Once upon a time, there was a happy cobbler who spent his days making shoes and singing joyfully while he worked. He believed that true happiness wasn’t about having lots of money but about being content with what you already have.
One day, his wealthy neighbor, a banker, came by and asked, “How much do you earn each day?”
The cobbler smiled and said, “Just enough to get by.”
Feeling the story for the cobbler, the banker decided to help him. He gave the cobbler a thousand pounds and said, “ Save this for your future.”
At first, the cobbler was thrilled. But soon, he began to worry about the money. He hid it in this house, but every little noise made him anxious thinking that thieves might be coming to steal it. He couldn’t sleep at night and even stopped singing at work because he was so worried about the hidden money.
After days of sleepless nights and constant worry, the cobbler realized something important. The money that was supposed to bring him security was stealing his happiness and peace of mind.
He went back to the banker, returned the thousand pounds, and said, “I would rather live simply and be happy.”
The cobbler went back to his old life, working cheerfully and singing while he made shoes. He had learned that true happiness doesn’t come from wealth but from finding joy in the simple things in life.
Read more: Sheikh Saadi Story Dress Does Not Make A Man Great
বাংলা অনুবাদ
একজন সুখী মুচির গল্প
এক ছিল সুখী মুচি, যে প্রতিদিন জুতা বানাতো এবং আনন্দের সাথে গান গাইতে গাইতে কাজ করত। তার বিশ্বাস ছিল, অনেক টাকা থাকলেই সুখ আসবে এমন নয়; বরং যা আছে তাতেই সন্তুষ্ট থাকাই আসল সুখ।
একদিন তার ধনী প্রতিবেশী, একজন ব্যাংকার, এসে জিজ্ঞাসা করল, ”তুমি দিনে কত টাকা উপার্জন করো?”
মুচি হাসি মুখে বলল, ” যতটুকু পাই, তাতেই দিন কেটে যায়।”
মুচির অবস্থায় দুঃখ পেয়ে ব্যাংকার তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে মুচিকে এক হাজার পাউন্ড দিল এবং বলল, ”এই টাকা জমিয়ে রাখো,ভবিষ্যতে কাজে লাগবে।”
প্রথমে মুচি খুব খুশি হল। কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই সে টাকার চিন্তায় অস্থির হয়ে পড়ল। সে টাকা বাড়িতে লুকিয়ে রাখল,কিন্তু ছোট্ট কোনো শব্দ হলেই মনে হতো চোর এসেছে টাকা গুলো নিতে। রাতে তার ঘুম আসত না, এমনকি টাকার চিন্তায় কাজ করার সময়ও গান গাওয়া বন্ধ হয়ে গেল।
কয়েক রাত এভাবে নির্ঘুম কাটানোর পর মুচি বুঝতে পারলো , যে টাকা তার জীবনে নিরাপত্তা আনার কথা, সেটাই তার সুখ কেড়ে নিচ্ছে।
সে ব্যাংকারের কাছে গিয়ে টাকাগুলো ফেরত দিয়ে বলল, “ এই টাকা আমার আনন্দ কেড়ে নিয়েছে। আমি বরং সহজ-সরল জীবন যাপন করেই সুখী থাকব।”
মিচি আবার তার পুরোনো জীবনে ফিরে গেল, জুতা বানাতে বানাতে আনন্দের সাথে সাথে গান গািতে লাগল। সে উপলব্ধি করল, সত্যিকারের সুখ টাকা-পয়সায় নয়, বরং জীবনের ছোট ছোট আনন্দ আর সন্তুষ্টির মধ্যেই লুকিয়ে আছে।
A Happy Cobbler story for Class 6, 7,8
Once there was a happy cobbler. He made shoes every day and sang joyfully while he worked. He believed that happiness did not come from money but from being happy with what you have.
One day, a rich banker who lived nearby asked him, “ How much do you earn each day?”
The cobbler smiled and said, “ Just enough to live happily.”
The banker felt sorry for him and gave him a thousand pounds, saying, “ Save this for your future.”
The cobbler was very happy at first. But soon, he started worrying about the money. He hid it in his house, but every noise made him think that a thief might come and steal it. He could not sleep at night and even stopped singing at work because he was always worried about money.
After a few days, the cobbler realized that the money, which was meant to help him, was making him unhappy.
He went back to the banker, returned the money, and said, this money took away my happiness. I want to live simply and be happy again.”
After that, the cobbler went back to his old life. He sang joyfully while making shoes, feeling happy and free once more. He learned that true happiness is not found in money but in being content with a simple and peaceful life.
বাংলা অনুবাদ
একজন সুখী মুচির গল্প
এক ছিল সুখী মুচি। সে প্রতিদিন জুতা বানাতো এবং কাজ করতে করতে আনন্দের সঙ্গে গান গাইতো। তার বিশ্বাস ছিল,সুখ টাকা পয়সা থেকে আসে না; বরং যা আছে তাতেই খুশি থাকাই আসল সুখ।
একদিন, তার পাশের বাড়ির এক ধনী ব্যাংকার তাকে জিজ্ঞাসা করল, “ তুমি দিনে কত টাকা উপার্জন করো?”
মুচি হাসি মুখে বলল, “ যতটুকু পাই, তাতেই সুখে দিন কেটে যায়।”
ব্যাংকার মুচির জন্য মায়া অনুভব করল এবং তাকে ১ হাজার পাউন্ড দিল। সে বলল, “ এই টাকা জমিয়ে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে।”
প্রথমে মুচি খুব খুশি হলো। কিন্তু কিছু দিন পর থেকেই
সে টাকার চিন্তায় অস্থির হয়ে উঠল। সে টাকা ঘরে লুকিয়ে রাখল, কিন্তু ছোটখাটো কোনো শব্দ শুনলেই ভাবত, হয়তো চোর এসে টাকা নিয়ে যাবে। রাতে ঘুমাতে পারত না এবং টাকার চিন্তায় কাজ করার সময় গান গাওয়াও বন্ধ হয়ে গেল।
কয়েকদিন পর, মুচি বুঝতে পারল, যে টাকা তাকে সাহায্য করার জন্য দেওয়া হয়েছিল, সেটাই তাকে দুঃখী করে তুলেছে।
সে ব্যাংকারের কাছে গিয়ে টাকা গুলো ফেরত দিয়ে বলল, “ এই টাকা আমার সুখ কেড়ে নিয়েছে। আমি আবার সাদাসিধে জীবন যাপন করেই খুশি থাকতে চাই।”
এরপর মুচি আবার তার পুরোনো জীবনে ফিরে গেল। সে জুতা বানাতে বানাতে আনন্দের সাথে গান গাইতে লাগল, আবার আগের মতো খুশি এবং মুক্ত অনুভব করল। সে বুঝতে পারল, সত্যিকারের সুখ টাকায় নয়, বরং সহজ-সরল এবং শান্ত জীবনে লুকিয়ে আছে।
1. What is the main message of the story?
Answer : The story teaches us that true happiness doesn’t come from money but from being content with a simple and peaceful life.
2. What is the moral of the story?
Answer : True happiness comes from being content, not from money.
3. Why did he stop singing?
Answer : Because he was worried about the money being stolen.
4. Who is this story suitable for?
Answer: It is suitable for basically class 6 to 8.
5. What did he Learn in the end?
Answer : Happiness is found in a simple and peaceful life.