সমাজবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

সমাজবিজ্ঞান ২য় পত্র: ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

সমাজবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

১. ১৮৩৯ সালে ফ্রান্সে একটি সামাজিক বিজ্ঞানের জন্ম হলেও বাংলাদেশে ১৯৫৭ সালে বিকাশ লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়। আর সেজন্য তাঁকে এ বিজ্ঞানটির বাংলাদেশের জনক বলে অভিহিত করা হয়। একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এ সামাজিক বিজ্ঞানটির অধ্যয়ন অত্যন্ত জরুরি।

ক. Positive Philosophy গ্রন্থটি কার লেখা?
খ. নবান্ন উৎসব কী বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে কোন অধ্যাপকের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিজ্ঞানটির পঠন-পাঠন অত্যন্ত জরুরি- মতামত দাও

২. প্রতিষ্ঠিত প্রকৌশলী ইসতিয়াক আহমেদ গ্রামের ছেলে হলেও ঢাকায় বসবাস করছেন। নিজ গ্রামের ছাত্রদের মাল্টিমিডিয়ার মাধ্যমে উন্নতর শিক্ষাদানের জন্য তিনি নিজের নকশায় নিজ খরচে একটি স্কুল নির্মাণ করেন এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করেন। কিন্তু শিক্ষকবৃন্দ এসব সরঞ্জামাদি ব্যবহারে প্রশিক্ষিত না হওয়ার কারণে শিক্ষার মান নিম্নমুখীই রয়ে গেল।

ক. সংস্কৃতি কত প্রকার?
খ. জ্ঞবাংলাদেশে একটি মিশ্র সংস্কৃতি বিদ্যমান।” ব্যাখ্যা কর।
গ. ইসতিয়াক সাহেবের স্কুলের নকশা কোন সংস্কৃতির নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত স্কুলটির নিম্নমুখী শিক্ষা সংস্কৃতির কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ? বিশ্লেষণ কর।

৩. শফিক গত ঈদের ছুটিতে নরসিংদীতে বেড়াতে গিয়ে বেলাব থানা সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছে।

ক. মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
খ. লৌহকে কেন আধুনিক যুগের ভিত্তি বলা হয়? বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকে শফিকের পরিদর্শনকৃত প্রতড়বতাত্ত্বিক নিদর্শন কোনটি? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় উক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির গুরুত্ব বিশ্লেষণ কর।

৪. গ্রীষ্মের ছুটিতে কল্পনা চাকমা তার বান্ধবী সোমা আপাংদের ময়মনসিংহের বাড়িতে বেড়াতে গিয়ে অবাক হয়ে দেখল যে, পরিবারের সবকিছুই সোমা আপাং-এর মায়ের ইচ্ছায় হচ্ছে। আপাংদের সমাজে বিয়েতে পণ বা যৌতুক দেওয়া হয় না।

ক. রাখাইনরা কোন ধর্মাবলম্বী?
খ. জ্ঞসাঁওতালদের জীবিকার প্রধান উপায় কৃষি।” বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের সোমা আপাং কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. কল্পনা চাকমা ও সোমা আপাংদের সমাজ কাঠামো ভিনড়ব ধরনের।- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৫. গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে, কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।

ক. ছয়দফা কত সালে উত্থাপন করা হয়?
খ. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মাঝে নিহিত ছিল।” ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন ভাষণের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত ভাষণটির তাৎপর্য বিশ্লেষণ কর।

৬. পায়রা নদীর পাড়ের রতন মিয়া নদীর করাল গ্রাসে সর্বস্ব হারিয়ে স্ত্রীসন্তান নিয়ে ঢাকায় এসে রিকশা চালায় আর তার স্ত্রী গার্মেন্টসে চাকরি নেয়।

ক. ঘরবাড়ি সংস্কৃতির কোন ধরনের উপাদান?
খ. বাংলাদেশের শহরে জনসংখ্যার ঘনত্ব বেশি।- কথাটি বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকে রতন মিয়ার ঢাকা আসার কারণ ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, বিভিনড়ব সুযোগ-সুবিধার জন্যই মানুষ গ্রাম থেকে শহরমুখী হয়? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।

৭. সবুজ তার চাচার একমাত্র মেয়ে জেসমিনকে বিয়ে করে তার কর্মস্থলে বসবাস করে। একদিন কর্মস্থল থেকে ফিরে সবুজ তার স্ত্রীকে জানায় যে, গত বছর সড়ক দুর্ঘটনায় তার বন্ধু হাবিব নিহত হয়েছিল। আজ তার বিধবা স্ত্রী হাবিবের ছোট ভাই হাসিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।

ক. সমাজের ক্ষুদ্রতম সংগঠন কোনটি?
খ. সামাজিক নিয়ন্ত্রণে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে সবুজ ও জেসমিনের পরিবারটি কোন ধরনের পরিবার ব্যবস্থাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে হাবিবের বিবাহ রীতিটির সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।

৮. বহু বছর পর আসিফ সাহেব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে অবাক হয়ে লক্ষ করলেন যে, দেশে শিক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন হয়েছে। কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে। পেশায় বৈচিত্র্য বেড়েছে। নারীরাও গৃহকর্মের পাশাপাশি উপার্জনমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করছে।

ক. Globalization শব্দের অর্থ কী?
খ. গণমাধ্যম বাংলাদেশের সামাজিক পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করছে। বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকে আসিফ সাহেবের দেখা বিষয়গুলো সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি দ্বারা বেশি প্রভাবিত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সামাজিক পরিবর্তনগুলো আমাদের সমাজব্যবস্থাকে
সমৃদ্ধ করছে- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৯. বিয়ের দু’বছরের মাথায় রশিদ মিয়ার একটি কন্যা সন্তান জন্ম নেয়। সে মনে মনে খুবই অখুশি হয়। সে মনেপ্রাণে পুত্র সন্তান কামনা করেছিল। বিয়ের পাঁচ বছর পর যখন তার একটি পুত্র সন্তান জন্ম নিল, তখন তার কি আনন্দ! আনন্দে গ্রামের সবাইকে ডেকে ডেকে মিষ্টিমুখ করাল।

ক. ইভটিজিং-এর বাংলা প্রতিশব্দ কী?
খ. বেকারত্ব মাদকাসক্তির একটি অন্যতম প্রধান কারণ। ব্যাখ্যা কর।
গ. রশিদ মিয়ার মনোভাব বাংলাদেশের কোন সামাজিক সমস্যার পরিচয় বহন করে? ব্যাখ্যা কর।
ঘ. জ্ঞপিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থাই উক্ত মনোভাবের প্রধান কারণ।” বিশ্লেষণ কর।

১০. বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার যে প্রচেষ্টা চলছে সে প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ বেসরকারি সংস্থাগুলোর মধ্যে একটি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

ক. NGO’র পূর্ণরূপ কী?
খ. সামাজিক উন্নয়ন অর্থ মানুষের সামগ্রিক উন্নয়ন। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত নোবেলজয়ী সংস্থা কোনটি? ব্যাখ্যা কর।
ঘ. জ্ঞবাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।” তুমি কি এ বক্তব্যের সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

১১. জামালের মামা মো. আশ্রাফ আলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে জামাল তার মামাকে নির্বাচিত করার জন্য খুবই পরিশ্রম করেছে। কিন্তু সে অবাক হয়ে লক্ষ করল যে, তার দোস্ত নাফিসও তার পাশাপাশি যতটুকু সম্ভব ততটুকু শ্রম দিয়েছে।

ক. বর্ধিত পরিবারে কয় পুরুষের বাস থাকে?
খ. বিবাহ হলো এক ধরনের চুক্তি। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে জামাল ও নাফিস কোন ধরনের জ্ঞাতিসম্পর্কে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
ঘ. জ্ঞবাংলাদেশের গ্রামাঞ্চলে প্রয়োজনে আত্মীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।

১২. ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি বিষয়ে ভর্তি হয় রুনা। বিষয়টির আনুষ্ঠানিক সূচনা হয় ১৯২৫-২৬ শিক্ষাবর্ষে দর্শন বিভাগের নীতিশাস্ত্রের সাথে সমাজবিজ্ঞানের কিছু বিষয়বস্তু পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের সাথে পড়ানোর মাধ্যমে। পরবর্তীতে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয়টি সর্বপ্রম স্বতন্ত্র একটি বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। যার প্রম অধ্যক্ষ ছিলেন একজন ফরাসি নৃবিজ্ঞানী।

ক. সমাজবিজ্ঞানের জনক কে?
খ. বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে পাঁচ জনের নাম উল্লেখ কর।
গ. উদ্দীপকে রুনা যে বিষয়টি অধ্যয়ন করার জন্য ভর্তি হয়েছে তার বিকাশ ধারা ব্যাখ্যা কর।
ঘ. উক্ত বিষয়টি অধ্যয়ন করে কী কী জ্ঞান অর্জন করা যাবে বলে তুমি মনে কর? তোমার মতামত বিশ্লেষণ কর।

১৩. রবিন ছোটবেলা থেকেই শহরে বসবাস করছে। বাবার সাথে দাদার বাড়ি গ্রামে বেড়াতে গিয়ে সে দেখল, গ্রামের মানুষেরা সহজ-সরল, মিতব্যয়ী, আন্তরিক, বিনোদনপ্রিয়, শান্তিপ্রিয় ও ধার্মিক। অথচ শহরের মানুষের মধ্যে এর ভিন্নতা লক্ষ করা যায়।

ক. সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ ‘Culture’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
খ. সাংস্কৃতিক ব্যবধান বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির ধরন ব্যাখ্যা কর।
ঘ. ‘নগর সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতি থেকে ভিন্ন’ উক্তিটি বিশ্লেষণ কর।

১৪. দেখতে পায় সে। যারা পটুয়াখালী জেলায় অধিক সংখ্যায় বাস করছে। তাদের সমাজব্যবস্থা পূর্ণগণতান্ত্রিক। তাদের নেতা নির্বাচিত হয় পুরুষদের ভোটের মাধ্যমে। নির্বাচনে নারীরা অংশগ্রহণ করতে পারে না।

ক. নৃগোষ্ঠী কী?
খ. জুম চাষ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে রাইসা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে দেখতে পায়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত নৃগোষ্ঠীর বিবাহ ব্যবস্থার সাথে কি আধুনিক সমাজের বিবাহ ব্যবস্থার সাদৃশ্য বিদ্যমান রয়েছে? বিশ্লেষণ কর।

১৫. ২১ ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে সহপাঠীদের সাথে শহিদ মিনারে ফুল দিতে যায় নিলয়। এরপর এদিনটি উপলক্ষে কলেজে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে একজন স্যার বলেন, আজ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। এদিনটিতে বুকের তাজা রক্ত ঝরিয়েছেন ছাত্র-শিক্ষকসহ বাংলার জনতা।

ক. যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়?
খ. ছয় দফা কর্মসূচি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘উক্ত আন্দোলনটির সফলতায় বাঙালির জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছিল’ বিশ্লেষণ কর।

১৬. প্রবাসী কমল দীর্ঘদিন পর গ্রামে ফিরে এসে অবাক হয়ে যান। গ্রামের ঘরে ঘরে বিদ্যুতের ব্যবহার হচ্ছে। ডিস এ্যান্টেনার কারণে গ্রামের মানুষ বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠান উপভোগ করছে। মেয়েরা বিদ্যালয় ও কলেজে যাচ্ছে। গ্রামের অনেকেই সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি করছে। কৃষকরা ঘরে বসেই কৃষির বিভিন্ন তথ্য জানতে পারছে মোবাইলের মাধ্যমে।

ক. Globalization শব্দের বাংলা প্রতিশব্দ কী?
খ. জেন্ডার ধারণাটি কেন ব্যবহৃত হয়?
গ. উদ্দীপকে গ্রামীণ সমাজজীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন এসেছে? ব্যাখ্যা কর।

১৭. রাজশাহী বিভাগের জেলা শহরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন জামান সাহেব। সম্প্রতি এ জেলা শহরে অনেক কলকারখানা গড়ে উঠেছে। শহরের বাইরের মানুষ এখন আর চাষাবাদে পূর্বের মতো আগ্রহী নয়। ইটের তৈরি বাড়িঘরে প্রায় মানুষ বসবাস করছে। বিগত দশ বছরের তুলনায় মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে।

ক. Ageism শব্দের অর্থ কী?
খ. টেকসই উন্নয়ন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে শহরের সামাজিক পরিবর্তনে যে উপাদানটি লক্ষ করা যায় তার ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে কলকারখানার ব্যাপক বিস্তার কৃষিক্ষেত্র ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে বলে তুমি মনে কর? মতামত দাও।

১৮. রহিমার গায়ের রং কালো। তাই বিয়ে দেওয়ার সময় তার বাবা পাত্রপক্ষকে স্বর্ণালঙ্কার, গৃহস্থালি সামগ্রী, মোটর সাইকেল ও নগদ অর্থসহ অনেক উপহার প্রদান করেন। কিছুদিন পরে পাত্রপক্ষ আরও অনেক কিছু দাবি করে এবং রহিমাকে নানান কটূক্তি করে। পাত্রপক্ষের চাহিদা মেটাতে পারেনি বলে রহিমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। অবশেষে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

ক. জ্ঞাতি সম্পর্ক কয় প্রকার?
খ. কর্মজীবী নারীরা নিরাপত্তাহীনতায় ভোগে কেন?
গ. উদ্দীপকে রহিমার বিয়েতে উপঢৌকন ছাড়া অন্যান্য কিছু দাবি করা কোন ধরনের সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, উক্ত সমস্যাটির কারণে বেশিরভাগ নারী সমাজে আত্মহত্যা করে? বিশ্লেষণ কর।

১৯. শীতকালীন ছুটিতে শফিক স্যারের নেতৃত্বে শিক্ষার্থীরা শিক্ষা সফরে গেল। শীতকাল হলেও অনেকেই গরম পোশাক নেয়নি। স্যার বিষয়টি লক্ষ করে গরম পোশাক না পরার জন্য বকাবকি করল। এক ছাত্র বলল, স্যার এ বছর শীত একেবারে নেই বললেই চলে তো তাই গরম পোশাক পরিনি। স্যারও বিষয়টির সত্যতা স্বীকার করে বললেন, আসলেই বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে তাই শীত কম অনুভূত হচ্ছে।

ক. মাদকাসক্তি কী?
খ. সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে শিক্ষার্থীদের শীত অনুভূত না হওয়ার কারণটি কিসের পরিবর্তনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. বৈশ্বিক উষ্ণতাই প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ- বিশ্লেষণ কর।

২০. রাহেলার বিয়ে হয় তিন বছর আগে। তার দিনমজুর স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। সন্তানদের নিয়ে তার কষ্টে দিন কাটে। এরপর স্থানীয় একটি বেসরকারি সংস্থা হতে কিছু টাকা নিয়ে সে হাঁস-মুরগির খামার গড়ে তোলে। অন্যদিকে অভাবী সখিনা রাহেলার মতো টাকা নিয়ে শাকসবজির বাগান করে পরিবারের আয় বৃদ্ধি করছে। তাদের সন্তানেরা স্কুলে লেখাপড়া করছে।

ক. সরকারি সংস্থা কী?
খ. বৃক্ষ নিধনের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে?
গ. উদ্দীপকে বেসরকারি সংস্থার যে কার্যক্রম প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে বেসরকারি সংস্থা কীভাবে ভূমিকা রাখে? বিশ্লেষণ কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *