এরিনে আপনাকে স্বাগতম। আজকের সেশনটিতে আলোচনা করা হবে। HSC অর্থনীতি দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ২০২৫. অর্থনীতি দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায়- মুদ্রাস্ফীতি। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সকল বোর্ড প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও পাঠ্য বই থেকে বহুনির্বাচনি প্রশ্ন। সাথে উত্তর দেওয়া থাকবে যেন অল্প সময়ে চর্চা করতে পার।
সকল বোর্ড থেকে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ল্যাসপিয়ারের দাম ও সূচক সংখ্যা নির্ণয়ের সূত্র কি? ( বই থেকে সঠিক টা একনজরে দেখবে)
২. মুদ্রাস্ফীতির কারণ কোনটি?
ক। অর্থের যোগান বৃদ্ধি
খ। ব্যাংক হার হ্রাস
গ। ব্যাংক হার বৃদ্ধি
ঘ। উৎপাদন বৃদ্ধি
উত্তর : ক
৩. কোনটি মুদ্রাস্ফীতির কারণ নয়?
ক। অর্থের যেগান বৃদ্ধি
খ। উৎপাদন বৃদ্ধি
গ। জনসংখ্যা বৃদ্ধি
ঘ। মজুরি ও বেতন বৃদ্ধি
উত্তর : খ
৪. CPI এর পূর্ণ রূপ কি?
উত্তর : Consumer price index.
৫. অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে —— উক্তিটি কার?
ক। বিলগেটস
খ। হট্টে
গ। কুলবর্ন
ঘ। সেন্ট যোসেফ
উত্তর : খ
৬. সাধারণ দামস্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হলো ——
ক। মুদ্রাস্ফীতি
খ। মুদ্রাসংকোচন
গ। বেকারত্ব
ঘ। মুদ্রান্নতি
উত্তর : ক
৭. মূল্য বৃদ্ধির প্রক্রিয়া কে কি বলে?
ক। মুদ্রাস্ফীতি
খ।মুদ্রা সংকোচন
গ। অবমূল্যায়ন
ঘ। বেকারত্ব
উত্তর : ক
৮. এস ডি জি এর পূর্ণ রূপ কি?
উত্তর : sustainable development goals
৯. এস ডি জি এর পূর্ণ রূপ কি?
উত্তর ; Direct Calory Intake.
১০. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় কোনটি?
ক। কর হ্রাস
খ। কর বৃদ্ধি
গ। ফটকা কারবার নিয়ন্ত্রণ
ঘ। ঋণপত্র বিক্রয়
উত্তর : ঘ
১১. মুদ্রাস্ফীতি ঘটলে অর্থের মূল্য ক্রয়ক্ষমতা কি হয়?
ক। বৃদ্ধি পায়
খ। অপরিবর্তনীয়
গ। হ্রাস পায়
ঘ। শূন্য নেমে আসে
উত্তর : গ
১২. মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি?
ক। মুদ্রার চাহিদা বৃদ্ধি
খ। অর্থ সরবরাহ বৃদ্ধি
গ। উপকরণের যোগান বৃদ্ধি
ঘ। করের পরিমান বৃদ্ধি
উত্তর : খ
১৩. মুদ্রাস্ফীতিতে নিয়ন্ত্রণের উপায় হলো—
ক। মজুরি বৃদ্ধি
খ। ভাতা বৃদ্ধি
গ। কর হার বৃদ্ধি
ঘ। ভর্তুকি বৃদ্ধি
উত্তর : গ
পাঠ্য বই থেকে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ( HSC অর্থনীতি দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ২০২৫ )
১৪. মুদ্রাস্ফীতি মূলত কী নির্দেশ করে?
ক। দাম বৃদ্ধির প্রক্রিয়া
খ। দাম বৃদ্ধির হার
গ। যোগান স্বল্পতা
ঘ। আয় বৃদ্ধির প্রক্রিয়া
উত্তর : ক
১৫. মুদ্রাস্ফীতি কত প্রকার?
ক। ২
খ। ৩
গ। ৪
ঘ। ৫
উত্তর : খ৷
১৬. মুদ্রাস্ফীতির ফলে কে লাভবান?
ক। জনগণ
খ। ভোক্তা
গ। ব্যবসায়ী
ঘ। করদাতা
উত্তর : ঘ
১৭. মুদ্রাস্ফীতি পরিমানে কত ধরনের সূচকের ব্যবহার করা হয়?
ক। ২ ধরনের
খ। ৩ ধরনের
গ। ৪ ধরনের
ঘ। ৫ ধরনের
উত্তর : খ
১৮. সি পি আই কোথায় ব্যবহৃত হয়?
ক। জিডিপি নির্ণয়ে
খ। ডিফলেটর নির্ণয়ের
গ। জি এন পি নির্ণয়
ঘ। মুদ্রাস্ফীতি নির্ণয়ে
উত্তর : ঘ
১৯. ভিত্তি বছরের গড় মূল্য কত?
ক। ৭০ বছর
খ। ১০০ বছর
গ। ১১০ বছর
ঘ। ১২০ বছর
উত্তর : খ
২০. উৎপাদকের মূল্যসূচক পরিমাপ কয়টি?
ক। ২
খ। ৩
গ। ৪
ঘ। ৫
উত্তর : খ
২১. মুদ্রাস্ফীতির ফলে কী হ্রাস পায়?
ক। আমদানি
খ। রপ্তানি
গ। উভয়
ঘ। কোনোটিই নয়
উত্তর : খ
২২. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের নীতি কয়টি?
ক। ২
খ। ৩
গ। ৪
ঘ। ৫
উত্তর : খ
২৩. মুদ্রাস্ফীতি বাড়লে হ্রাস পায় —-
ক। ক্রয়ক্ষমতা
খ। বিক্রয়
গ। ঘোরাঘুরি
ঘ। একটাও না
উত্তর : ক