Welcome To ( ERIN )
GST( General Science Technology ) admission exam rules and regulations
গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম ও নীতি
জিপিএ
পয়েন্ট কত লাগে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে।
মানবিক : SSC + HSC দুটো মিলিয়ে ৬ লাগবে।
ব্যবসায় শিক্ষা : SSC + HSC দুটো মিলিয়ে ৬.৫ লাগবে।
বিজ্ঞান বিভাগ: SSC + HSC দুটো মিলিয়ে ৭ লাগবে।
কত গুলো বিশ্ববিদ্যালয়
২৪টি বিশ্ববিদ্যালয়ের একসাথে পরীক্ষা হয় গুচ্ছে। একসাথে পরীক্ষা হয় বলেই এটার নাম গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা।
পাস মার্ক
পাশ মার্ক ৩০ সকল বিভাগের। ২০২৪ সালে আবারও পরিষ্কার প্রকাশ করেন। কোনো শিক্ষার্থী যদি ৩০ এর কম নাম্বার পায় তাহলে সে ভর্তির যোগ্য হবে না। কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি নিবে না ৩০ না পেলে।
কি কি নিতে হবে পরীক্ষার হলে
আপনার সকল ডকুমেন্টস মানে এডমিট কার্ড আবশ্যিক, এসএসসি ও এইচএসসি পরীক্ষার এডমিট। ভালো করে এডমিশন এডমিট টা পড়বেন সব লিখে দেয়। কি কি নেওয়া যাবে।
ইলেকট্রনিক জিনিস কি নেওয়া যাবে?
অবশ্যই না। এই ভুল করবেন না। ঘরিও পরীক্ষার হলে নিয়ে যাবেন না। পরীক্ষক দেখলে আপনি সৎ থাকলেও আপনাকে রেসকিউ করবে। তখন সময় নষ্ট হবে। ক্যালকুলেটর তো ব্যবহার করা যাবেই না।
নেগেটিভ মার্কিং আছে?
হ্যা অবশ্যই আছে। শাবিপ্রবির উপাচার্য বলেছেন আগের নিয়মেই পরীক্ষা হবে এবং নেগেটিভ মার্কিং থাকবে। একটা এমসি কিউ কাটা গেলে পয়েন্ট ২৫ কাটবে মূল মার্কস থেকে।
সেন্টার কয়টা পরীক্ষার
আপনি এপ্লাই করার সময় দেখবেন কয়েকটা বিশ্ববিদ্যালয় ছাড়া সব ক্যাম্পাসেই কেন্দ্র রয়েছে। যেটা আপনার বাসা থেকে যাতায়াতের জন্য ভালো সেটি দিবেন।
গুচ্ছ রেজাল্ট
রেজাল্ট অতি তারাতাড়ি দিয়ে দেয়। পরীক্ষা হওয়ার ৭২ ঘন্টার মধ্যে দেয় যদি টেকনিক্যাল কোনো সমস্যা না হয়। সব গ্রুপের একি রকম সময় লাগে।
এটি শুরু হয় ২০২১ সাল থেকে। সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সব গুলো তে সেকেন্ড টাইলার রা সুযোগ পাবে।
আসন সংখ্যা মোট ২০৩৫০+-
মানবিক : ৯ হাজার+ সিট আছে বি ইউনিটে।
ব্যবসায় শিক্ষা: সি ইউনিটের সিট সংখ্যা ৪ হাজার + জন।
বিজ্ঞান বিভাগ: ১৭৫০৯৯ জন।
রেজাল্ট চেক: জি এস টি এডমিশন ওয়েবসাইট লিখে সার্চ দিবেন। ওখানে ক্লিক করলেই রোল দিয়ে দেখবেন।
কতপেলে চান্স
এটি প্রতি বছর নির্ভর করে প্রশ্নের উপর। যার পাশ মার্ক ৩০ আছে। সেও ভর্তি হতে পারবে যদি সর্বোচ্চ প্রাপ্তি কারী কম পায়। আর সবাই যদি ৬০ পায়। মানে ৮০০০ মানুষ ৫০-৮০ পেল সিট ৫০০০ তখন আশা না রাখাই ভালো।
মেরিট দেয়?
হ্যা ২০২১ থেকে দুইটা পরীক্ষা হলো। দুইবার মেরিট দেয়নি। ২০২৪ থেকে মেরিটও দিচ্ছে। এখন সহজে অনুমান করা যায় কে কোথায় চান্স পাবে।
এটি বছরে একবার হয়ে থাকে। যোগ্য জিপিএ ধারী সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। আবেদন করতে টাকার পরিমাণ প্রত্যেক বছর পরিবর্তন হয় তবে ১৫০০+- ধরা যায়।
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সকল বিশ্ববিদ্যালয় মানসম্মত। সকল ক্যাম্পাস পড়ার মনোরম পরিবেশ। ২০২১ সাল থেকে শুরু হয় এই পদ্ধতি। এটি সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দের পরামর্শ অনুযায়ী হয়েছে।
গুচ্ছে আপডেট নতুন কোনো তথ্য আসেনি। আগের সিলেবাস ফলো করবেন এবং সব খেয়াল রাখবেন। যে ২০২৫ সালের সার্কুলারে কি কোনো রকম আপডেট আসলো কিনা। পরীক্ষার ৩০ মি আগে অবশ্যই কেন্দ্রে পৌছাতে হবে। পেন্সিল দিয়ে দাগ দিবেন না আপনার পরীক্ষার খাতায়।
অতিরিক্ত লিখা প্রশ্ন পত্রেও লিখবেন না এটওর কারণে পরীক্ষায় আপনার খাতা বাতিল হতে পারে। সবশেষে এটাও আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে। আপনি যদি সি ইউনিস বা এ ইউনিট হোন। অবশ্যই ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে পারেন এমন ভাবে নিজেকে তৈরি করে পরীক্ষায় ববসবেন।
আপনিও পারবেন একটি সিট পেতে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে যে যে ভুল গুলো করেন তা নিয়ে আরেকটি সেশন দেওয়া আছে। দেখে নিন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম ও নীতি