সমাজবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
১. ১৮৩৯ সালে ফ্রান্সে একটি সামাজিক বিজ্ঞানের জন্ম হলেও বাংলাদেশে ১৯৫৭ সালে বিকাশ লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের পরিশ্রমের ফলে একটি সম্ভব হয়। এজন্য তাঁকে এ বিজ্ঞানটির জনক বলেও অভিহিত করা হয়। একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার জন্য এ সামাজিক বিজ্ঞানটি অধ্যয়ন করা অত্যন্ত জরুরি।
ক. ‘Sociology’ গ্রন্থটি কার লেখা?
খ. নবানড়ব উৎসব বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কোন অধ্যাপকের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিজ্ঞানটির পঠন-পাঠন অত্যন্ত জরুরি মতামত দাও।
২. মানসিব ও তাহসিন ঢাকায় থাকে। তাদের বাবা-মা একটি বেসরকারি সংস্থায় কাজ করে। তাদের অবসর কাটে কম্পিউটারে গেমস খেলে এবং টেলিভিশন দেখে। টেলিভিশনের একটি নাটকে মানুষকে নদী পারাপার হতে দেখে, লাঙল-গরু দিয়ে চাষাবাদ করতে দেখে এবং ঢেঁকিতে ধান ভানার দৃশ্য দেখে অবাক হয়।
ক. লোক সাহিত্য কী?
খ. ‘সংস্কৃতি হচ্ছে শিক্ষালব্ধ বিষয়’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে টেলিভিশনের নাটকে বাংলাদেশের কোন সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য ফুটে উঠেছে। ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের উক্ত পরিবারের সংখ্যা বাংলাদেশে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে- এর কারণ বিশ্লেষণ কর।
৩. শফিক গত ঈদের ছুটিতে নরসিংদীতে বেড়াতে গিয়ে বেলাব থানা সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নির্দশন পরিদর্শন করেছে।
ক. মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
খ. লৌহকে কেন আধুনিক যুগের ভিত্তি বলা হয়? বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকে শফিকের পরিদর্শনকৃত প্রতড়বতাত্ত্বিক নিদর্শন কোনটি? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় উক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির গুরুত্ব বিশ্লেষণ কর।
৪. অনু ও বিন্দু দুই বান্ধবী। অনুর পরিবারের বাবাই সব সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তার পরিচয়েই সবাই পরিচিত হয়। কিন্তু বিন্দু পরিবারের মায়ের মতামতকে প্রাধান্য দেওয়া হয়। উভয় পরিবারের ধর্মীয় আচার-আচারণ, জীবিকানির্বাহ ভিন্ন।
ক. কোচ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা কোন ধর্মাবলম্বী?
খ. জুম চাষ কী?
গ. অনুর পরিবার যে জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত সে জনগোষ্ঠীর সামাজিক জীবন সম্পর্কে লেখ।
ঘ. বিন্দুর পরিবারের সদস্যদের ধর্মীয় জীবনযাপন অনুদের ধর্মীয় জীবনযাপন সম্পূর্ণ ভিন্ন কথাটি বিশ্লেষণ কর।
৫. মেহের সাহেব একজন ধনী কৃষক ও স্বনামধন্য মাতব্বর। কালিপুর মৌজায় তার অনেক জমিজমা রয়েছে। প্রত্যন্ত এলাকায় বাস করলেও তিনি সন্তান-সন্ততিদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তার বড় ছেলে জাহিদ ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক।
ক. মধ্যবিত্ত শ্রেণি বলতে কাদের বোঝায়?
খ. চাপসৃষ্টিকারী দল বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে মেহের সাহেবের অবস্থানের ভিত্তিতে কোন সমাজের সামাজিক স্তরবিন্যাসের রূপ ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের জাহিদ সাহেব যে সমাজের প্রতিনিধিত্ব করেন, তার সাথে মেহের সাহেবের সমাজের পার্থক্য তুলে ধর।
৬. অর্জুন বাবুর কোনো পুত্রসন্তান নেই। তাই তিনি তার কন্যা শ্রীমতী বালাকে বিবাহ দিয়ে বরসহ নিজ বাড়িতে রাখেন। শ্রীমতীর স্বামী হারাকাশ শীল বিয়ের পর থেকে শ্বশুরের ব্যবসায় দেখাশুনা করেন। হারাকাশের আরেক ভাই প্রকাশ শীল গত মাসে বিয়ে করে এখন স্ত্রীকে নিয়ে ধানমণ্ডির একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। দু ছেলেকে কাছে না পাওয়ার কষ্টে হারাকাশের পিতা পাগলপ্রায়।
ক. বংশ মর্যাদার ভিত্তিতে বাংলাদেশে পরিবর কয় ধরনের?
খ. নগরায়ণ ও শিল্পায়নের প্রভাবে পরিবারের পরিবর্তন দেখা যায়- ব্যাখ্যা কর।
গ. বিবাহ-উত্তর বসবাসের ভিত্তিতে হারাকাশের পরিবারকে কোন ধরনের পরিবার বলা যায়? ব্যাখ্যা কর।
ঘ. প্রকাশ শীলের পরিবারকে বিবাহ-উত্তর বসবাসের ভিত্তিতে মূল্যায়ন কর।
৭. আকাশ দ্বাদশ শ্রেণির ছাত্র। সে প্রতিদিন কলেজে যাওয়ার সময় তার পারিপার্শ্বিক অবস্থার দূষণ নিয়ে খুবই চিন্তিত। সে জানে পারিপার্শ্বিক অবস্থার বিভিন্ন উপাদান মানুষের জীবনকে প্রভাবিত করে। এগুলোর সাথে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে। আকাশ তার বন্ধু ও সহপাঠীদের এ পারিপার্শ্বিক অবস্থার দূষণ থেকে বিরত থাকার পরামর্শ দেয়।
ক. জলবায়ু কী?
খ. পানি দূষণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকটি দ্বারা পাঠ্যপুস্তকের যে বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে, তার কারণগুলো চিহ্নিত কর।
ঘ. আকাশের চিন্তার বিষয়টি প্রতিরোধের ব্যবস্থা হিসেবে গ্রহণযোগ্য পদক্ষেপগুলোর কী হতে পারে বলে তোমার মনে হয়? ব্যাখ্যা কর।
৮. উত্তরাঞ্চলে বেড়াতে গিয়ে সাবিহা একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে পরিচিত হলো, যাদের ঘরবাড়ি সুন্দর করে সাজানো এবং পরিচ্ছনড়ব। বিকেলে মাঠের কাজ থেকে ফিরে এলে সাবিহা তাদের পাড়ায় বেড়াতে গেল। সে দেখল, কয়েকটি শিশু উঠানে বাংলা বর্ণমালার লিখিত বই পড়ছিল। উৎসব উপলক্ষে তারা কচ্ছপ, কাঁকড়া, কুঁচে রান্নার আয়োজন করছিল এবং আরেকপাশে ‘হাড়িয়া’ তৈরি হচ্ছিল। গত বছর শেরপুরে সাবিহা যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে পরিচিত হয়েছিল তাদের পরিবার প্রধান ছিলেন মা এবং যিনি সব সম্পত্তির উত্তরাধিকারী।
ক. আদাম কাকে বলে?
খ. জুমচাষ বলতে কী বোঝায়?
গ. সাবিহা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে পরিচিত হয়েছিল? তাদের সাংস্কৃতিক দিক ব্যাখ্যা কর।
ঘ. উত্তরাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ব্যবস্থা ও সম্পত্তির উত্তরাধিকার প্রার তুলনামূলক বিশ্লেষণ কর।
৯. মারুফ মনে কর, মানব সমাজে বাস করতে হলে সামাজিক আইন কানুন ও আচার-আচরণের জ্ঞান আবশ্যক। এ প্রসঙ্গে মহসীন বলল, আমাদের ন্যায় উন্নয়নশীল দেশের সামাজিক সমস্যা উপলব্ধি করার জন্য সমাজ সম্পর্কিত একটি বিষয় অতীব গুরুত্বপূর্ণ। মারুফ এ বিষয়টিকে একটি মানবতাবাদী বিজ্ঞান হিসেবে উল্লেখ করে থাকে।
ক. বাংলাদেশে সমাজবিজ্ঞানের জনক কে?
খ. প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়?
গ. বাংলাদেশের প্রেক্ষাপটে মারুফের উল্লিখিত বিষয়টির চর্চার পটভূমি ব্যাখ্যা কর।
ঘ. মহসীনের বক্তব্যটি মারুফের উল্লিখিত বিষয়টির গুরুত্বপূর্ণ সাদৃশ্য পাওয়া যায়- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? বিশ্লেষণ কর।
১০. বাংলাদেশের মেয়ে নীরার সাথে চীনের সূচির ফেসবুক বন্ধুত্ব হয়। তারা বিভিন্ন ছবি শেয়ারের মাধ্যমে একে অপরকে জানার চেষ্টা করে। নীরা চৈত্র সংক্রান্তির মেলা, ঈদে কোলাকুলি, মাঠে কৃষকের ফসল কাটা ও মাড়াইয়ের চিত্র, পিঠা উৎসবের বিভিনড়ব দৃশ্য ইত্যাদি ছবি সূচিকে পাঠায়। ছবিগুলো দেখে সূচি মন্তব্য করে, তোমাদের জীবনযাপন পদ্ধতি চীনের চাইতে আলাদা।
ক. সভ্যতা কী?
খ. সাংস্কৃতিক ব্যবধান বলতে কী বোঝায়?
গ. নীরার পাঠানো ছবিগুলো কিসের পরিচয় বহন করে? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের সমাজজীবনে উক্ত বিষয়ের প্রভাব বিশ্লেষণ কর।
১১. জনাব রওশন আলীর দুই ছেলে। বড় ছেলে লেখাপড়া করেনি। ছোট ছেলে উচ্চ শিক্ষা লাভ করেছে। বড় ছেলে বাবার কৃষিকাজ দেখাশুনা করে। তাই স্ত্রী-সন্তান নিয়ে গ্রামে বাস করে। ছোট ছেলের ঢাকায় চাকরি নিয়ে সেখানে ফ্ল্যাট কিনে পরিবার নিয়ে বাস করে।
ক. স্ত্রীর মৃত্যুর পর তার ছোট বোনকে বিবাহ করার রীতিকে কী বলে?
খ. জ্ঞাতি সম্পর্কের ধরন ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে রওশন আলীর ছোট ছেলের পরিবারকে কী বলে? ব্যাখ্যা কর।
ঘ. শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব উদ্দীপকের রওশন আলীর পরিবারে ভাঙন দেখা দিয়েছে- বিশ্লেষণ কর।
১২. দক্ষিণ কোরিয়া তেল, গ্যাস, কয়লা ইত্যাদি সম্পদ থেকে অর্জিত আয় বিভিন্ন খাতে ব্যয় করত। রাষ্ট্রীয় কাজে দক্ষিণ কোরিয়ার জাতি-গোষ্ঠীর লোকজন সহজে নিয়োগ পেত না। এরূপ বৈষম্য উত্তর ও দক্ষিণ কোরিয়ার জাতিগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাসের জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় রক্তক্ষয়ী যুদ্ধ বাধে। যুদ্ধ বন্ধ করতে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং সর্বশেষ গণভোটের রায়ে সাবেক কোরিয়া ভেঙে দক্ষিণ কোরিয়া নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
ক. শেখ মুজিবুর রহমানকে কবে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
খ. ছয়দফার দাবিগুলো উল্লেখ কর।
গ. কোন ধরনের বৈষম্য দক্ষিণ কোরিয়ার ন্যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণকে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের দিকে ঠেলে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. দক্ষিণ কোরিয়ার মতো ‘বাংলাদেশের স্বাধীনতা একদিনের ফসল নয়’ উক্তিটি বিশ্লেষণ কর।
৩. সুদীপ্ত টিভিতে হরপ্পা ও মহেঞ্জোদারোতে গড়ে ওঠা সভ্যতার ওপর একটি প্রামাণ্যচিত্র দেখে। এ সভ্যতার ধ্বংসাবশেষ থেকে প্রাচীনকালের মানুষদের জীবনযাপন সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ সভ্যতা কৃষিকাজ ও বিজ্ঞানের ব্যাপক উন্নবতি সাধন করে। সমাজ ও সংস্কৃতি বিকাশে এ সভ্যতার বিশেষ অবদান ছিল।
ক. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
খ. সোমপুর বিহারের বর্ণনা দাও।
গ. উদ্দীপকে উল্লিখিত সভ্যতার পতনের কারণ ব্যাখ্যা কর।
ঘ. “নগর সভ্যতা বিকাশে উদ্দীপকে নির্দেশিত সভ্যতার অবদান অনেক” বিশ্লেষণ কর।
১৪. লাম ও আলিফ দুই ভাই একাদশ শ্রেণির ছাত্র। একদিন লাম আলিফকে বলল, “আলিফ জানিস পৃথিবীতে এক সময় এমন একটি যুগ ছিল, যে যুগে প্রত্যেকটি গ্রাম বা সংগঠন ছিল স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ জীবনধারণের প্রয়োজনীয় সমস্ত খাদ্য ও উপকরণ গ্রামের মানুষজন নিজেরাই উৎপাদন করত। এ যুগের মানুষ কৃষি আবিষ্কারের মধ্য দিয়ে স্থায়ী বসতি স্থাপন করে এবং প্রকৃতিকে বশে আনতে সক্ষম হয়।”
ক. ‘হাইডেলবার্গ মানব’ কোন যুগের প্রতিনিধি?
খ. লৌহকে আধুনিক যুগের ভিত্তি বলা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে লাম কোন যুগের বর্ণনা দিয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘বর্তমান সমাজ ও সভ্যতা বিকাশে লামের বর্ণনাকৃত যুগের অবদান রয়েছে’ তুমি কি একমত? বিশ্লেষণ কর।
১৫. কালুর বয়স ২১, সখিনার বয়স ১৬, তখন তাদের বিয়ে হয়। বর্তমানে তারা তিন কন্যা সন্তানের জনক ও জননী। শাশুড়ির ‘নাতি চাই’ এই ইচ্ছা পূরণের জন্য সখিনা আরেক কন্যা সন্তানের জন্ম দেয়। সংসারে সদস্যসংখ্যার সাথে তার আয় বৃদ্ধি পায়নি। বরং অভাব-অনটন, ঝগড়াঝাঁটি, মারপিট লেগেই আছে।
ক. ‘An Essay on the Principle of Population’ গ্রন্থটি কার?
খ. বেকারত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে কালু ও সখিনার বয়স পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য কি একমাত্র কারণ? বিশ্লেষণ কর।
১৬. বিশিষ্ট সমাজকর্মী ও সংগঠক ফজলে হাসান আবেদ ১৯৭২ সালে একটি সংগঠন গড়ে তোলেন। উক্ত সংগঠনের ন্যায় বর্তমানে দেশে প্রায় ২০০০ দেশি-বিদেশি সংগঠন রয়েছে। এসব সংগঠন দেশের অনেক মানুষের বেকারত্ব দূর করছে। সংগঠনগুলো মানবাধিকার, স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়নসহ বিভিনড়ব ধরনের কাজ করছে।
ক. ‘BRAC”-এর পূর্ণরূপ কী? ১
খ. গ্রামীণ উন্নয়ন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত যে সংস্থাকে নির্দেশ করে তার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উক্ত সংস্থাসমূহের ভূমিকা বিশ্লেষণ কর।
১৭. মধ্যবিত্ত পরিবারের সন্তান রাইসুল বড় হয়ে ধনাঢ্য ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখে। একদিন তার মাকে সে বলে বর্তমানে সহজশর্তে সারা বিশ্বের সাথে ব্যবসায় বাণিজ্য করা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করা এখন খুবই সহজ। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মানুষ খুব দ্রুত নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পেরেছে।
ক. ই-কমার্স কী?
খ. সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ধারণাটির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন কর।