ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার সাম্প্রতিক খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় -পরীক্ষা ডিসেম্বরে 2025. কবে হতে পারে ২৪-২৫ সেশনের এইচএসসি শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) পরীক্ষা। ইতি মধ্যে আজ ১৫ অক্টোবর সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সাথে গতকাল ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় ডিনস কমিটি সভায় সিদ্ধান্ত নেন ১৩ ডিসেম্বর পরীক্ষা হবে। ঢাবির প্রথম বর্ষের পরীক্ষা ডিসেম্বরে হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী বৃহস্পতিবার ১৭ অক্টোবর, ২০২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ডিনস কমিটির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ১৩ ডিসেম্বর চারুকলা, ২১ ডিসেম্বর কলা অনুষদ, ২৮ ডিসেম্বর বিজ্ঞান বিভাগ, সবশেষে ৪ জানুয়ারি ব্যবসায় অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব রেখেছেন।
আমি ঢাকা কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো?
পরীক্ষার ফলাফল যেমনি হোক। যদি আপনার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার মতো পয়েন্ট হয়ে থাকে। তাহলে আপনিও স্বপ্ন দেখতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার। অদম্য মনোবল নিয়ে আপনিও নেমে পড়ুন ভর্তি পরীক্ষা নামক যুদ্ধে। আপনাকে স্বাগতম আজকের ফলাফলের জন্য। রেজাল্ট আপনার যেমনি হোক চেষ্টা করেন আর যেন জীবনে না পিছাতে হয়।
মনোযোগ সহকারে রুটিন অনুযায়ী পড়া শুরু করে দিন। আপনিও পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে।
বিশ্বাস ও অধ্যবসায় ঠিক রেখে পরিকল্পনা মাফিক পড়াশোনা করো। আগে ঠিক করো কোন কোন বিশ্ববিদ্যালয় তোমার টার্গেট।
কোন কোন বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবে প্যাটার্ন কেমন। যেহেতু ডিসেম্বরে ঢাবির পরীক্ষা তাই এটার জন্য লেগে পড়ো। তুমি পারবে বিশ্বাস রাখো। জীবনের রুটিন করো কয়েক মাসের জন্য। তারপর পড়ো।
সৃষ্টি কর্তার কাছে চাও আর পরিশ্রম করতে থাকো অল্প দিন রেয়েছে্।
ডিসেম্বর কি ঢাবির পরীক্ষা হবে?
ডিনস কমিটির ১৪ অক্টোবর সূত্রে জানায় যে ,ডিনস কমিটির কালকের সভায় ভর্তি পরীক্ষা নিয়ে অনেক গুলো সুপারিশ করা হয়েছে। সভায় বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন। সেই সূত্রে বলা হলো , এবছর ও ৪টি ইউনিটের মাধ্যমে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ছাড়া অন্য ৩টি অনুষদের ভর্তি পরীক্ষা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কেন্দ্র
সেন্টার পরবে ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হলো— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
সকলের জন্য শুভকামনা। ভর্তি যোদ্ধাদের সকল আশা পূর্ণ হোক। বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক সেশন রয়েছে এরিনে। দেখার জন্য ওয়েবসাইটের একাডেমিক সাইট ভিজিট করুন। ধন্যবাদ।