্রফেশনাল সিভি তৈরি করার জন্য কম্পিউটার বেসিক skill থাকতে হবে।
- তাই কোথাও সিভি সাবমিট এর আগে অবশ্যই পর্যাপ্ত বিসয় গুলোর উপর দক্ষতা অর্জন করুন।
৮) Reference
রেফারেন্স বিষয়টি একটি প্রফেশনাল সিভি তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- আপনার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে দ্বিতীয় ব্যক্তির কাছে থেকে তথ্য অনুযায়ী যাচাই-বাছাই করার জন্য রেফারেন্স চাওয়া হয়।
- অবশ্যই আপনার এলাকার গণ্য মান্য একজন ব্যক্তিকে রেফারেন্স হিসাবে ব্যবহার করবেন তার নাম উল্লেখ করবেন যাতে সে আপনাকে ভালোভাবে জানেন।
- রেফারেন্স হিসাবে ব্যবহার করার জন্য হতে পারে সে এমপি,চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর বা কলেজের অধ্যক্ষ। রেফারেন্স হিসাবে যাকেই ব্যবহার করবেন অবশ্যই তার কাছ থেকে পরমিশন নিয়ে নামটি ব্যবহার করবেন।
একটি প্রফেশনাল সিভি তৈরি করার জন্য সিভির ফরমেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- ফ্রন্ট বিবেচনা করবেন একটি সুন্দর এবং মার্জিত একটি ফ্রন্ট এর মাধ্যমে সকল লেখা গুলো অবলম্বন করবেন।
- চাকরির ধারন অনুযায়ী যাচাই-বাছাই করে সিভি টি তৈরি করুন এবং নিশ অনুযায়ী তৈরি করুন।
- গ্ৰ্যাফিক্স ব্যবহার করুন তবে অতিরিক্ত না ।
- সিম্পল ভাবে সিভি টা রাখার চেষ্টা করুন বেশি হিজি বিজি ডিজাইন করবেন না।
- একটা প্রোফেশনাল সিভিতে ৩ টি কালার ব্যবহার করা যায় তার বেশি ব্যবহার করলে সেটা প্রফেশনাল হিসাবে গণ্য করা হবে না।
- ২০২৪ সালে চাকরির জন্য সিভি তৈরি করতে মডার্ন টেকনোলজি ব্যবহার করে ৯০দশকের মতোন যদি সিভি তৈরি করে জমা দেন তাহলে এখন চাকরি পাওয়া কষ্টকর হয়ে উঠবে।
শেষ আলোচনা
আপনি যদি একটি ভালো চাকরি পেতে চান তার জন্য প্রপার দক্ষতা অর্জন করতে হবে কারন ২০২৪ সালে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলে যে কেউ চাকরি দিতে চায় না।
এবং একটি সিভি কে আপনার চাকরিদাতা হিসেবে তৈরি করতে হবে কারন একটি প্রফেশনাল সিভি আপনাকে চাকরি পেতে সাহায্য করবে।
Comments ২