বাজারজাতকরণ নীতিমালা অনার্স প্রথম বর্ষ : ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীর জন্য আজকের সেশন টি হলো বাজারজাতকরণ নীতিমালা সাজেশন দেওয়া হবে। অনার্স প্রথম বর্ষ বিবিএর।ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এটি একটি পোর্টফোলিও সাজেশন। এটি পড়ে শেষ করতে পারলে আপনার ফাইনাল পরীক্ষা ও ইন কোর্স বা মিডটার্ম পরীক্ষা ভালো হবে অবশ্যই। আজকের সেশন টি বাজারজাতকরন নীতিমালা বিষয়ের প্রত্যেক বছরের বোর্ড প্রশ্ন থেকে তৈরি করা হয়েছে। ক বিভাগ, খ বিভাগ ও গ বিভাগের প্রশ্ন তুলে ধরা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু ৮০ মার্কসের পরীক্ষা হয়। এখানে ফুল মার্কসের সব কিছু তুলে ধরা হলো। অধ্যায় ভিত্তিক প্রশ্ন দেওয়া হলো নিচে। মনোযোগ সহকারে দেখুন এবং পড়ে নিন ভালো করে। পরীক্ষায় ভালো করতে এটা ফলো করতে পারেন।
ক বিভাগের প্রশ্ন ও উত্তর
১.বাজার কি?
উত্তর : পণ্যের লেনদেনের সাথে সম্পৃক্ত নির্দিষ্ট স্থানে ক্রেতা ও বিক্রেতার সমষ্টিকে বাজার বলে।
২. বাজারজাতকরণ কী?
উত্তর : এটি হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ব্যবসায়ের ক্রেতাদের ভ্যালু সৃষ্টি করে এবং তাদের মধ্যে একটি শক্তিশালী সুসম্পর্ক গড়ে তুলে যেন তাদের প্রতি আস্থাশীল থাকে।
৩. CRM, PRM এর পূর্ণ রূপ কি?
উত্তর: CRM= Customer Relationship marketing.
PRM= Partner relationship marketing.
৪.ক্রেতা সন্তুষ্টি কি?
উত্তর : কোনো ক্রেতা তার আনন্দ ও হতাশার অনুভূতি যেটা সে পণ্যের মাধ্যমে পেয়ে থাকেন।
৫. ক্রেতা ভ্যালু কি?.
উত্তর : প্রতিযোগী পণ্যের তুলনায় একটি পণ্য ক্রয়ে যতটুকু খরচ হয় আর তা ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকেই ক্রেতা ভ্যালু বলা হয়।
৬.বাজারজাতকরণ পরিবেশ কি?
উত্তর : (নিজের মতো পড়ে নিলে সহজ ভাবে লিখতে পারবেন)
৭. প্রতীযোগী কারা?
উত্তর : একই জাতীয় পণ্য বা সেবা উৎপাদনকারী কোম্পানি যখন একই উদ্দেশ্যে পণ্য বাজারজাত করে, তখনি একটা কোম্পানিকে আরেকটি কোম্পানির প্রডীযোগী বলা হয়।
৮.গন বাজারজাতকরণ বলতে কি বুঝ?
উত্তর : সমগ্র বাজার কে একটি বাজার ভেবে বাজারজাতকরণ পরিচালনা কর্মকান্ড পরিচালনা করাকে গন বাজারজাতকরন বলা হয়।
৯. পণ্যের অবস্থান গ্রহণ কি?
উত্তর : ক্রেতাকে আকর্ষণ করে ক্রেতার মনে পণ্যের দখল করে নেওয়া।
১০. ভোক্তা -ক্রেতা আচরণের সূত্রটি লিখ?
উত্তর : এখানে B=f(PE), এখানে B = ভোক্তা আচরণ, P= ব্যক্তিগত প্রভাব, E= পরিবেশগত প্রভাব।
আরও
১১.ভোক্তা আচরণ কি?
১২. শপিং পণ্য কি?
১৩. সেবা কি?
১৪. পণ্য সারি কি?
১৫. ৪ সি দ্বারা কি বুঝায়?
১৬. বন্টন প্রণালী কি?
১৭.প্রণালী দ্বন্দ্ব বলতে কি বুঝ?
১৮. মূল্য কি?
১৯. বাজারের সরতোলা মূল্যের কৌশল কি?
২০. ব্রেক ইভেন পয়েন্ট ও বিন্দু কি?
২১. বিজ্ঞাপন বলতে কি বুঝায়?
২২. ই-কমার্স কি?
২৩. বিক্রয় প্রসার বলতে কি বুঝায়?
২৪. প্রমোশন বাজোট কি?
২৫. বিজ্ঞাপন অপচয় কেন হয়?
খ ও গ বিভাগের প্রশ্ন ( বাজারজাতকরণ নীতিমালা অনার্স )
১. ক্রেতা ও ভোক্তার মাধ্যমে পার্থক্য কি? পাঁচটি বাক্য লিখ।
২. বাজারজাতকরন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য কি? ব্যাখ্যা কর।
৩.প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য লিখ।
৪. ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য লিখ।
৫.ভোক্তা বাজার ভৌগোলিক ভিত্তিকরণের ভিত্তি লিখ।
৬.কার্যকর বাজার বিভক্তিকরণের পূর্ব শর্তগুলো আলোচনা কর।
৭.বাজার অবস্থান গ্রহণের কৌশল গুলো কি?
৮.নতুন পণ্য বলতে কি বুঝ? এবং তার বৈশিষ্ট্য গুলো কি কি?
৯. ভোগ পণ্য ও শিল্প পণ্যের মধ্যে পার্থক্য লিখ পাচটি উদাহরণ সহ।
১০. পণ্যের স্তর গুলো আলোচনা কর।
১১.ব্যান্ডিং কৌশল উন্নয়ন আলোচনা কর।
১২.বাংলাদেশের সেবা খাত গুলো আলোচনা কর।
১৩. বন্টন প্রণালীর প্রকার ভেদ আলোচনা কর উদাহরণ সহ।
১৪. প্রণালী দ্বন্দ্বের কারণসমূহ গুলো আলোচনা কর।
১৫. আমাদের দেশে খুচরা ব্যাবসায়ের দক্ষতা বৃদ্ধির উপায় গুলো আলোচনা কর।
১৬. মূল্য নির্ধারণের লক্ষ্য বা উদ্দেশ্য গুলো কি কি?
১৭. ব্রেক ইভেন পয়েন্ট বলতে কি বুঝায়?
১৮. মূল্য পরিবর্তনের ফলে প্রতিযোগীরা কীভাবে সাড়া দেয়।
১৯.প্রমোশন মিশ্রণ প্রভাব বিস্তারের উপাদান সমূহ লিখ।
২০. বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা কর।
২১. বিজ্ঞাপন কি? ব্যাখ্যা কর উদাহরণ সহ।
২২. একজন সফল বিক্রয়কর্মীর বৈশিষ্ট্য বা গুণাবলি লিখ।
২৩. বিক্রয় প্রসার বলতে কি বুঝায়? এবং কিভাবে করে?
২৪. বিক্রয় প্রসারের হাতিয়ার বা গুরুত্ব আলোচনা কর।
২৫. বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য লিখ।