আবেদন পত্র লেখার নিয়ম বাংলা 2025: প্রিয় শিক্ষার্থীবৃন্দ ছাত্র/ছাত্রী তোমাদের আন্তরিক শুভেচ্ছা। স্কুল-কলেজ কিংবা সরকারি, বেসরকারি অফিস অনুপস্থিতি, অসুস্থতার জন্য,চাকরির জরিমানা মওকুফ, বেতন বৃদ্ধির জন্য, স্কুল/কলেজ ছুটির জন্য আমাদের সকলের আবেদনপত্র বা দরখাস্ত ব্যবহার করতে হয়। আবেদন পত্র লিখার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ব্লগে সব কিছু নিয়ে আলোচনা করা হবে, আবেদন পত্র বা দরখাস্ত কাকে বলে, কেন লিখা হয়, কিভাবে লিখতে হয়,কত বাক্য নিয়ে লিখতে হয়,কোন ক্ষেত্রে কত টুকু ফাঁকা রাখতে হয়, কোন অংশ টুকু বোল্ড করতে হয়, সকল প্রকার আবেদনের নিয়ম দিয়েছি। শুধু মাত্র বাংলা ২য় পত্রে পাশ করার জন্যই আবেদন শিখা নই। আমাদের এখন যেকোনো প্রাতিষ্ঠানিক বা চাকরির ক্ষেত্রে খুব জরুরি একটি মাধ্যম হল আবেদন পত্র যা সঠিক নিয়মে না লিখতে পারলে আপনার চাকরিও না হতে পারে। আবেদন পত্র হল প্রথম আকর্ষণ একটি চাকরির ক্ষেত্রে। দরখাস্ত / আবেদন পত্র বিস্তারিত আরও তথ্য পেতে ক্লিক করুন এখানে।
প্রথমে জানতে হবে আবেদন পত্র বা দরখাস্ত কাকে বলে?
আবেদন পত্র হলো একটি লিখিত নথি,যা কোনো অনুরোধ বা অনুমতি চাওয়ার জন্য লিখিত ভাবে প্রেরণ করা হয়। আবেদন পত্রে প্রাপককে সম্মান সূচক ভাষায় সম্মোধন করা হয় এবং স্পষ্ট ভাবে উদ্দেশ্য বা চাহিদা তুলে ধরা হয়।
আবেদন পত্র লেখার নিয়ম বাংলা / দরখাস্ত লেখার নিয়ম 2025
এটি সাধারণত কত বাক্যে লিখা হয় এমন ধরা বাধা কোনো নিয়ম নেই। কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী মার্জিত ভাষায় লিখতে হবে।
কোনো অংশ বোল্ড করতে হবে না সৌন্দর্যতা বাড়ানোর জন্য করতে পারেন এটি পত্র লিখার নিয়মে পড়ে না।
আমি নিচে অনেক গুলো আবেদন পত্র দিয়েছি নিয়ম সহ। লক্ষ্য রাখবেন কোন অংশে কতটুকু ফাঁকা রেখেছি। ইংরেজি তে এটি কে Application বলা হয়।
কি কি বিষয়ে আবেদন পত্র বা দরখাস্ত লিখা হয়?
আমাদের একাডেমিক, চাকরি বা দৈনন্দিন জীবনের নানান কাজে প্রয়োজনীয় বা অনুরোধের ক্ষেত্রে আমরা আবেদন পত্র বা দরখাস্ত ব্যবহার করে থাকি।
যেমন: আর্থিক সাহায্যের জন্য দরখাস্ত, এক স্কুল থেকে অন্য স্কুল পরিবর্তনের আবেদন পত্র, স্কুল থেকে ছুটির জন্য আবেদন পত্র অধ্যক্ষ বরাবর ইত্যাদি।
যে সকল বিষয়ে সাধারণত আবেদন পত্র লিখা হয়। আবেদন পত্র লেখার নিয়ম বাংলা 2025
১. চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
২. অনুপস্থিতের জন্য ছুটি মওকুফের আবেদন পত্র
৩. বিদ্যালয় থেকে অগ্রিম ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র
৪. সহকারী শিক্ষক পদে দরখাস্ত/ আবেদন পত্র লেখার নিয়ম
৫. ছাড়পত্রের জন্য দরখাস্ত/আবেদন পত্র লেখার নিয়ম ।
৬. জরিমানা মওকুফের জন্য দরখাস্ত / আবেদন পত্র লেখার নিয়ম।
৭. উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম।
৮. বনভোজনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম।।
দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম
বাংলা আবেদন পত্র লেখার নিয়ম বাংলা দরখাস্ত লেখার সময় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়, যা আবেদন পত্র কে সঠিক এবং প্রাসঙ্গিক করে তুলে। নিচে আবেদন পত্র লিখার নিয়ম ধাপে ধাপে তুলে ধরা হয়েছে :
১. আবেদনের তারিখ : দরখাস্তের শুরুতেই বাম পাশে সঠিক তারিখ লিখতে হবে। এটি আবেদনের তারিখ প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ।
২. প্রাপকের পদবী ও ঠিকানা : যার বরাবর দরখাস্ত করা হচ্ছে, তার নাম,তার পদবী, এবং অফিস বা প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ করতে হবে।
৩. আবেদনের বিষয়: সংক্ষেপে, এক বা দুই লাইনে দরখাস্তের উদ্দেশ্য বা বিষয় উল্লেখ করতে হবে। এটি পরিষ্কার এবং সংক্ষিপ্ত হওয়া আবশ্যক।
৪. সম্ভাষণ : প্রাপকের প্রতি সম্মান জানিয়ে সম্ভাষণ দিতে হবে। যেমন,’জনাব’,মহোদয় বা ‘মহাশয়া’।
৫. আবেদনের মূল অংশ : দরখাস্ত বা আবেদন পত্র এর এই অংশে সংকিপ্ত ও গঠন মূলক ভাষায় আবেদনের বিষয়ে বিস্তারিত লিখেন।
কোনো অতিরিক্ত কথা বা অপ্রাসঙ্গিক কথা এড়িয়ে চলুন।
৬. আবেদন কারীর নাম ও ঠিকানা : আবেদন পত্র বা দরখাস্তের শেষে ‘ বিনীত’ বা ‘ নিবেদক’ শব্দ লিখে নিজের নাম ও ঠিকানা যুক্ত করতে হবে।
প্রয়োজনে যোগাযোগ নাম্বারও দেওয়া যেতে পারে।
আরো ভালো ভাবে বোঝার জন্য আবেদন পত্র|দরখাস্ত লেখার নিয়ম বাংলা নিচে একটি নমুনা দেওয়া হলো:
এই নমুনা টি দেওয়া হলো শুধু কিছু টা ধারণা দেওয়ার জন্য। এখন আলোচনা করবো পরীক্ষা তে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ আবেদন পত্র লিখার নিয়ম।
চাকরির জন্য দরখাস্ত / আবেদন পত্র লেখার নিয়ম
চাকরির জন্য আবেদন পত্র বাংলা। পরীক্ষায় যেভাবে লিখবেন আপনি যদি সকল বিষয়ে পাশ করা ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার চাকরির জন্য একটি রুচিসম্পন্ন দরখাস্ত/ আবেদন পত্র লেখার নিয়ম জানা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাকে চাকরির জন্য দরখাস্ত/আবেদন পত্র জমা দিতে হবে এবং এগুলো মার্জিত হতে হবে। চাকরির আবেদন পত্র লেখার জন্য আপনাকে কিছু বর্ণনা করতে হবে যেমন: কতৃপক্ষ উক্ত পদে কেন নিয়োগ দিবে আপনাকে, আপনাকে চাকরি দিলে তাদের বেনিফিট কি ইত্যাদি। একটি দরখাস্ত/আবেদন পত্র লেখার মাধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা,ভদ্রতা/নম্রতা ব্যক্তিগত পরিচয় পরিমাপ করা হয়। তাই চাকরির জন্য দরখাস্ত/আবেদন পত্র মার্জিত এবং সঠিক নিয়ম অবলম্বন করে আবেদন পত্র বা দরখাস্ত তৈরি করতে হবে। আপনাদের বুঝানোর ক্ষেত্রে নিচে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য কীভাবে দরখাস্ত লিখতে হয় তা দেওয়া হলো।
তারিখ : ১০ জানুয়ারি, ২০২৫
প্রাপক
মাননীয় ম্যানেজার
[প্রতিষ্ঠানের নাম ]
[প্রতিষ্ঠানের ঠিকানা ]
বিষয়: [ পদের নাম ] পদের জন্য আবেদন।
মাননীয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানে প্রকাশিত বিজ্ঞাপ্তি অনুযায়ী [পদের নাম ] পদে আবেদনের জন্য নিজেকে উপযুক্ত মনে করছি। আমি এই পদে কাজ করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করেছি।
আমার ব্যক্তিগত ও পেশাগত বিবরণ সংক্ষেপে তুলে ধরা হলো :
১. নাম: [আপনার নাম ]
২. প্রশিক্ষণ / অভিজ্ঞতা : [ যদি থাকে, উল্লেখ করুন ]
৩. যোগাযোগের ঠিকানা : [ আপনার ঠিকানা ]
৪. মোবাইল নাম্বার
৫. ই-মেইল : [ আপনার ই-মেইল ঠিকানা ]
৬. শিক্ষাগত যোগ্যতা : [ উল্লেখ করুন ] নিচে উদাহরণস্বরূপ একটি টেবিল দিয়ে বুঝানো হলো :
পরীক্ষার নাম: | সাবজেক্ট /গ্রুপ | বোর্ড/বিশ্ববিদ্যালয় নাম: | পাশের তারিখ | প্রাপ্ত গ্রেড : |
SSC | আর্টস | ঢাকা | ২০১০ | GPA-5 |
HSC | আর্টস | ঢাকা | ২০১২ | GPA-5 |
BBA/BSS | অর্থনীতি | ঢাকা বিশ্ববিদ্যালয় | ২০১৪ | ১ম বিভাগ |
MSS | অর্থনীতি | ঢাকা বিশ্ববিদ্যালয় | ২০১৬ | ১ম বিভাগ |
- পাসপোর্ট সাইজ ২ কপি ছবি
- ন্যাশনাল কার্ড /জাতীয় পত্র ১ কপি
আমি আপনার প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করার ইচ্ছা পূষন করছি। আমার দক্ষতা ও পরিশ্রম দিয়ে প্রতিষ্ঠানের সাফল্য অবদান রাখতে চাই।
আপনার প্রতিষঠান আমাকে সাক্ষাৎকারের সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব।
ধন্যবাধান্তে,
আপনার বিশ্বস্ত,
[ আপনার নাম ]
অনুপস্থিতের জন্য ছুটি মওকুফের আবেদন পত্র।
তারিখ : ১১ জানুয়ারি, ২০২৫
বরাবর
প্রধান শিক্ষক
আমির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ
বাঁশ খালি, চট্টগ্রাম
বিষয় : বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের বা শ্রেণি শিক্ষকের নিকট আবেদন ।
জনাব/ স্যার,
সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী/ছাত্র। জন্ডিসে আক্রান্ত হওয়ার কারণে আমি গত ১২/১১/২০২৪ থেকে ১৬/১১/২০২৪ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব বিনীত প্রার্থনা এই যে, আমার অসুস্থতার বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত দিনগুলোর ছুটি মঞ্জুর করে কৃপা করবেন।
বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
‘ক’ ( আপনার নাম)
শ্রেণি: দশম
রোল: ০৮
বিদ্যালয় থেকে অগ্রিম ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র ।
তারিখ : ১২ জানুয়ারি, ২০২৫
বরাবর
প্রধান শিক্ষক
জয়নাল উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ
যাত্রাবাড়ি, ঢাকা -১২১২
বিষয়: অগ্রিম ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আগামী ১৬/০১/২০২৫ থেকে ১৯/০১/২০২৫ তারিখ পর্যন্ত আমার বড় ভাইয়ের বিবাহ উপলক্ষে অগ্রিম ছুটির প্রয়োজন। উক্ত অনুষ্ঠানে আমাকে পরিবারের বড়দের কাজে সাহায্য করতে হবে, যার কারণে আমি উল্লেখিত তারিখ গুলোতে বিদ্যালয়ের উপস্থিত থাকতে পারব না।
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমার এই চার দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
বিনীত,
আপনার একান্ত অনুগত ছাত্রী
নাম ( আপনার নাম)
শ্রেণি: অষ্টম
রোল: ০৫
সহকারী শিক্ষক পদে দরখাস্ত / আবেদন পত্র লেখার নিয়ম
তারিখ : ১৩ জানুয়ারি, ২০২৫
বরাবর
সভাপতি
‘খ’ উচ্চ বিদ্যালয়
তেজগাঁও, ঢাকা
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ০৫/০১/২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানতে পারলাম আপনার স্বনামধন্য বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন যোগ্য প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি উভয়ই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ। শিক্ষকতায় পূর্ব অভিজ্ঞতা থাকায় আমি মনে করি,আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সেবা প্রদানে আমি দক্ষতার সহিত দায়িত্ব পালন করতে পারব।
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন, আমার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতার বিবেচনায় আমাকে উক্ত পদে নিয়োগ প্রদান করে আমাকে আপনার প্রতিষ্ঠানে শিক্ষাদানের সুযোগ দানে বাধিত করবেন।
নিবেদক
আপনার নাম:
ঠিকানা উল্লেখ করুন:
মোবাইল:
ই-মেইল :
সংযুক্তি
১. শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
৩. পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।
৪. চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদ পত্র।
৫. পূর্ব প্রতিষ্ঠানের প্রশংসা পত্রের সত্যায়িত কপি।
৬. আবেদন ফি পরিচোধের ব্যাংক ড্রাফটের কপি।
ছাড়পত্রের জন্য দরখাস্ত / আবেদন পত্র লেখার নিয়ম ।
তারিখ : ১৪ জানুয়ারি, ২০২৫
বরাবর
অধ্যক্ষ
জঙ্গলবাড়ি স্কুল এন্ড কলেজ
মহাখালী, ঢাকা
বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি তাহমিনা লিয়া (….শিক্ষার্থীর নাম ) আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার একজন নিয়মিত ছাত্রী। সম্প্রতি আমার বাবা, একজন সরকারি কর্মকর্তা, কর্মস্থল আগারগাঁও , ঢাকা থেকে আগ্রাবাদ, কুমিল্লা বদলি হয়েছেন।আমি ও আমার পরিবার আগামী মাসেই স্থায়ী ভাবে সেখানে চলে যাবো। পুরো পরিবার সহ অন্য শহরে বদলি হওয়ায় আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করা সম্ভব না।
অতএব, মহোদয়ের নিকট আমার বিনীত আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে, আমাকে প্রয়োজনীয় ফী ও বকেয়া পরিশোধ পূর্বক ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
তাহমিনা লিয়া
শ্রেণি: নবম
রোল : ০৮
জরিমানা মওকুফের জন্য দরখাস্ত / আবেদন পত্র লেখার নিয়ম।
তারিখ : ১৫/ জানুয়ারি/২০২৫
বরাবর
প্রধান শিক্ষক
আলহাজ্ব আমির উদ্দিন হাই স্কুল
মোহাম্মদ পুর, ঢাকা
বিষয় : জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ‘ক’ শাখার দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী৷ আমার পরিবারের পাঁচ জন সদস্য তার মাঝে আমার বাবা একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। পরিবারের খরচ চালাতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। যার ফলে আমি নভেম্বর থেকে জানুয়ারি মাসের স্কুলের বেতন পরিশোধ করতে সক্ষম হয়নি।
অতএব, বিনীত অনুরোধ উপরোক্ত বিষয়টি মানবিক বিবেচনায় রেখে আমার জরিমানা মওকুফ করে কেবল বেতন পরিশোধের সুযোগ দানের জন্য ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্রী
তাহমিনা লিয়া
দশম শ্রেণি
রোল : ০৮
শাখা: রূপালী
মসজিদের নির্মাণ কাজে আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম।
তারিখ : ১৮ জানুয়ারি, ২০২৫
বরাবর
সভাপতি
বিষয়: মসজিদের নির্মাণ কাজে আর্থিক অনুদানের জন্য আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আপনাদের এলাকায় অবস্থিত মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। বর্তমানে মসজিদের ভিত্তি ও দেয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মসজিদের ছাঁদ ঢালাই এবং অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ সম্পন্ন করার জন্য অর্থের প্রয়োজন।
আপনার সদয় অনুদান ও সহযোগিতায় এই মহৎ কাজ সম্পন্ন হতে পারে। এলাকাবাসীর পক্ষে মসজিদের নির্মাণ কাজ পরিচালিত হচ্ছে এবং আমরা আপনাদের সাহায্যের জন্য চির কৃতজ্ঞ।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, মসজিদের নির্মাণ কাজে আর্থিক অনুদান প্রদান করে মহান সৃষ্টিকর্তার ঘরের কাজ সম্পন্ন করার সুযোগ দিলে আমরা এলাকা বাসী চির ঋণী থাকব।
নিবেদক
মাদানি কমিটির পক্ষে
নাম (ক)
উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম।
তারিখ : ১৯ জানুয়ারি, ২০২৫
বরাবর,
প্রধান শিক্ষক
ক উচ্চ বিদ্যালয়, ঢাকা
বিষয় : উপবৃত্তির জন্য আবেদন।
জনাব,
যথাযথ সম্মানসহ নিবেদন এই যে, আমি জামিল হাসান মাহফুজ, আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের একজন নিয়মিত ছাত্র। আমি ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সন্তোষজনক ফলাফলসহ এই বিদ্যালয়ে অধ্যয়ন করে আসছি। বিগত সকল পরীক্ষায় আমি শ্রেণিতে শীর্ষস্থান অধিকার করেছি এবং অষ্টম শ্রেণিতে সকল বিষয়ে ৯০+ নাম্বার ছিল।
আমার পিতা একজন দিন মজুর। আমাদের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। এই পরিস্থিতিতে আমার পড়াশোনার খরচ চালানো আমার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তবুও আমি আমার মেধা ও চেষ্টা দিয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সর্বদা সচেষ্ট।
অতএব, জনাবের কাছে বিনীত অনুরোধ, আমরা মেধা ও আর্থিক সচ্ছলতার কথা বিবেচনা করে আমাকে উপবৃত্তি প্রদান করে আমার শিক্ষাজীবন অব্যাহত রাখার সুযোগ করে দিলে কৃতজ্ঞ থাকব।
বিনীত,
আপনার অনুগত
জামিল হাসান মাহফুজ
শ্রেণি: নবম, রোল: ০৯, বিভাগ : ব্যবসায় শিক্ষা
ক উচ্চ বিদ্যালয়, ঢাকা।
বনভোজনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম।
তারিখ : ২০ জানুয়ারি, ২০২৫
বরাবর,
প্রধান শিক্ষক
ক উচ্চ বিদ্যালয়
মহাখালী, ঢাকা
বিষয় : বনভোজনের আয়োজনে অনুমতি চেয়ে আবেদন।
জনাব,
যথাযথ সম্মানসহ নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির রূপালি শাখার ও গোলাপ শাখার ছাত্র-ছাত্রীরা একটি শিক্ষামূলক এবং আনন্দঘন বনভোজন আয়োজনের ইচ্ছা প্রকাশ করছি। দীর্ঘদিন ধরে একটানা পড়াশোনার চাপের কারণে আমরা মানসিক প্রশান্তির জন্য একটি সংকিপ্ত অবসর চাই, যা আমাদের শিক্ষা জীবনে নতুন উদ্দীপনা জোগাবে।
আমাদের প্রস্তাবিত তারিখ : ৩১ জানুয়ারি থেকে ফেব্রুয়ারীর ৩ তারিখ এবং আমরা সুন্দরবন যেতে ইচ্ছুক যা শিক্ষণীয় ও আনন্দদায়ক উভয়ই হবে। আমরা বিশ্বাস করি, এই ভ্রমণ আমাদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।
অতএব, মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই বনভোজন আয়োজনের অনুমতি দিয়ে বাধিত করবেন। আমরা আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করার প্রতিশ্রুতি দিচ্ছি।
বিনীত
আপনার অনুগত
আপনার নাম
রোল:
শ্রেণি/বিভাগ
বিদ্যালয়ের নাম
উপরে সব মিলিয়ে মোট ৯ টি আবেদন পত্র লেখার নিয়ম দেয়া হয়েছে সবগুলো PDF ফাইল করে দেয়া হয়েছে পিডিএফ ডাউনলোড করতে সবগুলো আবেদন পত্র ক্লিক করুন।
সকল বিষয়ের সাজেশন পেতে ওয়েবসাইটে ফলো করুন। সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন (ERIN) ধন্যবাদ।
vai guest post kortam. please reply
Please send us your article through email.
Reffer to this article for mroe details.
https://cutt.ly/guest-post-erin
Vai guest post submit korsi email a.
Check koren
Soon it will be checked and the updates will be sent to you.
Thanks for being with ERIN
guest post ki publish korben. Na korla janan. 3 din aga post submit disi email a akhono kono respoense nai.
reply plz