Welcome To ( ERIN )
University or Subject?
বিশ্ববিদ্যালয় নাকি সাবজেক্ট, ?
বিশ্ববিদ্যালয় নাকি সাবজেক্ট এই দুটি জিনিস নিয়ে সবাই চিন্তিত যে জীবনে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমি এটা নিয়েই আলোচনা করবো। আশা করি আপনাদের সেই সমস্যা দূর হবে আজকের সেশন টি পড়ার পর।
মূলত বিশ্ববিদ্যালয় কথা টা আমরা সবাই একাদশ ভর্তির পর পর পরিচিত বা গুরুত্বপূর্ণ বিষয় ভাবি। তবে আজকাল বাচ্চা রা প্রাইমারি তে থাকতেই বুঝে ফেলে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বলতে কিছু আছে।
আপনি যদি এইচ এস সি পরীক্ষার্থী হয়ে থাকেন এখনি সময় এটা জানার। যে বিশ্ববিদ্যালয় নাকি সাবজেক্ট।
আমরা কেউ কেউ নিজের বুদ্ধিমত্তা দিয়ে ভাবি যে বিশ্ববিদ্যালয়েই মেইন সাবজেক্ট ডাজনট ম্যাটার। তবে আবার অনেকের মতে সাবজেক্ট টাই মেইন। এবার আসি আলোচনায় কোনটা বেশি গুরুত্বপূর্ণ…
বিশ্ববিদ্যালয় নাকি সাবজেক্ট :
অবশ্যই আপনাকে সবার আগে সাবজেক্ট কে প্রায়োরিটি দিতে হবে। কারণ আপনি যদি ভালো সাবজেক্ট না নিয়ে পড়েন তাহলে স্নাতক পাশ করার পর আপনাকে হতাশায় পড়তে হবে। বাংলাদেশের এমন কিছু সাবজেক্ট আছে যেগুলোর ভবিষ্যত খুব বাজে।
আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন যদি আপনার সাবজেক্টের জন্য আপনাকে অনেক সুবিধা থেকে বঞ্চিত করে এটা আপনি চাইবেন না। ভালো সাবজেক্টে যেকোনো জায়গায় মূল্য আছে। ভালো সাবজেক্ট টিউশনি তেও অনেক প্রেফার করে।
বিশ্ববিদ্যালয় নিয়ে সিদ্ধান্ত
এবার আসি বিশ্ববিদ্যালয় নিয়ে এটাও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি অবশ্যই চাইবেন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। এটি সব জায়গায় যদিও প্রেফার করে না। আজকের দুনিয়ায় স্কিল দেখে জব দেয় নট ইউনিভার্সিটি। তবে বিশ্ববিদ্যালয় টা কোথায় অবস্থিত। সুবিধা কেমন সবকিছু দেখা উচিত যেহেতু চার বা পাঁচ টা বছর কাটানো হবে।
সাবজেক্ট প্রায়োরিটি
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় অবশ্যই সাবজেক্ট কে প্রায়োরিটি দিবেন। এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো নিয়ে শুধু বিসিএস দেওয়া আর কিছু জবের পরীক্ষা দিতে পারবেন। ভালো সাবজেক্ট না হলে চার বছর পর আপনাকে অনেক সাফার করতে হবে। যখন আপনার সাথে একজন কম্পিউটার সাইন্স ইন্জিনিয়ারিং নিয়ে ভালো কোম্পানি তে জব হবে। আপনার সাথের রুম মেট টি সনামধন্য কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার আপনি তখন কিছুই হলেন না।
আপনি যদি আজ দর্শন বিভাগ নিয়ে না পড়ে সিএসসি বা হিসাববিজ্ঞান নিয়ে পড়তেন তাহলে আপনি ভালোপজিশনে থাকতেন। একটি ভুল আপনার ভবিষ্যতে ইফেক্ট ফেলতে পারে অনেক। তাই আবেগপর বশে বা অন্যের কথা শুনে কখনো ভুল সিদ্ধান্ত নিবেন না। নিজের মন এবং ইচ্ছা কে গুরুত্ব দিবেন।
আপনার সিদ্ধান্ত আপনার ভবিষ্যত হবে। বিশ্ববিদ্যালয় এমন স্থানে সিলেক্ট করবেন না যেখানে গেলে আপনার চলতে কষ্ট হয়। আপনি যদি মিডেল ক্লাস ফ্যামিলির হোন তাহলে আপনাকে অবশ্যই স্থান টাও দেখতে হবে।
সব কিছু কে গুরুত্ব দিতে হবে তবে আপনার লক্ষ্য যদি ভালো কিছু থাকে তাহলে আপনাকে নিজের পেশন অনুযায়ী সাবজেক্ট নিতে হবে। আপনার ইচ্ছা বাংলা নিয়ে পড়বেন কিন্তু সাবজেক্ট পেয়েছেন সমাজকর্ম।
আপনার যদি মার্কস ভালো থাকে যথাসাধ্য চেষ্টা করবেন বাংলা নিয়ে পড়ার জন্য । তাহলে মনে কোনো সন্দেহ থাকবে না। পড়াশোনায় মনোযোগ বাড়বে। কিন্তু আপনি সমাজকর্ম নিয়ে পড়লেও ভালো তবে মনে আক্ষেপ থাকবে যে যদি বাংলা নিয়ে পড়তে পারতাম। তাই এমন সমস্যা নিয়েও থাকবেন না।
কিছু ভুল ধারণা
এখন অনেকেই বলবে অনেক জবের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দেখলেই জব কনফার্ম। আসলে এমন খুব রেয়ার আপনি যদি দক্ষতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে আপনাকে কেউ বাতিল করতে পারবে না। আপনার স্কিল না থাকলে আপনি দোষারোপ কেন করবেন বিশ্ববিদ্যালয়ের।
আপনি খুঁজে দেখবেন বেশির ভাগ বিশ্বিবদ্যালয়ের টপার গুলো চার বছর পরেই জব পেয়ে যায়। লক্ষ্য করবেন অন্যরা কেন পায় না। ওরা স্কিল ডেভলপ করে না তাদের একাডেমিক রেজাল্ট ভালো না তাদের কি দেখে জব দিবে। তাই সবার কথা না ভেবে নিজের ইচ্ছা কে গুরুত্ব দিবেন।
আজকের সেশন টি ছিল বিশ্ববিদ্যালয় নাকি সাবজেক্ট নিয়ে আশা করি নিজের মতামত পেশ করে আপনাদের মতামত নেওয়ার জন্য একটু সাহায্য করতে পেরেছি। কিছু টা হলেও ধারণা পেয়েছেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে এরিনের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় ক্লিক করুন।