অনার্স প্রথম বর্ষ বিভাগ রসায়ন -১ সাজেশন -১ বিষয় কোড: ২১২৮০৭. আজকের সেশনে আলোচনা করা হবে অনার্স প্রথম বর্ষ বিভাগের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের রসায়ন -১ বিষয়টির কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। মনোযোগ সহকারে সবাই পড়বেন। সম্পূর্ণ নতুন সিলাবাসের প্রেক্ষিতে করা হয়েছে সাজেশন টি। বোর্ড পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে এই সাজেশন টি তৈরি করা হয়েছে। সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেও সমন্বয় করা হয়েছে। প্রশ্নের সাথে উত্তর দেওয়া হল আপনারা যেন একটি ব্লগে উত্তর সহ পেয়ে যান। আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটের মেনু বারের একাডেমিক সাইটে যাবেন। পদার্থবিজ্ঞান বিভাগের সকল বর্ষের সাজেশন দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। অনার্সের সকল বিষয়ের উপর সাজেশন পেতে এখানে ক্লিক করুন।
এখন নিচে দেওয়া হলো প্রশ্ন ও উত্তর :
রসায়ন -১ সাজেশন -১ সংকিপ্ত প্রশ্নাবলী ও উত্তর
১. অর্থহীন অঙ্ক কি? [ জ. বি. ১০১২]
উত্তর : মান হিসাব করার সময় বা কোন মান প্রকাশের সময় যতদূর পর্যন্ত নিশ্চয়তা সম্ভব তা অপেক্ষা বেশী অংক ব্যবহার করা হয়। সুতরাং একটি মানে প্রয়োজনের তুলনায় যে অতিরিক্ত সংখ্যা সমূহ ব্যবহার করা হয় তাদেরকে অর্থহীন অংক বা অসার্থক সংখ্যা বলে।
২. মূল SI একক কয়টি ও কি কি? [ জা. বি. ২০১১]
উত্তর : মূল SI একক হল সাতটি। যথা এগুলো হল ভর,দৈর্ঘ্য, সময়, তাপ তড়িৎপ্রবহ, দীপন দক্ষতা ও পদার্থের পরিমাণ।
৩. গড় বিচ্যুতি কাকে বলে? [ জা. বি. ২০১৭]
উত্তর : সমজাতীয় রাশি সমূহপর সাথে ঐ রাশি গুলোর গড়ের পার্থক্যের গড়মান কে গড় বিচ্যুতি বলে।
৪. পরম ভ্রান্তি কি? অথবা, নির্ধারণযোগ্য ভুল কি? [ জা. বি. ২০১২, ২০১৩]
উত্তর : মাত্রিক বিশ্লেষণে ভুল বলতে মাপন মান ও পরম মানের মধ্যেকার পার্থক্যকে বুঝানো হয়। অর্থাৎ, পরম ভুল E= O-T। এখানে O দ্বারা পর্যবেক্ষিত মান ও T দ্বারা প্রকৃত মন বুঝানো হয়েছে।
৫. তেজস্ক্রিয় আইসোটোপ কী? [ জা. বি. ২০১৬]
উত্তর : যে সব পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমানবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন সেসব পরমানুকে পরস্পরের আইসোটোপকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়।
৬. নিউক্লিয়ার বন্ধন শক্তি কাকে বলে? [ জা. বি. ২০২০]
উত্তর : কোন পরমাণুর নিউক্লিয়াকে বিশিষ্ট করে তা বিভিন্ন উপাদান নিউক্লয়াকে পৃথক করতে যে নূন্যতম শক্তির প্রয়োজন হয় তাকে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের নিউক্লিয়ার বন্ধন শক্তি বলা হয়।
৭. জারণ সংখ্যা বলতে কি বুঝ? [ জা. বি. ২০১৩]
উত্তর : কোন পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে জরিত বা বিজারিত হয়। কোন যৌগের অনুতে কোন পরমানুর তড়িৎ চার্জের সংখ্যাকে ঐ পরমানুর জারণ সংখ্যা বলে।
৮. দশা কাকে বলে?
উত্তর : একাধিক ভৌত অবস্থা বিশিষ্ট কোন সিস্টেমে অন্য অংশ থেকে ভৌত ভাবে সুনির্দিষ্ট তল দ্বারা পৃথকীকৃত ও সীমাবদ্ধ পদার্থের সমসত্ত্ব অংশকে দশা বলা হয়।
৯. পরমশূন্য তাপমাত্রা কাকে বলে? [ জা. বি. ২০১০, ২০১২]
উত্তর : যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এই তাপমাত্রার মান হলো -২৭৩ ডিগ্রি সেলসিয়াস।
১০. ব্যাপন কাকে বলে? [ জা. বি. ২০১২]
উত্তর : উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোন কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়।
১১. গ্যাসের ব্যাপন কি? অথবা, গ্যাসের ব্যাপন সূত্র কি? [ জা. বি. ২০১৪, ২০১৮]
উত্তর : নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের বয়াপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্থানুপাতিক।
১২. আদর্শ গ্যাস কি? [ জা. বি. ২০০৮, ২০১২, ২০১৮]
উত্তর : যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল চার্লস ও অ্যাভোগ্র্যাডোর সূত্র মেনে চলে তাকে বাস্তব গ্যাস বলা হয়।
১৩. বাস্তব গ্যাস কাকে বলে? [ জা. বি. ২০১০]
উত্তর : যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল চার্লস ও অ্যাভোগ্র্যাডোর সূত্র মেনে চলে না তাকে বাস্তব গ্যাস বলা হয়।
১৪. গ্যাসের সংকট তাপমাত্রা কি? অথবা, সংকট তাপমাত্রা কি? [ জা. বি. ২০১৯]
উত্তর : প্রত্যেক গ্যাসেরই এমন একটি তাপমাত্রা আছে যে তাপমাত্রার উপরে ঐ গ্যাসকে ইচ্ছামত চাপ প্রয়োগ করে ও তরলে পরিণত করা যায় না, অথচ ঐ তাপমাত্রা বা তার নিচের যে কোন তাপমাত্রায় ঐ গ্যাসকে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। তাকে সে গ্যাসের সংকট তাপমাত্রা বলে। যেমন কার্বনডাইঅক্সাইডের তাপমাত্রা হল 31.1.
১৫. আংশিক চাপ কাকে বলে?
উত্তর : কোন নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়হীন কোন গ্যাস মিশ্রণের মোট চাপ ঐ তাপমাত্রার তার উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের যোগফলের সমান।
১৬. সান্দ্রতা কী? [ জা. বি. ২০১৬]
উত্তর : যে ধর্মের দরুন প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ রোধ করার চেষ্টা করে তাকে ঐ প্রবাহীর সান্দ্রতা বলে।
১৭. বাষ্প চাপ কাকে বলে? [ জা. বি. ২০১৭]
উত্তর : কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরল পদার্থের বাষ্প তার তরলের সাথে সাম্যাব্যস্থায় থেকে তরলের উপরিভাগে যে চাপ প্রয়োগ করে তাকে ঐ তাপমাত্রায় তরলের বাষ্প চাপ বলা হয়।
১৮. মোলার দ্রবণ কী?
উত্তর : নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে এক মোল সংখ্যা বা গ্রাম আণবিক ভর সংখ্যাকে ঐ দ্রবণের দ্রবের মোলালিটি বলে।
১৯. নরমালিটি কাকে বলে? [ জা. বি. ২০১৩]
উত্তর : নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রবীভূত দ্রব্যের গ্রামতুল্য ভর সংখ্যা সংখ্যাকে ঐ দ্রবণের নরমালিটি বল।
২০. কলিগেটিভ ধর্ম কি? [ জা. বি. ২০২০]
উত্তর : লঘু দ্রবণের যেসব ভৌত ও রাসায়নিক ধর্মাবলি কেবলমাত্র দ্রবণে উপস্থিত দ্রব্যের প্রকৃতি বা আনবিক গঠনের উপর নির্ভর করে না বলে তাদেরকে কলিগেটিক ধর্ম বলে।
২১. আদর্শ দ্রবণ কাকে বলে? [ জা. বি. ২০১০]
উত্তর : যে সব দ্রবণ সকল তাপমাত্রা এবং যে কোন সংযুক্তিতে রাউল্টের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ দ্রবণ বলে।
২২. অনাদর্শ দ্রবণ কাকে বলে? [ জা. বি. ২০১০]
উত্তর : যে সব দ্রবণ সকল তাপমাত্রা এবং যে কোন সংযুক্তিতে রাউল্টের সূত্র মেনে চলে না তাদেরকে আদর্শ দ্রবণ বলে।
২৩. ক্ষারকের অম্লত্ব কী? [ জা. বি. ২০১০]
উত্তর : কোন ক্ষারকের এক মোল যত মোল এক এসিডীয় ক্ষারক প্রশমিত করতে পারে সেই সংখ্যাকে ঐ ক্ষারকের অম্লত্ব বলে।
২৪. পি এইচ কি? [ জা. বি. ২০১০]
উত্তর : কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম কে পি এইচ বলে।
২৫. কোমল অম্ল কি? [ জা. বি. ২০১৭]
উত্তর : যে সকল অম্ল বৃহৎ আকার বিশিষ্ট সহজেই পোলারায়ন করা সম্ভব এবং নিম্ন তাড়িৎ ধনাত্মক আধান বিশিষ্ট তাদেরকে কোমল অম্ল বলে।
২৬. বাফার দ্রবণ কী? [ জা. বি. ২০১০]
উত্তর : কেন দ্রবণে সামান্য পরিমাণ এসিড ও ক্ষারক যোগ করার পরও দ্রবণের PH অপরিবর্তিত থাকলে তাকে বাফার দ্রবণ বলে।
২৭. সম আয়ন প্রভাব কী?
উত্তর : সম- আয়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ একত্রে মিশ্রিত করলে উভয়ের বিয়োজন মাত্রা হ্রাস পায়। তবে দুটি পদার্থের মধ্যে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলে তার বিয়োজন মাত্রা বিশেষ ভাবে হ্রাস পায়। একে সমআয়ন প্রভাব বলে।
২৮. অম্লের কনজুগেটেড ক্ষারক কি? [ জা. বি. ২০১০,২০১৪]
উত্তর : কেন এসিড প্রোটন ত্যাগের পর যে ক্ষারকে পরিণত হয় তাকে উক্ত এসিডের কনজুগেটেড ক্ষার বলে।
২৯. কার্বোনিয়াম আয়ন কি? [ জা. বি. ২০১১]
উত্তর : একক ধনাত্নক চার্জযুক্ত কার্বন পরমাণু সমন্বিত জৈব আয়নকে কার্বোনিয়াম আয়ন বলে।
৩০. সংকরণ কাকে বলে? [ জা. বি. ২০১০]
উত্তর : কোন পরমাণুর যোজ্যতাস্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক ও দিক চরিত্র বিশিষ্ট নতুন অরবিটল তৈরির প্রক্রিয়া কে সংকরণ বলে।
৩১. অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন? [ জা. বি. ২০১২]
উত্তর : অ্যালকোহল ও পানির অণুর মধ্যে দূর্বল ইলেক্ট্রোস্ট্যাটিক আকর্ষণ বলই হল পানিতে অ্যালকোহলের দ্রাব্যতার কারণ। তবে অ্যালকোহলে কার্বনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এ দ্রাব্যতা হ্রাস পায়।
আজকের সেশন ছিল অনার্স প্রথম বর্ষ বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ব্লগ। অনার্স প্রথম বর্ষ বিভাগ রসায়ন -১ সাজেশন ৩১টি সংকিপ্ত প্রশ্নাবলী ও উত্তর গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়া হলো।
অনার্স প্রথম বর্ষ বিভাগ রসায়ন -১ সাজেশন গুলো অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে PDF।
সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন (erin)। ধন্যবাদ।