অনার্স ১ম বর্ষ ভৌত রসায়ন-১ শর্ট সাজেশন: আজকের সেশনে আলোচনা করা হবে অনার্স ১ম বর্ষ ভৌত রসায়ন ১ অনার্স প্রথম বর্ষের বোর্ড প্রশ্ন ভিত্তিক প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। সকল বোর্ড এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন এনালাইসিস করে সাজেশন গুলো দেওয়া হচ্ছে। সাজেশন একে আছে খুবি গুরুত্বপূর্ণ কিছু সাজেশন। রসায়ন ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই সেশনটি। ভৌত রসায়ন হলো বিজ্ঞান বিষয়ক জ্ঞান আরোহন করতে সাহায্য করে। রসায়নের রহস্য জানতে এটি খুবি গুরুত্বপূর্ণ অবদান রাখে। অনার্স শ্রেণীর জন্য সকল বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান। এখন শুরু করি ক,খ ও গ বিভাগের প্রশ্ন ও উত্তর নিম্নে দেওয়া হলো :
অনার্স ১ম বর্ষ ভৌত রসায়ন-১ শর্ট সাজেশন:
ক বিভাগ প্রশ্ন ও উত্তর:
১. কম্পন স্বাতন্ত্র মাত্রা কাকে বলে?
উত্তর : কম্পন স্বাতন্ত্র মাত্রা হল একটি দোলক বা কম্পনকারী বস্তুর কম্পনের গুণগত বৈশিষ্ট্য যা তার প্রাকৃতিক কম্পনের নির্দিষ্ট হারের সাথে সম্পর্কিত। এটি মূলত সেই কম্পনমাত্রা যেখানে কোনো বস্তুর শক্তি শোষণ সর্বাধিক হয় এবং এটি বস্তুর ভর ও কঠোরতার উপর নির্ভর করে।
২.পরমশূন্য তাপমাত্রা কাকে বলে?
উত্তর : পরম শূন্য তাপমাত্রা হল তাপমাত্রার একটি তাত্ত্বিক সীমা যেখানে কোনো বস্তুর কণাগুলির তাপগতিশক্তি সর্বনিম্ন হয়। এই তাপমাত্রায় কোনো বস্তুতে কোনো তাপীয় গতিশীলতা থাকে না। এর মান শূন্য কেলভিন (0 K) বা -273.15 ডিগ্রি সেলসিয়াস।
৩. বয়েলের সূত্র কি?
উত্তর : বয়েলের সূত্র হল একটি গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক নির্দেশকারী একটি পদার্থবিজ্ঞানের সূত্র। এটি বলে: নির্দিষ্ট তাপমাত্রায় একটি গ্যাসের চাপ তার আয়তনের সাথে ব্যাস্তানুপাতিক।
গাণিতিকভাবে: Px অথবা, P × V = স্থির যেখানে P হল চাপ, V হল আয়তন।
৪.পৃষ্ঠতল টান কি?
উত্তর : পৃষ্ঠতল টান হল তরলের পৃষ্ঠে কণা বা অণুগুলির মধ্যে সংঘটিত আন্তঃআণবিক আকর্ষণের কারণে সৃষ্ট একটি প্রাকৃতিক শক্তি। এটি তরলের পৃষ্ঠকে সংকুচিত রাখতে সাহায্য করে এবং তরলের পৃষ্ঠকে স্থিতিস্থাপক পাতলা স্তরের মতো আচরণ করায়।
৫. তরলের বাষ্পচাপ কি?
উত্তর : তরলের বাষ্পচাপ হল একটি তরল পদার্থ থেকে বাষ্পে রূপান্তরিত কণাগুলির দ্বারা সৃষ্ট চাপ। এটি তরলের উপরে উপস্থিত বাষ্পের স্থির অবস্থায় চাপ পরিমাপ করে। বাষ্পচাপ তরলের তাপমাত্রার উপর নির্ভর করে এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে এটি বৃদ্ধি পায়।
৬. দ্রাব্যতা কাকে বলে?
উত্তর : কোন নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে দ্রবের সে পরিমাণকে ঐ তাপমাত্রায় ঐ দ্রবের দ্রাব্যতা বলে। যেমন- 80°C তাপমাত্রায় 100 গ্রাম পানিতে 36 গ্রাম NaCl দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। সুতরাং 80°C তাপমাত্রায় পানিতে NaCl এর দ্রাব্যতা 36।
৭. K₁ ও K.. এর মধ্যে সম্পর্ক লিখ। [জা.বি. ২০১০ ২০১২]
উত্তর: K., ও K এর মধ্যে সম্পর্ক হলো Kp = K. (RT) An
৮. , K₂ ও K₁ এর মধ্যে সম্পর্ক লিখ।
উত্তর: K₂ এবং K₁ এর মধ্যে সম্পর্ক হলো রাসায়নিক বিক্রিয়ার তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থান ধ্রুবক কিভাবে পরিবর্তিত হয় তা নির্দেশ করে।
এটি ভ্যান্ট হফ সমীকরণ দ্বারা নির্ণীত হয়: In -ΔΗ R 1 1 2 K1
যেখানে: K₁ এবং K2 হলো দুটি ভিন্ন তাপমাত্রায় অবস্থান ধ্রুবক।
ΔΗ হলো বিক্রিয়ার এনথ্যালপি পরিবর্তন।
R হলো গ্যাস ধ্রুবক।
- T₁ এবং T₂ হলো তাপমাত্রা (কেলভিনে
Kp, K. ও Kx এর মধ্যে সম্পর্ক হলো Kp =
- (RT) An = Kx (P) Δn
৯. এন্ট্রপি কি?
উত্তর : এন্ট্রপি (S) হল একটি পদার্থ বা সিস্টেমের বিশৃঙ্খলার বা এলোমেলোেতার পরিমাণ পরিমাপ করার একটি পরিমাপক। এটি একটি তাপগতীয় বৈশিষ্ট্য যা সিস্টেমের শক্তির বিস্তার বা বিভাজনের মাত্রা নির্দেশ করে।
কোনো প্রক্রিয়ায় এন্ট্রপির বৃদ্ধি মানে বিশৃঙ্খলার বৃদ্ধি।
তাপগতীয়ভাবে, এটি সংজ্ঞায়িত হয়:
AS = Prev T
যেখানে Qrev হলো বিপরীত প্রক্রিয়ার তাপ এবং T হলো তাপমাত্রা।
১০. বিয়োজন ধ্রুবক কি?
উত্তর : বিয়োজন ধ্রুবক (Ka) হলো একটি রাসায়নিক বিক্রিয়ার অবস্থান ধ্রুবক যা জটিল গঠনের বিপরীত প্রক্রিয়ার (বিয়োজন) জন্য ব্যবহৃত হয়।
Kd [P][L] [PL]
যেখানে:
- [P] = মুক্ত প্রোটিন বা অংশের ঘনত্ব।
- [L] = মুক্ত লিগ্যান্ডের ঘনত্ব।
[PL] = গঠিত কমপ্লেক্সের ঘনত্ব।
বিয়োজন ধ্রুবক একটি সিস্টেমের স্থায়িত্ব নির্দেশ করে। নিম্ন Ka মানলে স্থায়িত্ব বেশি এবং উচ্চ Kd মানলে স্থায়িত্ব কম।
ভৌত ১ রসায়ন সাজেশন খ ও গ বিভাগ প্রশ্ন
১.আণবিক ব্যাস ও সংঘর্ষ ব্যাসের সংজ্ঞা দাও। দেখাও যে, আণবিক ব্যাস অপেক্ষা সংঘর্ষ ব্যাস বৃহত্তর।
২.একটি গ্যাস মিশ্রণে কোনো একটি উপাদানের মোল ভগ্নাংশ ও আংশিক চাপের মধ্যে সম্পর্ক স্থাপন কর।
৩.গ্যাসের গতীয় সমীকরণ থেকে বর্গমূল গড় বর্গবেগ সমীকরণটি প্রতিপাদন কর।[জ.বি. ২০১৬/)
৪.সম্ভাব্যতম বেগ বলতে কী বুঝ? কোনো গ্যাসের বর্গমূল গড় বর্গমূল গড় বর্গবেগের মান সম্ভাব্যতম বেগের মানের চেয়ে অধিক ব্যাখ্যা কর।
৫.গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে অ্যাভোগাড্রোর সূত্র প্রমাণ কর। (জা.বি. ২০০৫, ২০০৭, ২০১৩)
৬.আদর্শ গ্যাসের গতীয় স্বীকার্য হতে PV = = mnc² সমীকরণটি উপপাদন কর।
অথবা, PV = 3 mnc² সমীকরণটি প্রতিপাদন কর।
[জা.বি. ২০১০, ২০১২, ২০১৫, ২০১৭, ২০২০)
অথবা, গ্যাসের গতি তত্ত্বের মূল স্বীকার্যগুলো হতে PV = 3 PV = 3 mnc² সমীকরণটি উপপাদন কর।
৭.গ্রাহামের ব্যাপন সূত্রটি লেখ এবং প্রতিপাদন কর।
৮. গ্যাসের গতিতত্ত্ব বা গতীয় সমীকরণে হতে নিম্নোক্ত সূত্রগুলো উপপাদন কর :[জা.বি. ১৯৯৫, ২০০৭)
.(i) বয়েলের সূত্র;
(ii) চার্লসের সূত্র প্রতিপাদন;
(iii) গ্রাহামের ব্যাপন সূত্র প্রতিপাদন;
[জা.বি. ১৯৯৫, ১৯৯৮, ২০০৬/
(৯). 300K তাপমাত্রায় 1 atm চাপে PCI, এর ৪০% বিয়োজিত হয়। Kp এর মান নির্ণয় কর। (ii) 10 mol PC15 কে 2.0L; আবদ্ধ পাত্রে উত্তপ্ত করা হলো সাম্যবস্থায় 40% PCI, বিয়োজিত হয়।
১০. বিক্রিয়াটির সাম্য ধ্রুবক হিসাব কর।
১১. 606 k তাপমাত্রায় HI 35% বিয়োজিত হয়ে। k. এবং k, নির্ণয় কর। [জা. বি. ২০০৯, ২০১১/
PC13(g) PCl3(g) + Cl2(g). [জা. বি. ২০১০, ২০১৬/
১২. উপর্যুক্ত বিক্রিয়াটিতে PCI, এর প্রারম্ভিক পরিমাণ 1.0 মোল এবং বিয়োজন মাত্রা x হলে এর Kp রাশিমালা উপপাদন কর।
১৩. 395°C তাপমাত্রায় এবং 1 atm চাপে COCl2(g)CO(g) + Cl₂(g) বিক্রিয়াটির সাম্য ধ্রুবক, kp = 4.44 x 10²। ঐ তাপমাত্রায় COCI₂ -এর বিয়োজন মাত্রা নির্ণয় কর।
১৪. 490°C তাপমাত্রায় H₂(g) + I₂(g) 2HI (g) এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান 45.9। ঐ তাপমাত্রায় 1L আয়তনের একটি বাক্সে 1 mol H₂ ও I₂ প্রবিষ্ঠ করবে সাম্যাবস্থায় ঐ বাক্সে এদের শেষ গাঢ়ত্ব কত হবে?
১৫. 500°C তাপমাত্রায় N₂ + 3H2 2NH₃ উভমুখী বিক্রিয়ার জন্য k, এর মান হয় 1.44 × 105 atm², যখন গ্যাসসমূহ আদর্শভাবে আচরণ করে। গাঢ়ত্বকে mol/L হিসেবে নিয়ে এই বিক্রিয়ার k. এর মান গণনা কর।
আজকের সেশনের বিভাগের প্রশ্ন গুলোর পিডিএফ পেতে ক্লিক করুন ANSWER SHEET এ। সাথে আপনার ডিপার্টমেন্টের সকল নতুন সাজেশন আপলোডের সাথে নোটিফিকেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন টি অল করে রাখুন ধন্যবাদ।