হিসাববিজ্ঞান প্রথম পত্র MCQ ১ম অধ্যায়: হিসাববিজ্ঞান নামটি শুনলেই মনে হয় ডেবিট ও ক্রেডিট করা। কিন্তু এটি শুধু হিসাবের ক্ষেত্রে ব্যবহার করা হলেও এটি হিসাবের দ্বারা একটি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ডেবিট ও ক্রেডিট মূলত একজন সুবিধা দাতা ও একজন গ্রহীতা। হিসাববিজ্ঞানের মূল সমীকরণ হলো, A=L + OE, যেখানে A=asset,L= Liabilities, OE= Owners Equity. সম্পদ= দায় + মালিকানাসত্ব। সম্পদের সমান বাকি দুটো হতে হবে এটাই সমীকরণের নিয়ম। দুই পাশ সমান হতে হবে। ডান পাশকে ডেবিট বলা হয়। বাম পাশ কে ক্রেডিট বলা হয়। মনেকর, তুমি একজন কলা বিক্রেতার কাছ থেকে কলা কিনেছো ৷ তাহলে এখানে জাবেদা হবে, তুমি কিনার ফলে টাকা চলে গেছে তাই নগদ ক্রেডিট এবং কলা কিনেছো কলা হলো তোমার খরচ এটা ডেবিট।
একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান। নিচে হিসাববিজ্ঞান প্রথম পত্র MCQ ১ম অধ্যায়ের জন্য ৩০টি বহুনির্বাচনি প্রশ্ন এবং সঠিক উত্তর দেওয়া হলো। এগুলো আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।
হিসাববিজ্ঞান প্রথম পত্র MCQ ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর:
প্রশ্নাবলী:
1. হিসাববিজ্ঞানের জনক কে?
ক) অ্যাডাম স্মিথ
খ) লুকা প্যাচোলি
গ) কার্ল মার্কস
ঘ) জন মে কিজ
উত্তর: খ) লুকা প্যাচোলি
2. ব্যালেন্স শিট কোন তারিখে প্রস্তুত করা হয়?
ক) নির্দিষ্ট তারিখে
খ) নির্দিষ্ট সময়ে
গ) বছরের শেষে
ঘ) মাসের শেষে
উত্তর: ক) নির্দিষ্ট তারিখে
3. হিসাববিজ্ঞানের মূল কাজ কোনটি?
ক) হিসাব রক্ষণ
খ) তথ্য সংগ্রহ
গ) বিশ্লেষণ
ঘ) সবগুলো
উত্তর: ঘ) সবগুলো
4. ডেবিট শব্দের অর্থ কী?
ক) বৃদ্ধি
খ) হ্রাস
গ) পাওনা
ঘ) দেনা
উত্তর: ঘ) দেনা
5. লাভ ক্ষতির হিসাব কোন অ্যাকাউন্টে দেখা যায়?
ক) ক্যাশ অ্যাকাউন্ট
খ) ব্যালেন্স শিট
গ) ইনকাম স্টেটমেন্ট
ঘ) ট্রায়াল ব্যালেন্স
উত্তর: গ) ইনকাম স্টেটমেন্ট
6. ডাবল এন্ট্রি সিস্টেমে মোট কয়টি অ্যাকাউন্ট ব্যবহৃত হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তর: ক) ২
7. জার্নাল খাতায় কোন তথ্য লিপিবদ্ধ করা হয়?
ক) লেনদেনের সারসংক্ষেপ
খ) লেনদেনের বিশদ বিবরণ
গ) লাভ ক্ষতির হিসাব
ঘ) কেবল ব্যালেন্স
উত্তর: খ) লেনদেনের বিশদ বিবরণ
8. ডেবিট ও ক্রেডিট সমান না হলে কোনটি তৈরি হয়?
ক) ইনকাম স্টেটমেন্ট
খ) ব্যালেন্স শিট
গ) প্রোফিট লস অ্যাকাউন্ট
ঘ) সংশোধনী খাতা
উত্তর: ঘ) সংশোধনী খাতা
9. ক্যাশ বুকের কোন অংশ ব্যালেন্স শিটে যায়?
ক) ব্যালেন্স
খ) লাভ
গ) দেনা
ঘ) ক্রেডিট
উত্তর: ক) ব্যালেন্স
10. ব্যবসায়িক প্রতিষ্ঠানের লভ্যাংশ কারা পায়?
ক) শেয়ারহোল্ডাররা
খ) কর্মচারীরা
গ) ঋণদাতারা
ঘ) ক্রেতারা
উত্তর: ক) শেয়ারহোল্ডাররা
11. গুডউইল হলো—
ক) চলমান সম্পদ
খ) স্থায়ী সম্পদ
গ) অদৃশ্য সম্পদ
ঘ) দায়
উত্তর: গ) অদৃশ্য সম্পদ
12. যে হিসাব থেকে ব্যবসার লাভ ক্ষতি নির্ধারণ করা হয় সেটি হলো—
ক) ট্রায়াল ব্যালেন্স
খ) ট্রেডিং অ্যাকাউন্ট
গ) ব্যালেন্স শিট
ঘ) ক্যাশ বুক
উত্তর: খ) ট্রেডিং অ্যাকাউন্ট
13. প্রাইম এন্ট্রি বই হলো—
ক) জার্নাল
খ) লেজার
গ) ট্রায়াল ব্যালেন্স
ঘ) ইনভেন্টরি
উত্তর: ক) জার্নাল
14. লোন ওভারড্রাফট হলো—
ক) দায়
খ) স্থায়ী সম্পদ
গ) চলমান সম্পদ
ঘ) মূলধন
উত্তর: ক) দায়
15. প্রতিষ্ঠানের মালিকের বিনিয়োগকে কী বলে?
ক) ঋণ
খ) দায়
গ) মূলধন
ঘ) লাভ
উত্তর: গ) মূলধন
16. ট্রায়াল ব্যালেন্সে কোনটি অন্তর্ভুক্ত হয়?
ক) ডেবিট ও ক্রেডিট
খ) লাভ
গ) দায়
ঘ) ইনকাম
উত্তর: ক) ডেবিট ও ক্রেডিট
17. ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে?
ক) ব্যালেন্স শিট
খ) ইনকাম স্টেটমেন্ট
গ) উভয়টি
ঘ) কোনোটি নয়
উত্তর: গ) উভয়টি
18. অ্যাকাউন্টিং সমীকরণ হলো—
ক) সম্পদ = দায় + মূলধন
খ) সম্পদ = মূলধন + লাভ
গ) দায় = সম্পদ – মূলধন
ঘ) দায় = লাভ – ক্ষতি
উত্তর: ক) সম্পদ = দায় + মূলধন
19. লেনদেন হলো—
ক) কেবল নগদ লেনদেন
খ) পণ্য আদান-প্রদান
গ) যেকোন আর্থিক কার্যক্রম
ঘ) দেনাদারদের সাথে কার্যক্রম
উত্তর: গ) যেকোন আর্থিক কার্যক্রম
20. লাভ ক্ষতি হিসাবের অপর নাম কী?
ক) ট্রায়াল ব্যালেন্স
খ) ইনকাম স্টেটমেন্ট
গ) ব্যালেন্স শিট
ঘ) ক্যাশ বুক
উত্তর: খ) ইনকাম স্টেটমেন্ট
21. ব্যবসায়িক প্রতিষ্ঠানে লাভ ক্ষতি কোন অ্যাকাউন্টে রেকর্ড করা হয়?
ক) ক্যাশ অ্যাকাউন্ট
খ) প্রোফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট
গ) ব্যালেন্স শিট
ঘ) জার্নাল
উত্তর: খ) প্রোফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট
22. হিসাবের ভাষায় ‘ঋণপত্র’ কী বোঝায়?
ক) বিলস রিসিভেবল
খ) বিলস পে-অ্যাবল
গ) লোন অ্যাকাউন্ট
ঘ) ক্যাশ বুক
উত্তর: খ) বিলস পে-অ্যা
23. সংশোধনী খাতা কোন কাজে ব্যবহৃত হয়?
ক) হিসাবের ভুল ঠিক করতে
খ) মুনাফা হিসাব করতে
গ) ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে
ঘ) ক্যাশ লেনদেন করতে
উত্তর: ক) হিসাবের ভুল ঠিক করতে
24. ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় কেন?
ক) ব্যাংক হিসাবের সঠিকতা নিশ্চিত করতে
খ) দেনাদারদের হিসাব রাখতে
গ) মুনাফা নির্ধারণ করতে
ঘ) ঋণ প্রদানের জন্য
উত্তর: ক) ব্যাংক হিসাবের সঠিকতা নিশ্চিত করতে
25. বিক্রয় খাতার অপর নাম কী?
ক) পজ অর্ডার বুক
খ) সেলস জার্নাল
গ) ক্যাশ বুক
ঘ) পেমেন্ট বুক
উত্তর: খ) সেলস জার্নাল
26. স্থায়ী সম্পদ কোনটি?
ক) নগদ অর্থ
খ) মেশিন
গ) ইনভেন্টরি
ঘ) দেনাদার
উত্তর: খ) মেশিন
27. লেনদেনের ক্ষেত্রে ‘ক্রেডিট’ শব্দের অর্থ কী?
ক) দেনা বৃদ্ধি
খ) সম্পদ হ্রাস
গ) দায় বৃদ্ধি
ঘ) লেনদেনের সমাপ্তি
উত্তর: গ) দায় বৃদ্ধি
28. লেজার হলো—
ক) লেনদেনের সারাংশ
খ) ট্রায়াল ব্যালেন্স
গ) জার্নালের বিশ্লেষণ
ঘ) আর্থিক বিবৃতি
উত্তর: গ) জার্নালের বিশ্লেষণ
29. ব্যালেন্স শিটের মূল উদ্দেশ্য কী?
ক) লাভ দেখানো
খ) দায় ও সম্পদের পরিমাণ নির্ধারণ
গ) ইনকাম স্টেটমেন্ট তৈরি
ঘ) ক্যাশ প্রবাহ দেখানো
উত্তর: খ) দায় ও সম্পদের পরিমাণ নির্ধারণ
30.ব্যবসার মোট সম্পদ থেকে দায় বাদ দিলে যা থাকে তাকে কী বলে?
ক) মূলধন
খ) মুনাফা
গ) ঋণ
ঘ) গুডউইল
উত্তর: ক) মূলধন
হিসাববিজ্ঞান প্রথম পত্র MCQ ১ম অধ্যায়: আজকের সেশন ছিল এইচএসসি শিক্ষার্থীদের জন্য। একাদশ দ্বাদশ শ্রেণিতে পড়েন যারা তাদের জন্যও এটি গুরুত্বপূর্ণ ব্লগ। হিসাববিজ্ঞান প্রথম পত্র MCQ ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর . প্রথম অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়া হলো এমসিকিউ।
আরো পড়ুন :
1. সমাজকর্ম ২য় পত্রের ৫ম অধ্যায় MCQ প্রশ্নোর ও উত্তর (PDF)
2. সমাজকর্ম ২য় পত্রের ৫ম অধ্যায় MCQ প্রশ্নোর ও উত্তর (PDF)
সকল বহুনির্বাচনি প্রশ্ন গুলো অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে পিডিএফ।
সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজে ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের Youtube চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন এরিনে। ধন্যবাদ।