সমাজবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

সমাজবিজ্ঞান ১ম পত্র: ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

সমাজবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

১. এনজিও কর্মী নমিতা টেকনাফের রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে গবেষণার জন্য একটি প্রশ্নমালা তৈরি করেন। প্রশ্নমালায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাদ্যের পুষ্টিমান সম্পর্কে ধারণা, পরিবার পরিকল্পনা গ্রহণের প্রবণতা, চিকিৎসকের শরণাপন্ন হওয়া ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করে। এই সাজানো প্রশ্নমালার ভিত্তিতে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে সে একটি প্রতিবেদন তৈরি করে।

ক. বিজ্ঞান কী?
খ. বৈজ্ঞানিক গবেষণায় হাইপোথিসিস কেন গুরুত্বপূর্ণ?
গ. উদ্দীপকে নমিতার অনুসৃত গবেষণা পদ্ধতিটি চিহ্নিত কর।
ঘ. উদ্দীপকে নামিতার তৈরি প্রতিবেদনটির ব্যাখ্যা কর।

২. বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান গ্রীষ্মের ছুটিতে গ্রামে বসে যুবকদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলে। সংগঠনটি গ্রামের বয়স্ক শিক্ষা, বাল্যবিবাহ রোধ, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি পতিত পুকুরে মাছ চাষ, কৃষকদের ই-তথ্য সেবা প্রদান করা নিজেদের আত্মকর্মসংস্থানমূলক কাজে সম্পৃক্ত করে। রায়হানের উদ্যোগ গ্রামের সকলের কাছে প্রশংসিত হয়।

ক. প্রতিষ্ঠান কী?
খ. লোকাচার ও লোকরীতির মধ্যে সম্পর্ক কী?
গ. উদ্দীপকের সংগঠনটি সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে রায়হানের উদ্যোগ তার গ্রামের সমাজ পরিবর্তনে কীভাবে ভূমিকা রাখবে? বিশ্লেষণ কর।

৩. জামিলা পোশাক কারখানার শ্রমিক। তার শ্রমে তৈরি পোশাক উচ্চমূল্যে ইউরোপ-আমেরিকার বাজারে বিক্রি হয়। এই মূল্যের খুবই সামান্য অংশ মজুরি হিসেবে সে পায়। সিংহভাগ অংশ মালিক আত্মসাৎ করে। এভাবে মালিক সম্পদের পাহাড় গড়ে তুললেও জমিলাদের ভাগ্যের পরিবর্তন হয় না। ফলে একসময় তাদের মধ্যে ক্ষোভ জন্ম নেয়।

ক. আমলাতন্ত্রের জনক বলা হয় কাকে?
খ. জৈবিক সাদৃশ্য বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কার্ল মার্কস এর কোন তত্ত্বের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে জামিলাদের ভাগ্যের পরিবর্তন কীভাবে সম্ভব? কার্ল মার্কস-এর তত্ত্বের আলোকে ব্যাখ্যা কর।

৪. পলাশপুর একটি প্রত্যন্ত গ্রাম। এখানকার অধিকাংশ মানুষ নিরক্ষর এবং ধর্মভীরু। যার জন্য জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি। কুসংস্কার ও অজ্ঞতা এ সমাজের বৈশিষ্ট্য। এখানে ধর্মীয় নেতাদের প্রভাব বেশি। বিচার ও সালিশী ব্যবস্থায় তারা বিভিনড়ব ফতোয়া দিয়ে থাকে। এছাড়া পুষ্টিহীনতা, দারিদ্রতা, নারী নির্যাতনসহ বিভিনড়ব ধরণের সমস্যাও রয়েছে।

ক. ‘Suicide’ গ্রন্থটি কে লিখেছেন?
খ. আসাবিয়া বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে অগাস্ট কোঁতের সমাজ বিকাশের কোন স্তরকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত গ্রামের সমস্যা সমাধানে সমাজতান্ত্রিক জ্ঞান কীভাবে কাজে লাগানো যায়? ব্যাখ্যা কর।

৫. মারুফ গ্রামে তার বাবা মার সাথে বসবাস করত। সম্প্রতি সে বিবাহ করে এবং চাকুরি নিয়ে শহরে চলে আসে। সে তার কর্মস্থলের নিকটে বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ বসবাস শুরু করে।

ক. জ্ঞাতিসম্পর্ক কী?
খ. লেভিরেট বিবাহ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে মামুনের পরিবার কোন ধরণের পরিবার? ব্যাখ্যা কর।
ঘ. বর্তমানে উক্ত পরিবার বৃদ্ধি পাওয়ার কারণ বিশ্লেষণ কর।

৬. শিখা সুন্দরবন বেড়াতে এসে এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়। সুন্দরবন সংলগড়ব গ্রামের ঘরগুলোর অধিকাংশই গোল পাতার তৈরি। যাতায়াতের বাহন হচ্ছে নৌকা, লঞ্চ, স্টীমার। মানুষের পেশা বনে মধু সংগ্রহ করা? সমুদ্র ও নদীতে মাছ ধরা। শিখা দেখল তার মত আরও অনেকে এখানে ঘুরতে এসেছে।

ক. সমাজজীবনে প্রভাব বিস্তারকারী মৌল উপাদান কয়টি?
খ. ব্যক্তিত্ব বিকাশে জৈবিক উপাদানের প্রভাব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত এলাকার অর্থনীতিতে উক্ত উপাদান এর কী কী প্রভাব রয়েছে? বিশ্লেষণ কর।

৭. বাংলাদেশের শহরগুলোতে ট্রাফিক জ্যামের প্রধান কারণ রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা অধিকহারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সে অনুযায়ী রাস্তাঘাট অত্যন্ত সংকীর্ণ। তাছাড়া পূর্বের ট্রাফিক আইন বর্তমানে অনুপযোগী। কিছু নতুন নিয়ম ও আইন চালু হলেও জনগণ এতে অভ্যস্ত হতে পারেনি। ফলে শহরবাসীকে সড়ক দুর্ঘটনাসহ নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।

ক. ‘Primitive Culture’ গ্রন্থটি রচয়িতা কে?
খ. কম্পিউটার কোন ধরনের সংস্কৃতি? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের বিষয়টি অগবার্ণের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের আলোকে বিশ্লেষণ কর।
ঘ. কী কী পদক্ষেপ গ্রহণ করলে এ বিষয়ে জনগণের সচেতনতা সৃষ্টি হবে?

৮. দৃশ্যকল্প-১ : আফ্রিকার গভীর জঙ্গলে একদল লোক পশু শিকারে ব্যস্ত। নারীরা বন থেকে ফলমূল সংগ্রহ করছে। সংগৃহীত খাদ্যদ্রব্য সকলে মিলে ভাগ করে খায়।
দৃশ্যকল্প-২ : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গড়ে উঠেছে কোরিয়ান ইপিজেড। এখানে রপ্তানিমুখী শিল্পপণ্য উৎপাদিত হয়। বাংলাদেশের অর্থনীতিতে এসব শিল্পাঞ্চলের অবদান ব্যাপক।

ক. মুখ্য দল কী?
খ. ‘মানবসৃষ্ট সবকিছুর সমষ্টিই সংস্কৃতি’ বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে দৃশ্যকল্প-এক কোন সমাজকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘দৃশ্যকল্প-দুই এ বর্ণিত সমাজ দৃশ্যকল্প-এক এর বিবর্তনের ফল” উক্তিটি মূল্যায়ন কর।

৯. সবুজ তার চাচার একমাত্র মেয়ে জেসমীনকে বিয়ে করে তার কর্মস্থলে বসবাস করে। একদিন কর্মস্থল থেকে ফিরে তার স্ত্রীকে জানায় যে, গত বছর সড়ক দুর্ঘটনায় তার বন্ধু হাবিব যে নিহত হয়েছিল আজ তার বিধবা স্ত্রীকে হাবিবের ছোট ভাই হাসিব বিয়ে করেছে।

ক. সমাজের ক্ষুদ্রতম সংগঠন কোনটি?
খ. ল্যাভিয়েট ও সরোরেট কী?
গ. উদ্দীপকে সবুজ ও জেসমিনের পরিবারটি কোন ধরনের পরিবার ব্যবস্থাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে হাসিবের বিবাহ রীতিটির সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।

১০. সম্প্রতি আমেরিকায় একটি বোমা হামলা হয়। এই হামলায় অনেকেই আহত হন এবং কয়েকজন নিহত হন। মুহুর্তের মধ্যে এই খবর সারাবিশ্বে গণমাধ্যমের বদৌলতে ছড়িয়ে পড়ে। “এফ বি আই” নামক গোয়েন্দা সংস্থা গোপন ক্যামেরা ও উচ্চ প্রযুক্তির সহায়তায় দুজন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করে।

ক. বিশ্বায়ন কী?
খ. তথ্যপ্রযুক্তি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের ঘটনায় মুহুর্তেই সারা বিশ্বে খবর প্রচারিত হওয়ার প্রক্রিয়াটি কোন ধারণার ইঙ্গিত প্রদান করেছে? ব্যাখ্যা কর।
ঘ. সামাজিকীকরণের ক্ষেত্রে উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়ের প্রভাব বিশ্লেষণ কর।

১১. ছক-১ : মুহাম্মদ আলী জিনড়বাহ – রেসকোর্স ময়দান – কার্জন হল – সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।
ছক-২ : বাঙালির ম্যাগনাকার্টা – বাঁচা মরার দাবি।

ক. ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে?
খ. ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল লেখ।
গ. উদ্দীপকের ছক-১-এর ঐতিহাসিক ঘটনাটির কালানক্রমিক বিবরণ দাও।
ঘ. ছক-২-এর বিষয়টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা কর।

১২. সীমা শিক্ষা সফরে বাংলাদেশের একটি প্রতড়বতাত্ত্বিক স্থান পরিদর্শনে যায়। শালবন ঘেরা এই স্থানটির মাটি খুড়ে প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। যার চারদিকে বৌদ্ধ ভিক্ষুদের বসবাসের জন্য ১১৫টি কক্ষ রয়েছে। বিহারের পাশে তৈরি যাদুঘরে সংরক্ষিত তাম্রশাসন, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জের বুদ্ধমূর্তি, পোড়ামাটির ফলকচিত্র ইত্যাদি দেখে সীমা ও তার সহপাঠীরা মুগ্ধ।

ক. প্রাচীন সিন্ধু সভ্যতার অবস্থান কোথায়?
খ. নব্য প্রস্তর যুগের আর্থসামাজিক সাফল্য বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কোন প্রতড়বতাত্ত্বিক স্থানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের সমাজতাত্ত্বিক তাৎপর্য ব্যাখ্যা কর।

১৩. দৃশ্যপট-এক : অংকিতার বাবা গ্রামের হেডম্যান। গ্রামের খাজনা আদায় ও শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার বাবার। পিতার সম্পত্তিতে অংকিতার কোন অধিকার নেই। তার একমাত্র ভাই পিতার সম্পত্তির উত্তরাধিকারী।
দৃশ্যপট-দুই : দ্বিজেনের বাড়ি সিলেট। আজ তার বিয়ে। তাদের সমাজের নিয়ম অনুযায়ী আজই তাকে নিজ বাড়ি ছেড়ে হবিগঞ্জে স্ত্রীর মায়ের বাড়িতে বসবাস শুরু করতে হবে। ভবিষ্যতে তার সন্তানরাও মায়ের পরিচয়ে বড় হবে।

ক. মণিপুরিদের ধর্ম বিশ্বাস সম্পর্কে লেখ।
খ. ‘এথনিক গোষ্ঠীসমূহ স্বতন্ত্র সংস্কৃতির অধিকারী’ বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে দৃশ্যপট-এক এর অংকিতা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে দ্বিজেনের সমাজের পরিবার ও বিবাহব্যবস্থার সাথে তোমার নিজের সমাজের পরিবার ও বিবাহ ব্যবস্থার তুলনা কর।

১৪. দৃশ্যপট-১ : আদিম সংগ্রহ ও শিকার সমাজ। শ্রেণি ও শ্রেণিবিভক্তিহীন সমাজ। সমাজবিজ্ঞানী মিনু মাসানীর মতে জীবন ছিল ভুরিভোজে উৎসব মুখর নয়তো অনাহারে জর্জরিত Life was either a feast or fas।
দৃশ্যপট-২ : কৃষি সমাজ। কৃষির উদ্বৃত্ত উৎপাদনে সভ্যতার বিকাশ ঘটে। শ্রেণিবিভক্ত সমাজ, ব্যবসাবাণিজ্য বিনিময়, লেনদেন অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তৃতি।

ক. Taboo কী?
খ. মহাপ্রাণবাদ Animatism মতবাদ ব্যাখ্যা কর।
গ. দৃশ্যপট-১ সমাজের সম্পত্তি ও উৎপাদন কৌশল আলোচনা কর।
ঘ. দৃশ্যপট-২ সমাজের সম্পত্তি ও অর্থনৈতিক কর্মকান্ড পর্যালোচনা কর।

১৫. পৃথিবীর জলবায়ু, ভূ প্রকৃতি, গাছপালা জীবজন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম। বাকল, মন্তেস্কু ও হান্টিংটনের মতে ভৌগোলিক পরিবেশের তারতম্যের ফলে সমাজ ও সভ্যতার মধ্যে বিভিনড়বতা পরিলক্ষিত হয়। মানুষের জীবন জীবিকা পুরোপুরি ভৌগোলিক উপাদান নির্ভর।

ক. সমাজ জীবনের মৌল উপাদান বলতে কী বোঝায়?
খ. বংশগতি বলতে কী বোঝায়?
গ. সভ্যতা বিকাশে মৌল উপাদানটির প্রভাব আলোচনা কর।
ঘ. উদ্দীপকে উপাদান সংরক্ষণ অতীব প্রয়োজনীয় কেন বিশ্লেষণ কর।

১৬. রূপগঞ্জ গ্রামের অধিকাংশ মানুষ রক্ষণশীল এবং কুসংস্কারাচ্ছন্ন। সবাই কঠিন ও কঠোরভাবে ধর্মীয় আচার নিয়ম মেনে জীবনযাপন করে। তারা মনে করে মানুষের উন্নতি ও অবনতি সবকিছু নিয়তি নির্ধারিত। তাদের জীবনের সবকিছু ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত।

ক. ইবনে খালদুনের গ্রন্থটির নাম কী?
খ. আসাবিয়া বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের গ্রামটি কোঁতের সমাজ বিকাশের কোন স্তরে অবস্থান করছে ব্যাখ্যা কর।
ঘ. অগাস্ট কোঁতের সমাজ বিকাশের সর্বশেষ স্তরটি বিশ্লেষণ কর।

১৭. গুণ ও কর্মের বিভাগ অনুযায়ী চতুর্বর্ণ সৃষ্টি করা হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়,বৈশ্য, শুদ্র। হিন্দু ধর্মশাস্ত্র মতে পেশা ও মর্যাদা পূবর্জন্মের কর্মফল, তাই পেশা পরিবর্তন শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। তাদের আত্মীয়তা, মেলামেশা একই গোত্রের মধ্যে সীমাবদ্ধ।

ক. Casta ক্যাস্টা শব্দের অর্থ কী?
খ. সামাজিক শ্রেণি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে স্তরবিন্যাসের ধরনটির প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
ঘ. উদ্দীপকের স্তরবিন্যাসের প্রকরণটি আধুনিক সমাজব্যবস্থায় কতটুকু যুক্তিযুক্ত ব্যাখ্যা কর।

১৮. দৃশ্যপট-ক : সলিমপুর গ্রামের অধিকাংশ জনগণ মালো সম্পদায়ভুক্ত হিন্দু। সবার বংশানুক্রমিক পেশা মাছ ধরা। সবাই সুখে দুঃখে মিলেমিশে অভিন্ন আত্মায় বাস করে।
দৃশ্যপট-খ : ঢাকা বিশ্বদ্যিালয়ের কিছু ছাত্র চাঁদা সংগ্রহে পথশিশুদের শিক্ষা দেওয়ার জন্য ‘পথকলি স্কুল’ চালু করলো, বইখাতা, টিফিনের ব্যবস্থা করলো।

ক. CUSTOM কী? উদাহরণ দাও।
খ. সমাজকাঠামো কী? সংজ্ঞা দাও, বুঝিয়ে লেখ।
গ. ‘ক’ দৃশ্যপটে সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টির পরিচয় মিলে তার বৈশিষ্ট্যসহ ব্যাখ্যা কর।
ঘ. ‘খ’ দৃশ্যপটে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়টি আলোচনা কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *