বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

গেস্ট ব্লগিং করুন

এরিন গেস্ট ব্লগিং বিভাগে আপনাকে স্বাগতম। এখন থেকে আপনার লেখাও প্রকাশ হবে এরিনে। আপনার মৌলিক লেখা, যা ইতোমধ্যে কোথাও প্রকাশিত হয়নি তা আজই আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা আপনার লেখা আপনার নামেই এরিনে প্রকাশ করবো। পাশাপাশি আপনার যদি একটি ওয়েবসাইট থাকে, তাহলে এরিনে শক্তিশালী লিংক বিল্ডিং এর মাধ্যমে আপনাকে আমরা ব্যাকলিংক তৈরির সুযোগ করে দেব।

গেস্ট ব্লগিং এর বিষয়বস্তু

  • বিশ্ব পরিচিতি
  • শিক্ষা
  • ফ্রিল্যান্সিং
  • অনলাইন ইনকাম
  • টিপস এ্যান্ড ট্রিক্স
  • প্রোডাক্ট/সার্ভিস রিভিউ
  • প্রযুক্তি
  • অটো বায়োগ্রাফি
  • অ্যাফিলিয়েট আর্টিকেল
  • ধর্মীয় লেখা
  • স্বাস্থ্য
  • ডিজিটাল মার্কেটিং
  • সাফল্যের গল্প

এরিনে গেস্ট ব্লগিং এর জন্য যা করতে হবে

১.বাংলায় শুদ্ধ বানান এবং বাক্যগঠন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

২.আপনার লেখাটি অবশ্যই মৌলিক হতে হবে। ইতোমধ্যে অন্য কোথাও প্রকাশিত হয়েছে বা কপিরাইট রয়েছে, এমন লেখা প্রকাশ করা হবে না।

৩.আপনার লেখাটি এসইও ফ্রেন্ডলি হতে হবে। পাশাপাশি সার্চ ভ্যালু রয়েছে এমন কিওয়ার্ড নিয়ে লিখতে হবে।

৪. আপনার লেখাটি তথ্যবহুল হতে হবে। কোন সোর্স থেকে লেখার কোন অংশ বা তথ্য সংগ্রহ করলে তার নাম ও লিংক যুক্ত করতে হবে।

৫. Google Translated বা Auto generated content বা কনটেন্ট থেকে বিরত থাকতে হবে।

৬.আপনার লেখাটি যথাসম্ভব বড় (অন্ততপক্ষে ১২০০ শব্দের) করতে হবে। ছোট কনটেন্ট লেখার জন্য আমরা লেখকদের অনুৎসাহিত করে থাকি।

আপনার লেখাটি যদি ওপরের নীতিমালার সাথে মিলে যায়, তাহলে আমাদের লেখা পাঠান। আমরা অবশ্যই তা এরিনে প্রকাশ করবো। আমাদের লেখা পাঠান rakibulislamnayon@gmail.com এই ইমেইল এ্যাড্রেসটিতে। অথবা, আপনি সরাসরিও আমাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনার পোস্টটি সাবমিট করতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য:১ম , ২য় এবং ৩য় শর্তটি অবশ্যই পূরণ করতে হবে।

কেন এরিনে গেস্ট ব্লগিং করবেন?

গেস্ট ব্লগিং করার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট, সার্ভিস কিংবা ওয়েবসাইটের লিংক এরিনে প্রচার করতে পারেন। এর ফলে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন। আপনার যে ধরনের ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রয়জন, সে ধরনের আর্টিকেল লিখে নির্দিষ্ট ক্যাটাগরির কাস্টমার টার্গেট করতে পারবেন।

এছাড়াও নিজের ওয়েবসাইটের জন্য শক্তিশালী ব্যাকলিংক বিল্ড করতে পারবেন। ফলে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট আরো বেশি এগিয়ে যাবে। আপনি যদি ব্লগিং এ একেবারেই নতুন হয়ে থাকেন, তাহলে এরিনে ব্লগ লেখার মাধ্যমে নিজের লেখার দক্ষতা বাড়িয়ে তুলতে পারবেন।

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.