HSC 2025 ICT MCQ Suggestion-1. এইচএসসি ২০২৪ আইসিটি বহুনির্বাচনি সাজেশন প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। এইচএসসি ২০২৫ ব্যাচের উদ্দেশ্যে এই ব্লগটি বানানো হল। সম্পূর্ণ সিলেবাসের আলোকে রচিত। গত তিন বছর যাবত শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে আইসিটি কিন্তু এই সিলেবাসে কোনো অংশ বাদ দেওয়া হয়নি। সম্পূর্ণ বই থেকেই প্রশ্ন আসে এটি করা হয়েছে অল্প সংখ্যক টপিকও বাদ দেওয়া হয়নি। এটি পরীক্ষার পূর্ব মূহুর্তে রিভিশন পর্যায়ে কাজে লাগবে। গুরুত্বপূর্ণ কয়েকটি বহুনির্বাচনি সাজেশন দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করলাম। আশা করি এটিতে সবাই অনেল উপকৃত হবেন। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান। নিম্নে ৫০ টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। যা আপনাকে ভালো ফলাফল করতে সাহায্য করবে অনেকাংশেই। চলুন শুরু করা যাক।
HSC 2025 ICT MCQ প্রশ্ন ও উত্তর (প্রথম তিনটি অধ্যায়ের)
১। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি কে সঠিক ভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? ব. বো. ২০১৯
ক. হার্ডওয়্যার
খ. সফটওয়্যার
গ. মানুষের জ্ঞান
ঘ. ইন্টারনেট
উঃ খ
২। হারবা্ট মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশটির অধিবাসী ছিলেন।
ক. জার্মানি
খ. গ্রিস
গ. কানাডা
ঘ. ইতালি
উঃ গ
৩। বিশ্বগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
ক. হার্ডওয়্যার
খ. সফটওয়্যার
গ. কানেকটিভিটি
ঘ. ইন্টারনেট
উঃ গ
৪। কোনটি আউটসোর্সিং এর মার্কেটপ্লেস?
ক. টুইটার
খ. আপওয়ার্ক
গ. ডিগ
ঘ. মাইস্পেস
উঃ খ
৫। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগ কে কি বলে?
ক. আউটসোর্সিং
খ. ই-বুক
গ. ই-গভর্নেন্স
ঘ. ই-কমার্স
উঃ ক
৬। সাধারণ ভাবে ভার্চুয়াল রিয়্যালিটি পরিবেশ হলো?
ক. একমাত্রিক
খ. দ্বিমাত্রিক
গ. ত্রিমাত্রিক
ঘ. চতুর্থমাত্রিক
উঃ গ
৭। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কেনটি?
ক. ভার্চুয়াল রিয়্যালিটি
খ. ক্রায়োসার্জারি
গ. ইন্টারনেট
ঘ. ভিডিও কনফারেন্সে
উঃ ক
৮। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?
ক. বায়োমেট্রিক্স
খ. কৃত্রিম বুদ্ধিমত্তা
গ. ভার্চুয়াল রিয়্যালিটি
ঘ. রোবটিক্স
উঃ খ
৯। রোবটিক্স কী?
ক. রোবট বিজ্ঞান
খ. বায়োমেট্রিক্স
গ. ভার্চুয়াল রিয়্যালিটি
ঘ. ইন্টারনেট
উঃ ক
১০। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কেনটি?
ক. বায়োমেট্রিক্স
খ. কৃত্রিম বুদ্ধিমত্তা
গ. ভার্চুয়াল রিয়্যালিটি
ঘ. রোবটিক্স
উঃ ঘ
১১। অ্যাকোয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে?
ক. বায়োমেট্রিক্স
খ. কৃত্রিম বুদ্ধিমত্তা
গ. ভার্চুয়াল রিয়্যালিটি
ঘ. রোবটিক্স
উঃ ঘ
১২। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন
ঘ. মিথেন
উঃ খ
১৩। কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত?
ক. ফাজি লজিক
খ. নাইট্রোজেন
গ. মিথেন
ঘ. হাইটেক
উঃ খ
১৪। নতুন ধরনের ক্রোমোজম তৈরির কৌশল কে কি বলে?
ক. জেনেটিক ইন্জিনিয়ারিং
খ. কৃত্রিম বুদ্ধিমত্তা
গ. ভার্চুয়াল রিয়্যালিটি
ঘ. রোবটিক্স
উঃ ক
১৫। জেনেটিক ইন্জিনিয়ারিং এর জনক কে?
ক. Jack Williamson
খ. E.Coli
গ. Stanley Cohen
ঘ. Paul berg
উঃ ক
১৬। ডেটা কমিউনিকেশন কী?
ক. দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়
খ. মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ
গ. শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ
ঘ. শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ
উঃ ক
১৭। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় –
ক. ব্রডকাস্টিং
খ. আইসোক্রোনাস
গ.অ্যাসিনক্রোনাস
ঘ. ইউনিকাস্ট
উঃ খ
১৮। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়
ক. ন্যারো ব্যান্ড
খ. ভয়েস ব্যান্ড
গ. হাফ-ডুপ্লেক্স
ঘ. ফুল- ডুপ্লেক্স
উঃ খ
১৯। কেনটির মাধ্যমে ডেটা দুদিকে যেতে পারে?
ক. Half duplex
খ. Broadcast
গ. Full duplex
ঘ. Simplex
উঃ গ
২০। দুজন ব্যক্তি মোবাইলে কথা বলার জন্য কোন মোড কাজ করে?
ক. Half duplex
খ. Broadcast
গ. Semj duplex
ঘ. Full duplex
উঃ ঘ
২১। ব্রডকাস্ট মোডের উদাহরণ কোনটি?
ক. টিভি সম্প্রচার
খ. ভিডিও কনফারেন্স
গ. টেলিফোনে কথা
ঘ. এসএমএস প্রেরণ
উঃ ক
২২। গ্রুপ SMS প্রদান হলো
ক. ইউনিকাস্ট
খ. ব্রডকাস্টিং
গ. মাল্টিকাস্ট
ঘ. টেলিকাস্ট
উঃ গ
২৩। প্রোটোকল ট্রান্সলেশন সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস?
ক. ব্রিজ
খ. রিপিটার
গ. গেটওয়ে
ঘ. এন আই সি
উঃ গ
২৪। স্টার টপোলজি তে কোন ডিভাইস টি ব্যবহৃত হয়?
ক. হাব
খ. মডেম
গ. রাউটার
ঘ. রিপিটার
উঃ ক
২৫। ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস?
ক. ৩৫
খ. ৪৫
গ.২০০
ঘ.৫০০
উঃ খ
২৬। সংখ্যা পদ্ধতি কে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২
খ. ৪
গ. ৮
ঘ.১০
উঃ ক
২৭। ভিত্তি এর উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কে কত ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২
খ.৪
গ.৩
ঘ.৬
উত্তর : গ
২৮। অক্টাল সংখ্যা পদ্ধতি তে ৭ এর পরের সংখ্যা কত?
ক.৮
খ.৯
গ.১০
ঘ.১৫
উঃ গ
২৯। (১০০)১৬ এর সংখ্যাটির সমমানের দশমিক সংখ্যা কত?
ক. ৯৯
খ.১০০
গ.২৫৫
ঘ.২৫৬
উঃ ঘ
৩০। 4C বাইনারি কত?
ক. 11001100
খ.110011111
গ.01001100
ঘ.01110011
উঃ গ
৩১। (11011.110111)2 এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত?
ক. IB.37
খ. BA.23
গ.1B.DC
ঘ.DO.8
উঃ গ
৩২। আলফানিউমেরিক কোড কয়টি?
ক. ২
খ.৩
গ.৪
ঘ.৫
উঃ গ
৩৩। মৌলিক লজিক গেইট কত প্রকার?
ক. ১
খ.২
গ.৩
ঘ.৪
উঃ খ
৩৪। কোনটি মৌলিক লজিক গেইট?
ক. NaNd
খ.X-NOR
গ. AND
ঘ.X-OR
উঃ খ
৩৫। বর্তমানে ইউনিকোডের মোট মান কত?
ক. ৬৫৫৩৬
খ. ৬৭৬৮৬
গ.৫৬৬৮৮
ঘ.৬৫৫৩৭
উঃ ক
৩৬। ইউনিকোড মোট কত গুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়?
ক. ৮
খ. ১৬
গ.২৬৫
ঘ. ৬৫৫৩৬
উঃ ঘ
৩৭। কোনটি মৌলিক লজিক গেইট নয়?
ক. অর
খ. এ্যান্ড
গ. নর
ঘ. নট
উঃ গ
৩৮। কোনটি মৌলিক লজিক গেইট?
ক. NAND
খ.X-NOR
গ. AND
ঘ.X-OR
উঃ ক
৩৯। পাঁচটি ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি?
ক. ৮
খ. ১৬
গ. ৩২
ঘ. ৬৪
উঃ গ
৪০। 16 লাইন Encoder এর ক্ষেত্রে Output লাইন কয়টি হবে?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
উঃ গ
৪১। নিচের কোনটি মৌলিক গেইট?
ক. NAND
খ. AND
গ. NOR
ঘ. NOT
উঃ ঘ
৪২। সর্বজনীন গেইট কোনটি?
ক. NAND
খ. AND
গ. NOR
ঘ. NOT
উঃ গ
৪৩। AND গেইটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে ?
ক. A=0, B=0
খ. A=0, B=1
গ. A=1, B = 0
ঘ. A=1, B=1
উঃ ঘ
৪৪। OR গেইটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে না?
ক. A=0, B=0
খ. A=0, B=1
গ. A=1, B = 0
ঘ. A=1, B=1
উঃ ক
৪৫। ন্যান্ড গেইটের আউটপুট কোন গেইটের বিপরীত?
ক. NaNd
খ.X-NOR
গ. AND
ঘ.X-OR
উঃ গ
৪৬। ২১. (১২)১০ এর সমকক্ষ বাইনারি কোনটি?
ক. (১১০১)২
খ. (১১০০)২
গ. (১১১১)২
ঘ. (১০১০)২
উঃ খ
৪৭। GMO-বলতে কি বোঝায়?
ক. Genetic Modified Organism
খ. Genetic Modical Organism
গ. Genetically Modified Organism
ঘ. Genetic Modified Organic
উঃ গ
৪৮। আউটসোর্সিং কী? ঢা. বি. ২০১৬
ক. নির্দিষ্ট শ্রমঘন্টায় কাজ করা
খ. ইন্টারনেট ভিত্তিক কাজ করা
গ. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা
ঘ. বিশেষ ব্রাউজিং সুবিধা
উঃ গ
৪৯। Netflix কী?
ক. স্রিমিং সার্ভিস
খ. ই কমার্স সাইট
গ. ই বিজনেস
ঘ. আউটসোর্সিং
উঃ ক
৫০। ই-কমার্সের সুবিধা কোনটি? [মা. বো. ২০১৯
ক. বিজ্ঞাপন ও বিপণন
খ. আইন প্রণয়ন ও প্রয়োগ
গ. লেনদেনের নিরাপত্তা
ঘ. পণ্যের গুণগত মান যাচাই কে
উঃ ক
HSC 2025 ICT MCQ গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। বইয়ের সিলেবাস শেষে এটি চর্চা করলে ভালো কিছু ফলাফল পাওয়া যাবে। সব গুলো প্রশ্ন পিডিএফ আকারে দেওয়া হয়েছে। HSC 2025 ICT MCQ Suggestion-1 পিডিএফ পেতে ক্লিক করুন ANSWER SHEET ।
সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন (ERIN) ধন্যবাদ।