Sheikh Saadi was an extraordinary writer, who achieved fame through his writing. Sheikh Saadi grew up amid religious discipline since childhood. The kind of dishonest companion could not control him. Because his personality was extraordinary. He was a talented artistic person. He had a lot of interest in education for receiving knowledge.
However, due to a lack of financial sufficiency and family support, he had to face many kinds of hardship and obstacles in his life. But as a result of their unstoppable determination and his love for gaining knowledge, all obstacles he crossed with sufficient patience and morale.
We can gain a lot of knowledge from the biography of Sheikh Saadi. Undoubtedly It can help us to realize what is life and will make Our lives more meaningful. We can divide the life stage of sheik saadi into some parts.. like, education, patriotism, book composition and the latest spiritual thoughts and pursuits.
At the age of thirty, he had considerable knowledge of Tafsir, Hadith, Fiqh, Literature, philosophy etc.
At the end of their Institutional education, he traveled to different countries of the world to gain real knowledge. He tried to pursue people in the way of civilization.
The most unique fact, he traveled on foot in various countries of Persia, Arabiya, Syria, Egypt Iraq, and Africa. As a result, he gained the deepest knowledge of 18 languages.
Sheikh Saadi acquired Knowledge by visiting different countries and observing the history of developing nations. He could think from a different point of view on everything around him. In his various poems, the valuable words of the moral character of humans and the sweetness of his words are used to touch the reader’s heart.
At present, Sheikh Saadi’s poems such as Gulista and Bosta are being read in different countries. Including in Europe. He was an extremely talented personality.
Read More: Unity is Strength Completing Story
Dress Does Not Make A Man Great Story
Sheikh Saadi was a famous poet in Iran. He used to lead a normal and simple life. One day, on the way to the royal court of Iran, he took refuge in a noble family.
In order to move in general, he used to wear an ordinary dress. As he wore a simple dress, so servants of the house took him as a normal person. They did not take care of his needs or comfort at all. They gave him ordinary food. Sheikh Saadi did not say anything to anyone even though he felt very sad. And then somehow passed the night.
The next morning, he left the house, with the intention to go to court and stayed there.
On the way back home, he again took shelter in that nobleman’s house.
This time his dress was sophisticated. The nobleman greeted Sheikh Saadi sincerely and also welcomed him with due respect.
After some time, the servants came with rich food for him. Sheikh Saadi understood every situation, and why they were given so much respect and treated nicely. So, he took a strategy to teach them a good lesson. When he sat down to eat, a surprising thing happened.
Instead of eating the delicious foods. He began to put them into his pocket.
The noble man as well as his servants were astonished at this.
The nobleman asked gently “What are you doing Sir.”??
Sheikh Saadi replied, “ I’m doing the right thing.”
Some Days ago when I came to your house in a simple dress, no one could have taken care of me. Today I’m wearing an expensive dress for this reason you all are honoring me and serving rich food.
So, I think this food is worthy of dress, not me.
For this reason, I’m putting them into my pockets.
Hearing this, the nobleman finally understood his fault. He felt so guilty and begged Saadi’s pardon.
Moral of story
The thought, morality, and knowledge of a person have to be respected for all these qualities. Not based on clothing. The true greatness comes from within the human being that has nothing to do with clothing.
Sheikh Saadi Story বাংলা অর্থ
শেখ সাদী ছিলেন একজন অসাধারণ জনপ্রিয় কবি। যিনি তার মাধ্যমে সুখ্যাতি লাভ করেন।ছোটবেলা থেকে শেখ সাদী ধর্মীয় অনুশাসনের মধ্যেই বেড়ে ওঠেন। কোম রকম অসৎ সঙ্গ তাঁকে ধরাছোঁয়ি করতে পারেনি।তিনি ছিলেন অসাধারণ প্রতিবাভান একজন মানুষ। যার শিক্ষা লাভের প্রতি যথেষ্ট আগ্রহ ছিল।
কিন্তুু আর্থিক অবস্থা ভালো না হওয়া এবং পরিবারের সহায়তায় অভাবে জীবনে অনেক কষ্টের এবং বাধার সম্মুখীন হতে হয়।কিন্তুু তার অদম্য সংকল্প আর জ্ঞান লাভের প্রতি ভালবাসার ফলে সকল বাধা তিনি যথেষ্ট ধৈর্য ও মনোবোলের সাথে অতিক্রম করেছেন। আমরা শেখ সাদীর জীবনী থেকে অনেক কিছু শিখে, বাস্তবিক উপলব্ধি করতে পারলে,আমাদের জীবন আরও অর্থবহ হয়ে উঠবে।
শেখ সাদীর জীবনকে আমরা চারভাগে ভাগ করতে পারি। যেমন:শিক্ষালাভ,দেশভ্রমণ, গ্রন্থরচনা,এবং সর্বশেষ আধাত্মিক চিন্তা ও সাধনা। মাত্র ত্রিশ বছর বয়সে তিনি তাফসির, হাদিস,ফিকাহ,সাহিত্য, দর্শন ইত্যাদি।
প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে, জ্ঞান লাভের জন্য তিনি ভ্রমণ করতেন। তিনি চেষ্টা করেছেন লোকদের সভ্যতার পথে ধাবিত করতে।অন্য রকম ব্যপার হলো,তিনি পায়ে হেঁটে দেশ ভ্রমণ করতেন।
তিনি পারস্য, আরব্য,মিশর,ফিলিপাইন, তুর্কি,ইরাক,আফ্রিকা আরো অনেক দেশ।
যার ফলে,তিনি ১৮ ভাষার উপর পাণ্ডিত্য লাভ করেছিলেন। বিভিন্ন দেশ ভ্রমণের মধ্যো দিয়ে তিনি অর্জন করেছিলেন নানান রকম জ্ঞান, অবলোকন করেছিলেন জাতির উথানের ইতিহাস।
তিনি চারপাশের প্রতিটি বিষয়ের উপর আলাদা দৃষ্টিকোণ থেকে চিন্তা করার ক্ষমতা রাখে।মানুষের সাথে মিশে যেতে পারতেন। শেখ সাদীর লিখার ক্ষমতা ছিল অসাধারণ। তাঁর কাব্যগ্রন্থে রয়েছে মানুষের নৈতিক চরিত্র গঠনের অমূল্য বাণী।
উনার ভাষা, কথার মাধুর্য পাঠকের হৃদয় ছুয়ে যেত।
বর্তমানে ইউরোপ সহ,বিশ্বের বিভিন্ন স্থানে, শেখ সাদীর কাব্যগ্রন্থে যেমন: গুলিস্তা,বোস্তা পঠিত হয়ে আসছে। তিনি ছিলেন একজন অসাধারণ মনিষী।
পোশাকে মানুষের পরিচয় বহন করে না।
শেখ সাদী ছিলেন ইরানের একজন বিখ্যাত লেখক। তার জীবনধারণ ছিল অত্যন্ত সাধারণ। তিনি ভ্রমণ করতে ভালবাসতেন।একদিন, ইরানের রাজদরবারে যাওয়ার উদ্দেশ্য সম্ভ্রান্ত এক পরিবারে আশ্রয় নেন। সাধারণভাবে চলাফেরা করার জন্য, তিনি সাধারণ পোষাক পরিধান করতেই স্বাচ্ছন্দ বোধ করতেন।যেহেতু তিনি সাধারণ পোষাকে ছিলেন,তাই সেই বাড়ির চাকর তাঁর প্রতি বিশেষ মনোভাব রাখেনি।কোন রকম আতিথেয়তা দেখানোর প্রয়োজন বোধ করেনি। সাদামাটা খাবার দিল রাতের জন্য। শেখ সাদী সকল বিষয়েই লক্ষ করেছিল। তাঁর মন ভীষণ খারাপ হলেও কাউকে কিছুই বলেন নি।
পরের দিন সকালে,আদালতের উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে যান এবং সেখানেই অবস্থান করেন। বাড়ি ফেরার পথে আবার সেই সম্ভ্রান্ত পরিবারের বাড়িতে আশ্রয় নেন।এবার তাঁর পোশাকে ছিল আভিজাত্যো ছাপ।সেই ধনী ব্যক্তিটি এবার শেখ সাদীকে আন্তরিকভাবে অভিবাদন জানান।সম্মান প্রদর্শন করেন।কিছুক্ষণ পর,বাড়ির চাকররা দামি খাবার দিয়ে টেবিল সাজিয়ে ফেলল।শেখ সাদী প্রতিটি বিষয় গভীরভাবে লক্ষ করছিলেন এবং বুঝতে পারছিলেন কেন তাকে এতোটা সম্মান দেওয়া হচ্ছিল। তাই তিনি উচিৎ শিক্ষা দেওয়ার জন্য একটি কৌশল অবলম্বন করলেন। খেতে বসার পর,তিনি সেই সুস্বাদু দামী খাবার গুলো,নিজে না খেয়ে পকেটে ভরতে শুরু করলেন।এমন কান্ড দেখে,সেই ধনী লোক আর বাড়ির চাকররা অনেক অবাক হয়ে গেলো।তখন সেই ধনী ব্যক্তিটি ভদ্রভাবে শেখ সাদী জিজ্ঞেস করলেন ‘কী করছেন স্যার?আপনি না খেয়ে খাবার পকেটে রাখছেন কেন??
সাদী উত্তর দিলেন , ‘আমি সঠিক কাজটি করছি।কিছু দিন আগে যখন সাধারণ পোষাকে আপনার বাসায় এসেছিলাম,তখন আমার প্রতি আপনাদের আচরণ ছিল অসন্তোষ্টজনক, অপমানমূলক।কিন্তুু আজকে,আমাকে এতো সম্মান দেখাচ্ছেন, দামী খাবার খেতে দিয়েছেন। কিন্তুু তা আমার জন্য নয়,বরং আমার পোশাকের জন্য। তাই আমি পকেটে খাবার গুলো ভরছি এটা তার প্রাপ্য। এই কথা শুনে,ধনী ব্যক্তিটি লজ্জিত হলেন এবং নিজের ভুল উপলব্ধি করে অনুশোচনা বোধ করলেন এবং শেখ সাদীর নিকট ক্ষমা প্রার্থনা করলেন।
গল্পের নৈতিকতা।
মানুষের চিন্তা, নৈতিকতা,জ্ঞান এই সকল মানবীয় গুণাবলির মানুষেকে সম্মান করতে হয়।পোশাকের উপর ভিত্তি করে নয়।সত্যিকারের মহানতা মানুষের ভিতর থেকেই আসে যার সাথে পোশাকের কোন সম্পর্ক নেই।
পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজে ইনবক্স করুন। প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন এরিনে।