ICT Question bank For HSC candidate 2025. Magic ICT suggestion. আইসিটি শর্ট সিলেবাস ( Information Communication and technology) সাজেশন এইচএসসি শিক্ষার্থীদের জন্য বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে ১০ টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হল।সাথে পিডিএফ সহ। অধ্যায় ভিত্তিক সাজেশন তৈরি করেছি আপনাদের জন্য। এটি এইচএসসি পরীক্ষা ও কলেজে টেস্ট পরীক্ষার ফলাফল ভালো করতে সহায়তা করবে৷ ছয়টি অধ্যায়কে নিয়ে আলোচনা করা হয়েছে। সৃজনশীল প্রশ্ন ব্যাংক দেওয়া হয়েছে। ছয়টি অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত,কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, ওয়েব ডিজাইন পরিচিতি এইচটি এম এল (HTML) , প্রোগ্রামিং ভাষা ও সি-প্রোগ্রামিং, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই গুলো এনালাইসিস করে । নিচে সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান।
ICT Question bank For HSC candidate 2025 সৃজনশীল প্রশ্ন
১. রিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সে তার প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করে। এছাড়া ইন্টারনেট ব্যবহার করে সে তার বিষয় সংশ্লিষ্ট নানা তথ্য ডাউনলোড করে। রিয়া টার্মপেপার তৈরির কাজে ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকে তবে সে নিয়ম মেনে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করে। অপরদিকে, সাজিম কোনোরূপ অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে সংরক্ষিত বিভিন্ন ফাইল ও সফটওয়্যারের কপি করে নিয়ে যায়। এমনকি, ইন্টারনেট প্রাপ্ত তথ্য কোনোরূপ কৃতজ্ঞতা প্রকাশ ছাড়ায় সে নিজের নামে প্রকাশ করে।
ক। বায়োমেট্রিক্স কী?
খ। শিক্ষাক্ষেত্রে অনলাইনে লাইব্রেরির ভূমিকা বুঝিয়ে লেখ।
গ। উদ্দীপকে রিয়া কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেছে – ব্যাখ্যা কর।
ঘ। তথ্য প্রযুক্তি নৈতিকতার বিচারে রিয়া ও সাজিমের আচরণ সম্পূর্ণ বিপরীত যুক্তি সহ বিশ্লেষণ কর।
২. সবুজ বাংলা ক্লাবের সদস্য মোহন তার মোবাইল ফোনের ক্যামেরাই ধারণা কৃত পরিবেশ বিপর্যয়ের কিছু ছবি IEEE 802. 15 স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রটোকল এর মাধ্যমে ল্যাপটপে স্থানান্তর করেন। পরবর্তী তে মোহন ছবিগুলো SHARE it ব্যবহার করে ক্লাবের অন্যান্য সদস্যদের মোবাইলে প্রেরণ করেন। [ ঢা. বো., য. বো., সি. বো., দি,বো ২০১৮]
ক। রাউটার কী?
খ। কী-বোর্ড থেকে কম্পিউটার ডাটা স্থানান্তরের ব্যান্ড উইডথ বুঝিয়ে লেখ।
গ। উদ্দীপকে উল্লিখিত ল্যাপটপে ছবি স্থানান্তরের ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয় তা ব্যাখ্যা কর।
ঘ। ক্লাবে অন্যান্য সদস্যদের নিকট ছবি প্রেরণে ব্যবহৃত হটস্পটের সাথে Wimax এর তুলনা কর।
৩. আইসিটির শিক্ষক সাজিদ স্যার ছাত্র দের বললেন, তোমরা কি জানো সংখ্যা দিয়ে মজার খেলা আছে? তোমরা কি খেলতে চাও? ছাত্ররা সঙ্গে সঙ্গে খেলার জন্য উদগ্রীব হয়ে উঠল। স্যার একজন ছাত্রকে বোর্ডে এসে একটি সংখ্যা লিখতে বললেন। ছাত্রটি লিখল 100। স্যার বললেন, সংখ্যাটিকে 144 এবং 1100100 দ্বরাও প্রকাশ করা যায়। স্যার আরও বললেন, আমি নিজের নামে 3 ভিত্তিক মিজান সংখ্যা পদ্ধতি তৈরি করেছি।
ক। বাইনারি সংখ্যা পদ্ধতি কী?
খ। ইউনিকোড সকল ভাষার জন্য উপযোগ্য ব্যাখ্যা কর।
গ। ছাত্রটি বোর্ডে যে সংখ্যাটি লিখলো তাকে হেক্সাডেসিমেলে প্রকাশ কর।
ঘ। উদ্দীপকের বর্ণিত ছাত্রটির লিখিত সংখ্যাটিকে মিজান সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর এবং মূল্যায়ন কর।
ICT Question bank For HSC candidate 2025 এই সাজেশন টি দেওয়া হয়েছে সকল বোর্ড থেকে বিবেচনা করে। এটি সকল বোর্ড পরীক্ষা এইচএসসি শিক্ষার্থীদের জন্য তৈরি করা হল।
৪. একটি গ্রুপ অব কোম্পানির আইটি বিভাগ নিজেদের ওয়েবসাইট তৈরির দ্বায়িত্ব পেল। ওয়েবসাইটটির সমস্ত কাজ ওয়েব ডিজাইন থেকে শুরু করে পাবলিশিং পর্যন্ত সমস্ত কাজ গুলো তাদের নিজেদের করতে হবে। ওয়েবসাইটটি তৈরি করা হয়েছিল HOTML, CSS, Javascript, Oracle,php ইত্যাদি ব্যবহার করে। কোনোদিন চিন্তা না করে তারা তাড়াতাড়ি হোস্টিং করে ফেললো। কিন্তু পরে তারা সমস্যার সম্মুখীন হলো। অবশেষে একজন বিশেষজ্ঞের পরামর্শে তাদের সমস্যা টি সমাধান হলো। অবশেষে কোম্পানির আইটি ম্যানেজার ওয়েবসাইটটি সার্ভারে আপলোড করলো।
ক। লোকার ওয়েব পেইজ কী?
খ। ডোমেইন নেম কিনতে হয় কেন?
গ। আইটি ম্যানেজারের সর্বশেষ কাজটি কিভাবে সংঘটিত হয় তা চিত্রের মাধ্যমে দেখাও।
ঘ। কোম্পানিটির সমস্যা সমাধানে বিশেষজ্ঞ হিসাবে তোমার মতামত বিশ্লেষণ কর।
৫. আরিফ সাহেব www.hotel.bd নামে সাইটের জন্য সিলেটের হোটেল গুলোর তথ্য সম্বলিত একটি ডেটাবেজ তৈরির পরিকল্পনা করলেন। এই ডেটাবেজটিতে থাকবে বিভিন্ন হোটেলে নাম, ঠিকানা,রুমের সংখ্যা, সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া,ফোন নাম্বার ইত্যাদি।
ক। ফাংশন কী?
খ। ডিবাগিং কেন গুরুত্বপূর্ণ?
গ। আরিফ সাহেবের পরিকল্পনার মতো একটি নমুনা ডেটাবেজ তৈরি কর।
ঘ। উদ্দীপকের আলোকে ডেটাবেজ তৈরি হলে তা পর্যটকদের জন্য অত্যন্ত সহায়ক হবে উক্তিটি যথার্থতা মূল্যায়ন কর।
৬. ডেটাবেস তৈরিতে শিক্ষার্থীদের নাম,রোল,সেকশন,জিপিএ ইত্যাদি আইটেম ব্যবহার করা হয়। অনেক গুলো প্রোগ্রামের সাহায্য নেয়া হয়। ডেটা আধুনিকীকরণ,রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাবপনা সুন্দর হয়। [ দি. বো. ২০১৭]
ক। ডেটা এনক্রিপশন কী?
খ। বড় আর্থিক প্রতিষ্ঠানের ডেটাবেস ব্যাখ্যা কর।
গ। উদ্দীপকের আলোকে ইউনিকোড ডেটা আইটেম ব্যাখ্যা কর।
ঘ। উদ্দীপকের প্রোগ্রাম গুলোর প্রাথমিক কাজ সম্পর্কে তোমার মতামত দাও।
অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে PDF
৭. একটি কলেজের ফলাফলের ডেটাবেস থেকে একজন শিক্ষার্থীর তথ্য খোঁজার জন্য তিন জন ছাত্র কে নির্দেশ দেয়া হল। প্রথম ছাত্র শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে, ২য় ছাত্র ডেটাবেসের টেবিলের তথ্য সাজিয়ে এবং ৩য় ছাত্র ২য় ছাত্রের চেয়ে দ্রুততর কৌশল প্রয়োগে তা খুঁজে বের করে। রা. বো. ২০১৬
ক। ডেটা এনক্রিপশন কী?
খ। জাতীয় পরিচয়পত্রের তথ্য সংবলিত ডেটাবেসের ধরণ ব্যাখ্যা কর।
গ। তথ্য খোঁজার ক্ষেত্রে ২য় ছাত্রটির কৌশল বর্ণনা কর।
ঘ। ১ম ও ৩য় ছাত্রের কৌশল দুটির মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৮. কোকো প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১৭০০ জন। একদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষক ১০৭৫ রোল নম্বরের শিক্ষার্থী কে তার ২য় সাময়িক পরীক্ষার ICT বিষয়ে প্রাপ্ত নম্বর জিজ্ঞাসা করলেন। শিক্ষার্থী উত্তর দিল ডেসিমাল বা দশমিকে ৮৫। পরবর্তী তে প্রমোশন টেস্ট পরীক্ষা শেষে তার উক্ত বিষয়ে প্রাপ্ত নম্বর হল হেক্সাডেসিমেলে 4F.
ক। সংখ্যা পদ্ধতি কী?
খ। 1+1+1=1 ব্যাখ্যা কর।
গ। শিক্ষার্থীর রোল নম্বর অক্টালে প্রকাশ কর।
ঘ। প্রমোশন টেস্টে শিক্ষার্থীর ফলাফলের অগ্রগতি হয়েছে কি না? বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
৯. রফিক সাহেবের মাসিক পত্রিকা বিল (95) 10। মোহন ল্যাপটপ কিনতে গিয়ে দেখল ১টির গায়ে র্যাম (3FF) 16 GB এবং অন্যাটির গায়ে (1247)8 GB লেখা।
ক. বেস/ ভিত্তি কী?
খ. ‘1-এর পরের সংখ্যাটি 10 হতে পারে’- ব্যাখ্যা কর।
গ. রফিক সাহেবের পত্রিকার বিল বাইনারিতে প্রকাশ কর।
ঘ. কোন ল্যাপটপটি ক্রয় করা মোহনের জন্য বেশি যৌক্তিক হবে? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
১০. মালিহা, ফরিহা ও সারাহ সংখ্যা পদ্ধতির ক্লাসে শেষে মাঝে মধ্যে বন্ধুদের অবাক করতে বিভিন্ন সংখ্যা পদ্ধতির ব্যবহার সম্পর্কিত প্রশ্নের উত্তর দেয়। গত ইদে থ্রি পিছ কেনার পর বন্ধুরা দাম জিজ্ঞাসা করলে মালিহা বলল ( 101100100) ২ ফারিহা বলল (756) ৮ এবং সারাহ বলল আমারটির দাম ( 4113)।
ক। Radix Point কী?
খ। বুলিয়ান অ্যালজেবরার ভিত্তি গুলো ব্যাখ্যা কর।
গ। মালিহা ও সারাহ থ্রিপিসের মধ্যে কারটির দাম বেশি?
ঘ। ফারিহার থ্রিপিসের দামই সবচেয়ে বেশি বিশ্লেষণ কর।
ANSWER SHEET
উপরের ১০ টি সৃজনশীল প্রশ্ন অফলাইনে পড়ার জন্য পিডিএফ ডাউনলোড করে নিন। পিডিএফ পেতে ক্লিক করুন পিডিএফ শীটে।
গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। বইয়ের সিলেবাস শেষে এটি চর্চা করলে ভালো কিছু ফলাফল পাওয়া যাবে। সব গুলো প্রশ্ন পিডিএফ আকারে দেওয়া হয়েছে। পিডিএফ পেতে ক্লিক করুন ANSWER SHEET ।
সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন (ERIN) ধন্যবাদ।