বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন কবিতা( প্রতিদান )। HSC -2025. আজকের আলোচনা হলো বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন সাহিত্য পাঠ বইয়ের কবিতা: প্রতিদান থেকে লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রতিটি কবিতার জন্য পৃথক সাজেশন দেওয়া হয়েছে ওয়েবসাইটে। শর্ট সিলেবাসে পরীক্ষা হবে ২০২৫ সালের HSC পরীক্ষার্থীদের। এই ব্লগ টি তাদের জন্যও এবং সম্পূর্ণ সিলেবাসের শিক্ষার্থীদের জন্যও এটি। তাই সকলেই এটি পড়তে পারবেন পরীক্ষার পূর্বে অনুশীলন হিসেবে। সকল বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে এই ব্লগটি বানানো হয়েছে আপনাদের একটু উপকারের সার্থে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান। ব্লগটির নিচে পিডিএফ এড করে দেওয়া হয়েছে অফলাইনেও পড়তে পারবেন পিডিএফ টি ডাউনলোড করলে। চলুন শুরু করি প্রতিদান কবিতার সৃজনশীল প্রশ্ন ও সাজেশন। নিচে সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো :
বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন কবিতা প্রতিদান সৃজনশীল প্রশ্ন
১. ‘মরাঠা দস্যু আসিছে রে ওই, কারো কারো সবে সাজ’
আজমির গড়ে কহিলা হাঁকিয়া দুর্গেশ দুমরাজ।
মাড়োয়ার হতে দূত আসি বলে, ‘ বৃথা এ সৈন্যসাজ।
হেরো এ প্রভুর আদেশপত্র দুর্গেশ দুমরাজ
রাজপুত সেনা সরোষে শরমে ছাড়িল সমরসাজ
নীরবে দাঁড়ায়ে রহিল তোরণে দুর্গেশ দুমরাজ।
গেরুয়াবসনা সন্ধ্যা নামিল পশ্চিম – মাঠ- পারে,
মরাঠা সৈন্য ধুলা উড়াইয়া থামিল দুর্গদ্বারে।
দুয়ারের কাছে কে ওই শায়ান – ওঠো ওঠো, খেলো দ্বার।
নাহি শোনে কেহ ; প্রানহীণ দেহ সাড়া নাহি দিল আর।
প্রভুর কর্মে বীরের ধর্মে বিরোধ মিটাতে আজ
দূর্গ দুয়ারে ত্যজিয়াছে প্রাণ দুর্গেশ দুমরাজ।।
ক। কবি জসীমউদ্দিন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন?
খ। ‘প্রতিদান’ কবিতায় কবি কোন বিষয়ে আলোকপাত করেছেন? আলোচনা কর।
গ। উদ্দীপকটি প্রতিদান কবিতার কোন দিকটি নির্দেশ করেছে? আলোচনা কর।
ঘ। উদ্দীপকে ‘প্রতিদান’ কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে, তা ব্যাখ্যা কর নিজস্ব মতামতে।
২. এক বুড়ি হযরত মোহাম্মদ (স.) এর চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো এবং পথ চলতে নবির পায়ে কাটা ফুটলে আনন্দিত হতো। একদিন পথে কাঁটা না দেখে নবিজী ভাবলেন বা চিন্তায় পড়ে গেলেন এবং বুড়ির বাড়িতে গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ। নবি (স.) কে দেখে বুড়ি ভীত হলেন। তিনি বুড়িকে ক্ষমা করে দিলেন এবং সেবাযত্ন দিয়ে সুস্থ করে তুললেন।
ক। প্রতিদান কবিতাটির লেখক কে?
খ। ‘প্রতিদান’ কবিতার মূলভাব কী?
গ। উদ্দীপকটি ‘প্রতিদান’ কবিতার কোন দিকটি সাদৃশ্য পূর্ণ রয়েছে ? আলোচনা কর।
ঘ। “ উদ্দীপক ও প্রতিদান “ কবিতার ভাবার্থ ধারণ করলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব” বক্তব্য টি বিশ্লেষণ কর।
৩. পরপীড়া পটিহার, পূর্ণ পরিতোষ।
সদানন্দে পরিপূর্ণ স্বভাবের দোষ।।
নাহি চায় আপনার পরিবার সুখ।
রাজ্যের কুশল কার্যে সদা হাস্যমুখ।।
কেবল পরের হিতে প্রেম লাভ যায়
মানুষ তারেই বলি, মানুষ কে আর?
ক। কবি কার কূল বাঁধেন?
খ। “কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি কনমভর” চরণটি ব্যাখ্যা কর।
গ। উদ্দীপকে ‘ প্রতিদান’ কবিতার প্রতিফলিত দিক কোনটি?
ঘ। উদ্দীপকের কবির আশঙ্কার মানুষই প্রতিদান কবিতার, কবি — মন্তব্য টি বিচার কর।
বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন কবিতা( প্রতিদান ) HSC -2025 পোস্টটির নিচের অংশে দেখতে পাবেন ANSWER SHEET একটি অপশন রয়েছে।
৪. কিছু দূর যেতে উট হতে নামি কহিলে ভৃত্যে, “ ভাই পেরেশান বড় হয়েছে চলিয়া! এইবার আমি যাই উস্ট্রের রশি ধরিয়া অগ্রে, তুমি উঠে বস উটে,
তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে।”
ক। ‘ প্রতিদান’ শব্দের অর্থ কি?
খ। ‘ প্রতিদান’ কবিতায় প্রতিদান হিসেবে কী কী করতে চেয়েছেন?
গ। উদ্দীপকের সাথে আলোচ্য বিষয়টির সাদৃশ্য প্রতিফলিত দিক কোনটি?
ঘ। উদ্দীপকটি কি আলোচ্য কবিতার সম্পূর্ণ ভাবে প্রতিফলিত হয়েছে ?
৫. দেখিনু সে দিন রেলে
কুলি বলে এক বাবু সাব
তারে ঠেলে দিলে নিচে ফেলে।
তথ্য সূত্রে : কুলি মজুর – কাজী নজরুল ইসলাম
ক। প্রতিদান কি?
খ। ‘ প্রতিদান’ কবিতার মূল উদ্দেশ্য বা মূলভাবটা কি ?
গ। উদ্দীপকের বাবু সাব এর সাথে প্রতিদান কবিতার কার বৈসাদৃশ্য রয়েছে?
ঘ। উদ্দীপকটি আলোচ্য কবিতার সম্পূর্ণ বিপরীত __ মন্তব্যটি বিচার কর।
৬. হামিদ একদিন একটি কেন্দ্র পরিদর্শন করিতে গিয়াছে। দেখিল রিলিফ কমিটির তাম্বুর সামনে কাতার করিয়া শ দুই অর্ধনগ্ন স্ত্রী পুরুষ ছেলে বুড়ো বালক বালিকা টিকিট হাতে করিয়া বসিয়া আছে। রিলিফ অফিসারের নিয়ম কড়া। সহায্যপ্রার্থীর সকলকেই উপস্থিত হইতে হইবে এবং টিকিট দেখাইয়া সাহায্য গ্রহণ করিতে হইবে। মেয়েদের কোলে অশান্ত শিশুগুলি ক্ষুধার তাড়নায় হাত-পা ছড়াছড়ি করিতেছে।
হামিদের গা কাটা দিয়া উঠিল। কেন্দ্রের ভার প্রাপ্ত কর্মীকে সে বলিল, ‘ইহাদের বসাইয়া রাখিয়াছেন কেন? বিদায় করিয়া দিন না!
ক। কে সুন্দর ও নিরাপদ পৃথীবি নির্মাণ করতে পারে?
খ। কবি কার বুক ভরিয়ে দিতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
গ। উদ্দীপকের এর সাথে প্রতিদান কবিতার কতটুকু বৈসাদৃশ্য রয়েছে?
ঘ। উদ্দীপকটি আলোচ্য কবিতার সম্পূর্ণ একমত কি না __ মন্তব্যটি বিচার কর।
এই সাজেশন টি দেওয়া হয়েছে সকল বোর্ড থেকে বিবেচনা করে। এটি সকল বোর্ড পরীক্ষা এইচএসসি শিক্ষার্থীদের জন্য তৈরি করা হল।
৭. বাদশা বাবর কাদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর –
পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। …………………………….
হনকালে এক দরবেশ উঠি কহিলেন —সুলতান, সবচেয়ে শ্রেষ্ঠ যে-ধন দিতে যদি পার দান,
খুশি হয়ে তবে বাঁচাবো আল্লাহ বাদশাহ জাদার প্রাণ। ……………………………
তাই যদি হয়, প্রস্তুত আমি দিতে সেই কোরবানি, ……………………………
মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারি আপন প্রাণ,
তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান।’
ক। প্রতিদান কবিতায় কি ভাঙার কথা বলা হয়েছে?
খ। কবির অন্যের ঘর বাধার মধ্য দিয়ে কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
গ। ‘প্রতিদান’ কবিতায় প্রতিদান হিসেবে কবি কী কী করতে চেয়েছেন?
ঘ। ঊদ্দীপকটি ‘প্রতিদান’ কবিতায় সম্পূর্ণ ভাব ধারণ করে কি? ব্যাখ্যা কর।
৮. দেখিনু সে দিন রেলে কুলি বাবু সাব তারে ঠেলে দিলে নিচে ফেলে। সূত্র : কুলি মজুর
ক। জসিমউদদীনের পিতার নাম কি?
খ। কবি কার জন্য জেগে থাকেন?
গ। উদ্দীপকের এর সাথে প্রতিদান কবিতার কতটুকু বৈসাদৃশ্য রয়েছে?
ঘ। ঊদ্দীপকটি ‘প্রতিদান’ কবিতায় সম্পূর্ণ ভাব ধারণ করে কি? ব্যাখ্যা কর।
ANSWER SHEET
উপরে ৮ টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। সৃজনশীল প্রশ্ন গুলো সেভ রাখার জন্য ANSWER SHEET ক্লিক করে PDF Download করে রাখুন।
সকল বিষয়ের সাজেশন পেতে ওয়েবসাইটে ফলো করুন। সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুনকোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন (ERIN) ধন্যবাদ।