আজকের সেশন টি হলো একাদশ দ্বাদশ শ্রেণির সমাজকর্ম প্রথম পত্রের ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর।সমাজকর্ম প্রথম পত্র প্রশ্ন ও উত্তর ২০২৫. এটি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অতি প্রয়োজনীয় একটি সেশন। বোর্ড পরীক্ষা, ও পাঠ্য বইয়ের পাঠ থেকে সকল কিছু কালেক্ট করা হয়েছে। সকল এইচএসসি শিক্ষার্থীদের জন্য এটি পড়ার জন্য বিনিত আবেদন রইল। জ্ঞান মূলক প্রশ্ন ও অনুধাবন মূলক প্রশ্নের আলোচনা করা হল।
জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর সমাজকর্ম প্রথম পত্র প্রশ্ন ও উত্তর ২০২৫
১. ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটি কততম প্রয়াস? ( সকল বোর্ড : ২০১৯)
উত্তর : ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটি ৪৩ তম প্রয়াস।
২. অক্ষম দরিদ্র কারা? ( সকল বোর্ড : ২০১৯)
উত্তর : অক্ষম দরিদ্র হলো যারা বৃদ্ধ, রুগ্ন, পঙ্গু, অন্ধ, বধির ও সন্তানাদি সহ বিধবা উল্লেখযোগ্য কাজ করতে অক্ষম।
৩. ইংল্যান্ডে বসতি আইনটি কত সালে প্রণীত হয়? ( ঢা. বো., দি. বো., সি. বো., য. বো.,- ২০১৮)
উত্তর : ১৬৬২ সালে প্রণীত হয় ইংল্যান্ড বসতি আইনটি।
৪. COS কী বা এর পূর্ণ রূপ কি? ( বোর্ড থেকে ২০১৮)
উত্তর : COS হচ্ছে Charity Organisation Society বা দান সংগঠন সমিতি।
৫. ‘Virgin Queen ‘ নামে কাকে ডাকা হতো? ( রা. কু. চ. ব. বোর্ড ২০২৮)
উত্তর : রানী এলিজাবেথ কে ‘Virgin Queen ‘ নামে ডাকা হতো।
৬. আধুনিক সমাজকর্মের সূত্রপাত হয় কোন দেশে? ( ঢা. বো., দি. বো., কু. বো., চ. বো., সি. বো., য. বো. ২০১৭)
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে আধুনিক সমাজকর্মের সূত্রপাত হয়।
৭. নগরায়ন কী? ( ঢা. বো., দি. বো., কু. বো., চ. বো., সি. বো., য. বোর্ড- ২০১৭)
অনুধাবন মূলক প্রশ্ন ও উত্তর
১. বহুমুখী সমস্যা সমাধানের লক্ষ্য কি? ব্যাখ্যা কর।
উত্তর : বহু মুখী সমস্যার সমাধান বলতে সমাজকর্মের অন্যতম লক্ষ্য সমাজের নানা ধরনের সমস্যা দূরীকরণের বিষয়কে বুঝায়। সমাজকর্ম একটি প্রায়োগিক সামাজিক বিজ্ঞান। যেটা মানুষের নানা ধরনের সমস্যা সমাধানে কাজ করে থাকে। শহর সমাজসেবা, গ্রামীন সমাজসেবা, বিদ্যালয় সমাজকর্ম, হাসপাতাল সমাজকর্ম, শিশুকল্যাণ প্রভৃতি এর মধ্যে উল্লেখযোগ্য। এ সকল কর্মসূচি সমাজের নানা রকম অবাঞ্চিত সমস্যা সমাধানে কাজ করে থাকে।
২. শিল্প বিপ্লব কেন উদ্ভব হয়েছে?
উত্তর : শিল্প বিপ্লব পরবর্তী আর্থ মনো সামাজিক সমস্যার কার্যকর সমাধানের লক্ষ্যে সমাজকর্মের উদ্ভব হয়েছে। আধুনিক শিল্প সমাজ পরস্পর সম্পর্কযুক্ত নানা রকম সমস্যায় জর্জরিত। শিল্পায়ন ও শহরায়ন বিশেষ করে আধুনিকায়নে কারণে। সমাজব্যবস্থার এ পরিবর্তনের সাথে সামঞ্জস্য বিধানে ব্যর্থ হয়। ফলে সমাজে নানা রকম সমস্যা সৃষ্টি হয়। এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই মূলত সমাজকর্মের উদ্ভব হয়েছে।
৩. সমাজকর্মের লক্ষ্য কী? ব্যাখ্যা করো।
উত্তর : সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য হলো সর্বজনীন কল্যাণ। সমাজকর্ম সকল শ্রেণীর মানুষের জন্য সমানভাবে কাজ করে থাকে।এখানে ধনী গরীব,সাদা কালো, লম্বা খাটো সব রকম ব্যাক্তি বা দল সুবিধা পেয়ে থাকে।এটি একটি কল্যাণময় পেশা।
আজকের সেশন টি ছিল একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সমাজকর্ম প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি সেট। যা ব্যাখ্যা করা হলো সংকিপ্ত জ্ঞান মূলক প্রশ্ন ও অনুধাবন মূলক প্রশ্ন সাথে দেওয়া হলো উত্তর।