নবম শ্রেণিতে ফিরছে বিভাগ বিভাজন ২০২৫ সালে-অন্তবর্তীকালীন সরকার গঠিত হওয়ার আগে মানে নতুন কারিকুলাম চালু ছিল শিক্ষা প্রতিষ্ঠানে যার গনগত মান পাওয়া যায়( ০০) । বর্তমান সরকার হয়েছে ৮ আগস্ট তারপর পর থেকে নতুন সরকার পড়াশোনা সহ বহু দিক দিয়েই পরিবর্তন করার পদক্ষেপ নেন। নবম ও দশম শ্রেণীর জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান।
নবম শ্রেণিতে ফিরছে বিভাগ বিভাজন:পড়াশোনার প্রথম পরিবর্তন কি?
পড়াশোনার ক্ষেত্রে পহেলা সেপ্টেম্বরে অন্তবর্তীকালীন সরকার সিদ্ধান্তে আসেন নতুন কারিকুলাম ষষ্ঠ থেকে নবম শ্রেণির যে পরিবর্তন ছিল পূর্ব সরকার থাকা কালীন। এটি উঠিয়ে দেওয়া হবে ২০২৫ সাল থেকে।
এবছর কি পড়াশোনা বন্ধ থাকবে?
না অন্তবর্তীকালীন সরকার চলতি বছরে নতুন কারিকুলাম দিয়ে পড়ার জন্য বলেন। কিন্তু ডিসেম্বরের মধ্যে সব কিছু শেষ করতে হবে এই কারিকুলামেই।
২০২৫ সালে কি নবম শ্রেণিতে ফিরছে বিভাগ বিভাজন আসবে?
হ্যাঁ ২০২৫ সাল থেকেই নবম শ্রেণিতে নতুন কারিকুলাম বাতিল করে। আগের বিভাগ নিয়ে আনার সিদ্ধান্ত নিলেন শিক্ষা মন্ত্রণালয়। তাহলে আমরা ধরে নিতে পারি ২০২৫ সালে আর নতুন কারিকুলাম থাকছে না। তাই সকল স্টুডেন্ট কে মানসিক ভাবে সিদ্ধান্ত নিতে সহায়তা করুন শিক্ষক রা।
২০১২ সালের কিছু সাবজেক্ট নিয়ে আসবেন ২২৫ থেকে এটা সত্যি?
হুম এটাও সিদ্ধান্ত নিয়েছেন আগের সরকার কিছু বই বা বিষয় উঠিয়ে দিয়েছেন। যে বই গুলো আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য বা সবার জন জ্ঞান আরোহন করার একটা ভালো সুযোগ। ছোট থেকেই এগুলো আবশ্যিক বই হিসেবে পড়া উচিত বলে মনে করেছেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সরাকার।
আমি কোন বিভাগে ভর্তি হবো?
সব কিছু নির্ভর করে একজন শিক্ষার্থীর উপর । সেটার জন্য তুমি যদি অষ্টম শ্রেণির শিক্ষার্থী হও তাহলে আগে থেকে ভাবো যে তুমি বড় হয়ে কি হতে চাও। তোমার স্বপ্ন কি সেটা ভাবো। কি হতে চাও তুমি জীবনে। আবার যেহেতু বিভাগ চলে এসেছে তাহলে নবম শ্রেণি থেকেই তোমার লক্ষ্য সেট করা জরুরি।
ব্যবসায় শিক্ষা শাখা
এটি হলো তিনটি বিভাগের একটি বিভাগ যা পড়াশোনা হয় ব্যবসায় রিলেটেড ।
তোমার লক্ষ্য যদি হয় ব্যবসায় করা তাহলে তুমি ব্যবসায় শিক্ষা শাখা নিয়ে পড়বে।
মানবিক বিভাগ শাখা
এটিও আরেকটি বিভাগ এটি নিয়ে পড়লেও অনেক কিছু জানা যায়। সকল বিভাগেই সহজ কঠিন রয়েছে।
বিজ্ঞান বিভাগ শাখা
এটি আরেকটি বিভাগ এটি বাচ্চা রা শুনলেই ভয় পাই।
কিন্তু যদি তোমার লক্ষ্য থাকে ডাক্তার, ইন্জিনিয়ার হওয়া তাহলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে তোমাকে অবশ্যই।
এই বিভাগ থেকে অন্য বিভাগে যাওয়া যাবে।
কিন্তু অন্য বিভাগ থেকে এখানে আসা যাবে না।
ব্যবসায় শিক্ষা শাখা থেকেও একটা সুযোগ আছে মানবিকে যাওয়ার।
আবার মানবিক থেকে ব্যবসায় শাখা তে যাওয়া যায়।
কিন্তু এই দুই শাখা থেকে কোনো স্টুডেন্ট যদি চাই বিজ্ঞান বিভাগে যেতে সেটা পারবে না।
সর্বোপরি
২০২৫ সাল থেকে সকল কিছু আগের কারিকুলামে হবে। আগের সকল বই ঠিক থাকার মতো হলে তেমনি রাখবেন। আর যদি তেমন না হয় তাহলে এটি চেঞ্জ করা সব কিছু শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত নিবেন।
সকল নিউজে দিয়ে দেওয়া হয় একটা তথ্য বের হলে।
আমরা সকলেই বর্তমান কারিকুলামে অবগত।
মানসম্মত কোনো কারিকুলাম ছিল না এটা।
আমরা দেখতে পেলাম ২০২৩ সালোর স্টুডেন্টদের মা- বাবা দের রিভিউ ছিল খুব খারাপ।
দিন দিন অবনতি হচ্ছে সব কিছু শিখতে পারছে শিক্ষার্থীরা।
গুরুত্বপূর্ণ
যেহেতু সব কিছু আগের কারিকুলামে আসবে ২০২৫ সালে এটি খুব ভালো পদক্ষেপ। তাই এখন শিক্ষার্থীদের কেও সেই ভাবে চলতে হবে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
বর্তমানে যারা নতুন কারিকুলাম নিয়ে নবম শ্রেণিতে
তাদের ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
যেহেতু নবম-দশম মিলিয়ে এক বই পড়তে হবে। তার জন্য তাদের বিকল্প ব্যবস্থা হবে। সকল তথ্য জানতে এরিনের পাশে থাকুন।
আজকের সেশন টি ছিল নবম শ্রেণিতে কি নতুন কারিকুলাম বাতিল হবে কিনা। সকল তথ্য দেওয়া হলো পহেলা সেপ্টেম্বরের প্রেক্ষিতে।