অর্থনীতি দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্ন – প্রথম অধ্যায় (HSC). আজকের সেশন টি থাকবে এইচএসসি পরীক্ষার পূর্বে রিভিশন পর্যায়ে প্রেকটিসের জন্য গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি। অধয়ায় ভিত্তিক। (বাংলাদেশের অর্থনীতির পরিচয়) .বহুনির্বাচনি প্রশ্ন : অধ্যায় -১। অর্থনীতি ২য় পত্র – এইচএসসি ২০২৫. অধ্যায় -১।অর্থনীতি ২য়.প্রথম অধ্যায় অর্থনীতি ২য় পত্র – বহুনির্বাচনি প্রশ্ন এইচএসসি ২০২৫.
বোর্ড থেকে
১. কোন যুগে বাংলার কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ্য করা যায়?
ক।সুলতানি যুগ
খ। মধ্য যুগ
গ। মুসলিম যুগ
ঘ। ইংরেজ যুগ
উত্তর : গ
২. মুসলিম যুগের অর্থনীতির সময় কাল কোনটি?
ক। ১২০০-১৭৫৭
খ। ১১০০-১২৫৭
গ। ১২০০-১৮৫৮
ঘ। ১১০০-১৭৫৭
উত্তর : ক
৩. সামাজিক অবকাঠামোর উপাদান কোনটি?
ক। ডাক ও যোগাযোগ
খ। সেতু
গ। জনস্বাস্থ্য
ঘ। সম্পদ
উত্তর : গ
৪. পাট,ইক্ষু, ধান কোন মাটিতে ভালো জন্মায়?
ক। দোআঁশ মাটি
খ। এঁটেল মাটি
গ। সমতল মাটি
ঘ। পাহাড়ি মাটি
উত্তর : ক
৫. বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
ক। বিষুব রেখা
খ। মেরুবৃত্রিয়
গ। কর্কটক্রান্তি
গ। উত্তরক্রান্তি
উত্তর : গ
৬.মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার?
ক। ৩৮০
খ। ৬৮০
গ। ৫৮০
ঘ। ২৮০
উত্তর : ঘ
৭. সর্ব প্রথম কোন বিদেশি বনিকরা বাংলাদেশে আসে?
ক। ইংরেজরা
খ। বনিকরা
গ। পর্তুগিজরা
ঘ। ফরাসীরা
উত্তর : গ
৮. কত সালে ভারতবর্ষ কে দুই ভাগে ভাগ করা হয়েছে?
ক। ১৯৪৭
খ। ১৮৪৭
গ। ১৭৪৭
ঘ। ১৬৪৭
উত্তর : ক
প্রথম পর্ব
৯. SDG কী?
ক। Sustainable developed goal
খ। Sustainable Development Goal
গ। Sustainable demographic goal
ঘ। Sustainable Development Goals
উত্তর : খ
১০. কোন শাসক সর্ব প্রথম বাংলার মুদ্রা প্রচলন করেন?
ক। আলাউদ্দিন হোসেন শাহ
খ। আলাউদ্দিন বিল্লাল শাহ
গ। গিয়াসউদ্দিন আযম শাহ
ঘ। শামসুদ্দিন ফিরোজ শাহ
উত্তর : ঘ
১১. বাংলার অর্থনৈতিক ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা হয়?
ক। পাঁচটি
খ। চারটি
গ। তিনটি
ঘ। দুইটি
উত্তর: ক
১২. আদিকালে বাংলায় কারা বসবাস করত?
ক। গ্রিকরা
খ। রোমানরা
গ। অনার্যরা
ঘ। আর্যরা
উত্তর : গ
১৩. দাস প্রথা কোন যুগে বিরাজমান ছিল?
ক। ইংরেজ
খ। আরব্য
গ। আদি হিন্দু
ঘ। মুসলিম
উত্তর : গ
১৪. বিনিময় প্রথা কাদের আগমনের সময় বিদ্যমান ছিল?
ক। আর্যরা
খ। হিন্দু
গ। অনার্যরা
ঘ। ইহুদি
উত্তর: ক
১৫. বাংলাদেশের মোট অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক। ১০০
খ। ২০০
গ।২১০
ঘ। ২০১
উত্তর : খ
১৬. বাংলাদেশের আঞ্চলিক সমুদ্র সীমা কত?
ক। ৯ নটিক্যাল মাইল
খ। ১০ নটিক্যাল মাইল
গ। ১১ নটিক্যাল মাইল
ঘ। ১২ নটিক্যাল মাইল
উত্তর : ঘ
১৭. কোনটি প্রাচীন বাংলার ঐতিহ্য?
ক। মাটির হাড়ি
খ। গোলা ভরা ধান
গ। বগুড়ার দই
ঘ। মসলিন কাপড়
উত্তর : ঘ
১৮. কোন যুগে আধুনিক মুদ্রা প্রচলন হয়?
ক। মুসলিম
গ। আদি হিন্দু
ঘ। ব্রিটিশ
গ। ইংরেজ
উত্তর : ক
১৯. কত ধরনের মসলিন কাপড় উৎপাদিত হতো বাংলায়?
ক। ৬ ধরনের
খ। ২১ ধরনের
গ। ১১ ধরনের
ঘ। ১২ ধরনের
উত্তর : ঘ
২০. কারা দেশে রেমিট্যান্স প্রেরন করে?
ক। শ্রমিকরা
খ। বিদেশিরা
গ। বাঙালিরা
ঘ। প্রবাসীরা
উত্তর : ঘ
দ্বিতীয় পর্ব
২১. কোনটি অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য?
ক। ঋণ
খ। ডলার
গ। মূলধন
ঘ। সম্পদ
উত্তর : গ
২২. কোনটি মূলধন গঠনে অপরিহার্য?
ক। ঋণ
খ। সঞ্চয়
গ। বিনিয়োগ
ঘ। মাথাপিছু আয়
উত্তর : খ
২৩. বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক। ৫ প্রকার
খ। ৪ প্রকার
গ। ৩ প্রকার
ঘ। ২ প্রকার
উত্তর : গ
২৪. কোনটি বাংলাদেশের অর্থনীতির একক বৃহত্তর খাত?
ক। চিকিৎসা খাত
খ। শিল্প খাত
গ। সেবা খাত
ঘ৷ উৎপাদন খাত
উত্তর : গ
২৫. বাংলাদেশের মোট কত ভাগ শ্রম শক্তি কৃষি খাতে দেওয়া হয়।
ক। ৪৯.৫০ %
খ। ৩৫.৪০ %
গ। ৪০.৭৮ %
ঘ। ৪০.৬০%
উত্তর : ঘ
২৬. বাংলাদেশের স্থানীয় সময় GMT থেকে কত ঘন্টা আগে?
ক। ৫ ঘন্টা
খ। ৬ ঘন্টা
গ। ৭ ঘন্টা
ঘ। ৪ ঘন্টা
উত্তর : খ
২৭. বাংলাদেশের মোট ভূমিতে শতকরা কত ভাগ বনাঞ্চল রয়েছে?
ক। ১১
খ। ১৩.৫৬
গ।১৪.৭৫
ঘ। ১৫.৭৯
উত্তর : ঘ
২৮.পৃথিবীর সর্ব বৃহৎ টাইডাল বনভূমি কোন দেশে অবস্থিত?
ক। বাংলাদেশে
খ। মায়ানমারের
গ। চীনে
ঘ। ভারতে
উত্তর : ক
২৯. বাংলাদেশের উষ্ণতম মাসের নাম কি?
ক। এপ্রিল
খ। মে
গ। জুন
ঘ। জুলাই
উত্তর : ক
৩০. ১৯৪৭ সালে কয়টি রাষ্ট্রের জন্ম হয়?
ক। ২
খ। ৩
গ। ৪
ঘ। ৫
উত্তর : ক