যুক্তিবিদ্যা ২য় পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান। নিচে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের জন্য ৩৫টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হলো:
HSC যুক্তিবিদ্যা ২য় পত্র প্রথম অধ্যায় MCQ প্রশ্নের উত্তর !
যুক্তিবিদ্যা ২য় পত্র প্রথম অধ্যায়: যুক্তির প্রকৃতি ও গঠন
- যুক্তি কীসের জন্য ব্যবহৃত হয়?
 ক. তথ্য সংগ্রহে
 খ. সিদ্ধান্ত গ্রহণে
 গ. মান যাচাইয়ে
 ঘ. প্রমাণ প্রদানে
- যুক্তির প্রধান উপাদান কয়টি?
 ক. দুইটি
 খ. তিনটি
 গ. চারটি
 ঘ. পাঁচটি
- উপপাদ্য কী?
 ক. যুক্তির ফলাফল
 খ. প্রমাণের ভিত্তি
 গ. সিদ্ধান্তের ভিত্তি
 ঘ. সিদ্ধান্ত
- যে ধরনের যুক্তিতে সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায় তাকে কী বলে?
 ক. নিঃসন্দেহ যুক্তি
 খ. প্রকৃত যুক্তি
 গ. প্রত্যক্ষ যুক্তি
 ঘ. নিঃসংশয় যুক্তি
- যুক্তির ধরন কয়টি?
 ক. দুইটি
 খ. তিনটি
 গ. চারটি
 ঘ. পাঁচটি
- আনলগিক্যাল যুক্তি কীসের উদাহরণ?
 ক. সরল যুক্তি
 খ. অবৈধ যুক্তি
 গ. উপপাদ্যযুক্ত যুক্তি
 ঘ. অবাস্তব যুক্তি
- যে যুক্তিতে প্রতিটি উপাদানের অবস্থান নির্দিষ্ট থাকে তা কী?
 ক. উপস্থাপনমূলক যুক্তি
 খ. কাঠামোবদ্ধ যুক্তি
 গ. আনুষ্ঠানিক যুক্তি
 ঘ. তর্কমূলক যুক্তি
- যে যুক্তি অনুমানের ওপর নির্ভর করে তাকে কী বলা হয়?
 ক. আনুষ্ঠানিক যুক্তি
 খ. উপপাদ্য যুক্তি
 গ. প্রত্যক্ষ যুক্তি
 ঘ. পরোক্ষ যুক্তি
- যুক্তির কাঠামো বিচার করা হয় কোন দিক দিয়ে?
 ক. উপপাদ্য
 খ. প্রমাণ
 গ. ধ্বনি
 ঘ. যৌক্তিকতা
- যে যুক্তি প্রমাণের জন্য প্রমাণিত বিষয় ব্যবহার করে না তা কী?
 ক. প্রত্যক্ষ যুক্তি
 খ. ত্রুটিযুক্ত যুক্তি
 গ. উপপাদ্যহীন যুক্তি
 ঘ. অসংগত যুক্তি
HSC যুক্তিবিদ্যা ২য় পত্র প্রথম অধ্যায় MCQ প্রশ্নের উত্তর
- যে যুক্তি সঠিক নয় তা কী বলে?
 ক. ত্রুটিযুক্ত যুক্তি
 খ. অযৌক্তিক যুক্তি
 গ. অসম্পূর্ণ যুক্তি
 ঘ. অসঙ্গত যুক্তি
- যুক্তির ফলাফলকে কী বলা হয়?
 ক. উপাদান
 খ. উপপাদ্য
 গ. প্রমাণ
 ঘ. সিদ্ধান্ত
- প্রত্যক্ষ যুক্তির বৈশিষ্ট্য কোনটি?
 ক. অনুমানের ওপর নির্ভরশীল
 খ. সরাসরি প্রমাণ প্রদান
 গ. ফলাফল অনুমানযোগ্য
 ঘ. যুক্তির কাঠামো ভিত্তিক
- যুক্তির ফলাফলকে কীভাবে যাচাই করা হয়?
 ক. যুক্তির গঠন দ্বারা
 খ. উপপাদ্য দ্বারা
 গ. প্রমাণ দ্বারা
 ঘ. যৌক্তিকতা দ্বারা
- প্রমাণের ধরন কয়টি?
 ক. এক
 খ. দুই
 গ. তিন
 ঘ. চার
- যে যুক্তি সর্বজনীনভাবে স্বীকৃত তাকে কী বলা হয়?
 ক. নিঃসন্দেহ যুক্তি
 খ. বৈধ যুক্তি
 গ. বাস্তব যুক্তি
 ঘ. ত্রুটিহীন যুক্তি
- যে যুক্তি ত্রুটিযুক্ত, তাকে কী বলা হয়?
 ক. অবৈধ যুক্তি
 খ. সঠিক যুক্তি
 গ. উপযুক্ত যুক্তি
 ঘ. উপপাদ্য যুক্তি
- প্রত্যক্ষ যুক্তি আর কী নামে পরিচিত?
 ক. বাস্তব যুক্তি
 খ. নিঃসংশয় যুক্তি
 গ. আনুষ্ঠানিক যুক্তি
 ঘ. যৌক্তিক যুক্তি
- যে যুক্তি পরোক্ষভাবে প্রমাণিত হয় তা কী?
 ক. প্রত্যক্ষ যুক্তি
 খ. আনুষ্ঠানিক যুক্তি
 গ. অনুমানমূলক যুক্তি
 ঘ. পরোক্ষ যুক্তি
- যুক্তিবিদ্যার উদ্দেশ্য কী?
 ক. তথ্য সংগ্রহ
 খ. যৌক্তিক বিশ্লেষণ
 গ. তর্ক বিতর্ক
 ঘ. উপপাদ্যের গঠন
HSC যুক্তিবিদ্যা ২য় পত্র প্রথম অধ্যায় MCQ প্রশ্নের উত্তর
- যুক্তির মধ্যে কোন উপাদানটি অপরিহার্য?
 ক. উপপাদ্য
 খ. উপাদান
 গ. প্রমাণ
 ঘ. অনুমান
- অযৌক্তিক যুক্তি থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়?
 ক. উপপাদ্য বিচার করে
 খ. অনুমানের ওপর নির্ভর করে
 গ. যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে
 ঘ. প্রমাণ প্রদান করে
- যে যুক্তি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে তা কী?
 ক. আনুষ্ঠানিক যুক্তি
 খ. কাঠামোবদ্ধ যুক্তি
 গ. সরল যুক্তি
 ঘ. পরোক্ষ যুক্তি
- প্রমাণ ছাড়া যুক্তি হতে পারে?
 ক. হ্যাঁ
 খ. না
 গ. কখনও কখনও
 ঘ. নির্ভর করে
- যুক্তির প্রমাণ কীসের ওপর নির্ভর করে?
 ক. যৌক্তিক বিশ্লেষণ
 খ. প্রমাণিত তথ্য
 গ. উপপাদ্য
 ঘ. উপস্থাপন
- যে যুক্তি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা কী?
 ক. বৈধ যুক্তি
 খ. অসম্পূর্ণ যুক্তি
 গ. অবৈধ যুক্তি
 ঘ. সরল যুক্তি
- প্রত্যক্ষ যুক্তি কোন ধরনের?
 ক. অনুমাননির্ভর
 খ. ত্রুটিযুক্ত
 গ. যৌক্তিকভাবে প্রমাণিত
 ঘ. অবৈধ
- প্রমাণ ছাড়া যুক্তি ত্রুটিযুক্ত হতে পারে?
 ক. হ্যাঁ
 খ. না
 গ. নির্ভর করে
 ঘ. সবসময়
- যুক্তির গঠন বিচার করা হয় কোন দিক থেকে?
 ক. যৌক্তিকতা
 খ. উপপাদ্য
 গ. প্রমাণ
 ঘ. উপস্থাপন
- প্রমাণিত সত্যকে কী বলা হয়?
 ক. উপপাদ্য
 খ. যৌক্তিকতা
 গ. উপাদান
 ঘ. সিদ্ধান্ত
- যুক্তির ধরন কয়টি?
 ক. দুই
 খ. তিন
 গ. চার
 ঘ. পাঁচ
- অপেক্ষিত যুক্তি কোন ধরনের?
 ক. আনুষ্ঠানিক যুক্তি
 খ. অনুমানমূলক যুক্তি
 গ. পরোক্ষ যুক্তি
 ঘ. ত্রুটিযুক্ত যুক্তি
- যে যুক্তি যৌক্তিক নয় তাকে কী বলা হয়?
 ক. অবৈধ যুক্তি
 খ. অযৌক্তিক যুক্তি
 গ. অসম্পূর্ণ যুক্তি
 ঘ. উপাদান যুক্তি
- তর্কমূলক যুক্তির ভিত্তি কোনটি?
 ক. যৌক্তিক বিশ্লেষণ
 খ. প্রমাণিত সত্য
 গ. উপপাদ্য
 ঘ. অনুমান
- যে যুক্তি স্বীকৃত নয় তা কী?
 ক. বৈধ যুক্তি
 খ. অবৈধ যুক্তি
 গ. উপযুক্ত যুক্তি
 ঘ. ত্রুটিযুক্ত যুক্তি
নিচে ৩৫টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হলো:
- খ. সিদ্ধান্ত গ্রহণে
- খ. তিনটি
- খ. প্রমাণের ভিত্তি
- ঘ. নিঃসংশয় যুক্তি
- ক. দুইটি
- খ. অবৈধ যুক্তি
- গ. আনুষ্ঠানিক যুক্তি
- ঘ. পরোক্ষ যুক্তি
- ঘ. যৌক্তিকতা
- ঘ. অসংগত যুক্তি
- ক. ত্রুটিযুক্ত যুক্তি
- ঘ. সিদ্ধান্ত
- খ. সরাসরি প্রমাণ প্রদান
- ঘ. যৌক্তিকতা দ্বারা
- খ. দুই
- খ. বৈধ যুক্তি
- ক. অবৈধ যুক্তি
- খ. নিঃসংশয় যুক্তি
- ঘ. পরোক্ষ যুক্তি
- খ. যৌক্তিক বিশ্লেষণ
- ক. উপপাদ্য
- ঘ. প্রমাণ প্রদান করে
- ক. আনুষ্ঠানিক যুক্তি
- খ. না
- ক. যৌক্তিক বিশ্লেষণ
- ক. বৈধ যুক্তি
- গ. যৌক্তিকভাবে প্রমাণিত
- ক. হ্যাঁ
- ক. যৌক্তিকতা
- ঘ. সিদ্ধান্ত
- খ. তিন
- ঘ. ত্রুটিযুক্ত যুক্তি
- খ. অযৌক্তিক যুক্তি
- গ. উপপাদ্য
- খ. অবৈধ যুক্তি
 
			
















