Welcome To ( ERIN )
How many cluster universities and their number of seats?
গুচ্ছ বিশ্ববিদ্যালয় কয়টি ও তাদের সিট সংখ্যা কত?
গুচ্ছ বিশ্ববিদ্যালয় কয়টি ও, ২৪ টি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গুচ্ছ। তার মাঝে ক্যাটাগরি আছে বা প্রথম সারি,২য় সারি,৩য় সারির। ক্যাটাগরি হলো A, B, C। নিচে ২৪ টি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হলো এটি ২০২৪ সালের আপডেট। এটি ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের নির্দেশে এই পরীক্ষা হয়ে থাকে।
২৪ বিশ্ববিদ্যালয়
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় – ঢাকা রাজধানী তে অবস্থিত।
এখানে মানবিকের ১২৭০ টি + চারুকলার ১৫০ টি,ব্যবসায় শাখার ৫২০ ও বিজ্ঞান বিভাগের ৮২৫ টি সিট রয়েছে।
২. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- সিলেট অবস্থিত।
মানবিক ৫৫৩,বানিজ্য ৮০ ও বিজ্ঞান বিভাগের ১০৫১ টি সিট রয়েছে।
৩. ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মানবিক ১০৯১,বানিজ্য ৪৫০, বিজ্ঞান বিভাগের ৫৫০ টি সিট রয়েছে।
৪.কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।
মানবিক ৪৫০, বানিজ্য ২৪০,বিজ্ঞান বিভাগের ৩৫০ টি সিট রয়েছে।
৫. খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।
মানবিক ৪২০, বানিজ্য ৮৮, বিজ্ঞান বিভাগের ৬০১ টি সিট রয়েছে।
৬. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
মানবিক ৩৬২,বানিজ্য ৩২৬, বিজ্ঞান বিভাগের ৭০৭ টি সিট রয়েছে।
৭. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ত্রিশাল ময়মনসিংহ।
মানবিক ৭০০, বানিজ্য ২২০, বিজ্ঞান বিভাগের ১৬০ টি সিট রয়েছে।
৮. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল।
মানবিক ৫৮০,বানিজ্য ৩০০, বিজ্ঞান বিভাগের ৬০০ টি সিট রয়েছে।
৯.রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ।
মানবিক১৫০, বানিজ্য ৫০ টি সিট রয়েছে কিন্তু ,বিজ্ঞান বিভাগের কোনো সিট নেই।
১০.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ।
মানবিক ৩০, বানিজ্য ৩০,বিজ্ঞান বিভাগের ৬০ টি সিট রয়েছে।
১১.চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,চাঁদপুর।
মানবিক নেই, বানিজ্য ৩০, বিজ্ঞান বিভাগের ৬০ টি সিট রয়েছে।
১২. হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর।
মানবিক ২৩৫, বানিজ্য ২০০,বিজ্ঞান বিভাগের ১০৯০ টি সিট রয়েছে।
১৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী।
মানবিক ৬০, বানিজ্য ১০০, বিজ্ঞান বিভাগের ১৯০ টি সিট রয়েছে।
১৪. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,টাঙ্গাইল।
মানবিক ৫০০,বানিজ্য ১৭৮, বিজ্ঞান বিভাগের ৭৭২ টি সিট রয়েছে।
১৫. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,নোয়াখালী।
মানবিক ৪৯১, বানিজ্য ১৬৮,বিজ্ঞান বিভাগের ৭৭২ টি সিট রয়েছে।
১৬.পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পাবনা।
মানবিক ৯০,বানিজ্য ৩০০, বিজ্ঞান বিভাগের ৫৩০ টি সিট রয়েছে।
১৭.যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,যশোর।
মানবিক ৫০,বানিজ্য বিজ্ঞান ১৭০, বিভাগের ৭০০ টি সিট রয়েছে।
১৮. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,রাঙামাটি।
মানবিক নেই,বানিজ্য ৭৫,বিজ্ঞান বিভাগের ১০০ টি সিট রয়েছে।
১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ।
মানবিক ৫০০,বানিজ্য ২৫০,বিজ্ঞান বিভাগের ৭৫৫ টি সিট রয়েছে।
২০. বঙ্গমাতা শেখ হাসিনা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর।
মানবিক ৩৬,বানিজ্য ৩৬ বিজ্ঞান বিভাগের ১৩২ টি সিট রয়েছে।
২১.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
শুধু মাত্র বিজ্ঞান বিভাগের ১০০ টি সিট রয়েছে।
২২. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা।
মানবিক ৯০, বানিজ্য নেই, বিজ্ঞান বিভাগের ৩০ টি সিট রয়েছে।
২৩. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সুনামগঞ্জ।
সিটের সংখ্যা এখনো প্রকাশ হয়নি।
২৪. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়।
এটিরও সিট প্রকাশ করে নাই।
২৪ টি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা ২০ হাজার + হবে। এদের মধ্যে ক্যাটাগরি হিসেব করলে। সিরিয়াল নাম্বার ১,২,৩,৪,৫,১২,১৪ এগুলো কে ধরা যায় A কয়াটাগরির। এবং বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় গুলো হলো ৬,৭,৮,১৩,১৫,১৬,১৭,১৯ ও C ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় ২৪,২৩,২০,২১,২২,৯,১০, ১৮।
আজকের সেশনে আলোচনা করা হলো গুচ্ছ বিশ্ববিদ্যালয় কয়টি ও সিট কতগুলো।
গুচ্ছ নিয়ে আরো কয়েকটা সেশন দেওয়া আছে দেখে নিন। ওয়েবসাইটের বিশ্ববিদ্যালয়ের ভর্তি অপশনে ক্লিক করুন।
Comments ১