হিসাববিজ্ঞান প্রথম পত্র MCQ ২য় অধ্যায়: হিসাববিজ্ঞান প্রথম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো ৩০ টি যা খুবি গুরুত্বপূর্ণ কাজ করবে এইচএসসি পরীক্ষার জন্য। ২০২৫ সালের এইচএসসি শিক্ষার্থীদের জন্য এই সাজেশন টা তৈরি করা হল। চর্চা করার জন্য এটি ভালো একটি সেশন আপনার জন্য । আপনি এটি চর্চা করার আগে পাঠ্য বই ভালো করে পড়ে নিন। তারপর এই ব্লগটি পড়েন। সকল প্রকার একাডেমি বিষয় পড়ার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। ব্যবসায় শিক্ষার সকল বিষয়ের নির্দেশিকা দেওয়া হয়েছে ওয়েবসাইটে। সকল কিছু দেখতে পোস্টের নিচের দিকে রিলিভেন্ট পোস্ট দেখেন। অন্যথায় ওয়েবসাইটে একাডেমিক সাইটে ক্লিক করে একাদশ দ্বাদশ শ্রেণিতে ক্লিক করুন । চলুন শুরু করা যাক আজকের সেশন, হিসাববিজ্ঞান প্রথম পত্র ২য় অধ্যায় ৩০ টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেওয়া হল:
নিচে হিসাববিজ্ঞান প্রথম পত্র MCQ ২য় অধ্যায় থেকে ৩০টি বহুনির্বাচনি প্রশ্ন এবং তাদের উত্তর দেওয়া হলো। আশা করি এটি আপনার কাজে লাগবে।
হিসাববিজ্ঞান প্রথম পত্র MCQ ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর:
অধ্যায় ২: লেনদেন ও হিসাববিজ্ঞান
1. লেনদেন বলতে কী বোঝায়?
ক) টাকার অংকে প্রকাশযোগ্য ঘটনা
খ) ব্যবসায়িক ঘটনা
গ) ব্যক্তিগত ঘটনা
ঘ) পারিবারিক ঘটনা
উত্তর: ক)
2. লেনদেন কয় প্রকার?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
উত্তর: ক)
3. আয়-ব্যয় লেনদেন কোন লেনদেনের অন্তর্গত?
ক) মূলধনী
খ) রাজস্ব
গ) ব্যক্তিগত
ঘ) সাধারণ
উত্তর: খ)
4. যে লেনদেনে ব্যবসার মূলধন বৃদ্ধি পায়, তাকে কী বলে?
ক) আয় লেনদেন
খ) রাজস্ব লেনদেন
গ) মূলধনী লেনদেন
ঘ) ব্যয় লেনদেন
উত্তর: গ)
5. কোনটি লেনদেন নয়?
ক) পণ্য বিক্রয়
খ) বেতন প্রদান
গ) সিদ্ধান্ত গ্রহণ
ঘ) সেবা গ্রহণ
উত্তর: গ)
6. টাকা প্রদান লেনদেনের কোন প্রকারে পড়ে?
ক) গ্রহণ লেনদেন
খ) রাজস্ব লেনদেন
গ) ব্যক্তিগত লেনদেন
ঘ) ব্যয় লেনদেন
উত্তর: ঘ)
7.ব্যবসার মালিকের অর্থ তোলা কোন লেনদেন?
ক) ব্যক্তিগত
খ) মূলধনী
গ) রাজস্ব
ঘ) দায়
উত্তর: ক)
8. মোট সম্পদ নির্ণয়ের সূত্র কোনটি?
ক) দায় = সম্পদ – মূলধন
খ) সম্পদ = দায় + মূলধন
গ) মূলধন = সম্পদ – দায়
ঘ) দায় = মূলধন + সম্পদ
উত্তর: খ)
9. রাজস্ব লেনদেনের উদাহরণ কোনটি?
ক) আসবাবপত্র ক্রয়
খ) কর্মচারীর বেতন প্রদান
গ) মেশিন ক্রয়
ঘ) জমি ক্রয়
উত্তর: খ)
10. লেনদেন রেকর্ড করার প্রথম ধাপ কী?
ক) হিসাব প্রস্তুত করা
খ) লেনদেনের সনাক্তকরণ
গ) খাতায় লিপিবদ্ধ করা
ঘ) ভুল সংশোধন করা
উত্তর: খ)
11. লেনদেনের ভাউচার প্রস্তুত হয় কার জন্য?
ক) দলিলপত্র সংরক্ষণ
খ) রেকর্ড রাখার জন্য
গ) সম্পদ রক্ষার জন্য
ঘ) আয়কর প্রদানের জন্য
উত্তর: খ)
12. মূলধনী লেনদেনের উদাহরণ কোনটি?
ক) জমি ক্রয়
খ) বেতন প্রদান
গ) বিদ্যুৎ বিল প্রদান
ঘ) সুদ প্রদান
উত্তর: ক)
13. কোনটি ব্যবসার সম্পদ নয়?
ক) নগদ টাকা
খ) ব্যাংক আমানত
গ) দেনাদার
ঘ) পাওনাদার
উত্তর: ঘ)
14. দায় বৃদ্ধি পেলে কোন প্রভাব পড়ে?
ক) মূলধন বৃদ্ধি পায়
খ) সম্পদ হ্রাস পায়
গ) দায় বৃদ্ধি পায়
ঘ) আয় বৃদ্ধি পায়
উত্তর: গ)
15. বিনিয়োগের ফলে কোনটি বৃদ্ধি পায়?
ক) দায়
খ) আয়
গ) মূলধন
ঘ) ব্যয়
উত্তর: গ)
16. লাভ ব্যবসার কোন প্রকার বৃদ্ধি?
ক) দায়
খ) সম্পদ
গ) মূলধন
ঘ) রাজস্ব
উত্তর: গ)
17. লেনদেন রেকর্ড করার মূল নীতি কোনটি?
ক) লাভের হিসাব রাখা
খ) দায়ের পরিমাণ নির্ধারণ
গ) দ্বৈত সনদ পদ্ধতি
ঘ) নগদের হিসাব রাখা
উত্তর: গ)
18. মূলধন হ্রাসের অন্যতম কারণ কোনটি?
ক) দায় বৃদ্ধি
খ) সম্পদ হ্রাস
গ) লোকসান
ঘ) ব্যয়
উত্তর: গ)
19. টাকা ধার করাকে কী বলা হয়?
ক) রাজস্ব লেনদেন
খ) ব্যক্তিগত লেনদেন
গ) দায় লেনদেন
ঘ) সম্পদ লেনদেন
উত্তর: গ)
20. ব্যবসার মূল লক্ষ্য কী?
ক) দায় বৃদ্ধি
খ) লোকসান কমানো
গ) লাভ অর্জন
ঘ) সম্পদ বৃদ্ধি
উত্তর: গ)
21. টাকা প্রদান করা কোন প্রকার হিসাব?
ক) দেনাদার
খ) পাওনাদার
গ) নগদ
ঘ) দায়
উত্তর: গ)
22. প্রতিষ্ঠানের লাভ থেকে মূলধন কীভাবে পরিবর্তিত হয়?
ক) বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) সমান থাকে
উত্তর: ক)
23. সম্পদের উদাহরণ কোনটি?
ক) দেনাদার
খ) পাওনাদার
গ) মজুরি
ঘ) সুদ
উত্তর: ক)
24. লেনদেন রেকর্ডের দ্বিতীয় ধাপ কী?
ক) লেজারে স্থানান্তর
খ) জার্নালে লিপিবদ্ধ করা
গ) প্রমাণপত্র তৈরি
ঘ) চেক তৈরি
উত্তর: খ)
25. কোনটি দায় নয়?
ক) ঋণ
খ) পাওনাদার
গ) দেনাদার
ঘ) সুদ
উত্তর: গ)
26. সম্পদের চেয়ে দায় বেশি হলে কী হয়?
ক) লোকসান হয়
খ) মূলধন বৃদ্ধি পায়
গ) রাজস্ব হ্রাস পায়
ঘ) মূলধন হ্রাস পায়
উত্তর: ঘ) মূলধন হ্রাস পায়
27. যে লেনদেনের মাধ্যমে মূলধন বৃদ্ধি পায়, তাকে কী বলা হয়?
ক) আয় লেনদেন
খ) ব্যয় লেনদেন
গ) দায় লেনদেন
ঘ) ব্যক্তিগত লেনদেন
উত্তর: ক) আয় লেনদেন
28. পাওনাদার কোন হিসাবের অন্তর্ভুক্ত?
ক) দায়
খ) সম্পদ
গ) আয়
ঘ) মূলধন
উত্তর: ক) দায়
29. লেনদেন সঠিকভাবে রেকর্ড করার জন্য কোনটি প্রয়োজন?
ক) টাকার পরিমাণ
খ) লেনদেনের ধরন
গ) তারিখ ও সময়
ঘ) উপরোক্ত সবগুলো
উত্তর: ঘ) উপরোক্ত সবগুলো
হিসাববিজ্ঞান প্রথম পত্র MCQ ২য় অধ্যায়: আজকের সেশন ছিল এইচএসসি শিক্ষার্থীদের জন্য। একাদশ দ্বাদশ শ্রেণিতে পড়েন যারা তাদের জন্যও এটি গুরুত্বপূর্ণ ব্লগ।হিসাববিজ্ঞান প্রথম পত্র MCQ ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর। দ্বিতীয় অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়া হলো এমসিকিউ।
সকল বহুনির্বাচনি প্রশ্ন গুলো অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে PDF ।
সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজে ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন এরিনে। ধন্যবাদ।