Articles: ইংরেজি শেখার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয় Articles বা আর্টিকেলস। অথচ বিষয়টি একেবারেই কঠিন নয়। একটু মনোযোগ দিয়ে নিয়মগুলো মনে রাখলে খুব সহজেই বোঝা যায় কোন সময়ে A, An, The ব্যবহার করতে হবে।
আজকে আমরা আলোচনা করবো একেবারে সহজ ভাষায়, বাস্তব উদাহরণসহ আর্টিকেলস নিয়ে বিস্তারিত।
Articles কি?
Articles বা আর্টিকেলস হলো এমন শব্দ যা কোনো noun ( বিশেষ্য) এর আগে বসে সেই noun এর অর্ধেক স্পষ্ট বা সীমাবদ্ধ করে।
ইংরেজিতে দুই ধরনের Articles আছে ;
1.Indefinite Articles – A, An
3. Definite Article – The
Use of Indefinite Articles
1.A – A ব্যবহার করা হয় consonant sound দিয়ে শুরু হওয়া শব্দের আগে।
অর্থ : “একটি/ কোনো একটি”
উদাহরণ :
I saw a cat in the street ( আমি রাস্তায় একটি বিড়াল দেখেছি)
He bought a book yesterday. ( সে গতকাল একটি বই কিনেছে)
2. An ব্যবহার করা হয় vowel sound (অ, আ, ই, ঈ, উ, ঊ, এ, ঐ, ও, ঔ ধ্বনি) দিয়ে শুরু হওয়া শব্দের আগে।
অর্থ : “একটি/ কোনো একটি
উদাহরণ :
She is an artist. ( সে একজন শিল্পী)
I saw an elephant in the zoo. ( আমি চিড়িয়াখানায় একটি হাতি দেখেছি)
কিছু বিশেষ শব্দের উপর খেয়াল রাখতে হবে এন ব্যবহার করার ক্ষেত্রে। যেমন: “ An hour, Honour, Honest etc ( কারণ hour, Honour, Honest শব্দে প্রথমে silent থাকে ‘h’, উচ্চারণ শুরু হয় “our”, onour, onest দিয়ে যা vowel sound)
Definite Article (The)
The হলো definite article। এটি ব্যবহার করা হয় যখন কোনো নির্দিষ্ট বা জানা বিশেষ্যের কথা বলা হয়।
Definite Article (The)
The হলো definite article। এটি ব্যবহার করা হয় যখন কোনো নির্দিষ্ট বা জানা বিশেষ্যের কথা বলা হয়।
The ব্যবহারের নিয়ম:
১। একটি নির্দিষ্ট বস্তু বোঝাতে
Please close the door (দরজাটা বন্ধ করো) এখানে দরজা টি নির্দিষ্ট দরজা
২। বিশ্বে একটিই আছে এমন জিনিস বোঝাতে
The sun rises in the east. ( সূর্য পূর্ব দিকে ওঠে।)
The moon looks bright tonight. (আজ রাতে চাঁদ উজ্জ্বল দেখাচ্ছে)
৩। নদী, সমুদ্র, মহাসাগর, মরুভূমি, পাহাড়শ্রেণী, বিখ্যাত স্থানের আগে।
The Ganges
The Pacific Ocean
The Himalayas
The taj Mahal
৪।