মেরিন ফিশারিজে ক্যাডেট হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলি হল:
- জিপিএ: আবেদনকারীর জিপিএ ৩.৫ বা এর বেশি হতে হবে।
- ফি: আবেদন ফি ৬৫০ টাকা।
- অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করা প্রয়োজন।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৪৫ তম ব্যাচে বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ কোর্সে ক্যাডেট ভর্তির জন্য আবেদন চলছে। বিএসএমআর মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অন্তরভুক্ত এই কোর্সে নারী-পুরুষ সবাই প্রার্থীই আবেদন করতে পারবেন।
আরো পড়ুন:
1)~বিশ্ববিদ্যালয়ে জীবন কি ও কেন ভর্তি হওয়া উচিত আপনার?
2)~পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য কি?
3)~গুচ্ছ বিশ্ববিদ্যালয় সি ইউনিটের মানবন্টন
4)~গুচ্ছ বি ইউনিট বিস্তারিত তথ্য
এখানে আবেদন করার শর্তসমূহ হল।
- আবেদনকারীর এইচএসসি পরীক্ষার জিপিএ: ৩.৫ বা এর বেশি হতে হবে।
- ফি: আবেদন ফি ৬৫০ টাকা ।
- আবেদনের সময়সীমা: ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্তই আবেদন করা যাবে।
মেরিন ফিশারিজ একাডেমিতে ক্যাডেট ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত শর্তাবলী নিচে দেওয়া হলো :
- মাধ্যমিক (বিজ্ঞান) বা ইংলিশ ভার্সন ও লেভেল (বিজ্ঞান) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ বা তার সমমান হতে হবে ।
- উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) বা ইংলিশ ভার্সন এ লেভেল (বিজ্ঞান) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ বা তার সমমান হতে হবে।
- উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষাতে আবশ্যই জীববিদ্যা ও গণিত বিষয়ে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
- উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে জিপিএ ৩.০০ থাকতে হবে।
এই শর্তাবলী পূরণ সাপেক্ষের সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মেরিন ফিশারিজ একাডেমিতে ক্যাডেট ভর্তির জন্য শারীরিক যোগ্যতা সম্পর্কিত শর্তাবলী গুলো হল
- বয়স: ভর্তির জন্য বিজ্ঞপ্তির তারিখে প্রার্থীর বয়স অনধিক ২১ বছর হতে হবে।
- উচ্চতা:
- পুরুষ প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা ১৬২.৫ সেমি থাকতে হবে।
- নারী প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা ১৫৫ সেমি থাকতে হবে ।
- ওজন: প্রার্থীর ওজন বডিমাস ইনডেক্স (BMI) অনুযায়ী নির্দিষ্ট ওজনের অতিরিক্ত হওয়া উচিত নয়। বিএমআই অনুযায়ী হলে ভালো হয়।
- দৃষ্টিশক্তি: প্রার্থীর দৃষ্টিশক্তি অবশ্যই ন্যূনতম ৬/১২ হতে হবে।
- কালার ভিশন: প্রার্থীর কালার ভিশন স্বাভাবিক হতে হবে, তবে নারীদের ক্ষেত্রে এটি শিথিলযোগ্য।
মেরিন ফিশারিজে একাডেমিতে ক্যাডেট ভর্তির জন্য ভর্তি প্রক্রিয়া হল :
- লিখিত পরীক্ষা: সর্ব প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
- মৌখিক পরীক্ষা: পরের ধাপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে, প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- শারীরিক যোগ্যতা পরীক্ষা: এটি মৌখিক পরীক্ষার পর শারীরিক যোগ্যতা পরীক্ষা নেওয়া হবে।
- স্বাস্থ্য পরীক্ষা: প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
- চক্ষু ও কালার ভিশন পরীক্ষা: প্রার্থীদের দৃষ্টিশক্তি এবং কালার ভিশন পরীক্ষা করা হবে।
- সাঁতার পরীক্ষা:
- সাঁতার পরীক্ষা পুরুষ প্রার্থীদের জন্য বাধ্যতামূলক হবে।
- নারী প্রার্থীদের জন্য সাঁতার পরীক্ষা বাধ্যতামূলক নয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীই কেবল পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবে।
মেরিন ফিশারিজেএকাডেমির ক্যাডেট ভর্তির লিখিত পরীক্ষার নিয়ম নিম্নরূপ:
- পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) প্রশ্নে, যা উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার পাঠ্যক্রম অনুসারে প্রস্তুত করা হবে।
- লিখিত পরীক্ষার নম্বর বিভাজন:
- ইংরেজি ও সাধারণ জ্ঞান: ২০ নম্বর (প্রতিটি ১০ নম্বর)
- গণিত: ২০ নম্বর
- পদার্থবিদ্যা: ২০ নম্বর
- রসায়ন: ২০ নম্বর
- জীববিদ্যা: ২০ নম্বর
- ভুল উত্তরের কারণে কোনো নম্বর কাটা হবে না।
এভাবে প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।