এরিনে আপনাকে স্বাগতম। আজকের সেশনে আলোচনা করা হল অনার্স ৩য় বর্ষ হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ও বেসিক ধারণা, বিবিএর সকল বিষয়ের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সংক্ষিপ্ত উত্তর দেয়া হলো। সকল ডিপার্টমেন্টের জন্য এই সাজেশন। সকল বিষয়ের বেসিক আলোচনা করা হয় এই ব্লগে। এখানে ২য় বর্ষের সকল বিষয়ের বেসিক ধারণা দেওয়া হলো।
প্রিন্সিপল অব ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার নীতিমালা
প্রশ্ন ১: ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা কি? এর মৌলিক কার্যাবলি উল্লেখ করুন।
উত্তর:
ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা হল একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একটি সংগঠনের নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য মানুষ ও সম্পদ গুলোকে দক্ষ ভাবে ব্যবহার করা হয়। ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলি মূলত হল চারটি:
প্ল্যানিং বা পরিকল্পনা : লক্ষ্য নির্ধারণ করা ও কর্ম পরিকল্পনা তৈরি করা।
অর্গানাইজিং বা সংগঠন : সকল কাজের ভাগাভাগি করে দেওয়া ও দায়িত্ব প্রদান করা।
লিডিং বা নেতৃত্ব : কোনো দলকে একত্ব করা ও কাজের প্রতি অনুপ্রাণিত করা।
কন্ট্রোলিং ব নিয়ন্ত্রণ : সর্বশেষ কার্যক্রম হলো পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করা।
প্রশ্ন ২: লিডারশিপ স্টাইল বা নেতৃত্বের ধরন কত প্রকার ও কী কী?
উত্তর:
লিডারশিপ স্টাইল বা নেতৃত্বের ধরন প্রধানত তিন প্রকার:
অটোক্রেটিক লিডারশিপ: স্বৈরতান্ত্রিক নেতৃত্ব : যেখানে নেতা তার নিজের সিদ্ধান্তকেই প্রাধান্য দেন।
ডেমোক্রেটিক লিডারশিপ বা গণতান্ত্রিক নেতৃত্ব : যেখানে নেতা ও কর্মীরা একজন আরেকজনের সিদ্ধান্ত গ্রহণ করেন। মতামতের প্রেক্ষিতে কাজ করেন ।
ল্যাসেজ-ফেয়ার লিডারশিপ : সকল কর্মীরা সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা বা সুযোগ পান।
বিজনেস কমিউনিকেশন বা ব্যবসায় যোগাযোগ
প্রশ্ন ৩: কমিউনিকেশন প্রসেস বা যোগাযোগ প্রক্রিয়া কী? এর উপাদানসমূহ উল্লেখ করুন।
উত্তর:
কমিউনিকেশন প্রসেস বা যোগাযোগ প্রক্রিয়া একটি ধারাবাহিক পদক্ষেপ, যা বার্তা প্রেরক থেকে প্রাপকের কাছে পৌঁছায়। এর প্রধান উপাদানগুলো:
উৎস : বার্তা প্রেরণকারী ব্যক্তি।
মেসেজ : তথ্য বা বার্তা।
এনকোডিং: এটি হল ভাষা বা সংকেত তৈরির প্রক্রিয়া।
চ্যানেল: এটি হল বার্তা প্রেরণের মাধ্যম।
ডিকোডিং: প্রাপক বার্তা বুঝতে চেষ্টা করেন।
ফিডব্যাক: এটি হল প্রতিক্রিয়া প্রদান।
প্রশ্ন ৪: বিজনেস কমিউনিকেশনের বা ব্যবসায় যোগাযোগের প্রধান প্রকারভেদ কী কী?
উত্তর:
বিজনেস কমিউনিকেশনের বা ব্যবসায় যোগাযোগের প্রধান প্রকারভেদ:
ভারবল কমিউনিকেশন: যা হল মৌখিক কথা বলা।
নন-ভারবল কমিউনিকেশন: যা মুখাভঙ্গি, শরীরের ভাষা।
রিটেন কমিউনিকেশন: ইমেইল, রিপোর্ট, মেমো।
প্রিন্সিপল অব মার্কেটিং বা বাজারজাতকরণ নীতিমালা ( অনার্স ৩য় -২য় বর্ষ )
প্রশ্ন ৫: মার্কেটিং বা বাজারজাতকরণ মিক্স কি? ৪P’s ব্যাখ্যা করুন।
উত্তর:
মার্কেটিং মিক্স হল এমন একটি স্ট্রাটেজি বা কৌশল যার মাধ্যমে প্রোডাক্টকে বা পণ্যকে গ্রাহকদের কাছে আকর্ষণীয় করে তোলা হয়। 4P’s
প্রোডাক্ট: পণ্য বা সেবা।
প্রাইস: পণ্যের মূল্য নির্ধারণ।
প্রমোশন: প্রচার কৌশল।
প্লেস: বিতরণ চ্যানেল।
প্রশ্ন ৬: মার্কেট সেগমেন্টেশন বলতে কী বোঝায়?
উত্তর:
মার্কেট সেগমেন্টেশন হল বাজারকে বিভিন্ন ভাগে বা গ্রুপে বিভক্ত করা, যেন একত্রে প্রতিটি গ্রুপের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও প্রচার করা যায়। যেমন, অঞ্চল, বয়স প্রয়োজন অনুযায়ী গ্রাহকদের বিভক্ত করা।
ফিনান্সিয়াল একাউন্টিং বা হিসাববিজ্ঞানের অর্থনীতি অনার্স ৩য় -২য় বর্ষ
প্রশ্ন ৭: ট্রায়াল ব্যালেন্স কি? এর উদ্দেশ্য কী?
উত্তর:
ট্রায়াল ব্যালেন্স হল এটি একটি তালিকা যেখানে সকল হিসাবের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স দেখানো হয়। এর প্রধান উদ্দেশ্য হল হিসাবের সিস্টেমে ভুল-ত্রুটি চিহ্নিত করা ও পরবর্তী ফাইনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুতির ভিত্তি তৈরি করা।
প্রশ্ন ৮: অবচয় কী এবং এর প্রকারভেদ কী কী?
উত্তর:
ডিপ্রিসিয়েশন বা অবচয় হল একটি সম্পদের মূল্যের অবনতি বা হ্রাস । প্রকারভেদ গুলো হলো:
স্ট্রেট লাইন মেথড বা সরল রৈখিক পদ্ধতি : এই পদ্ধতি তে প্রতি বছর সমান অবচয় আসে। কোনো অংকে কিছু বলা না থাকলে এই পদ্ধতিতে অবচয় বা ডিপ্রিসিয়েশন হিসাব করা হয়ে থাকে।
ডবল ডিক্লাইনিং ব্যালেন্স বা দ্বি পদী ক্রমাগত পদ্ধতি : এই পদ্ধতি প্রথম দিকে বেশি হয়, পরবর্তীতে সব গলো বছরে ধীরে ধীরে কম ডিপ্রিসিয়েশন বা অবচয় হয় ।
ইকোনমিক্স (মাইক্রো ইকোনোমিক্স) বা সামষ্টিক অর্থনীতি ( অনার্স ৩য় -২য় বর্ষ )
প্রশ্ন ৯: ডিমান্ড বা চাহিদা ও সাপ্লাই বা সরবরাহ থিওরি কী?
উত্তর:
ডিমান্ড থিওরি বলছে, পণ্যের দাম কমলে গ্রাহকদের চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে। সাপ্লাই থিওরি অনুযায়ী, পণ্যের দাম বেশি হলে সরবরাহ বাড়ে এবং দাম কম হলে সরবরাহ কমে।
প্রশ্ন ১০: প্রাইস ইলাস্টিসিটি কি?
উত্তর:
প্রাইস এলাস্টিসিটি হল কোনো পণ্যের বা সেবার দামে পরিবর্তনের ফলে ক্রেতার চাহিদায় কি পরিমাণ পরিবর্তন ঘটে, তা পরিমাপের একটি পদ্ধতি কে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি ।
প্রিন্সিপল অব ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার নীতিমালা
প্রশ্ন ১১: ডিসিশন মেকিং প্রসেসের ধাপগুলো কী কী?
উত্তর:
ডিসিশন মেকিং প্রসেসে কত গুলো গুরুত্বপূর্ণ ধাপ থাকে: যেমন
সমস্যা চিহ্নিতকরণ বা চিহ্ন
1. সিদ্ধান্ত গ্রহণ
2. ফলাফল পর্যবেক্ষণ
3. বিকল্প সমাধান নির্ধারণ
4. সিদ্ধান্ত বাস্তবায়ন
5. ফলাফল পর্যবেক্ষণ
6. বিকল্প বিশ্লেষণ পদ্ধতি
বিজনেস কমিউনিকেশন বা ব্যবসায় যোগাযোগ
প্রশ্ন ১২: কমিউনিকেশন ব্যারিয়ার বা যোগাযোগ বাধা বলতে কী বোঝায়? উদাহরণ সহ দাও ।
উত্তর:
কমিউনিকেশন ব্যারিয়ার বা যোগাযোগ বাধা হল এমন বাধা যা যোগাযোগের সকল প্রক্রিয়াকে ব্যাহত করে। উদাহরণ:
ল্যাংগুয়েজিং ব্যারিয়ার বা ভাষাগত বাধা: একটি অঞ্চলের ভাষার সাথে আরেকটি অঞ্চলের ভাষায় পার্থক্যের কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়া টাই হলো ভাষা গত বাধা। উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গ বা ঢাকা শহরের ভাষাগত দিক দিয়ে কিন্তু এক নয়। তাহলে একজন আরেকজনের ভাষা বুঝতে যে সমস্যা হতে পারে এটাই বাধা ।
শ্রবণ বাধা বা লিসেনিং ব্যারিয়ার : এটি হলো কানে না শোনা নই। এটি হলো কোনো কথা মনোযোগ সহকারে না শোনা। কথা না শোনা বা মনোযোগের অভাব হলো শ্রবণ বাধা ।
সাংস্কৃতিক বাধা বা কালচারাল ব্যারিয়ার: সংস্কৃতিগত যে পার্থক্য আছে৷ যেমন কিছু অঞ্চলে মানুষ ঘুরতে গেলে এক রকম অ্যাপ্যায়ন আবার অন্য অঞ্চলের অন্যরকম এটাও একটা সংস্কৃতি গত ধারা।
প্রিন্সিপল অব মার্কেটিং বা বাজারজাতকরণ নীতিমালা আরও কিছু ধারণা
প্রশ্ন ১৩: কাস্টমার বিহেভিয়ার বা ক্রেতা ব্যবহার বলতে কী বোঝায়?
উত্তর:
কাস্টমার বিহেভিয়ার বা ক্রেতা ব্যবহার হল ক্রেতাদের পণ্যের প্রতি আচরণ এবং ক্রয় করার প্রবণতাকে বোঝানো, যা সৃষ্টি হয় তাদের প্রয়োজন, চাহিদা ও আস্থা থেকে । এটি বোঝার ফলে বা মাধ্যমে একটি কোম্পানি বা ওরগানাইজেশন পণ্য ও সেবাকে আরও কার্যকরভাবে বাজারজাত করতে পারে।
ফিনান্সিয়াল একাউন্টিং বা হিসাববিজ্ঞান অর্থায়ন আরও কিছু ধারণা ( অনার্স ৩য় বর্ষ )
প্রশ্ন ১৪: ব্যালেন্স শিট কি? এর প্রধান উপাদানসমূহ কী কী?
উত্তর:
ব্যালেন্স শিট হল একটি আর্থিক বিবৃতি বা বিবরণী যা একটি কোম্পানি বা সংস্থার সম্পদ, দায় এবং মালিকদের ইকুইটির বা মালিকানা অবস্থা নির্ধারণ করে।
ব্যালেন্স শুটের প্রধান উপাদানসমূহ হল:
অ্যাসেট (সম্পদ)
লাইয়াবিলিটি (দায়)
ইকুইটি (মালিকদের অংশ)
এগুলো হল সকল কিছুর উৎস।
ইকোনমিক্স (মাইক্রো ইকোনোমিক্স) বা সামষ্টিক অর্থনীতির আরও কিছু ধারণা ( অনার্স ৩য় বর্ষ )
প্রশ্ন ১৫: পারফেক্ট কম্পিটিশন কী?
উত্তর:
পারফেক্ট কম্পিটিশন হচ্ছে এমন একটি বাজার গঠন কাঠামো, যেখানে নানান ক্রেতা ও বিক্রেতা থাকে এবং কোনো একাংশ বিক্রেতার বাজারে প্রভাব থাকে না। এখানে সকল ধরনের পণ্যের দাম সমান এবং গ্রাহক ও বিক্রেতারা পূর্ণ তথ্য সম্পর্কে সচেতন থাকে।
অনার্স ৩য় বর্ষ হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ও বেসিক ধারণা
আজকের সেশন টি ছিল বিবিএ এর হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের। সকল বিষয়ের ব্যাসিক ধারণা যা একজন শিক্ষার্থীর জানা দরকার। আমরা আলাদা ভাবে আরও কিছু ব্লগ রাখবো। এই ব্লগ টি দেওয়ার কারণ হলো এটাতে সকল বিষয়ের বেসিক আলোচনা করা হয়। যা খুবি গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থী প্রথমে ২য় বর্ষে উঠে এই আলোচনা গুলো দেখলে তার ধারণা হয়ে যাবে যে কোন বিষয় টা কেন পড়তে হবে। কতটুকু পড়তে হবে কি জন্য পড়তে হবে সকল কিছু পাবে এই ব্লগে। এরিনে আবারও আসবেন। ধন্যবাদ। অনার্স ৩য় -২য় বর্ষ হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা ও বেসিক ধারণা .