বই পড়া গল্প নবম ও দশম শ্রেণির বাংলা প্রথম পত্র গল্প বই পড়া গল্প ( নবম-দমশ শ্রেণির) আজকের সেশন টিতে আলোচনা করা হবে নবম-দশম শ্রেণির বাংলা প্রথম সাহিত্য পাঠ বইয়ের বই পড়া গল্প টি নিয়ে। সারাংশ, বহুনির্বাচনি প্রশ্নোত্তর পর্ব , ও জ্ঞান মূলক প্রশ্ন ও অনুধাবন মূলক প্রশ্ন। এটি পড়ার আগে আপনাকে অবশ্যই বই পড়া গল্পটি পড়তে হবে দুইবার বা তার বেশি। যখন গল্প পড়া শেষ হবে তখন এটি পড়া উপকার হবে আশা করি। চর্চা হিসেবে এটা পড়বা। SSC শিক্ষার্থীদের সাজেশন পেতে এখানে ক্লিক করুন।
সারাংশ ( বই পড়া গল্প : নবম-দশম শ্রেণির)
বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ থেকেই নির্বাচন করা হয়েছে। একটি লাইব্রেরির বার্ষিক সভায় এই প্রবন্ধটি পাঠ করা হয়েছিল। আমাদের চর্চা না করার কারণে আমাদের যে অবনতি হচ্ছে তা লক্ষনীয়। বই পড়ার প্রতি আমাদের সবারি অনিহা। শুধু মাত্র শিশু ক্লাস থেকে স্নাতক শেষ করলেই জ্ঞান অর্জন করা শেষ নয়। তার জন্য অতিরিক্ত বই পড়া দরকার। একাডেমিক বইয়ে সব জ্ঞান নাই। কারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
তার জন্য পড়ার স্থান লাইব্রেরি করা দরকার। এখন কাউকে বাধ্য না করলে কেউ পড়ে না। লাইব্রেরি হলো জ্ঞান আরোহন করার একটি স্থুপ বলা যায় যেখানে থাকবে অনেক বই। যার যেটা ইচ্ছে পড়তে পারবে নিয়ে। নিজের ইচ্ছে মতো পড়লে যথার্থ শিক্ষা অর্জন করা সম্ভব। এখন বর্তমানে জ্ঞানী রা বই পড়েই জ্ঞান আরোহন করেছেন।
এই গল্পে লেখক বই পড়া দরকার বা জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে এই বিষয় গুলোই তুলে ধরেছেন।
আপনারাও এমন করে লিখবেন নিজের মতো করে। এভাবে সারাংশ লিখলে জ্ঞান বাড়বে সৃজনশীল দক্ষতা বাড়বে।
বই পড়া গল্প বহুনির্বাচনি প্রশ্নোত্তর পর্ব
১. কত সালে প্রমথ চৌধুরী জন্ম গ্রহন করেন?
ক। ১২৬৮,৭ ই আগস্ট
খ।১৭৬৮, ৮ ই আগস্ট
গ। ১৮৬৮, ৭ আগস্ট
ঘ।১৯৬৮, ৭ ই আগস্ট
উত্তর : গ। ১৮৬৮, ৭ ই আগস্ট।
২. প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?
ক। কুমিল্লা
খ।মেহেরপুর
গ। পিরোজপুর
ঘ। হরিপুর
উত্তর : ঘ। হরিপুর
৩. কত সালে মৃত্যু বরণ করেন প্রমথ চৌধুরী?
ক। ২রা, সেপ্টেম্বর ১৯৪৬
৪. আমরা জাত হিসেবে কি নয়?
ক। ভালো
খ।খারাপ
গ। চাঙ্গা
ঘ। শৌখিন
উত্তর : ঘ। শৌখিন
৪. জীবনের প্রধান সমস্যা কি?
ক। কঠিন
খ। ভালো
গ।মন্দ
ঘ। সুন্দর জীবন ধারণ
উত্তর : সুন্দর জীবন ধারণ
৫.আমরা কিসের রস উপভোগ করতে প্রস্তুত নয়?
ক। গানের
খ। সাহিত্যের
গ। গল্পের
ঘ। প্রবন্ধের
উত্তর : খ। সাহিত্যের
সংকিপ্ত প্রশ্নাবলী ও উত্তর
৬. শিক্ষা আমাদের কি কি দূর করবে?
উত্তর : গায়ের জ্বালা ও চোখের জল দুটোই দূর করবে।
৭. শিক্ষার প্রধান অংশ কি?
উত্তর : শিক্ষার প্রধান অংশ হলো সাহিত্য চর্চা।
৮. কিসের ফল হাতে পাওয়া যায় না?
উত্তর : শিক্ষার৷
৯. শিক্ষার কি নেই?
উত্তর : নগদ বাজার দর নেই।
১০. নীতির চর্চা কোথায়?
উত্তর : গুহায়।
১১.সাহিত্যের চর্চা কোথায়?
উত্তর : লাইব্রেরি তে।
১২. বিজ্ঞানের চর্চা কোথায়?
উত্তর : জাদুঘরে।
১৩.কিসের মধ্যে আমাদের জাত মানুষ হবে?
উত্তর : সাহিত্যের মধ্যে।
১৪. লাইব্রেরির সার্থকতা কিসের থেকে কম নয়?
উত্তর : হাসপাতালের।
১৫. শৌখিন অর্থ কি?
উত্তর : রুচিবান।
১৬. জীর্ণ অর্থ কি?
উত্তর : হজম।
অনুধাবন মূলক প্রশ্ন
১৭. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, ব্যাখ্যা কর?
১৮. সাহিত্য চর্চা কিভাবে জ্ঞান বৃষ্টি করে?
১৯. লাইব্রেরি কে কেন হাসপাতালের সাথে তুলনা করা হলো?
২০. বই পড়া প্রবন্ধের মূলভাব লিখুন পাঁচ বাক্য।
আজকের সেশনে বই পড়া গল্পের সব কিছু আমি তুলে ধরেছি যতগুলো মনে হলো গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো চর্চা করেন নৈবেতিক পড়া হয়ে যাবে।
তোমরা পড়া শেষে এটির একটি সংক্ষিপ্ত আকারে নিজের মতো করে একটি অনুচ্ছেদ লিখার চেষ্টা করবা। এভাবে আমাদের ওয়েবসাইট ফলো করলে আরও তথ্য পাবে। এবং অন্যান্য তথ্য দেওয়া হলো।
নবম-দশম শ্রেণির আরও বইয়ের জন্য এমন সহজ ভাবে সাজিয়ে দেওয়া আছে এরিনে।
সকল একাডেমিক বিষয় এরিনে পাবেন। দেখতে ওয়েব সাইটের একাডেমি সাইটে যাবেন। ধন্যবাদ।