এরিনে সবাইকে স্বাগতম। আজকের সেশনটি হবে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি চর্চা পার্ট। HSC অর্থনীতি দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ২০২৫.অর্থনীতি দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর পর্ব। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সেশন এটি। চর্চা করার জন্য এবং পরীক্ষার পূর্ব মূহুর্তে রিভাইস করার জন্য অপরিহার্য কিছু mcq.
সকল বোর্ড থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর পর্ব
১. Finish কোন ভাষার শব্দ?
ক। ফারসি
খ। ইংরেজি
গ। ল্যাটিন
ঘ। গ্রিক
উত্তর : গ
২. অর্থায়নে উৎস কয়টি?
ক। ২
খ। ৩
গ।৫
ঘ। ৬
উত্তর : ক
৩. কোনটি অর্থায়নে বাহ্যিক উৎস?
ক। কর
খ। ট্যারিফ
গ। শুল্ক
ঘ। ই.ইউ
উত্তর : ঘ
৪. কোনটি অর্থায়নের বাহ্যিক উৎস?
ক। নগদ অর্থ
খ।স্থায়ী সম্পদ
গ। খাদ্য সাহায্য
ঘ। নিট মূলধন ব্যয়
উত্তর ; ঘ
৫. অর্থায়নের বাহ্যিক উৎস কোনটি?
ক। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ
খ। নিট মূলধন আয়
গ। অতিরিক্ত কর
ঘ। ঘাটতি অর্থায়ন
উত্তর : ক
৬. ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কোনটি?
ক। বন্টিত মুনাফা
খ। অবণ্টিত মুনাফা
গ। কর্পোরেট বন্ড
ঘ। জামানতবিহীব বন্ড
উত্তর : খ
৭. ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের প্রাথমিক উৎস কোনটি?
ক। নিজস্ব মুনাফা
খ। অবচয় তহবিল
গ। বন্টিত মুনাফা
ঘ। অবন্টিত মুনাফা
উত্তর : ঘ
৮. কেয়ার কোন ধরনের প্রতিষ্ঠান?
ক। সরকারি কেন্দ্র
খ। বেসরকারি সংস্থা
গ। কোম্পানি
ঘ। উন্নয়ন ব্যাংক
উত্তর : খ
৯.IPO পূর্ণ রূপ কি?
১০. বন্ড ও শেয়ার বাজার কোন বাজারের অন্তর্ভুক্ত?
ক। মূলধন বাজার
খ। মুদ্রা বাজার
গ। অর্থ বাজার
ঘ। স্পট বাজার
উত্তর : ক
HSC অর্থনীতি দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ২০২৫
১১. শেয়ার লেনদেনের জন্য কি প্রয়োজন?
ক। এনজিও
খ। মানি এক্সচেঞ্জ
গ। স্টক এক্সচেঞ্জ
ঘ। বানিজ্যিক ব্যাংক
উত্তর : ঘ
১২. দীর্ঘ মেয়াদি অর্থায়নের প্রয়োজনে কর্পোরেশনের শর্তাবলি সম্বলিত ঋণের দলিল কে কি বল?
ক। বন্ড
খ। বানিজ্যিক ব্যাংক
গ। শেয়ার
ঘ। বিনিময় বিল
উত্তর : ক
১৩. সরকার যে ধরনের বন্ড বাজারে ছাড়ে তাকে বলে)?
ক। বন্ড
খ। শেয়ার
গ। ট্রেজারি বন্ড
ঘ। মিউনিসিপ্যাল বন্ড
উত্তর : গ
১৪. বাংলাদেশে মোট কত গুলো স্টক এক্সচেঞ্জ আছে?
ক। ১
খ।২
গ। ৪
ঘ। ৬
উত্তর : খ
১৫. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিলো?
ক। ১৯১৩
খ। ১৯৯৩
গ। ১৯৯৫
ঘ। ১৯৯৬
উত্তর : গ
১৬. বাংলাদেশে কত সালে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন পাশ করে?
ক। ১৯৫৬
খ। ১৯৯৩
গ।১৯৯৫
ঘ। ১৯৫৪
উত্তর : খ
১৭. কোন শেয়ারধারক গণ কোম্পানির প্রকৃত মালিক?
ক। সাধারণ শেয়ার
খ। অগ্রাধিকার শেয়ার
গ। বন্টিত শেয়ার
ঘ। রাইট শেয়ার
উত্তর :ক
১৮. এন জি ও এর পূর্ণ রূপ কি?
১৯. স্বল্প মেয়াদি অর্থায়নের উৎস কোনটি?
ক। বন্ড মার্কেট
খ। শেয়ার মার্কেট
গ। বানিজ্যিক ব্যাংক
ঘ। শেয়ার ব্যাংক
উত্তর : গ
২০. অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি?
ক। মূলধন বাজার
খ। মুদ্রা বাজার
গ। বৈদেশিক ঋণ
ঘ৷ অনুদান
উত্তর : খ
২১. কোন ব্যাংক থেকে দীর্ঘ মেয়াদি ঋণ পাওয়া যায়?
ক। সমবায় ব্যাংক
খ। বানিজ্যিক ব্যাংক
গ। বিনিয়োগ ব্যাংক
ঘ। কেন্দ্রীয় ব্যাংক
উত্তর : গ
২২. অর্থায়ন বলতে কি বুঝায়?
২৩. বাংলাদেশে কয়টি পুজি বাজার আছে?
ক। ২
খ। ৩
গ। ৪
ঘ।৫
উত্তর : ২
২৪. বেসরকারি অর্থায়ন কত প্রকার?
ক। ২
খ। ৩
গ। ৪
ঘ। ৫
উত্তর : খ
২৫. কোন ব্যাংক জামানত ছাড়া ঋণ দেয়?
ক। অগ্রণী ব্যাংক
খ। সমবায় ব্যাংক
গ। সোনালী ব্যাংক
ঘ। গ্রামীণ ব্যাংক
উত্তর : ঘ
পর্ব -২ সকল বোর্ড প্রশ্ন থেকে বহুনির্বাচনি
২৬. শেয়ার বাজারে ক্রয় বিক্রয় করা হয় কি?
ক। প্রাথমিক শেয়ার
খ। সাধারণ শেয়ার
গ। মাধ্যমিক শেয়ার
ঘ। বোনাস শেয়ার
উত্তর : গ
২৭. পুঁজি বাজার কোন ধরনের মূলধনের যোগান দেয়?
ক। দীর্ঘ মেয়াদি
খ। স্বল্প মেয়াদি
গ। মধ্য মেয়াদি
ঘ। প্রাতিষ্ঠানিক
উত্তর : ক
২৮. অর্থায়নের প্রাথমিক উৎস কোনটি?
ক। অর্থ সংগ্রহ
খ। অর্থ ব্যবস্থাপনা
গ। অর্থ পরিকল্পনা
ঘ। অর্থ ব্যয়
উত্তর : ক
২৯. আর্থিক প্রতিষ্ঠান কোনটি?
ক। বিদ্যালয়
খ। বাড়ি
গ। ব্যাংক
ঘ। হাসপাতাল
উত্তর : গ
৩০. কোনটি বিশেষায়িত ব্যাংক?
ক। জনতা ব্যাংক
খ। কৃষি ব্যাংক
গ। বৈদেশিক ব্যাংক
ঘ। রূপালী ব্যাংক
উত্তর : খ
পাঠ্য বই থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩১. ব্যবসায় অর্থায়ন কে কত ভাগে ভাগ করা হয়?
ক। তিন
খ। চার
গ। পাঁচ
ঘ। সাত
উত্তর : ক
৩২. স্বল্প মেয়াদি অর্থায়ন কত সময়ের জন্য হয়ে থাকে সাধারণত?
ক। ৫ বছরের কম
খ। ৫ বছর
গ। ১ বছর
ঘ। ৬ মাসের কম
উত্তর : গ
৩৩. অর্থায়নের উৎস কত প্রকার?
ক। ৩ ভাগে
খ। ২ ভাগে
গ। ১ ভাগে
ঘ। ৪ ভাগে
উত্তর : খ
৩৪.কোনটি বেসরকারি সিকিউরিটি?
ক। ট্রেজারী বিল
খ। প্রাইজবন্ড
গ। সাধারণ শেয়ার
ঘ। ট্রেজারী বন্ড
উত্তর : গ
৩৫. কোনটি ব্যাংক ঋণের ভিত্তি?
ক। আমানত
খ। জামানত
গ। আস্তা ও বিশ্বাস
ঘ। সুদ
উত্তর : গ
৩৬. কোম্পানি কতগুলো উপায়ে শেয়ার দিতে পারে?
ক। ১ টি
খ। ২ টি
গ। ৩ টি
ঘ। ৪ টি
উত্তর : খ