স্বাগতম সকল ছাত্র-ছাত্রীদের Bangla 2nd Paper SSC MCQ suggestion- 23 প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা Ssc) 2025 পরীক্ষার্থী তোমাদের জন্য আমারা বাংলা ২য় পত্র সাজেশন (Mcq solution) বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সাজেশন দিয়েছি। আজকের সেশনে আলোচনা করা হবে: স্বরভঙ্গি/যতি বা বিরাম চিহ্নের ব্যবহার এই দুই পাঠ থেকে ৩০ টি Mcq solution দেওয়া হলো : ২০২৫ শিক্ষার্থীদের জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান।
স্বরভঙ্গি কী : (সুখী হও) (ছি—ছি, এ কী করলা) উপরের ২ টি বাক্যের কথা যেমন একরকম নয়, তেমনি এগুলোর উচ্চারণ ভঙ্গি এক রকম নয়! তাই বাক্যগুলোর বৈশিষ্ট্য অনুসারে এগুলোর উচ্চারণের সর আলাদা আলাদা হয়ে থাকে এরই নাম স্বরভঙ্গি।
যতি বা বিরাম চিহ্ন কী: কথা বলার সময় আমরা একটি বাক্যের সবটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না । ফুসফুসে বাতাস সঞ্চয়ের জন্য ফুসফুস বিশ্রাম দেওয়ার জন্য শ্বাসযন্ত্রের মাঝে মাঝে থামে। লিখিত বাক্য ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব সাংকেতিক ব্যবহার করা হয় সেগুলোকে সাধারণত যুক্তি বা বিরাম চিহ্ন বলে আবার ছেদ চিহ্ন বলা হয়।
- সাজেশন -১
- সাজেশন -২
- সাজেশন-৩
- সাজেশন-৪
- সাজেশন-৫
- সাজেশন- ৬
- সাজেশন- ৭
- সাজেশন- ৮
- সাজেশন- ৯
- সাজেশন-১০
- সাজেশন-১১
- সাজেশন-১২
- সাজেশন-১৩
- সাজেশন-১৪
- সাজেশন-১৫
- সাজেশন-১৬
- সাজেশন-১৭
- সাজেশন-১৮
- সাজেশন-১৯
- সাজেশন-২০
- সাজেশন-২১
- সাজেশন-২২
Bangla 2nd Paper SSC MCQ suggestion- 23
১। বিবৃতিমূলক বাক্য কয় রকমের হতে পারে ?
ক দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ
উঃ দুই
২। কোনটি প্রশ্নবাচক বাক্য?
ক ইচ্ছা সূচক
খ বিবৃতিমূলক
গ প্রশ্নবোধক
ঘ আদেশ মুলক
উঃ প্রশ্নবোধক
৩। সরবঙ্গী অনুসারে বিবৃতিমূলক হাঁ _ বাচক বাক্য কোনগুলো?
i) আমি বই পড়ি
ii) মীম যাবে না
iii) আনুশকা গান গায়
নিচের কোনটি সঠিক উত্তর!!
ক i
খ i ও ii
গ i ও iii
ঘ i, ii ওiiii
উঃ i ও iii
৪। শুভ কামনা , আশীর্বাদ,আকাঙ্ক্ষা, কোন জাতীয় বাক্যের মাধ্যমে প্রকাশ পায়?
ক অনুজ্ঞাবাচক
খ বিবৃতিমূলক
গ ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য
ঘ আবেগ সূচক বাক্য
উঃ ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য
৫। বিস্ময়সূচক বাক্য কোনটি ?
ক মীম যাবে না
খ আল্লাহ তোমার মঙ্গল করুন
গ তুমি চন্দ্র গ্ৰহন দেখ নি
ঘ বকুল বাড়ি গেছে
উঃ তুমি চন্দ্র গ্ৰহন দেখ নি
৬। অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো কোন ধরনের বাক্য?
ক বিবৃতিমূলক
খ ইচ্ছামূলক
গ আদেশ মুলক
ঘ বিস্ময়সূচক
উঃ আদেশ মুলক
৭। সবুজ আসেনি কোন ধরনের বাক্য?
ক ইচ্ছাসূচক
খ বিবৃতিমূলক
গ আদেশ মূলক
ঘ প্রশ্নবোধক
উঃ প্রশ্নবোধক
৮। যে বাক্যে প্রার্থনা বা ইচ্ছা বজায় তাকে কি বাক্য বলে?
ক মিশ্র বাক্য
খ ইচ্ছাসূচক বাক্য
গ নির্দেশক বাক্য
ঘ প্রশ্নবোধক বাক্য
উঃ ইচ্ছাসূচক বাক্য
৯। সুখে থাকুন এটা কোন ধরনের বাক্য?
ক ইচ্ছা বাচক
খ বিবৃতি মূলক
গ বিস্ময়সূচক
ঘ আদেশ সূচক
উঃ ইচ্ছা বাচক
১০। কোনটি প্রশ্নবাচক বাক্য?
ক বেরিয়ে যাও
খ বইটি পড়েছি
গ রাগ করোনা
ঘ পড়া শিখেছো
উঃ পড়া শিখেছো
ssc bangla 2nd paper mcq suggestion 2025 যতি বা বিরাম চিহ্নএই পাঠ থেকে Mcq solution দেওয়া হলো
১১। সেমিকলনের বিরোধী কালের পরিমাণ কত?
ক এক’ উচ্চারণে দ্বিগুণ সময়
খ এক’ উচ্চারণে তিনগুন সময়
গ এক’ উচ্চারণে পাঁচগুণ সময়
ঘ এক’ উচ্চারণে চার গুণ সময়
উঃএক’ উচ্চারণে দ্বিগুণ সময়
১২। বাংলা ভাষার জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি?
ক সাতটি
খ আটটি
গ নয়টি
ঘ এগারোটি
উঃ এগারোটি
১৩। দুটি শব্দের সংযোগ বুঝাতে কোন বিরাম চিহ্নটি বসে?
ক হাইফেন
খ ক্লোন
গ সেমিক্লোন
ঘ ড্যাস
উঃ হাইফেন
১৪। কোন যদি চিহ্নটি অল্প বিরতি বুঝাতে ব্যবহৃত হয়?
ক কমা
খ কলন
গ সেমি কলন
ঘ হাইফেন
উঃ কমা
১৫। বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কোন চিহ্ন বসে?
ক কমা
খ কোলন
গ হাইফেন
ঘ সেমিকলন
উঃ কমা
১৬। বিরাম চিহ্ন কেন ব্যবহার করা হয়?
ক বাক্য সংকোচনের জন্য
খ বাক্যে সৌন্দর্যের জন্য
গ বাক্য অলংকৃত করার জন্য
ঘ বাক্যের অর্থ স্পষ্ট করনের জন্য
উঃ বাক্যের অর্থ স্পষ্ট করনের জন্য
১৭। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে?
ক ড্যাস
খ কোলন
গ সেমিকোলন
ঘ পূর্ণচ্ছেদ
উঃ কোলন
১৮। বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?
ক এক বলতে যে সময় প্রয়জন
খ এক সেকেন্ড
গ থামার প্রয়োজন নেই
ঘ এক বলার কোন সময়
উঃ এক সেকেন্ড
১৯। সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন জ্যোতি চিহ্ন বসে?
ক কমা
খ সেমিকোলন
গ হাইফেন
ঘ কোলন
উঃ হাইফেন
২০। দুটি ভাগ্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্নটি বুঝবে?
ক সেমিকোলন
খ হাইফেন
গ কোলন
ঘ কমা
উঃ সেমিকোলন
২১। সমাজবদ্ধ পদের অংশগুলোকে পৃথক কর দেখাতে বসে কোন চিহ্ন?
ক জিজ্ঞাসা চিহ্ন
খ বিস্ময়চিহ্ন
গ হাইফেন
ঘ তারকচিহ্ন
উঃ হাইফেন
২২। পূনবাক্য শেষে ব্যবহৃত চিহ্নকে কী বলা হয় ?
ক কোলন
খ দাঁড়ি
গ কমা
ঘ সেমিকোলন
উঃ দাঁড়ি
২৩। কমা স্বপেখ্যা দ্বিগুণ সময় থামার প্রয়োজন হলে কোন চিহ্ন বসে?
ক সেমিকোলন
খ হাইফেন
গ কমা
ঘ কোলন
উঃ সেমিকোলন
২৪। একই পদের একাধিক শব্দ পাশাপাশি বসলে কোন চিহ্ন বসবে?
ক কোলন
খ বিস্ময়চিহ্ন
গ কমা
ঘ কোলন
উঃ কমা
২৫। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে?
ক ড্যাস
খ কোলন
গ পূনছেদ
ঘ সেমিকোলন
উঃ কোলন
২৬। বাক্যে কোন যতি চিহ্ন প্রয়োগে থামার প্রয়োজন নেই?
ক হাইফেন /ইলেক
খ কাম
গ উদ্ধরন চিহ্ন
ঘ কোলন
উঃ হাইফেন /ইলেক
২৭। সম্বোধন পদের পরে যে চিহ্ন ব্যবহৃত হয় তার নাম কী?
ক কমা
খ দাঁড়ি
গ সেমি—কোলন
ঘ কোলন
উঃ কমা
২৮। উদাহরণ বা দৃষ্টান্ত বুঝাতে কোন চিহ্ন বসে?
ক কোলন
খ সেমিকোলন
গ হাইফেন
ঘ উদ্ধৃতি
উঃ কোলন
২৯। দারুন বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন বসে?
ক কোলন
খ বিস্ময়সূচক
গ প্রশ্নবোধক
ঘ ড্যাস
উঃ ড্যাস
৩০। হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন বসে ?
ক হাইফেন
খ কমা
গ বিস্ময়সূচক
ঘ প্রশ্নবোধক
উঃ বিস্ময়সূচক
Bangla 2nd Paper SSC MCQ 2025 suggestion এই সাজেশন টি দেওয়া হয়েছে সকল বোর্ড থেকে বিবেচনা করে। এটি সকল বোর্ড পরীক্ষা এইচএসসি শিক্ষার্থীদের জন্য তৈরি করা হল।
Bangla 2nd Paper SSC MCQ Suggestion-23 : আজকের সেশন ছিল এসএসসি শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ব্লগ। Bangla 2nd Paper SSC MCQ Suggestion-23বহুনির্বাচনী প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়া হলো।
বাংলা ২য় পত্র সাজেশন SSC 2025 MCQ গুলো অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে PDF ।
সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন (erin)। ধন্যবাদ।