আসসালামু আলাইকুম এরিনে আপনাকে স্বাগতম আজকের ব্লগে আলোচনা করা হবে। রসায়ন বিভাগের শিক্ষার্থীদের অনার্স প্রথম বর্ষের ভৌত রসায়ন -১। ভৌত রসায়ন একটি বিস্তৃত ও জটিল বিষয়, যা রসায়নের মৌলিক নীতিমালা ও প্রাকৃতিক প্রক্রিয়াগুলোর গাণিতিক ও তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করে। ভৌত রসায়ন -১ বইটি রসায়ন শাস্ত্রের শিক্ষার্থীদের জন্য এমনভাবে রচিত হয়েছে, যা তাদের জন্য প্রাথমিক ধারণা গড়ে তুলতে সাহায্য করবে। এই বইয়ের মূল লক্ষ্য হলো রসায়নের ভৌত বিষয়বস্তু যেমন- সমত্বূলতা,থার্মোডাইনামিক্স, গ্যাসীয় অবস্থা,, কাইনেটিক্স ইত্যাদি সহজ ও যৌক্তিকভাবে তুলে ধরা। অনার্স শ্রেণীর জন্য সকল বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান।
তাত্ত্বিক দিকের পাশাপাশি, বিষয়গুলোর প্রাকটিক্যাল দিক এবং বাস্তব জীবনে প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনার্স ডিপার্টমেন্ট এর সকল শিক্ষার্থীদের সাজেশন উত্তরসহ সংগ্রহ করতে পারবে। তাছাড়া, বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক হয়। এই বইটি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি রসায়নের রহস্য জানতে সাহায্য করবে।
ভৌত রসায়ন -১ অনার্স প্রথম বর্ষ : ক বিভাগ প্রশ্ন ও উত্তর:
১. ফ্রিডম সংখ্যা কী?
উত্তর : একটি সিস্টেমের কণা গুলোকে স্বাধীন গতির সংখ্যা, যা দিয়ে তাদের অবস্থান এবং গতি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যায়, তাকে ফ্রিডম সংখ্যা বলে।
২. শক্তির সমবন্টন নীতি কি?
উত্তর : শক্তির সমবন্টন নীতি (Equipartition of Energy) অনুসারে, একটি তাপগতিশীল সিস্টেমের প্রতিটি স্বাধীন গতির জন্য গড় কাইনেটিক শক্তি ½ kT হয়, যেখানে k হলো বোল্টজম্যান ধ্রুবক এবং T হলো তাপমাত্রা।
৩. ত্রৈধ বিন্দু কী?
উত্তর : ত্রৈধ বিন্দু হলো সেই নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ, যেখানে একটি পদার্থ এক সাথে কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় থাকতে পারেন।
৪. পদার্থের গতি তত্ত্বটি লিখ।
উত্তর : পদার্থের গতি তত্ত্ব (Kinetic Theory of Matter) অনুযায়ী, কোনো পদার্থের কণা সর্বক্ষণ একটি নির্দিষ্ট গতিতে অনিয়মিত ভাবে চলতে থাকে, এবং তাদের এই গতিই পদার্থের তাপমাত্রা ও চাপ নির্ধারণ করে।
৫. SI এককে R এর মান কত?
উত্তর: গ্যাস ধ্রুবক হল (R) এর SI একক মান হল 8.314 J mol-1 K-1
৬. বোলটজম্যান ধ্রুবক কাকে বলে?
উত্তর : বোল্টজম্যান ধ্রুবক একটি গাণিতিক ধ্রুবক, যা তাপমাত্রার এবং তাপগতির শক্তি মধ্যে সম্পর্ক প্রকাশ করে। এর মান k = 1.38 × 10-23 J/KI.
৭. গ্যাসের গতীর সমীকরণটি লিখ।
উত্তর : PV = nRT
এখানে P হলো চাপ, V হলো আয়তন, n হলো মোল সংখ্যা, R হলো গ্যাস ধ্রুবক, এবং T হলো তাপমাত্রা।
৮.সংকট তাপমাত্রা কী?
উত্তর : সংকট তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যার উপরে কোনো গ্যাসকে তরলে রূপান্তরিত করা সম্ভব নয়, এমনকি উচ্চ চাপেও।
৯. পৃষ্ঠতল টান কী?
উত্তর : পৃষ্ঠতল টান হলো তরলের পৃষ্ঠে কণাগুলোর মধ্যে সংঘটিত সঞ্চিত শক্তি, যা পৃষ্ঠকে সংকুচিত রাখার প্রবণতা সৃষ্টি করে।
১০. ডাইপোল মোমেন্ট কী?
উত্তর : ডাইপোল মোমেন্ট হলো একটি ধ্রুবক, যা একটি অণুর ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের মধ্যে দূরত্ব ও চার্জের মান প্রকাশ করে।
ভৌত রসায়ন -১ ক বিভাগ প্রশ্ন ও উত্তর:
১১. আইসোটোনিক দ্রবণ কি?
উত্তর : যে দ্রবণের অসমোসিস চাপ সমান হয়, তাকে আইসোটোনিক দ্রবণ বলে।
১২. সাম্যধ্রুবক বা সাম্যাংক কাকে বলে?
উত্তর : সাম্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ার উৎপন্ন পদার্থের ঘনমাত্রা এবং বিক্রিয়ার দ্রব্যগুলোর ঘনমাত্রার অনুপাতকে সাম্যধ্রুবক বলে।
১৩. তাপগতির সিস্টেম কি?
উত্তর : তাপগতির সিস্টেম হলো এমন একটি সিস্টেম, যেখানে তাপ, কাজ, বা পদার্থের বিনিময়ের মাধ্যমে আশেপাশের পরিবেশের সাথে মিথস্ক্রিয়া হয়।
১৪. অন্তরিত সিস্টেম কী?
উত্তর : অন্তরিত সিস্টেম এমন একটি সিস্টেম, যা তার আশেপাশের পরিবেশ থেকে সম্পূর্ণভাবে পৃথক, এবং তাপ বা পদার্থের কোনো বিনিময় হয় না।
১৫. জটিল বিক্রিয়া কি?
উত্তর : যে রাসায়নিক বিক্রিয়া একাধিক ধাপের মাধ্যমে সংঘটিত হয়, তাকে জটিল বিক্রিয়া বলে।
১৬. STP কী?
উত্তর : STP (Standard Temperature and Pressure): STP হলো আদর্শ তাপমাত্রা ও চাপ, যা ০ ডিগ্রি সেলসিয়াস (273.15 K) এবং ১ এটমোস্ফিয়ার চাপকে নির্দেশ করে।
খ ও গ বিভাগ প্রশ্ন:
১. গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্য গুলো লিখ।
অথবা, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো লিখ।
২. 27°C তাপমাত্রায় CO₂ গ্যাসের জন্য RMS বেগ গড়বেগ কত?
৩. 27°C তাপমাত্রায় 750mm পারদ চাপে 300mL একটি আদর্শ গ্যাসের মোট গতিশক্তি ক্যালরি এককে হিসাব কর [জা.বি. ২০১৮]
৪. অসমোটিক চাপ বলতে কি বুঝ? 10% গ্লুকোজ দ্রবণের অসমোটিক চাপ 25°C তাপমাত্রায় কত হিসাব কর।
৫ .প্রমাণ তাপমাত্রা ও চাপে 5.0 মোল গ্যাসকে উভয়মুখীভাবে 5.0 বায়ুচাপে সংকোচিত করা হলো Q. W এবং ∆U এর মান নির্ণয় কর। [জা.বি. ২০১২,
৬. 10L আয়তনবিশিষ্ট একটি পাত্রে 127° সে. তাপমাত্রায় 12gm H₂ গ্যাস ও 128gm O₂ গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় কর।
৭. 40gm অক্সিজেন ও 40gm হিলিয়াম গ্যাস মিশ্রণের মোট চাপ 0.9 বায়ুমণ্ডল। মিশ্রণে অক্সিজেন ও হিলিয়ামের আংশিক চাপ নির্ণয় কর।
৮. 298K তাপমাত্রায় 14gm নাইট্রোজেন গ্যাসের অণুসমূহের মোট গতিশক্তি হিসাব কর
৯. 25°C তাপমাত্রায় এক অণু CO₂ এর গড় গতিশক্তি হিসাব কর।
১০. তরলের সান্দ্রতা ও সান্দ্রতা গুনাঙ্ক কী?
১১. তরলের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব আলোচনা কর।
১২. অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা কর।
১৩. ০.১০ ইথানিক এসিডের পিএইচ হিসাব কর।
১৪. কর্ণোর চক্র কী?
১৫. জটিল বিক্রিয়া কি?
১৬. আরহেনিয়াসের সমীকরণের সাহায্যে ব্যাখ্যা কর —— তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়া হার বৃদ্ধি পায়।
প্রিয় শিক্ষার্থীরা উপরে আপনাদের জন্য ভৌত রসায়ন -১ এর সাজেশন নাম্বার ১ দেওয়া হলো। প্রত্যেকটি ব্যতিক্রম সাজেশন এনালাইসিস করে সাজেশন বানানো।
ক বিভাগের প্রশ্ন ও উত্তর সহ পিডিএফ ডাউনলোড করতে Download Sheet এ ক্লিক করুন।