Why Is a Portfolio Important For Freelancers?
Welcome To (ERIN)
২০২৪ সালে একটি portfolio থাকা অনেকটা দরকার সেটা ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ব্যবসা যাই হোক না কেন সকল ক্ষেত্রে পোর্টফোলিও প্রোয়জন।
- ফ্রিল্যান্সারদের জন্য Portfolio গুরুত্বপূর্ণের কোনো শেষ নেই।
- একটি ফ্রিল্যান্সার এর মার্কেটপ্লেস থেকে কাজ পেতে ৯৯% সাহায্য করে পোর্টফোলিও।
- বলা যায় যার একটি প্রফেশনাল পোর্টফোলিও আছে তার ফ্রিল্যান্সিং লাইফ নিয়ে টেনশন একেবারেই নাই।
- একটি portfolio আপনার ক্যারিয়ার নির্ধারণ করতে পারে।
শুধু ফ্রিল্যান্সিং লাইফ এর জন্য না পোর্টফোলিও এখন সকল ক্ষেত্রে কাজ আসতে পাড়ে আপনার ব্যবসাক্ষেত্রে উন্নতির দিকে পোর্টফোলিও অনেক সময় ভালো রেজাল্ট এনে দেয়।
বর্তমান সময়ে প্রফেশনাল ফ্রিল্যান্সারদের যদি পোর্টফোলিও না থাকে সেই ক্ষেত্রে ক্লাইন্ট ৯৯% পাবে না।
যদি আপনি ফ্রিল্যান্সার হন তাহলে একটি পোর্টফোলিও আপনার ক্লাইন্ট এর কাছ থেকে কাজ পেতে সাহায্য করবে।
পোর্টফোলিও কি?
পোর্টফোলিও হলো আপনার skill/ দক্ষতা সম্পর্কে সুন্দর ভাবে সাজিয়ে রাখা।
আপনার অনলাইন বা অফলাইন যত কাজের উপর দক্ষতা অর্জন করছেন সেই গুলো একটি যায়গায় সাজিয়ে রাখা কে portfolio বলে।
ফ্রিল্যান্সিংয়ের ছোট বড় যেই কোনো প্রজেক্ট এর ক্ষেত্রে পোর্টফোলিও প্রোয়জন।
তাছাড়া নতুন চাকরির ক্ষেত্রে আপনার কাজের ডকুমেন্ট সুন্দর ভাবে যেখানে সাজিয়ে রেখেছেন ওইগুলো চাকরিদাতার কাছে দিলে চাকরির জন্য বিশেষ ভূমিকা রাখে।
পার্সোনাল পোর্টফোলিও আপনার মেধা গুনবল দিয়ে যেই কাজ দক্ষতা গুলো একটি নির্দিষ্ট যায়গায় সাজিয়ে রাখেন এটাই পোর্টফোলিও।
পার্সোনাল পোর্টফোলিও বলতে যেখানে শুধু মাত্র আপনার সার্ভিস গুলো শোকেস করে রেখেছেন।
আপনি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আজকেই একটি পোর্টফোলিও সাইট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ।
(Portfolio) কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়।
Portfolio তৈরি করা যায় বিভিন্ন উপায়ে ফ্রি এবং পেইড দুটিমেথড অবলম্বন করে একটি সুন্দর পোর্টফোলিও তৈরি করতে পারবেন।
ফ্রীতে পোর্টফোলিও তৈরি করতে পারবেন এমন প্লাটফর্ম গুলোর নাম বলা হলো।
- Dribble
- Behance
- Git hub
তবে সবচেয়ে ভালো হয় যদি একটি ওয়েবসাইট ডেভেলপ করে একটি প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করেন।
ফ্রিতে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য Blogspot থেকে।
- ফ্রিতে একটি portfolio website তৈরি করতে পারবেন যে কোনো ব্রাউজার থেকে www.Blogger.com এই ওয়েবসাইট থেকে পোর্টফোলিও থিমস ব্যবহার করে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করুন।
- পেইড ওয়েবসাইটে থেকে একটি পোর্টফোলিও তৈরি করতে পারলে আপনার অনলাইন ভিত্তিক কাজ পেতে সহায়তা করবে।
- আপনি কিছু টাকা খরচ করে WordPress এর মাধ্যমে একটি প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন খুব সহজেই।
- আপনি যেই নাম দিয়ে portfolio website তৈরি করতে চাচ্ছেন ডমিন হোস্টিং কিনে পোর্টফোলিও সাইট তৈরি করুন।
- প্রফেশনাল একটি পোর্টফোলিও তৈরি করার জন্য যখন একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি করতে হবে।
- তারপর একটি সুন্দর থিম কিস্টমাইজ করতে হবে আপনার সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে হবে।
একটি পোর্টফোলিও তৈরি করার জন্য নিচের প্রদ্ধতি গুলো অবলম্বন করুন!
(১) নাম ,,
- আপনার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে যেই নাম ব্যবহার করে থাকেন একই নাম পোর্টফোলিও তে ব্যবহার করুন বিশেষ করে username, URL লিংক সব গুলো এক নামে রাখবেন।
- অবশ্যই আপনার রিয়েল নামটি ব্যবহার করবেন NID কার্ডে যেই নামটি আছে।
(২) বায়ো,,
- আপনার নামের পড়ে আপনি কি কাজের উপর দক্ষতা অর্জন করছেন ছোট করে লিখে দিন যেমন: Ayen Islam
- Professional freelancer and digital marketing specialist ইত্যাদি।
- যাতে ছোট একটি ধারণার মাধ্যমে বুঝতে পারে আপনি দক্ষশীল ব্যক্তি।
- এমন একটি বায়ো তৈরি করবেন ক্লাইন্ট যেই নিশ অনুযায়ী সার্ভিস চাচ্ছে আপনার বায়ো পড়ে সে বুঝতে পারে আপনি দক্ষশীল ব্যক্তি ।
- অনেক সময় বায়ো পড়ে ক্লাইন্ট আপনাকে বিশ্বাস যোগ্য মনে করবে।
(৩) স্কিল ,,
- আপনি কোন কোন ফ্রিল্যান্সিং কাজ গুলোর উপর পরিপূর্ণ দক্ষতা অর্জন করছেন সেই গুলো পোর্টফোলিও তে ব্যবহার করুন।
- ডিজিটাল মার্কেটিং এর উপর যদি দক্ষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো পোর্টফোলিও তে ব্যবহার করুন যেমন on page SEO , CMS, Social Media marketing, Google ads , Meta Marketing ইত্যাদি।
- আপনি যেই বিষয় গুলোর উপর দক্ষতা অর্জন করছেন সেই গুলো শো করুন পোর্টফোলিওতে।
(৪) শিক্ষাগত যোগ্যতা
- Portfolio তে আপনার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করবেন একটি টেবিল করে ওইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা গুলো সংযোগ করবেন।
- কোনো প্রতিষ্ঠান গুলো থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা হয়েছে প্রতিষ্ঠান এর নাম উল্লেখ করুন।
(৫) কাজের ডকুমেন্ট,,
- আপনি যদি একজন গ্ৰাফিক্স ডিজাইনার হন সেই ক্ষেত্রে আপনার যত ডিজাইন তৈরি করছেন সেই গুলো আপনি পোর্টফোলিও তে যোগ করুন।
- এমন ডিজাইন গুলো যুক্ত করবেন যাতে ক্লাইন্ট এর চোখ ধাঁধানো হয়।
- ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যেই কাজ গুলো করছেন লোকাল মার্কেটপ্লেস গুলোতে সেইগুলো আপনার পোর্টফোলিও তে সংযুক্ত করুন।
- যদি আপনি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি দক্ষতা অর্জন করার জন্য প্রাক্টিস করেছেন সেই গুলো screenshot নিয়ে আপনার Portfolio তে সাজান ।
- আরোও বিভিন্ন প্রকার স্কিল এর জন্য কাজের ডকুমেন্ট গুলো পোর্টফোলিও তে সংযুক্ত করুন।
পোর্টফোলিও কেন ব্যবহার করা হয়?
(Portfolio) ব্যবহার করা হয় নিয়োগকর্তাদের কাছে আপনার প্রমিনিত কাজের উপস্থাপন করতে সাহায্য করে।
আপনি যেই কাজ সম্পর্কে ভালোভাবে দক্ষতা অর্জন করছেন সেই কাজগুলো মূলত আপনার ক্লাইন্ট এর কাছে উপস্থাপনা করার জন্য portfolio ব্যবহার করা হয়।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে গুলো থেকে যখন আপনি একজন ক্লাইন্ট এর সাথে প্রজেক্টের কাজ নিয়ে ডিল করবেন তখন ক্লাইন্ট আপনার পোর্টফোলিও চেক করবে।
যদি আপনার পোর্টফোলিও সকল বিষয় গুলো ঠিক থাকে উপরের নিয়ম অনুযায়ী তাহলে ক্লাইন্ট আপনাকে কাজ দিতে দ্বিধাবোধ করবে না।
একটি প্রফেশনাল পোর্টফোলিওতে আপনি যেই বিষয় গুলোর উপর পরিপূর্ণ দক্ষতা অর্জন করছেন সেই গুলো শো করুন পোর্টফোলিওতে তার ব্যতিত অন্য কোনো আপনি পাড়েন না এমন কোনো স্কিল add করবেন না।
শেষ আলোচনা
ফ্রিল্যান্সিং করে আয় কারা জন্য একটি পোর্টফোলিও খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
অনলাইন ভিত্তিক যে কোনো কাজের জন্য একটি পোর্টফোলিও বড় অবদান রাখে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপ করতে পোর্টফোলিও ব্যপকভাবে সাহায্য করে ।
পোর্টফোলিও নিয়ে কিছু নিদর্শন রয়েছে ফাইবার, আপ ওয়ার্ক আরও বিভিন্ন মার্কেটপ্লেসের কিছু রুলস রয়েছে মার্কেটপ্লেসে ক্লাইন্ট এর সাথে চ্যাটিং করার সময় পোর্টফোলিও লিংক দিবেন না।
কারন মার্কেটপ্লেস মনে করবে আপনার পোর্টফোলিও থেকে লেনদেন করবেন এর কারনে আপনার একাউন্ট রেস্ট্রিকশন অথবা বাদ করে দিবে।
তাই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন মার্কেটপ্লেস গুলোতে।
আশা করি ফ্রিল্যান্সারদের জন্য কেন Portfolio গুরুত্বপূর্ণ বিষয় গুলো বুঝতে পেরেছেন ,তারপর আপনাদের কোথায় বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা উল্লেখ করুন।
(FAQ) প্রশ্নঃ/উত্তর
প্রশ্নঃ (১) ফ্রিল্যান্সিং ক্ষেত্রে পোর্টফোলিও প্রোয়জন কেন?
উঃ ফ্রিল্যান্সিং সেক্টরে একজন ক্লাইন্ট এর বিশ্বাস যোগ্য স্থান হচ্ছে পোর্টফোলিও, আপনার যদি পোর্টফোলিও না থাকে সেই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং লাইফে পিছিয়ে পড়বেন। সুতরাং পোর্টফোলিও একজন ফ্রিল্যান্সারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রশ্ন (২) পোর্টফোলিওর মানে কি ?
উঃ পোর্টফোলিওর মানে হচ্ছে আপনার দক্ষতা অর্জন করা বিসয় গুলো কে শোকেস করে রাখা । আপনার কাজের এক্সপেরিয়ান্স গুলো সুন্দর ভাবে সাজিয়ে রাখার মানেই পোর্টফোলিও।
(৩) ফ্রিতে Blogspot দিয়ে পোর্টফোলিও তৈরি করা যায় ?
উঃ অবশ্যই আপনি ব্লোগস্পোট দিয়ে সুন্দর ভাবে পোর্টফোলিও তৈরি করতে পারবেন।
ব্লোগস্পোট এর মাধ্যমে পোর্টফোলিও সাইট তৈরি করার জন্য শুধু একটি সুন্দর পোর্টফোলিও থিমস প্রয়োজন। থিম ফ্রি , পেইড দুটোই আছে আপনার পছন্দের অনুযায়ী যাচাই-বাছাই করে একটি থিম নিয়ে কিস্টমাইজ করুন আপনার মতো করে।
আরোও ইনফরমেটিভ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।
বিঃদ্রঃ কোনো প্রকার বানান ভুল থাকলে ক্ষমা প্রার্থী!!