WordPress কি? ওয়ার্ডপ্রেস মূলত একটি CMS ভাষা। CMS এর পূর্ণরূপ হলো: Content Management System.
ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে ওয়েবসাইটি তৈরি করতে আপনার ৩ বিসয় জানতে হবে।
১) ডমিন
২) হোস্টিং
৩) থিমস
এই ৩টি বিসয় হচ্ছে গুরুত্বপূর্ণ,এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি অবগত না থাকেন তাহলে পরিপূর্ণ একটি WordPress দিয়ে ওয়েবসাইট তৈরি করতে ব্যর্থ হবেন।
- ডমিন, হোস্টিং,থিমস এই ৩ টি আপনার ক্রয় করতে হবে ।
- এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন না।
একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে প্রয়োজনীয় বিষয়গুলো এই ৩টি যা দ্বারা একটি ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হবেন।
আসুন জেনে নেওয়া যাক,, কিভাবে WordPress দিয়ে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবেন।
সম্পুর্ন ফ্রী তে একটি WordPress ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের একটা থার্ড পার্টি ওয়েবসাইটে সাহায্য নিতে হবে ।
- Web to website এটার মানে থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইট তৈরি করা।
- আপনাদের অনেকের ল্যাপটপ অথবা পিছি নেই। আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন মোবাইল এর মাধ্যমেও সম্পূর্ণ ফ্রীতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন।
আমরা যেই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবো তার নাম এবং লিংক নিচে দেওয়া হলো:
- Pentheon.io এই ওয়েবসাইট আমাদের একটি থার্ড পার্টি সার্ভার সাপোর্ট প্রোভাইডা করবে।
- Pantheon.io আমাদের সার্ভার সাপোর্ট দেওয়ার মেইন কারণ হচ্ছে ভিজিটর এর জন্য। তাদের ad অথবা বিজ্ঞাপন এর প্রচার করার জন্য।
- সর্বপ্রথম কাজ হচ্ছে pantheon.io এই সাইটে আপনার একাউন্ট তৈরি করতে হবে।
- একাউন্ট তৈরি করার জন্য log in এর পাশে start Free এই বাটন এ ক্লিক করবেন।
- Sign up Now এই খানে আপনার সম্পর্কে সব তথ্য দিয়ে সাইন আপ করুন।
যদি আপনাকে কোনো কারনে সাইন আপ করতে দিচ্ছে না পেনথিওন ওয়েবসাইটে তখন আপনার করোনিয় হচ্ছে।
- ওয়েবসাইটের উপর দিকে লেখা দেখবেন connect with Google একার মানে গুগল এর মাধ্যমে একাউন্ট তৈরি করতে পারবেন।
- তারপর আপনার একটা ই-মেইল একাউন্ট দিয়ে লগইন করবেন।
- কিছু সময়ের মধ্যে আপনার পেনথিওন ওয়েবসাইটের ড্যাশবোর্ড চলে আসবে।
- ড্যাশবোর্ড এ some last details to finished your registration এই লেখা আসলে।
- নিচে আপনার কিছু তথ্য দিতে হবে যেমন ই-মেইল ,নাম, দেশ এগুলো তথ্য দেওয়ার পড়ে।
Are you Agency? এটার মানে হচ্ছে আপনি কি এজেন্সি একাউন্ট তৈরি করতে চাচ্ছেন নাকি পার্সোনাল একাউন্ট তৈরি করতে চাচ্ছেন।
পার্সোনাল হলে No দিবেন এজেন্সি হলে Yes দিবেন।
- Terms of service বা condition.
- I agree একটা টিক মার্ক দিয়ে দিবেন।
- Continue বাটনে ক্লিক করার পরে পরবর্তী একটা স্টেপে নিয়ে যাবে।
- Lat’s create your site এই রকম একটা লেখা আসবে।
- Start a project এর পাশে Create new site আছে মানে আপনি পেনথিওন সাইটের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন ।
- Crate new site এ ক্লিক করে what kind of site এই লেখার নিচে!
WordPress,Drupal, front end site , custom upstream.এগুলো মূলত CMS ভাষা।
- তার মানে পেনথিওন এই web to website ব্যবহার করে আপনি কোন সাইট এর মাধ্যমে আপনার কাঙ্খিত ওয়েবসাইটটি তৈরি করতে চাচ্ছেন।
- এবার আমরা WordPress cms এই ভাষার মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করবো।
- প্রথমত WordPress ক্লিক করবেন। আপনার নাম দিতে হবে যেই নামে আপনার WordPress ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন।
- আপনার নামের উপর ভিত্তি করে একটি pantheon site একটি URL দিবে ।
- বুঝার ক্ষেত্রে দেওয়া হলো : https://dev-ayenislampantheon site.io
Choose region for the site এটা united States এ রাখবেন।
নিচের দিকে continue তে ক্লিক করলে Deploying WordPress আসবে কিছু ক্ষন অপেক্ষা করার পর visit your panteon site dashboard এ কিক্ল করার পর আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ডে নিয়ে আসবে।
তারপর visit development site এখানে ক্লিক করলে একটি ভাষা সিলেক্ট করতে বলবে ।
আপনি ইংরেজি ভাষা টি সিলেক্ট করবেন continue এ ক্লিক করবেন।
Information needed
- এখানে আপনার site title, username, password,and email দিয়ে আপনার install WordPress এ ক্লিক করবেন।
- WordPress installed হোওয়ার পরে success লেখা দেখাবে ।
- তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।
- WordPress এর এডমিন প্যানেলে নিয়ে আসবে।
এতটুকু করার মাধ্যমে আপনার একটি ফ্রিতে ওয়ার্ড প্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
অতএব এই মেথডগুলো পরিচালনা করলে ডোমিন হোস্টিং ছাড়াই এবং C panel লগইন করা ছাড়াই বরাবর 3rd পাট্টি ওয়েবসাইটের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন।
থিমস এটা চাইলে আপনি কিনেও ব্যবহার করতে পারেন আবার pantheon.io এই সাইট এর মাধ্যমে আমরা elementary মাধ্যমে মেন্যুয়ালি একদম ফ্রিতে প্রোফেশনাল একটি থিমস তৈরি করতে পারবেন।
মূল পাঠ:
WordPress ইনস্টল করা শেষ হয়ে গেলে ।
১ম ধাপে আপনাকে plugin ইনস্টল করতে হবে।
আমরা একটা প্লাগিন ব্যবহার করে Elementor এর সিস্টেমের মাধ্যমে একটি ওয়ার্ডপ্রেস ডেভেলপ করবো।
WordPress এর এডমিন প্যানেল গিয়ে plugins থেকে একটি প্লাইন ইনস্টল করতে হবে।
Starter Templetes Elementor
- Installed পড়ে এক্টিভ করতে হবে
- পেজ বিল্ডার এর জন্য এলিমেন্টর সব থেকে জনপ্রিয়। Select page Builder থেকে Elementor এ ক্লিক করবেন।
- অনেক গুলো ফ্রি থিম দেখতে পারবেন তারমধ্যে থেকে আপানর নিশ অনুযায়ী একটি থিম নিয়ে কাস্টমাইজ করবেন।
- থিমছ কাস্টমাইজ এর ক্ষেত্রে প্রথমত আপনার ব্র্যান্ড অনুযায়ী লোগো ব্যবহার করবেন। তারপর okay, just one last steps লেখা আসবে তখন আপনার কিছু তথ্য দেওয়া লাগবে ।
- আপনার থিমের জন্য নাম ব্যবহার করুন, ই-মেইল ব্যবহার করুন।
- ট্র্যাম্স এন্ড কন্ডিশন গুলো মেনে agree টিক মার্ক দিয়ে submit & build my website ক্লিক করুন।
- 100% লোডিং হোয়ার পর ভিও সাইট এ ক্লিক করলে আপনার কাঙ্খিত থিমস টা এবার পরিপূর্ণ কাস্টমাইজ করতে পারবেন।
- Elementor এটা ব্যবহার করে খুব সহজেই আপনার থিমস কাস্টমাইজ করতে পারবেন ।
- যা কিছু পরিবর্তন করতে চান তার উপরে ক্লিক করুন তারপর পরিবর্তন করুন।
- কালার , টেক্ট্র , ছবি , থিমছ এর সমস্ত বিষয় গুলো আপনা মতোন করে সাজান।
- আপনার সোশ্যাল একাউন্ট গুলোকে এড করুন।
আপনার নিজের তথ্য দিন ওয়েবসাইটে এবং কন্টাক্ট করার জন্য ই-মেইল অথবা ফেসবুক পেজ দিন আপনার সাথে কোনো ট্রাফিকের সাথে যোগাযোগ করার জন্য।
- Pantheon.io এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে Google Adsense Approved করে আয় করতে পারবেন।
- ওয়েবসাইট যেই নিশ অনুযায়ী তৈরি করবেন সেই রিলেটেড টপিকের উপর পোস্ট করে ইনকাম করতে পারবেন।
- আজকাল seo শিখা টা অনেক গুরুত্বপূর্ণ একজন প্রফেশনাল এসিও স্পেশালিস্ট হোওয়ার জন্য প্রচুর প্র্যাকটিস করা দরকার।
- পেনথেওন এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে seo প্র্যাক্টিস করতে পারবেন।
শেষ আলোচনা:
বিনামূল্যে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার ২০২৪ প্রদ্ধতিতে সকল বিষয় তুলে ধরা হয়েছে ।
এখন নির্ভর করে আপনার উপর আপনি এখান থেকে কতটুকু নিতে পারলেন। আজকাল একটি ওয়েবসাইট তৈরি করাতে প্রচুর টাকা খরচ করতে হয়।
একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার মধ্যমে গুগলে র্যাঙ্ক করিয়ে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব। তাই বসে না থেকে আজ থেকেই শুরু করে দিন।
Comments ১