Welcome To (ERIN)
মেডিকেল নাকি ইন্জিনিয়ারিং ভালো?
তো মেডিকেল নাকি ইন্জিনিয়ারিং
মেডিকেল নাকি ইন্জিনিয়ারিং এগুলো ভাবে বোকা স্টুডেন্টরা। আপনি যদি সায়েন্স বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমার মনে হয় আপনি ক্লাস ৮ এই আপনার লক্ষ্য ঠিক করে রেখেছেন। আপনি এই প্রশ্ন কখনো এডমিশন দেওয়ার সময় ভাববেন না। যদি আগে মনে হতো ডাক্তার হবেন তাহলে ওইটায় হোন। এখন যদি আশেপাশের মানুষের কথা শুনে ডিসিশন পরিবর্তন করেন এটা ভালো হবে না।
যদি মনে হয় না আমি ইন্জিনিয়ারিং নিয়ে পড়বো তাহলে ওইটায় করুন সিদ্ধান্ত পরিবর্তন করবেন না যদি আপনি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন। এখন সময় নাই। সময় থাকে ইন্টার ফার্স্ট ইয়ারে তখন ভেবে কিছু করা যায়।
মেডিকেল থেকে কি ইন্জিনিয়ারিং ভালো?
এসব প্রশ্ন ও বোকা প্রকৃতির মানুষ ভাবে৷ ডাক্তারি পেশা ও ইন্জিনিয়ারিং পেশা দুটো জিনিস একদম আলাদা জিনিস। একটা শুধু সেবা খাতে নিয়োজিত তবে খুব ভালো ও সম্মানিত পেশা এটা।
এবার আসি ইন্জিনিয়ারিং পেশা এটিও খুব ভালো পেশা বা সেক্টর। এটির জন্য মেডিকেলের মতোও আলাদা সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। আর এদের পেশা সব কাজে নিয়োজিত পেশা ব্যাতীতও।
আপনারা অবশ্যই নিজের ইচ্ছা কে বেশি প্রাধান্য দিবেন। মনে করেন আপনার প্রিয় শিক্ষক বলেছেন আপনি ইলেক্ট্রনিক ইন্জিনিয়ার হওয়ার যোগ্য বা তুমি এটা হও পারবা। তখন আপনার মনে ছোট থেকে ডাক্তার হওয়া তখন কেমন হবে? , আপনি ধরেন পড়লেন ইন্জিনিয়ারিং পড়া শেষে হতাশা কাজ করছে মেডিকেলের পরীক্ষা দেখে। এমন হওয়ার আগে নিজে ভাবুন। সময় নিন!
চান্স পাওয়া সহজ কি মেডিকেল নাকি ইন্জিনিয়ারিং।
দুইটা সেক্টরের পড়াশোনা দুই রকম হয়ে থাকে। মেডিকেলে পড়াশোনা করতে হলে যে বিষয় গুলো তে ফোকাস দিতে হয় সেগুলোর সব লাগে না ইন্জিনিয়ারিং পরীক্ষা দিতে। তবে দুটোই কম্পিটিশন বেশি। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি স্টুডেন্ট সায়েন্স বিভাগ নিয়ে পড়াশোনা করছে। সায়েন্স টা সাধারণত খারাপ স্টুডেন্ট রা নেয় না। অথবা যে ভাবে এটাই যে পরিমাণ এফোর্ট দিতে হয় তা আমার কাছে সম্ভব না সেও নেই না সায়ন্স।
সহজ বলতে তখনি মনে হবে যখন চান্স পাবেন। এর আগে সবি কঠিন।
মেডিকেল চান্স পেতে হলে সাইন্সের বইয়ের পাশাপাশি ,আপনাকে অবশ্যই সাধারণ জ্ঞান ও ইংরেজি তে অনেক ফোকাস দিতে হবে। যেটা ইন্জিনিয়ারিং এর ক্ষেত্রে না করলেও হয়। ইন্জিনিয়ারিং টা মূলত সায়েন্সের বিষয়ের উপর ভিত্তি করে পরীক্ষা হয়।
সরকারি মেডিকেল বা ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কি আছে?
হ্যাঁ বাংলাদেশে সরকারি মেডিকেল ও ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে। বর্তমানে বেসরকারি মেডিকেলেও ভর্তি হতে হলে সরকারি মেডিকেল পরীক্ষার মার্কস লাগে।
কয়টা সরকারি ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে?
চারটা সরকারি ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে। সাথে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো তেও রয়েছে ইন্জিনিয়ারিং সিট। বুয়েটে, কুয়েট রুয়েট, চুয়েট এই চারটি শুধু ইন্জিনিয়ারিং নিয়ে পড়া যাবে।
এগুলো নিয়ে বিস্তারিত আরেকটি সেশনে বলবো কোন টা কেমন।
সাথে রয়েছে ডুয়েট এটি সাধারণ শিক্ষার্থীদের জন্য না। এটি শুধু ডিপ্লোমা ইন্জিনিয়ারিং করে যারা এসএসসি পরীক্ষার পর চার বছর কোর্স করে তাদের এটা। এটাও চার বছরের কোর্স।
ডুয়েট নিয়েও নেক্সট সেশন দেওয়া হবে। চোখ রাখুন এরিনে।
একজন শিক্ষার্থী কি মেডিকেল ও ইন্জিনিয়ারিং দুটোতে পরীক্ষা দিতে পারবে?
হ্যাঁ অবশ্যই পারবে। তবে এমন পরিকল্পনা থাকলে আপনাকে আগে থেকেই ভাবতে হবে আপনি এক্সট্রা পড়তে হবে। নিজেকে ওই ভাবে তৈরি করতে হবে।কঠোর পরিশ্রম করতে হবে।
এরিনে চোখ রাখুন সব ধরনের তথ্য পেতে। ধন্যবাদ