সমাজবিজ্ঞান ২য় পত্র ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
১. উদ্দীপক-১ : ঢাকা জাদুঘরে গিয়ে সহিল অত্যন্ত মুগ্ধ! অতীত সময়ের নানারকম আসবাবপত্র, মুদ্রা হাতিয়ার, অলংকার দিয়ে গোটা জাদুঘর সাজানো।
উদ্দীপক-২ : ‘আমাদরে হাতে মোবাইল ফোন, কম্পিউটার, কিন্তু আমাদের নীতি-নৈতিকতা, আমাদের মন-মানসিকতা পড়ে আছে অন্ধকার যুগে’ আসিনুল হক (দৈনিক প্রথম আলো)
ক. ‘Social Change’ গ্রন্থটি কার?
খ. ‘সংস্কৃতি কোনো স্থিতিশীল বিষয় নয়’ বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপক-১ : এ সংস্কৃতির কোন ধরনকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপক-২ : এ সাংস্কৃতিক ব্যবধানের স্বরূপ ফুটে উঠেছে” বিশ্লেষণ কর।
২. দৃশ্যপট-১ : শিক্ষক ক্লাসে প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণীবিভাগ পড়াচ্ছিলেন। তিনি বলেন, এ যুগের মানুষ আগুনের ব্যবহার, পোশাক পরিধানের শিক্ষা দিয়েছে। তিনি আরো বলেন যে, সে যুগের উৎপাদন ব্যবস্থা ছিল সংগ্রহমূলক।
দৃশ্যপট-২ : পরের দিন তিনি পড়াচ্ছিলেন যে, এ যুগের মানুষ জীবনধারণের প্রয়োজনীয় খাদ্যোপকরণ নিজেরাই উৎপাদন করত। কিন্তু এ যুগের সামাজিক সংগঠনের ভিত্তি ছিল টোটেম
ক. হাইডেলবার্গ মানব’ কোন যুগের প্রতিনিধি?
খ. এথনিক সম্প্রদায় বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে দৃশ্যপট-১ এর শিক্ষক কোন যুগ সম্পর্কে ছাত্রদের পড়াচ্ছিলেন? বর্ণনা কর।
ঘ. তুমি কি মনে কর বর্তমান সমাজ ও সভ্যতা বিকাশে দৃশ্যপট-২ এর শিক্ষক কর্তৃক পড়ানো যুগের অবদান রয়েছে? মূল্যায়ন কর।
৩. সেলেনার বাড়ি ময়মনসিংহ জেলায়। উত্তরাধিকারসূত্রে মাতার সব সম্পত্তির মালিক হয়েছে তর ছোট বোন হেলেনা। সেলেনার পরিবার একটা সময় ঝুম চাষ করলেও এখন তারা সমতলে হালচাষ করে জীবিকা নির্বাহ করে। সম্প্রতি সেলেনা ঢাকা এসে একটি পার্লারে চাকুরি নিয়েছে।
ক. মৌজা কী?
খ. নৃগোষ্ঠী বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে সেলেনা বাংলাদেশের কোন এথনিক গোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা কর।
ঘ. “বর্তমান সময়ে উক্ত এথনিক গোষ্ঠীল জীবন ধারায় ব্যাপক পরিবর্তন এসেছে” বিশ্লেষণ কর।
৪. অনেক ঐতিহাসিক ঘটনার পরিণতি আমাদের মুক্তিযুদ্ধ। যার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সংগ্রামী জীবনে তিনি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, আধা সামরিক বাহিনী, অভিন্ন মুদ্রা ব্যবস্থা ইত্যাদি দাবি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে উত্থাপন করেন। যা বাঙালির স্বাধিকার আন্দোলনের ম্যাগনাকার্টা নামে পরিচিত।
ক. লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয়?
খ. অপারেশন সার্চ লাইট কী?
গ. উদ্দীপকে উল্লিখিত দাবির সঙ্গে তোমার পঠিত কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. আমদের মুক্তিযুদ্ধে উক্ত আন্দোলনের প্রভাব বিশ্লেষণ কর।
৫. শাহেদের চাচা রজবআলী তাঁর অফিসের একটি গুরুত্বপপূর্ণ পদে নামে মাত্র ইন্টারভিউ নিয়েই শাহেদকে নিয়োগ দিয়ে দিয়েছেন। দক্ষতা ও যোগ্যতার ঘাটতি থাকায় শাহেদ তার নিয়োগদাতা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সেবাটুকু দিতে ব্যর্থ হচ্ছে। এ নিয়ে অফিসে বেশ কানাঘুষা চলছে। চাচা রজব আলীও বিষয়টি নিয়ে চিন্তিত।
ক. পরিবার কী?
খ. সমাজের স্থায়িত্ব ও সংহতি রক্ষার্থে বিবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’ বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে শাহেদ ও রজবআলী কোন ধরনের জ্ঞাতিত সম্পর্কে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
ঘ. ‘কর্মক্ষেত্রে উক্ত সম্পর্কের ব্যক্তিগত চর্চা বিরূপ পরিস্থিতি সৃষ্টির সহায়ক’ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
৬. হিমেল কল্যাণপুর হতে রামপুরায় নিজ কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হতে হতে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে মোটর সাইকেল ডাকেন। এরপর গুগল ম্যাপের সাহায্যে যানজট এড়িয়ে মোটর সাইকেলে করে অতিদ্রুত পৌঁছে যান কর্মস্থলে।
ক. বস্তি কী?
খ. “শিল্পায়ন ও কৃষির উন্নয়ন পরস্পর সম্পর্কিত” বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. “আধুনিক সমাজ ব্যবস্থায় উক্ত উপাদানের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে” তুমি কি একমত?
৭. দৃশ্যপট-১ : রুবেল কক্সবাজারে যে প্রতিষ্ঠানে কাজ করে তার আর্থিক যোগান দিচ্ছে যুক্তরাজ্যের একটি সংস্থা। এই অর্থ দিয়ে তার প্রতিষ্ঠান ইখয়ার রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
দৃশ্যপট-২ : মমতা বেগম যে প্রতিষ্ঠানে কাজ করেন সেটি সাভারের পথ
শিশুদের শিক্ষা ও জীবন মান উনড়বয়নে কাজ করে যাচ্ছে। কিন্তু এই প্রতিষ্ঠানের আর্থিক এবং প্রশাসনিক সকল দায়িত্ব রাষ্ট্রের।
ক. কাবিখা কী?
খ. উনড়বয়ন হচ্ছে সমাজের কাক্সিক্ষত অগ্রগতি- বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে রুবেল কী ধরনের প্রতিষ্ঠানে কাজ করেন- ব্যাখ্যা কর।
ঘ. “বাংলাদেশের শিশুদের জীবন মান উন্নয়নে মমতা বেগমের প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা অপরিহার্য।” বিশ্লেষণ কর।
৮. মিথিলা তার বাবা মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে যায়। বাড়ির পাশেই ঐতিহাসিক পানাম নগরী। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত চারশত বছরের প্রাচীন এই নগরের ধ্বংসাবশেষ দেখে মিথিলা রোমাািঞ্চত হয়। সারি সারি ছোট-বড় ভগ্নপ্রায় অট্টালিকা, সুপ্রশস্ত রাস্তা, সড়কবাতি, এসেম্বলি হল, সড়বানাগার ও সুদৃশ্য প্রাসাদের প্রভতি নিদর্শনসমূহের সাথে মিথিলা অন্য একটি সভ্যতার শিল খুঁজে পাই।
ক. কৃষির আবিষ্কার হয় কেন যুগে?
খ. প্রাচীন প্রস্তার যুগের বৈশিষ্ট্য কী কী?
গ. উদ্দীপকের পানাম নগরীর সাথে তোমার পঠিত কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে?
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের সমাজ-ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ কর।
৯. বিশ্ববিদ্যালয়ের ছাত্র পার্থিবের নতুন বন্ধুটি বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। এদের সমাজ আদাম, মৌজা, সার্কেল এরূপ করে বিভক্ত। প্রত্যেক স্তরে একজন প্রধান ব্যক্তি কর্তৃত্ব করেন। রাজা এই সমাজের ঐক্য ও সংহতির প্রতীক। কলেজে পার্থিবের আরেকজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বন্ধু ছিল, যাদের বসবাস বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে। এদের সমাজ মায়ের কর্তৃত্বে পরিচালিত। বিয়ের পর ছেলে স্ত্রীর বাড়িতে বসবাস করে।
ক. ওয়ানতেগালা কী?
খ. জনসংখ্যাবৃদ্ধির সাথে সামাজিক পরিবর্তনের সম্পর্ক কী?
গ. উদ্দীপকে পার্থিবের বিশ্ববিদ্যালয় বন্ধুটি কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে পার্থিবের বিশ্ববিদ্যালয় বন্ধুটির সামাজিক সংগঠনের সাথে বাঙ্গালী সমাজের তুলনামূলক বিশ্লেষণ কর।
১০. বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সেনবাগ গ্রাম। এ এলাকায় মানুষের জীবিকা নির্বাহের প্রধান উপায় মাছধরা ও কৃষিকাজ। কিছুকাল আগে এ নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে চামড়া শিল্প। এ কারখানার উৎপাদিত বর্জ্যসমূহ পার্শ্ববর্তী নদীতে গিয়ে পড়ছে। বর্তমানে এ নদীতে পূর্বের মতো প্রচুর মাছ পাওয়া যাচ্ছে না। আবার সেচযোগ্য পানির অভাবে ফলন ভালো হচ্ছে না। অধিকাংশ মানুষ তাদের সনাতনী পেশা ছেড়ে শ্রমিক হিসেবে কারখানায় ভীড় করছে।
ক. প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
খ. যৌতুক কি সামাজিক সমস্যা? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে সেনবাগ গ্রামে কোন পরিশেগত সমস্যার চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. সেনবাগ গ্রামের পরিবেশগত সমস্যাসমূহ নিরসনে তুমি কী কী সুপারিশ করবে?
১১. জনাব নজরুল উচ্চ মাধ্যমিক শ্রেণির সমাজবিজ্ঞান ক্লাসে একটি অধ্যায় পড়াতে গিয়ে বললেন, “আজকে আমি কতগুরো সালের কথা বলব যার সাথে একজন নেতা ও একটি জাতির মুক্তি আন্দোলনের বিভিন্ন ঘটনা জড়িয়ে আছে।” এ সময় তিনি ১৯৫২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭১ সালের
কথা বলে এবং সেগুলোকে ব্যাখ্যা করেন। ক্লাস শেষে শিক্ষার্থীর বলল, “সত্যি! উক্ত জাতির মুক্তি ও উক্ত সালের পরস্পর জড়িয়ে আছে।”
ক. কোনটিকে ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ বলে অভিহিত করা হয়?
খ. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মাঝে নিহিত ছিল? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন নেতার দিকে ইঙ্গিত দেয়া হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে শিক্ষার্থীদের বক্তব্য, “উক্ত জাতির মুক্তি ও উক্ত সালগুলো পরস্পর জড়িয়ে আছে। বক্তব্যটি কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ কর।
১২. স্লোগান-১ : ‘দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভাল হয়।’
স্লোগান-২ : ‘গাছ লাগান, ধরিত্রী বাঁচান।
ক. ৬ দফা কর্মসূচি কে উপস্থাপন করেন?
খ. ক্ষমতার ভিত্তিতে পরিবার কত প্রকার? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত স্লোগান-১ বাংলাদেশের কোন সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে স্লোগান-২ যে সামাজিক সমস্যাকে নির্দেশ করে স্লোগান-১ এর সমস্যা তার অন্যতম একটি কারণ- তুমি কি একমত? বিশ্লেষণ কর।
১৩. কালুর বয়স ১৮, সখিনার বয়স ১৫, যখন ওদের বিয়ে হয়। বর্তমানে তার তিন কন্যা সন্তানের জনক ও জননী। শাশুড়ীর ‘নাতি চাই’ এই ইচ্ছা পূরণের জন্য সখিনা আরেক কন্যা সন্তান জন্ম দেয়। সংসারে সদস্য সংখ্যার সাথে তার আয় বুদ্ধি পায়নি। বরং অভাব অনটন, ঝগড়াঝাঁটি, মরাপিট লেগেই আছে।
ক. সামাজিক পরিবর্তন কী?
খ. বৃক্ষ নিধনের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে?
গ. উদ্দীপকে কোন সামাজিক সমস্যার ইঙ্গিত প্রদান করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. কালু ও সখিনার বয়স পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য কি একমাত্র কারণ? বিশ্লেষণ কর।
১৪. জনাব ‘খ’ ১৯৫৯ সালে একটি জেলায় একটি একাডেমি প্রতিষ্ঠা করেন। যার অন্যতম কাজ হলো সমাজ সম্পর্কে জরিপ করা, টার্গেট গ্রুপকে প্রশিক্ষণদান এবং পল্লী জনগণকে নিয়ে সমবায় সমিতি গঠন ইত্যাদি। পরবর্তীতে এটি আদলে সারাদেশে বিভিন্ন সরকারি বেসরকারি পল্লী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়।
ক. BARD-এর পূর্ণরূপ কী?
খ. সামাজিক উন্নয়ন কী?
গ. উদ্দীপকের জনাব ‘খ’ এর কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের জনাব ‘খ’ এর প্রািতষ্ঠান বাংলাদেশে পল্লী উন্নয়নে বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যক্রমের পথ প্রদর্শন তুমি কি একমত? বিশ্লেষণ কর।
১৫. রাজশাহী বিভাগের জেলাশহরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরী করেন জামান সাহেব। সম্প্রতি এই জেলাশহরে অনেক কলকারখানা গড়ে উঠেছে। শহরের বাইরের মানুষ এখন আর চাষাবাদে পূর্বের মতো আগ্রহী নয়। ইটের তৈরি বাড়িঘরে প্রায় মানুষ বসবাস করছে। বিগত দশ বছরের তুলনায় মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে।
ক. Agesim শব্দের অর্থ কী?
খ. টেকসই উনড়বয়ন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে শহরের সামাজিক পরিবর্তনে যে উপাদানটি লক্ষ্য করা যায় তার ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে কলকারখানার ব্যাপক বিস্তার কৃষিক্ষেত্র ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে বলে তুমি মনে কর? মতামত দাও।
চাকচি অর্থ কী?