বাংলা প্রথম পত্র কবিতা সৃজনশীল প্রশ্ন ( HSC) 2025. আজকের সেশন টি হলো এইচএসসি শিক্ষার্থীদের জন্য কবিতা: সোনার তরী। প্রতিটি কবিতার জন্য পৃথক ভাবে সৃজনশীল প্রশ্ন দেওয়া হল অনুশীলন করার জন্য। বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠ :কবিতা। সৃজনশীল প্রশ্ন গুলো বোর্ডে আসার মতো গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়া হলো। সকল শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রত্যেকটি ব্লগে পিডিএফ এড করা হয়েছে যেন আপনারা অফলাইনে পড়তে পারেন। প্রতিটি অধ্যায়ের আলাদা ভাবে চর্চা করার জন্য আলাদা সেশন দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। সকল প্রকার একাডেমিক বিষয় নিয়ে সাজেশন বা অনুশীলন প্রয়োজন আমাদের ওয়েবসাইট ফলো করুন। গুরুত্বপূর্ণ সকল বিষয়ের সাজেশন দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন যাবে। বাংলা প্রথম পত্র : কবিতার নাম – সোনার তরী। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান।
বাংলা প্রথম পত্র কবিতা সৃজনশীল প্রশ্ন ( HSC)
১. ফিরে যাওয়ার পথ তো খোলাই
জম্ন থেকেই খোলা,
জীবন খাঁচার নকল মোহে
দূরত্ব দেয় দোলা।
মনের মধ্যে শঙ্কিত সুচ
দ্বিধার কানাকানি,
জীবন ঝড়ের ঝলকানি খুব
আছড়ে মারে জানি।
ক। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্ম গ্রহন করেন?
খ। ‘সোনার তরী’ কবিতার রূপকল্পটির কীভাবে পূর্ণতা লাভ করেছে? ব্যাখ্যা কর।
গ। ‘সোনার তরী’ কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্য পূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ। “ মিল থাকলেও উদ্দীপকের মূলভাব ‘সোনার তরী’ কবিতার মূলভাবের পূর্ণ প্রতিফলন নয়। “ মন্তব্য টির যথার্থতা প্রমাণ কর।
২. “ এক বোকা বুড়োর গল্প শোনো
ছেলের হাত ধরে এগিয়ে চলে
দূরের পাহাড় টাকে একাই কাস্তে হাতে
করে দিতে সাফ
উত্তরে হাওয়া আনে হিম ঝড়
ছোট ছেলের মনে পড়ে যায় ঘর
একদিন গ্রাম বাসী দেখল এসে।
বিরাট পাহাড় গেছে ধুলোয় মিশে
সেখানে দিয়েছে দেখা এক সরোবর
কত পাখি গান গায় তীরে বসে
বোকা বুড়ো মরে পড়ে আছে সেখানে
পাখিরা গাইছে তার শেখানো সেই গান
ক। ‘সোনার তরী’ কবিতার ‘বিদেশ’ কিসের প্রতীক।
খ। ‘সোনার তরী’ কবিতায় কবির জীবন দর্শনটি কী? ব্যাখ্যা কর।
গ। উদ্দীপকের হিম ঝড়ের সঙ্গে ‘সোনার তরী’ কবিতার সাদৃশ্য কোথায়?
ঘ। উদ্দীপকটিতে ‘সোনার তরী’ কবিতার মূলভাব ফুটে উঠেছে —- মন্তব্য টির যথার্থ আলোচনা কর।
৩. এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে,
সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।
তোমার টাকা কড়ি সুন্দর বাড়ি সবাই পড়ে রবে,
তোমার কর্মসাধন সৃজন পূজন তোমার স্মরণ নেবে
তুমি আর থাকবে না এই জনাকীর্ণ ভবে।
ক। ‘ খরপরশা ‘ শব্দের অর্থ কি?
খ। ‘ চারি দিকে বাঁকা জল’ এর মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন?
গ। উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা কর।
ঘ। উদ্দীপকের শেষ চরণ দুটি যেন ‘সোনার তরী’ কবিতার কবির জীবনদর্শনের প্রতিচ্ছবি —–‘সোনার তরী’ কবিতার আলোকে মূল্যায়ন কর।
এই সাজেশন টি দেওয়া হয়েছে সকল বোর্ড থেকে বিবেচনা করে। এটি সকল বোর্ড পরীক্ষা এইচএসসি শিক্ষার্থীদের জন্য তৈরি করা হল।
৪. মহাকাল ধরে যাহা জরাজীর্ণ, দীর্ণ, পুরাতন কালজয়ী সেই সত্য, যাহা নিত্য ক্ষয়হীন দীপ্ত চিরন্তন। কীর্তি, যার সুমহান, সত্য -পূত যার মহাপ্রাণ মৃত্যু যারে শ্রদ্ধা ভরে এনে দেয় প্রচুর সম্মান।
ক। ক্ষুরধারা শব্দের অর্থ কি?
খ। মাঝি কৃষককে একা রেখে চলে যায় কেন?
গ। ‘সোনার তরী’ কবিতার সঙ্গে উদ্দীপক কীভাবে সাদৃশ্য পূর্ণ হয়ে ওঠে। আলোচনা কর।
ঘ। ‘সোনার তরী’ কবিতার চরিত্রের অন্তরালে কবি যে গভীর জীবনাদর্শন ব্যক্ত করেছেন, উদ্দীপকে তার অনেকাংশেই প্রতিফলিত হয়েছে। বিশ্লেষণ কর।
৫. ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবুবকর (রা.)। তিনি ছিলেন একজন সফল রাষ্ট্র নায়ক। অথচ তাঁর ছিল ফুলের মতোই কোমল আর পবিত্র। রাষ্ট্র প্রধান হওয়ার গৌরবকে তিনি সুযোগ ভেবে খুশি হোন নি। এটিকে তিনি গুরু দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন। প্রজাদের দুঃখ কষ্টকে তিনি নিজের দুঃখ কষ্ট হিসেবে মেনে নিয়েছিলেন। তার আদর্শ শাসনের ফলে মুসলমানরা ভয়হীন ভাবে জীবনযাপন করতে পেরেছিল। আবু বকর ( রা.) আজ আর পৃথিবীতে বেঁচে নেই। কিন্তু তিনি তাঁর কর্মের মাঝে চির অম্লান হয়ে থাকবেন।
ক। ‘সোনার তরী’ কবিতায় কৃষক কাকে অনুনয় করেছে?
খ। “ ভরা পালে চলে যায় / কোনো দিকে নাহি চায়।” ব্যাখ্যা কর।
গ। “ আমারি সোনার ধানে গিয়েছি ভরি”। —-পঙ্ক্তিটির মূল কথার সঙ্গে হযরত আবুবকর (রা)
এর জীবনের সাদৃশ্য নির্ণয় কর।
ঘ। “তিনি তাঁর কর্মের মাঝে চির অম্লান হয়ে থাকবেন “। কথাটি ‘সোনার তরী’ কবিতার আলোকে রচিত কর।
৬. ভাঙা অতিথি শালা।
ফাটা ভিতে অশথ-বটে মেলেছে ডালপালা।
প্রখর রোদে তপ্ত পথে কেটেছে দিন কোনোমতে —
মনে ছিল সন্ধ্যা বেলায় মিলবে হেথা ঠাঁই।
মাঠের ‘পরে আধার নামে, হাটের লোকে ফিরল গ্রামে,
হেথায় এসে চেয়ে দেখি___ নাই যে কেউ নাই।
ক। গাছপালায় ছায়ার কালচে রং__ বোঝানো হয়েছে কোন শব্দ দ্বারা?
খ। ব্যক্তি মহাকালের নিষঠুর কাল গ্রাসের শিকার হেন কেন?
গ। উদ্দীপকটি ‘সোনার তরী’ কবিতার কোন অংশের সঙ্গে সাদৃশ্য পূর্ণ? আলোচনা কর।
ঘ। উদ্দীপকের কবিতাংশের ব্যক্তির এবং ‘সোনার তরী’ কবিতার কৃষকের ইচ্ছার অপূর্ণতা একসূত্রে গাঁথা। মন্তব্য টি বিশ্লেষণ কর।
প্রতিটি কবিতার জন্য সৃজনশীল প্রশ্নের সাথে কিছু জ্ঞান মূলক প্রশ্ন ও অনুধাবন মূলক প্রশ্ন সাথে উত্তর সহ নিচে দেওয়া হলো :
বাংলা প্রথম পত্র কবিতা জ্ঞান মূলক প্রশ্ন
১. ‘সোনার তরী’ কবিতার কূলে একা বসে আছে কে?
উত্তর : ‘সোনার তরী’ কবিতার কূলে একা বসে আছে কৃষক।
২. ‘সোনার তরী’ কবিতায় কিসের চারপাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ধান খেতের চারপাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা।
৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানুসিংহ ঠাকুর।
৪. সোনার তরী কবিতাটি মূলত কোন ছন্দে রচিত?
উত্তর : সোনার তরী কবিতাটি মূলত মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
৫. সোনার তরী কবিতায় গ্রামখানি কিসে ঢাকা?
উত্তর : সোনার তরী কবিতায় গ্রামখানি মেঘে ঢাকা।
(কবিতা) অনুধাবন মূলক প্রশ্ন
১. ‘সোনার তরী’ কবিতায় কবি কি নিয়ে থাকার কথা বলেছেন?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় কবি পৃথিবীতে তাঁর সৃষ্টি কর্ম নিয়ে থাকার কথা বলেছেন।
মানুষের মৃত্যু চিরন্তন। কালে গর্ভে মানুষ একদিন বিলীন হয়ে যায়। কিন্তু তার সৃষ্টি কর্ম ‘সোনার তরী’ কবিতায় যাকে সোনার ধান বলে অভিহিত করা হয়েছে তা থেকে যায়। কবি এতদিন পৃথিবীর সব চিন্তা ভুলে শুধু নিজের সৃষ্টি কর্ম নিয়ে ছিলেন।
২. সোনার তরী কবিতার মূলভাব প্রকাশ করেন?
উত্তর : ‘সোনার তরী’ কবিতার মূলভাব হলো মহাকালের স্রোতে ভেসে যায় মানুষের জীবন -যৌবন, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল। ক্ষুরের মতো ধারালো বর্ষার জলস্রোত হিংস্র হয়ে খেলা করেছে দ্বীপ সদৃশ ধান খেতের চারপাশে। সেখানে রাশি রাশি সোনার ধান কেটে নানা আশঙ্কা নিয়ে একাকী অপেক্ষা মান এক কৃষক।এমন সময় অপ্রত্যাশিত ভাবে চলে আসে এক মাঝি। নিঃসঙ্গ কৃষক আশার আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে,যখন তার মনে হয় মাঝিটি যেন তার চেনা।
৩. সোনার তরী কবিতায় কৃষক ভীত কেন? ব্যাখ্যা কর।
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় কৃষক তার চারপাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা দেখে ভীত।সোনার তরী’ কবিতায় এক কৃষক ঘন বর্ষার দিনে দ্বীপ সদৃশ ধান খেতে রাশি রাশি ধান কেটে নিয়ে নদীতীরে অপেক্ষা করছে। সেখানে চারপাশের ঘূর্ণায়মান উদ্দামতা দ্বীপ সদৃশ ধান খেতকে যেন বিলিন করে দিতে চাইছে। কৃষক সেখানে একা দাড়িয়ে নানা আশঙ্কা করছে। তাকে কেউ উদ্ধার করতে আসছে না। রাশি রাশি ধান রেখে কৃষক বাঁকা স্রোত উপেক্ষা করে যেতে পারছে না। শূন্য নদীতীরে সে একা অপেক্ষা করছে। তার আশঙ্কা ঘুর্নায়মান স্রোতের উদ্দামতা তাকে সহ সবকিছু বিলীন করে দেবে।
সকল বিষয়ের সাজেশন পেতে ওয়েবসাইটে ফলো করুন। সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুনকোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন (ERIN) ধন্যবাদ।