Welcome To (ERIN )
পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য কি?
What is the difference between public university and national university?
পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ও মূল সমস্যা হচ্ছে , গ্রাজুয়েশন করতে দেরি হওয়া। এই সমস্যাটা বেশি ফেইস করবেন। বর্তমানে সেই ৫ বছর আগের আর ঢাকার সাত কলেজের প্রতি ঢাবির শিক্ষকদের ব্যবহার কি অন্য রকম নয়। সাত কলেজ সহ সব কিছু এখন অনেক গতি তে অনার্স শেষ করে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় তুলনা মূলক ওরা এলোমেলো নিয়মে চলার কারণে সেশন জট লাগে এবং সিস্টেমিক ওয়ে তে চলে না।
আর পড়ালেখার মান?
বাংলাদেশের বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো মানসম্মত কোনো কিছু করতেছে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতোই মান। তারাও চলে ধীরে।
সায়ত্বশাসিত চারটা বিশ্ববিদ্যালয় কেও এখন খুব মানসম্মত বলা যায় না কিছু ডিপার্টমেন্ট ছাড়া। দুটু থেকেই পড়া শেষে সকল জব করতে পারবেন স্কিল থাকলে। বাকিটা নিজের উপরে, অনেকরেই দেখছি জাতীয়তে পড়ে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে গেছে।
বেশ কিছু মোটা দাগের পার্থক্য বিদ্যমান রয়েছে । নিচে কিছু লিখা হলো
১. পাবলিক বিশ্ববিদ্যালয় একটি একক বিশ্ববিদ্যালয় হয়; এটির একটি মাত্র ক্যাম্পাস থাকে সাধারণত, অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে সারাদেশে ছড়িয়ে থাকা কলেজগুলোর সমষ্টি। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একত্রিত হয়ে কাজ করে।
২. প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ভবন ও ক্যাম্পাস থাকে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেই কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আলাদা অস্তিত্ব নেই । আছে শুধু কলেজগুলো ও তার প্রাঙ্গণ টা।
৩. পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সাধারণত নিজস্ব ক্যাম্পাসে প্রবল প্রতিযোগিতার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো ভর্তির ক্ষেত্রে দেখা যায় না পরীক্ষা মূলক কিছু ।
৪. পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার মান তুলনামূলক ভালো, শিক্ষক-শিক্ষিকারা অত্যন্ত মানসম্পন্ন ও উচ্চশিক্ষিত হন। নৈতিকতা ও সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধ চর্চা ও উৎকর্ষের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বেশ উপযোগী তাই শিক্ষাজীবন হয়ে ওঠে উপভোগ্য; জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজের বেলায় এটা সত্য নয়।
৫. পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা অনার্স (সম্মান) বিষয়েই পাঠদান হয় পক্ষান্তরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) দুটোই থাকে যদিও এখন আস্তে আস্তে পাস কোর্স উঠিয়ে দেয়া হচ্ছে।
যা
৬.সায়ত্ব শাসিত বা পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সনদপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর তুলনায় অধিক মূল্যায়িত হয়ে থাকে।
৭. পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর যে সুযোগ টা পাবেন সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাবেন না।
৮. পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বলতে একটি শব্দ রয়েছে যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেই। বড় বড় রাজনীতি বিদ রা বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের হয়ে থাকে।
৯. এখন অনেক ছোটকাটো ব্যাপার স্যাপার আছে যেগুলা অনেকের কাছে রসের আলাপ। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে আপনি সাত আসমানের উপরে উঠে যাবেন, ছেলে হলে মেয়েরা ও মেয়ে হলে ছেলেরা আপনার পিছনে চাক ভাঙ্গা মৌমাছি/ বোলতা মত ছুটে আসবে,এগুলো সর্বত্র আলাদা সম্মান পাবেন যেটা অনেকাংশেই সত্য, পাবলিক পড়ুয়া ছাত্র বলে অন্যায় করলেও লঘু দণ্ড পাবেন বা পার পেয়ে যাবেন, প্রচুর টিউশনি পেয়ে এক লাফে কোটিপতি হয়ে যাবেন, সারাবছর কিছু না পড়ে chill করলেও সিজিপিএ ৩.৫+।
এগুলা কোনোটাই পুরোপুরি সত্য না। পাবলিকে পড়লে আপনার সামাজিক স্ট্যাটাস বাড়ে,সম্মান বাড়ে, আপনার সুবাদে আপনার পরিবারেরও বাড়ে কিন্তু এটা আসলে এক ধরনের বৈষম্য। পাবলিকের ছাত্র হিসেবে অনেক জায়গায় আলাদা সম্মান পাবেন এটাও সত্যি, সারির পেছনে দাঁড়িয়েও সামনে চলে আসতে পারবেন এটাও সত্যি।
আরেকটু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা আমরা জানি যে পাবলিকের মত না। পাবলিক বিশ্ববিদ্যালয় বললেই বুঝি প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় আলাদা ও তাদের মূল এডমিনিস্ট্রিশন ভবন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব থাকে।
কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ভবন ঢাকার গাজীপুরে। এটি গাজীপুর হলো প্রধান শাখা। কোনো কিছুর অনুমোদন নিতেই জীবন পাড় হয়ে যায়। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল কিছু ক্যাম্পাসের মতেই চলে তবে তারা মঞ্জুরি কমিশনের আন্ডারে।
পাবলিক আর জাতীয় বিশ্ববিদ্যালয় এক না এটা আপনি এই পোস্ট টা পড়ে আরও কিছু বের করেন ভাবেন এখানের পয়েন্ট গুলো ঠিক আছে কি না।
আরও কিছু
আপনার ফাইন্যান্সিয়াল সমস্যা থাকলে। আপনি যদি পাবলিকে পড়েন আপনি টিউশন করেও অনায়াসে চলতে পারবেন। পাবলিকের শিক্ষার্থীরা সব জায়গায় সম্মানিত হয়।
পাবলিকে সেমিস্টার বেসিস পরীক্ষা হয় সেশন জট নেই। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ১২-১৫ মাস ও লাগে একটা ইয়ার শেষ হতে। ওরা সাধারণত বছরে একটা পরীক্ষা নেয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি কলেজ গুলো তে এডমিশন ফি অনেক বেশি। যার তুলনায় পাবলিকে কিছুই নেয় না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পাবলিকে চান্স পায়না তারা সিদ্ধান্ত নেন পড়ার জন্য। তবে ব্যাতিকক্রম ও আছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট গুলো সবাই সংগ্রামী হয়ে থাকে। দীর্ঘ দিন পড়াশোনা করে প্রবল মেধাবী রাই চান্স পায়। যে কাজ টা জাতীয় বিশ্ববিদ্যালয়ে হয় না। তাই অনেকে হেয়ালি করে পড়াশোনা করে না। ক্লাস ও হয়না ঠিক মতো।
এরিনে আজকের সেশন টি ছিল বিশ্ববিদ্যালয় নিয়ে। যেখানে আলোচনা করা হলো পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পার্থক্য।