Welcome To (ERIN)
রাজকুমার ও ভিখারির ছেলে গল্প অষ্টম শ্রেণির
রাজকুমার ও ভিখারির ছেলে অবশ্যই এটি পড়ার আগে গল্প টা একবার ভালো করে পড়ে নিবেন। যদি আপনি গল্প ভালো করে না পড়েন তাহলে এটি পড়লে কোনো উপকার আসবে না। আপনিও বুঝতে পারবেন না আজকের সেশন।
আজকের সেশন টি অষ্টম শ্রেণির বাংলা প্রথম পত্রের বইয়ের দ্বিতীয় গল্প নাম হলো রাজকুমার ও ভিখারির ছেলে। লিখেছেন মার্ক টোয়েন।
এরিনে আজকে আলোচনা করা হবে বহুনির্বাচনি প্রশ্নোত্তর পর্ব, জ্ঞান মূলক প্রশ্ন ও অনুধাবন মূলক প্রশ্ন। এগুলো জানলে এবং পারলে ভালো করা যাবে বাংলা তে। তার জন্য গল্প পড়ে নিবে সবাই ভালো করে।
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. টম ক্যান্টি কোথায় জন্ম গ্রহন করেন?
ক. ইংল্যান্ড
খ. লন্ডন
গ.ইরান
ঘ.ইরাক
২. টম ক্যান্টি কার কাছ থেকে একটু একটু পড়তে শুরু করলো?
ক. শিক্ষক
খ.মহাজন
গ.ওস্তাদ
ঘ.ধর্মযাজক ফাদার এন্ডু
৩. টম কেমন ছিলেন?
ক.রসিক
খ.সহজ-সরল
গ. কল্পনাবিলাসী
ঘ.হাস্যকর
৩. টমকে রাজপ্রাসাদ ঘুরে ফিরে কে দেখালেন?
ক. দারোয়ান
খ.রাজা
গ.রাজপুত্র
ঘ. মালি
৪. পোশাক বদলের কথা কে বললেন?
ক. রাজা
খ. রাজপুত্র
গ.দারোয়ান
ঘ. শিক্ষক মহাশয়
৫. টম কোথায় থাকে?
ক.বস্তি
খ.শহর
গ.গ্রাম
৬. দুজনের চেহারা কেমন ছিল?
ক.একরকম
খ.কালো
গ.সাদা
ঘ. শ্যামলা
৭. রাজকুমারের নাম কি ছিল?
ক.এডওয়ার্ড (প্রিন্স অব ওয়েলস)
খ.টম
গ. রাজু
ঘ. আডওয়ার্ড
৮. টমের বাবার নাম কি?
ক.এডওয়ার্ড
খ.ক্যান্টিং
গ.জন ক্যান্টিং
ঘ. জনসন অরচার্ড
৯. টম কিভাবে ঘুমাতেন।
ক.সোজা হয়ে
খ.কপালে হাত রেখে
গ.মাথায় হাত রেখে
ঘ.পা উপরে দিয়ে
১০. এই গল্পে কোন ব্রিজের কথা উল্লেখ রয়েছে?
উত্তর : লন্ডন ব্রিজ
১১. টম কে কোন ভাষায় প্রশ্ন করলেন রাজা?
ক. বাংলা
খ.ইংরেজি
গ. হিন্দি
ঘ.ল্যাটিন
১২.নকল রাজকুমার কে কিসে ব্যস্ত রাখতে বলেছেন?
ক.খাওয়া
খ.ঘুম
গ.খেলাধুলা
ঘ.গান গাওয়া
সংকিপ্ত প্রশ্নাবলী
১৩. রাজার পরামর্শ দাতার নাম কি?
উত্তর : রাজার পরামর্শ দাতা হলেন লর্ড চ্যান্সেলর।
১৪. টম তার প্রতিবিম্ব কোথায় দেখলেন ?
উত্তর : টম তার প্রতিবিম্ব আয়না তে দেখলেন।
১৫. রাজকুমার কে আনন্দে রাখার জন্য কোথায় নেওয়া হয়েছে?
উত্তর : নৌবিহারে
১৬. রাজকুমারকে কে বিশ্বাস করেন?
উত্তর : সৈনিক টি।
১৭.রাজকুমার কে কি উপাধি দেওয়া হয়েছিল?
উত্তর: ফুফু দি ফাস্ট
১৮. সন্নাসী কে অত্যাচার করেছেন কে?
উত্তর : রাজা
১৯. সৈনিক ও রাজকুমার কিসে করে রওনা দিলেন?
উত্তর : দুটি গাধা কিনে
২০. সৈনিকের বাড়ি কোথায় ছিল?
উত্তর : সৈনিকের বাড়ি ছিল হেনডেন শহরে।
২১. সৈনিকের ভাইয়ের সাথে কত বছর পর দেখা?
উত্তর : সাত বছর পর দেখা হলো।
২২. সৈনিকের ভাইয়ের নাম কি?
উত্তর : মাইলস হেনডেন।
২৩. রাজকুমার ও ভিখারির ছেলে কার লিখা?
উত্তর : মার্ক টুয়েন।
২৪. রাজকুমার ও ভিখারির ছেলে গল্পের মূল কাহিনি কি?
উত্তর : কেউ কারো অবস্থানে সন্তুষ্ট নয়।
২৫. এই গল্প কাদের জন্য?
উত্তর : যাদের কল্প কাহিনি পড়তে ভালো লাগে।
২৬. কত শতাব্দী তে দুটি ছেলের জন্ম হয়?
উত্তর : ষোড়শ শতাব্দীতে।
অনুধাবন মূলক প্রশ্ন ও উত্তর
২৭. টম ও রাজকুমার কে?
উত্তর : টম হলো একজন বস্তির ছেলে ও রাজকুমার হলো একজন রাজার ছেলে। দুজনেই ষোড়শ শতকের জন্ম গ্রহন করেন। দেখতে একি রকম।
২৮. টম কেন রাজকুমার হতে চায়?
উত্তর : টম একজন বস্তির ছেলে। তার ইচ্ছে তাকে কেউ সম্মান করুক। সে চায় রাজকুমার দের মতো পোশাক পড়তে। তাকেও এমন সুন্দর দেখাতে।
আজকের সেশনের রাজকুমার ও ভিখারির ছেলে গল্পের সব কিছু আমি তুলে ধরেছি যতগুলো মনে হলো গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো ফলো করো সাথে গল্প টা ভালো করে পড়। লেখক পরিচিত টা ভালো করে পড়তে হবে।
তোমরাও পড়া শেষে এটির একটি সংক্ষিপ্ত আকারে নিজের মতো করে একটি অনুচ্ছেদ লিখার চেষ্টা করবা। এভাবে আমাদের ওয়েবসাইট ফলো করলে আরও তথ্য পাবে। এবং অন্যান্য তথ্য দেওয়া হলো।
অষ্টম শ্রেণির আরও বইয়ের জন্য এমন সহজ ভাবে সাজিয়ে দেওয়া আছে এরিনে।
সকল একাডেমিক বিষয় এরিনে পাবেন। দেখতে ওয়েব সাইটের একাডেমি সাইটে যাবেন। ধন্যবাদ।