HSC Short Syllabus Suggestion 2025 : এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম ও ২য় পত্র , English Short Suggestions শর্ট সিলেবাসে চূড়ান্ত সাজেশন দেওয়া হলো।
সংকিপ্ত সিলেবাসের আলোকে
বাংলা প্রথম পত্র সকল বোর্ড
সৃজনশীল প্রশ্নের জন্য গদ্য
১. অপরিচিতা *
২. আমার পথ*
৩. বিলাসী
৪. মাসি পিসি
উপন্যাস : লালসালু *
নাটক: সিরাজুদ্দৌলা*
HSC Short Syllabus Suggestion 2025
সৃজনশীলের জন্য পদ্য
১. আঠারো বছর বয়স
২. বিদ্রোহী
৩. সোনার তরী
৪. ফেব্রুয়ারী ১৯৬৯
৫. তাহারেই পরে মনে
বহুনির্বাচনির জন্য বোর্ড কর্তৃক সাজেশন অনুযায়ী সকল কিছু পড়তে হবে।
বাংলা ২য় পত্রের সংকিপ্ত সিলেবাসের সাজেশন –
১। ক. উচ্চারণের নিয়ম
- অ-ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লিখ।
- এ-ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম উচ্চারণসহ লিখ।
- ব-ফলা উচ্চারণের ৫ টি নিয়ম উদাহরণসহ লিখ।
- য- ফলা উচ্চারণের ৫ টি নিয়ম উদাহরণসহ লিখ।
- ই এবং ঈ কার ব্যবহারের ৫ টি নিয়ম উদাহরণসহ লেখ।
- তৎসম শব্দের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ।
- ম- ফলা উচ্চারণের ৫ টি নিয়ম উদাহরণসহ লিখ।
খ। বানান শুদ্ধ করন ( সকল বোর্ড প্রশ্ন)
২. ক। ব্যাকরনিক শব্দ শ্রেণি
- বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের প্রকারভেদ আলোচনা কর।
- ক্রিয়া বলতে কি বুঝ? উদাহরণসহ ক্রিয়ার প্রকারভেদ আলোচনা কর।
- ব্যাকরণিক শব্দ শ্রেণি বলতে কী বোঝায়? ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণ সহ ব্যাখ্যা দাও।
- আবেগ বলতে কী বোঝায়? উদাহরণসহ আবেগের প্রকারভেদ আলোচনা কর।
খ। বাক্য সহ সমাস নির্ণয় ( সকল বোর্ড প্রশ্ন)
৩. ক। বাক্য শুদ্ধকরণ ( সকল বোর্ড প্রশ্ন)

HSC Short Syllabus Suggestion for All Board
খ। বাক্য তত্ত্ব
- অর্থগতভাবে/ অর্থানুসারে বাংলা বাক্যের প্রকার ভেদ বিশ্লেষণ বা উদাহরণ সহ ব্যাখ্যা দাও।
- বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ ব্যাখ্যা কর।
- বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য আছে? উদাহরণ দাও।
৪। ক. বাংলা পারিভাষিক শব্দ? ( সকল বোর্ড প্রশ্ন)
অথবা, বাংলা অনুবাদ
৫। ক. আবেদন পত্র
- শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে প্রিন্সিপালের কাছে আবেদন।
- করোনায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের জন্য সাহায্য চেয়ে ডিসি বরাবর আবেদন।
- কলেজ ক্যান্টিন / বিভিন্ন ক্লাব / লাইব্রেরি / কমনরুম / ক্লাব স্থাপনের জন্য অনুরোধ জানিয়ে অধ্যক্ষের নিকট আবেদন পত্র লিখ।
খ। প্রতিবেদন
- “পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপন” শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।
- নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নিমিত্তে একটি প্রতিবেদন লিখ।
- “ খাদ্য ভেজালের কারণ ও প্রতিকার “ শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।
- ১৬ ডিসেম্বর উপলক্ষে একটি প্রতিবেদন রচনা কর।
- জুলাই আন্দোলন সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।
৬। ক. সারাংশ, সারমর্ম
খ। ভাব সম্প্রসারণ
- সাহিত্য জাতির দর্পণ স্বরুপ
- কীর্তিমানের মৃত্যু নেই / মানুষ বাঁচে কর্মের মধ্যে বয়সের মধ্যে নহে।
- প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
- পড়িলে বই আলোকিত হয়, না পড়িলে বই অন্ধকারে রই।
- রাত যত গভীর হয়, প্রভাত ততই নিকটে আসে।
- বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তরসাধক মাত্র।
- সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
৭। সংলাপ রচনা
- নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা কর।
- করো ভাইরাস সংক্রমণের নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।
- ফেসবুকের গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা কর।
- বিজ্ঞান চর্চার গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে একটি সংলাপ রচনা কর।
- বইপড়া গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা কর।
- আসন্ন পরীক্ষা সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা কর।
- জুলাই আন্দোলন সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা কর।
English Suggestions
SSC English Paragraph Suggestion 2025—Top Topics You Must Prepare
Read More:
- Physical Exercise Dialogue (বাংলা অর্থসহ)
- Happiness Lies in Contentment Completing Story (বাংলা অর্থসহ
- সামষ্টিক অর্থনীতি মৌলিক ধারণা
- Bad Effect of Smoking Dialogue-বাংলা অর্থসহ (PDF)
- May Day Paragraph
- July Revolution paragraph
- Hostel Life and Family Life paragraph
- The Lion and The Mouse Completing Story (PDF)
- Who Will Bell The Cat Completing Story
- Story of Dress Doesn’t Make a Man Great
- Slow and Steady Wins The Race Story (বাংলা অর্থসহ)
- Devotion to Mother Completing Story
- Honesty Is The Best Policy Completing Story
- Price Hike Paragraph for HSC 2025(PDF) বাংলা অর্থসহ
- Climate Change Paragraph for HSC 2025 (PDF)
- Padma Bridge Paragraph for Class 6 to HSC -বাংলা অর্থসহ (PDF)
1. HSC সংক্ষিপ্ত সিলেবাসের ওপর কি প্রশ্ন আসে?
Answer: হ্যাঁ, বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হয় এই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে। তাই এটি খুব গুরুত্ব দিয়ে অনুসরণ করা উচিত।
2. সংক্ষিপ্ত সিলেবাসের কোথা থেকে সাজেশন পড়ব?
Answer: শিক্ষা বোর্ড বা শিক্ষামন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সিলেবাস অনুসরণ করুন।
অভিজ্ঞ শিক্ষকদের তৈরি সাজেশন (যেগুলো সিলেবাস ভিত্তিক) বেছে নিন।
বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইট ও অ্যাপেও নির্ভরযোগ্য সাজেশন পাওয়া যায়।
3. সব বিষয়েই কি সংক্ষিপ্ত সিলেবাস আছে?
Answer: হ্যাঁ, সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়নসহ সব বিষয়েই সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়।
4. সংক্ষিপ্ত সিলেবাসে কী কী বাদ দেওয়া হয়?
Answer: সাধারণত কঠিন, সময়সাপেক্ষ, বা কম গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ দেওয়া হয়। বিস্তারিত জানতে বোর্ড নির্ধারিত সিলেবাস দেখুন।
পিডিএফ পেতে ক্লিক করুন Download PDF