Welcome To (ERIN)
Class Six Bengali Chapter 4th Solution
ষষ্ঠ শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় সমাধান
৬ষ্ঠ শ্রেণির বাংলা চতুর্থ অধ্যায় সমাধান :
ষষ্ঠ শ্রেণির বাংলা আমরা যখন পরিচিত হই ছোটবেলা সেই সময় কোনো বইয়ের সাহায্য নিতে হয় না। আমরা শুধু পাঠ্যপুস্তকে বর্ণনা করা তথ্যের সাথেই পরিচিতি লাভ করি না। এর পাশাপাশি স্কুলে, বাজারে,অফিসে বা কর্মস্থলে। আবার যাতায়াতের ক্ষেত্রে, বিভিন্ন জায়গা যাওয়ার পর, রাস্তায় হাঁটার সময়। রাস্তায় চলার সময় বিভিন্ন ধরনের ব্যানার দেখতে পায়।
যথা-আমরা বিভিন্ন ওয়েবসাইটে খবরের কাগজ। সোসাল মিডিয়াতে স্ক্রল করার সময় এবং টিভিতে সংবাদ পরিবেশনের সময় এক ধরনের তথ্যের প্রচার দেখতে পাই। বিভিন্ন দেয়ালেও এখন দেখা যায় তথ্য প্রচারণা টা । কিছু বড় বিল্ডিং বা পিলারেও উপর থেকে নিচে কাপড় বা ব্যানার টানিয়ে রেখে তথ্য প্রচার করা হয়।
আবার আজকাল রাস্তায় হাটলে দেখা যায় দড়িতে টানানো পোস্টারে প্রচার । হাতে হাতে লিফলেট দিয়েও হয় এখন । ধাতব পাতে লিখে প্রচার, মিছিলে লাইনের সামনে পোস্টার লিখে প্রচার । ধাতব পাতে লিখেও, রাস্তার পাতেও ও বিভিন্ন মাধ্যমে তথ্য প্রচার করা হয় বর্তমানে।
ষষ্ঠ শ্রেণির বাংলা চতুর্থ অধ্যায় সমাধান
আবার কোনো অনুষ্ঠানের সময়ও আমরা এক ধরনের তথ্য প্রচার করার উপায় প্রত্যক্ষ করি । যেমন-কোনো সেমিনার,গেট টুগেদার, বিয়ে ইত্যাদি। সর্বোপরি, প্রতিনিয়ত এভাবেই আমরা আমাদের আশেপাশে তথ্য প্রচার এবং সেখান থেকে বিভিন্ন অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করতে পারি।
মনে করো, সততা ট্রেডার্স ‘ নামে তোমরা একটি দোকান খুলতে যাচ্ছো। এই দোকান থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। (বাংলা মূলবই পৃষ্ঠা: ৫৫)
বিষয়টি মাথায় রেখে কয়েকটি দলে ভাগ হয়ে নিচের কাজগুলো করো। দোকানের সামনে টানানোর জন্য একটি সাইনবোর্ড তৈরি করো। (বাংলা মূলবই পৃষ্ঠা: ৫৫)
উত্তর:
সততা স্টোর
এখানে শিক্ষার্থীদের সকল প্রকার প্রয়োজনীয় বই, খাতা, কলম ও পেন্সিলসহ সকল ধরনের স্টেশনারি ন্যায্য মূল্যে পাওয়া যায়।
কুষ্টিয়া সরকারি গার্লস উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া।
দোকানের প্রচারের জন্য পোস্টার বানাও। (বাংলা মূলবই পৃষ্ঠা : ৫৫)
উত্তর:
শুভ উদ্বোধন
সততা স্টোর
আসসালামু আলাইকুম এখানে বই, খাতা, কলম, স্কুল সংক্রান্ত পোশাক ও সব ধরনের স্ট্যাশনারি সল্প মূল্যে পাওয়া যায়।
উত্তর:
তারিখ : ০১.০৫.২০২৪
শুভ উদ্বোধন
সততা স্টোর
আসসালামু আলাইকুম এখানে বই, খাতা, কলম, স্কুল সংক্রান্ত পোশাক ও সব ধরনের স্ট্যাশনারি সল্প মূল্যে পাওয়া যায়।
সতততা স্টোর, কুষ্টিয়া সরকারি গার্লস উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া।
তোমাদের উদ্দেশের কথা জানিয়ে শোভাযাত্রায় ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো। (বাংলা মূলবই পৃষ্ঠা: ৫৭)
উত্তর:
শুভ উদ্বোধন
সততা স্টোরের
এখানে ন্যায্য ও সল্পমূল্যে পাওয়া যায়-
■ সকল শ্রেণির ড্রেসের কাপড়।
সকল শ্রেণির বইসমূহ
সকল প্র্যাকটিকাল খাতা
■ সব ধরনের খাতা/কলম ও পেন্সিল
সকল গাইড ও সাজেশন বই
স্ট্যাশনারি পণ্য দ্রব্য
স্কুল ব্যাজ/পোশাক/নেইম প্লেট
আমাদের উদ্দেশ্য-
আপনি সল্পমূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনুন।
সময় ও অর্থ অপচয় থেকে রক্ষা পান।
সততা স্টোর, কুষ্টিয়া সরকারি গার্লস উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া।
দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র লেখো। (বাংলা মূলবই পৃষ্ঠা: ৫৮)
উত্তর:
সুধীবৃন্দ,
আসছে আগামী পহেলা মে (০১.০৫.২০২৪) সোমবার কুষ্টিয়া সরকারি গার্লস উচ্চ বিদ্যালয়ের। প্রাঙ্গণে স্থাপিত সততা স্টোর’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মাননীয় সহকারি প্রধান শিক্ষিকা মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মতি জানিয়েছেন। অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ।
আয়েশা আহমেদ
সততা স্টোর
অনুষ্ঠানসূচি:
বিকেল ৫ টা বাজে শুরু হবে, সাথে দোয়া ও ফিল হবে ৫.১০ মি।
সব শেষে কিছু বিনোদনের ব্যবস্থা করা হলো ৫.৫০ থেকে। তারপর হালকা চায়ের আড্ডা ও মিষ্টি মুখে শেষ হবে।
স্থান: কুষ্টিয়া সরকারি গার্লস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।
দোকানের উদ্দেশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করো। (বাংলা মূলবই পৃষ্ঠা: ৫৯
উত্তর:
সুসংবাদ!সুসংবাদ!
সততা ষ্টোর
শুভ উদ্বোধন
পহেলা মে, ২০২৪
এই সততা স্টোর’ থেকে ন্যায্যমূল্যে জিনিসপত্র কিনুন, সহজে সব কিছু নিন।
কুষ্টিয়া সরকারি গার্লস উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া।
পাঠ্য বইয়ের বাহিরে আর কোথায় দেখেছো তার একটি তালিকা করো। অনুশীলনের জন্য।
উত্তর:
সাইনবোর্ড: দোকানের দেয়ালে, ঘরের দেয়ালে, প্রতিটি দোকানের সামনে, রাস্তার চারপাশে, হাসপাতালে।
নোটিশ: করপোরেট প্রতিষ্ঠানে, বিদ্যালয়ে, আফিসে, বিভিন্ন প্রতিষ্ঠানে ও সংস্থাতে।
ব্যানার: রাস্তার পাশে, রাস্তার মোড়ে, বাজারে, স্কুল-কলেজের পাশে, প্রতিষ্ঠানে শে, কোচিং সেন্টারের পাশে।
সংবাদপত্র: আফিসে, বিদ্যালয়ে, বাড়িতে।
পোস্টার: রাস্তার উপরে দড়ি দিয়ে, বাড়ি, বিদ্যালয় বা রাস্তার দেয়ালে।
ওষুধের কাগজ: ঔষুধের বোতলের বা পাতার সাথে বা ভেতরে।
উত্তর:
কাজ-২: বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উপলক্ষে একটি আমন্ত্রণপত্র লেখো।
উত্তর:
সুধী,
আগামী পহেলা জানুয়ারিতে ১৪৩১, ০১.০১. ২০২৪ সোমবার কুষ্টিয়া সরকারি গার্লস উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা। সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান তাই স্কুলের পক্ষ থেকে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা আমন্ত্রণ রইল। এই বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার আপনাদের উপস্থিতি কামনা।
জিনিয়া তাবাসসুম
আহ্বায়ক, কুষ্টিয়া সরকারি গার্লস উচ্চ বিদ্যালয়।
স্থান: কুষ্টিয়া সরকারি গার্লস উচ্চ বিদ্যালয়,কুষ্টিয়া।
এরিনে আপনাদের স্বাগতম । এরিনের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলা ৪র্থ অধ্যায়ের সমাধান দেওয়া হলো ভুলত্রুটি গুলো ক্ষমা করবেন। আমাদের এখানে একাডেমিক সকল বিষয় সম্পর্কে জানতে লক্ষ রাখুন এরিন এ। ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের সকল উত্তর মালা এবং অনুশীলন পেতে ওয়েবসাইটের একাডেমিকে ক্লিক করুন।
ধন্যবাদ
Comments ১