Bangla 2nd Paper SSC 2025 MCQ suggestion-5: প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি ২০২৫ পরিক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সাজেশন দেওয়া হয়েছে। শব্দতত্ত্ব বা রুপাতত্ত্ব এই অধ্যায় থেকে ৩০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেওয়া হলো পাঠ-১: শব্দ হল অর্থবোধক ধ্বনি সমষ্টি এবং অর্থ হল শব্দের প্রাণ!!শব্দের অর্থগত শ্রেণীবিভাগ: প্রত্যেক শব্দের অর্থ আছে শব্দ বিশ্লেষণ করে আমরা এই অর্থ সম্পর্কে অবগত হই। কোন শব্দের যে অর্থে প্রচলিত হয় তাই শব্দটির মুখ্য অর্থ। ২০২৫ শিক্ষার্থীদের জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান। বর্তমানে বাংলা ভাষার যে শব্দ সোমবার ব্যবহৃত হয় তা বহুদিন ধরেই দেশে-বিদেশে অগণিত শব্দের সমাবেশ গড়ে উঠেছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর প্রধান ভারতীয় আর্য শাখার ক্রম অভিবর্তনে মাধ্যমে বাংলা ভাষা বর্তমান রূপ লাভ করেছে।
Bangla 2nd Paper SSC 2025 MCQ suggestion-5
১। ধ্বনির অর্থপূর্ণ মিলনে কী গঠিত হয়?
ক. বর্ণমালা
খ. শব্দ
গ. ধ্বনিমূল
ঘ. শব্দমূল
উঃ শব্দ
২। অর্থগত দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৪
গ. ৫
ঘ. ৩
উঃ ৩
৩। বাংলা ভাষার শব্দগুলোকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
উঃ তিনটি
৪। উৎসমূলক শব্দ প্রধানত কয় শ্রেনিতে বিভক্ত?
ক. পাঁচ
খ. চার
গ. তিন
ঘ. দুই
উঃ পাঁচ
৫। নিচের কোন শব্দটি ক্রিয়াবিভক্তি যোগে গঠিত?
ক. তোমাকে
খ. মানুষের
গ. পড়ি
ঘ. লোকে
উঃ পড়ি
৬। বিজ্ঞান শব্দটি কিভাবে গঠিত হয়েছে??
ক. প্রত্যয় যোগ করে
খ. উপসর্গের মাধ্যমে
গ. সমাসের মাধ্যমে
ঘ. সন্ধির মাধ্যমে
উঃ উপসর্গের মাধ্যমে
৭। উপসর্গের যোগ সাধিত শব্দ কোনটি?
ক. দিগন্ত
খ. যথারীতি
গ. ভাবুক
ঘ. সুদিন
উঃ সুদিন
৮। শব্দের পর প্রত্যয় যোগ করে গঠিত সাধিত শব্দ কোনটি?
ক. নিমাই
খ. বিদ্যালয় গ বিজ্ঞান
ঘ. মুখ ও চন্দ্র
উঃ নিমাই
১০। শব্দের প্রাণ কোনটি??
ক. ধ্বনি
খ. বর্ণ
গ. অর্থ
ঘ. বাক্য
উঃ অর্থ
১১। মৌলিক শব্দ কোনটি?
ক. গাছ
খ. ঘরামি
গ. হাতল
ঘ. বাড়ির
উঃ গাছ
১২। সমাসের সাহায্যে গঠিত শব্দ কোনটি?
ক. বোনাই
খ. মানব
গ. নদীমাতৃক
ঘ. চাষী
উঃ নদীমাতৃক
১৩। প্রত্যযোগে সাধিত শব্দ কোনটি??
ক. সুদিন
খ. বিঙ্গান
গ. সাহিত্যিক
ঘ. বিদ্যালয়
উঃ সাহিত্যিক
১৪। প্রত্যযোগে গঠিত শব্দ কোনটি?
ক. ঢাকাই
খ. দিগন্ত
গ. বইপত্র
ঘ. সুদীন
উঃ ঢাকাই
১৫। কোনটি তদ্ভব শব্দ??
ক. মহাশয়
খ. কাজ
গ. গিন্নি
ঘ. ঝাটা
উঃ কাজ
১৬। শব্দকে বাসার কি বলা হয়?
ক. মূল বিষয়
খ. মৌল উপাদান
গ. সৃষ্টির উৎস
ঘ. প্রাণ
উঃ মৌল উপাদান
১৭। কোন প্রকার শব্দের মূল খুজে পাওয়া যায় না কেন?
ক. বেদেশি শব্দ বলে
খ. অর্ধ-তৎসম শব্দ বলে
গ. তৎসম শব্দ বলে
ঘ. দেশী শব্দ বলে
উঃ দেশী শব্দ বলে
১৮। শব্দের শুরুতে যুক্ত অংশকে কী বলে??
ক. সমাস
খ. সন্ধি
গ. প্রত্যয়
ঘ. উপসর্গ
উঃ সন্ধি
১৯। রিক্সা কোন ভাষার শব্দ??
ক. জাপানি
খ. চীনা
গ. বার্মিজ
ঘ. পর্তগিজ
উঃ জাপানি
২০। কোনটা যোগরুঢ় শব্দ??
ক. হস্তী
খ. পড়ুয়া
গ. পঙ্কজ
ঘ. পড়ুয়া
উঃ পঙ্কজ
২১। কোনটি মিশ্র শব্দ?
ক. খ্রিষ্টাব্দ
খ. হাসপাতাল
গ. পাথর
ঘ. সমুদ্র
উঃ খ্রিষ্টাব্দ
২২। নিচের কোনটি তৎসম শব্দ?
ক. বৈষ্ণব
খ. হাত
গ. ধর্ম
ঘ. কুচ্ছিত
উঃ কুচ্ছিত
২৩। শব্দ যখন পদে পরিনত হয় তখন কিসে যুক্ত হয়?
ক. প্রত্যয় যুক্ত হয়
খ. অনুসর্গ যুক্ত হয়
গ. বিভক্তি যুক্ত হয়
ঘ. উপসর্গ যুক্ত হয়
উঃ বিভক্তি যুক্ত হয়
২৪। কুড়ি কোন ভাষার শব্দ??
ক. তদ্ভব
খ. বিদেশি
গ. তৎসম
ঘ. দেশি
উঃ দেশি
২৫। রূঢ়ি উদাহরণ কি?
ক. হস্তি
খ. জলধি
গ. সন্দেস
উঃ ক ও গ
২৬। কোনটা পরিভাষা শব্দ?
ক. পাউরুটি
খ. মাথা
গ. চাঁদ
ঘ. সচিব
উঃ সচিব
২৭। লুঙ্গি কোন ভাষার শব্দ?
ক. গুজরাটি
খ. বর্মী
গ. জাপানি
ঘ. ফার্সি
উঃ বর্মী
২৮। যৌগিক শব্দের উদাহরণ কী?
ক. মধুর
খ. বাঁশী
গ. বাবুগিরি
উঃ ক ও গ
২৯। পরিবর্তিত ইংরেজি শব্দ কোনটি?
ক. হাসপাতাল
খ. অফিস
গ. স্টেশন
ঘ. ফুটবল
উঃ হাসপাতাল
৩০। চাবি কোন ভাষার শব্দ?
ক. বাংলা
খ. পর্তুগিজ
গ. ফারসি
ঘ. গুজরাটি
উঃ পর্তুগিজ
Bangla 2nd Paper SSC 2025 MCQ suggestion-5:আজকের সেশন ছিল এসএসসি শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ব্লগ। Bangla 2nd Paper SSC 2025 MCQ suggestion-5 বহুনির্বাচনী প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়া হলো।
বাংলা ২য় পত্র সাজেশন SSC 2025 MCQ গুলো অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে PDF ।
সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন (erin)। ধন্যবাদ।