সমাজবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

সমাজবিজ্ঞান ২য় পত্র: ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

সমাজবিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

১. প্রবাসী মিজান সাহেব দীর্ঘ দশ বছর পর নিজ গ্রামে ফিরে অনেক পরিবর্তন লক্ষ করেন। ঘরে ঘরে বিদ্যুৎ, স্যাটেলাইট টেলিভিশন, সকল বয়সি মানুষের হাতে মোবাইল ফোন। মিজান সাহেব অভিভূত হন এটা দেখে যে, গ্রামের মেয়েরা স্কুলকলেজে লেখাপড়া করছে, বউরা চাকরি ও উপার্জনমূলক কাজ করছে যা দশ বছর আগে কল্পনাও করা যেত না।

ক. শিক্ষা কী?
খ. সামাজিক সম্পর্কের পরিবর্তন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাব রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে বর্ণিত সামাজিক পরিবর্তনসমূহ বিবর্তন নয়, প্রগতি’- উক্তিটি মূল্যায়ন কর।

২.ঘটনা-১ : রূপা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো গ্রেড পেয়ে পাশ করলেও তার বাবা লেখাপড়া বন্ধ করে দেন। অথচ তার ভাইয়ের উচ্চশিক্ষা লাভে কোন বাধা আসেনি।
ঘটনা-২ : অষ্টম শ্রেণির ছাত্রী রুবিনাকে অনেকটা জোর করেই তার বাবা-মা বিয়ে দেন। বছর না ঘুরতেই প্রম সন্তান জন্ম দিতে গিয়ে মেয়েটি মারা যায়।

ক. শব্দ দূষণ কী?
খ. জনসংখ্যাবৃদ্ধি ও বায়ুদূষণ কীভাবে সম্পর্কিত?
গ. উদ্দীপকের ঘটনা-এক কোন সমস্যাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দুটো ঘটনাই নারীর সামাজিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ-উক্তিটি বিশ্লেষণ কর।

৩. জমিলা দুঃস্থ গ্রামীণ নারী। তাদের গ্রামে ‘আলো’ নামে একটি সংস্থা কাজ করে। এই সংস্থা থেকে ঋণ নিয়ে জমিলাসহ গ্রামের অনেক নারী ও বেকার যুবকরা সেলাই, মাছচাষ, হাঁস-মুরগি পালন ইত্যাদি কাজ করে স্বাবলম্বী হয়েছে। ঋণদান ছাড়াও সংস্থাটি প্রজনন স্বাস্থ্য, মাতৃ ও শিশু কল্যাণ। স্যানিটেশন, বৃত্তিমূলক প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম পরিচালন করে।

ক. বেকারত্ব কী?
খ. আয়ুষ্কাল ও জীবনযাত্রার মানের মধ্যে সম্পর্ক কী?
গ. উদ্দীপকে আলো কোন ধরনের সংস্থা? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সংস্থাটির কার্যক্রম গ্রামটির সামাজিক ক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখবে? যুক্তিসহ ব্যাখ্যা কর।

৪. ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটি বিভাগ খোলা হয়। একজন ফরাসি সামাজিক নৃ-বিজ্ঞানী এবং একটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ এবং সহযোগিতায় বিষয়টি যাত্রা শুরু করে।

ক. সমাজবিজ্ঞন সমীক্ষণ গ্রন্থটি কে লিখেছেন?
খ. সমাজ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন বিষয়টি প্রতিষ্ঠায় কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বিষয়টি প্রতিষ্ঠার উল্লেখিত ফরাসি সামাজিক নৃ-বিজ্ঞানী এবং প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন কর।

৫. রহিম যে অঞ্চলে বসবাস করে সে অঞ্চলের বেশির ভাগ মানুষের পেশা কৃষিকাজ। আর মানুষের মধ্যে রয়েছে আন্তরিকতা। অন্যদিকে ফাহিম যেখানে বসবাস করে সেখানকার মানুষের পেশায় রয়েছে নানা বৈচিত্র্য। পারস্পরিক সম্পর্কে রয়েছে আন্তরিকতার অভাব।

ক. কোন সালে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে?
খ. সাংস্কৃতিক ব্যবধান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের রহিম কোন সাংস্কৃতিক এলাকায় বসবাস করে? উক্ত সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ লিখ।
ঘ. ফাহিমের এলাকার সংস্কৃতির সাথে রহিমের সংস্কৃতির পার্থক্য ব্যাখ্যা কর।

৬. কল্পনা বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য। তাদের সমাজের প্রধান হলেন রাজা। তাদের প্রশাসনিক কাঠামোর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। অন্যদিকে রাধিকা সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী এমন এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য যাদের বংশ মর্যাদা এবং উত্তরাধিকারী মায়ের দিক থেকে নির্ণীত হয়। এদের গ্রাম প্রধানকে মন্ত্রী নামে অভিহিত করা হয়।

ক. মণিপুরিদের জনপ্রিয় নৃত্যের নাম কী?
খ. ‘সাঁওতালদের জীবিকার প্রধান উপায় কৃষি।’ বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকের কল্পনা বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য? উক্ত নৃ-গোষ্ঠীর প্রশাসনিক কাঠামোর বিবরণ দাও।
ঘ. ‘উদ্দীপকের কল্পন এবং রাধিকার পরিবার ব্যবস্থা ভিন্ন’ – যুক্তি সহকারে উক্তিটি বিশ্লেষণ কর।

৭. একটি বিশেষ আন্দোলনে শহিদদের স্মরণে কলেজ প্রাঙ্গণে সভা হচ্ছিল। সভায় বিশেষ অতিথি বক্তৃতা দিতে গিয়ে বলেন, আজ ইতিহাসের এমন এক গৌরবময় দিন, যে দিনে ছাত্র শিক্ষকসহ অনেকে বুকের রক্ত দিয়ে দেশের সম্মান রক্ষা করেন। তাদের স্মরণে প্রতি বছর এদিনে আমরা প্রভাত ফেরিতে বের হই শহিদ মিনারে ফুল দেই।

ক. ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির মূল ভিত্তি কী ছিল?
খ. বাঙ্গালির মুক্তির সনদ কোনটি? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন বিশেষ আন্দোলনের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে উক্ত আন্দোলনের গুরুত্ব অপরিসীম’ উক্তিটি বিশ্লেষণ কর।

৮. সতীশ মহাজন অনেক জমির মালিক। বর্গাদারেরা তার বেশির ভাগ জমি চাষ করেন। এ বছর তিনি কিছু জমি শ্রমিক লাগিয়ে নিজে চাষ করেছেন। সতীশ মহাজনের ছোট ভাই কমল মহাজন ঢাকায় বাড়ি কিনে সেখানেই বাস করছেন। সম্প্রতি তিনি একটি বস্ত্র শিল্প স্থাপন করেছেন।

ক. সামাজিক স্তর বিন্যাস কী?
খ. ‘বর্তমানে সামাজিক স্তর বিন্যাসে বংশ মর্যাদার গুরুত্ব কমে গেছে।’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সতীশ মহাজনের অবস্থান কোন সমাজের সামাজিক স্তর বিন্যাসকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের কমল মহাজনের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে তার সমাজের স্তর বিন্যাসের ধরন বিশ্লেষণ কর।

৯. সম্প্রতি সিটি কর্পোরেশনের নির্বাচনে হাসান সাহেব কমিশনার পদে জয়যুক্ত হন। নির্বাচনের পূর্বে হাসান সাহেবের ভাই বোন, ভাগনা ভাগনি সকলেই প্রচারণায় অংশগ্রহণ করেন। এমনকি তার শ্বশুর শালা এবং সম্বন্ধীরা এতে অংশগ্রহণ করেন। এ কাজে বেশি ভূমিকা পালন করেন তার দোস্ত রফিক সাহেব।

ক. সমাজের ক্ষুদ্রতম সংগঠন কোনটি?
খ. দেবর ও শ্যালিকা বিবাহ কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে জ্ঞাতি সম্পর্কের কোন কোন ধরণ প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে উল্লেখিত বিষয়টি ছাড়াও বাংলাদেশের সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব অপরিসীম।’ উক্তিটি বিশ্লেষণ কর।

১০. ডাকাতিয়া নদীর তীরে বাড়ি ছিল সুমন মিয়ার। নদীভাঙনে বাড়ি ভিটা, কৃষি জমি ধ্বংস হলে শহরে এসে ঠাঁই নেয় স্ত্রী-সন্তান নিয়ে। রিকশা চালিয়ে ভরণপোষণ চালাতে না পেরে স্ত্রীকে কাজ করতে হয় মানুষের বাড়ি বাড়ি।

ক. Globalization শব্দের অর্থ কী?
খ. সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামোর পরিবর্তন। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সুমন মিয়ার জীবনের পরিবর্তনের পিছনে কোনকারণটি কাজ করেছে?
ঘ. ‘উদ্দীপকে উক্ত কারণটি ছাড়াও সামাজিক পরিবর্তনের আরো কারণ রয়েছে।’ উক্তিটি বিশ্লেষণ কর।

১১. স্লোগান ১ : ‘ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট।’
স্লোগান -২ : ‘গাছ লাগান, ধরিত্রী বাঁচান।

ক. ইভটিজিং এর বাংলা প্রতিশব্দ কী?
খ. বেকারত্ব মাদকাসক্তির অন্যতম প্রধান কারণ। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ‘স্লোগান ১’ বাংলাদেশে কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে ‘স্লোগান ১’ নির্দেশিত সমস্যার কারণেই ‘স্লোগান -২’ এর সমস্যার সৃষ্টি।’ উক্তিটি বিশ্লেষণ কর।

১২. ৭০ বছরের বৃদ্ধা নাছিমা খাতুন তার ২ সন্তানের বিরুদ্ধে মামলা করেছেন। কারণ তারা নাছিমা খাতুনের ভরণপোষণ করে না এবং মৃত স্বামীর সম্পদের ভাগ দিচ্ছে না।

ক. মানুষের শব্দের গ্রহণযোগ্য মাত্রা কত?
খ. জঙ্গিবাদ কী?
গ. উদ্দীপকের নাছিমা খাতুন কোন সমস্যার শিকার হয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত বয়সে মানুষ যে সব পরিস্থিতির সম্মুখীন হয় তা বিশ্লেষণ কর।

১৩. সমাজবিজ্ঞানের শিক্ষক মুস্তাফিজ সাহেবের অভিমত : “প্রথম পর্যায়ে মানুষ ফলমূল সংগ্রহ ও পশু শিকার করার প্রয়োজনে এক স্থান হতে অন্য স্থানে ঘুরে বেড়াতো। পরবর্তী পর্যায়ে একটি বিশেষ উদ্ভাবন মানব সমাজে এক মহাবিপ্লব ঘটায়। যাযাবর জীবন, উৎপাদন, পরিবারসহ সর্বত্র এর প্রভাব পড়ে। খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়।”

ক. প্রত্নতাত্ত্বিকগণের মতে, কত সালে সিন্ধু সভ্যতার পতন হয়?
খ. প্রত্নতত্ত্বের বিষয়বস্তু বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে মানুষের প্রম পর্যায়ের জীবনধারা কোন যুগকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ উদ্ভাবনটি মানব সভ্যতার বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে-বিশ্লেষণ কর।

১৪. বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি আদি অস্ট্রিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাস। এদের ঐতিহ্যবাহী নৃত্যগীত ‘ঝুমুর’। পূঁজা-পার্বণে তারা নৃত্যগীতের আয়োজন করে। প্রাচীনকালে এরা তীর-ধনুক দিয়ে শিকার করত। বর্তমানে এরা দিনমজুর ও কৃষিজীবী।

ক. বৈসাবি কী?
খ. নৃগোষ্ঠী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত নৃগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য ও সমাজ সংগঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের নৃগোষ্ঠীর ধর্ম ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা কর।

১৫. সাহেবতলী একটি নতুন শিল্পভিত্তিক এলাকা। কিন্তু এখানকার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। সরকারি ও বেসরকারি অনেক শিল্পকারখানা এই এলাকায় গড়ে উঠলেও এখানকার মানুষের শিল্পকারখানায় কাজ করার যোগ্যতা নেই। বিভিন্নভাবে এই এলাকার মানুষদেরকে শিল্পকারখানার কাজে উদ্বুদ্ধ করতে চাইলেও তারা তাদের আদি পেশা ছাড়তে আগ্রহী নয়।

ক. বার্ধক্য সমস্যা কী?
খ. জঙ্গিবাদ কী? বুঝিয়ে লেখ।
গ. সাহেবতলী গ্রামের মানুষেরা নিজেদেরকে বদলাতে না চাওয়ার বিষয়টি কোন ধরনের সংস্কৃতিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে সাহেবতলী গ্রামের চিত্র যেন অগবার্নের তত্ত্বেরই বাস্তব প্রতিচ্ছবি-তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

১৬. চাকরির কারণে জেসমিন সিলেট থেকে গিয়ে চট্টগ্রামে বসবাস করছেন। সেখানে কর্মস্থলের আশপাশে ভাড়া বাসা না পাওয়ায় তিনি তার চাচার বাসা থেকে অফিস করছেন। চাচার বাসা থেকে কর্মস্থল দূরে হওয়ায় রাস্তাঘাটে প্রায়ই তাকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

ক. জঙ্গিবাদ কী?
খ. চরমপন্থি নারীবাদ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কর্মজীবি নারীর কোন সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা ছাড়াও জেমসিনের মতো কর্মজীবী নারীদের আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়-বিশ্লেষণ কর।

১৭. একটি প্রামান্যচিত্র থেকে মুশফিক জানতে পারলো, বাংলাদেশে উৎপাদিত পণ্য এখন আর বাংলাদেশের একার নয় বরং বিশ্বের যে কেউ চাইলে তা ভোগে করতে পারে। তেমনিভাবে প্রতিনিয়ত শ্রম ও তথ্যের অবাধ প্রবাহ হচ্ছে। আর এ ফলেই আমাদের ভুবনটা ছোট হয়ে আসছে।

ক. পরিকল্পিত পরিবর্তন কী?
খ. সরকারের উপর তথ্যপ্রযুক্তির প্রভাব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সামাজিক পরিবর্তনের সে প্রত্যয়টির ইঙ্গিত পাওয়া যায় তা ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তনে উক্ত প্রত্যয়টির প্রভাব বিশ্লেষণ কর।

১৮. বরফযুগ শেষ হওয়ার আগে থেকে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বাড়তে শুরু করে। সেই সঙ্গে ১০ হাজার বছর আগে থেকে এখানে ব-দ্বীপ গঠন শুরু হয়। ধীরে ধীরে সভ্যতার বিকাশও ঘটতে থাকে। কিন্তু বাংলাদেশের অবস্থান ও ভূমিগঠনের কারণে এদেশ দুর্যোগপূর্ণ। তাই অস্বাভাবিক উষ্ণায়নে পৃথিবীতে নিকট ভবিষ্যতে দুর্যোগের অন্যতম শিকার হতে যাচ্ছে এই দেশ।

ক. গঙ্গা নদীতে যে বাঁধ দেওয়া হয়েছে তার নাম কী?
খ. যৌতুকের কারণে দুই পরিবারই ক্ষতিগ্রস্ত হয়-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকটিতে যে সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে তার স্বরূপ ব্যাখ্যা কর।
ঘ. সমস্যাটি মোকাবিলায় বাংলাদেশে যে কৌশল ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।

১৯. নাঈম ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে এমবিএ করছে। পড়াশুনা শেষ করে জীবনে সফল হওয়ার জন্য সে ব্যবসায়-বাণিজ্য করতে চায়। সে মনে করে, সমাজে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যেতে হলে প্রচুর অর্থ ও ধনসম্পদের অধিকারী হতে হবে। তার এ ধারণা সৃষ্টির কারণ হলো, সে যে সমাজে বাস করে সেখানকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কার্যক্রমে দেখা যায়, ধনাঢ্য ব্যক্তিরা সকল ক্ষমতার ধারক হয়ে আছেন।

ক. নগর জীবনে ক্ষমতা চর্চার অন্যতম উৎস কী?
খ. চাপসৃষ্টিকারী দল বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের নাঈমের বসবাসকৃত সমাজের ক্ষমতা কাঠামো ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর সাথে নাঈমের সমাজের ক্ষমতা কাঠামোর পার্থক্য বিশ্লেষণ কর।

২০. সংসারে প্রতিটিক্ষেত্রেই আবিদাকে স্বামীর কথাই মেনে চলতে হতো। পাঁচ সন্তান নিয়ে তাদের অভাবের সংসার ছিল। অতঃপর স্বামীর অনুমতি নিয়ে আবিদা স্থানীয় একটি বেসরকারি সংস্থা হতে কিছু টাকা নিয়ে হাঁস-মুরগির খামার গড়ে তোলে। ধীরে ধীরে পরিবারে সচ্ছলতা আসে। এখন তার স্বামী সকল বিষয়ে তার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়।

ক. টোডারো উন্নয়নের কয়টি মৌলিক প্রত্যয়ের কথা বলেন?
খ. ভিলেজ এইড প্রোগ্রামের লক্ষ্যগুলোর একটি তালিকা তৈরি কর।
গ. উদ্দীপকে বেসরকারি সংস্থার কোন কার্যক্রমের প্রতিফল ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘গ্রামীণ নারীদের ক্ষমতায়নে বেসরকারি সংস্থাগুলো বিশেষ ভূমিকা রাখে’-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *