Welcome To (ERIN)
অনার্স লাইফে রিসার্চ বা গবেষণা!
আর্টিকেল রিসার্চ বা গবেষণা কি?
অনার্স লাইফে রিসার্চ মূলত শব্দটা তেই বুঝা যায় কিছু টা আপনি যদি ভালো করে লক্ষ্য করেন। রিসার্চ মান পূণরায় সার্চ করা। একটা মানুষ যখন নতুন কোনো টপিক নিয়ে কাজ করে তখন তার টপিক রিলেটেড যে সকল পেপার বা আর্টিকেল রয়েছে তা থেকে নিজের টপিক কে কি কি এড করবে তাদের গবেষণা তে কি কি বাদ দিয়েছে। এই সংক্রান্ত আলোচনা নিয়ে নতুন আর্টিকেল লিখাই হলো গবেষণা বা রিসার্চ।
রিসার্চ কখন শুরু করা উচিত?
রিসার্চ বা গবেষণা এটা খুব কঠিন জিনিস আবার সহজও বটে। তবে এটা ডিপেন্ড করবে আপনি কোন লেভেলের রিডার। একজন শিক্ষার্থী কে রিসার্চ করতে হবে এই কথা টা মাথায় ঢুকানো উচিত প্রাইমারি স্কুল থেকে। কিন্তু বাংলাদেশের মানুষ আমরা সাধারণত জানি মাস্টার্সে শুধু রিসার্চ লাগবে।
আমি কখন থেকে শুরু করবো রিসার্চ বা গবেষণা?
আপনি যখনি এই ব্লগ টা দেখবেন ঠিক তখন থেকেই আপনি রিসার্চ করা শুরু করবেন। কারণ আমি এখানে শুধু আর্টিকেল পাবলিশ করাটাকে দেখলে আপনি মাস্টার্সে পড়া কালীন কোর্সে পাশ করার জন্য থিসিস লিখবেন রিসার্চ করে।
কিভাবে রিসার্চ শুরু করা উচিত
রিসার্চ বা গবেষণা করা সবার পক্ষে সম্ভব না আমরা শুনে থাকি। এটা খানিকটা সত্য আমরা সবাই কিন্তু পড়তে ভালোবাসি না এটাই সত্যি। কঠিন সত্য কথা। আমরা সবাই রেডিমেড জিনিস দেখতে ভালোবাসি মানে নিজে ধৈর্য নিয়ে করবো এই মাইন্ড সেটআপ টা নাই। যার প্রচুর পড়ার অভ্যাস আছে সে যেন গবেষণা টা জীবনে বেচে নেয়।
রিসার্চ শুরু করলে কি প্রফেসর দরকার?
এটা আবশ্যক না কিন্তু আপনি যখন থেকে ভাববেন রিসার্চ করবেন তখন থেকেই আপনি খুজবেন ক্যাম্পাসে বা কেউ আছে কিনা যে গবেষণা তে জড়িত বা তার আর্টিকেল আছে। যদি পেয়ে থাকেন তাহলে আপনি তার সাথে যোগাযোগ রাখতে পারেন কিছু শিখার উদ্দেশ্যে। তবে প্রফেসর মাস্ট লাগবে এমন না। আপনার যদি প্রফেসরের সাথে ভালো সম্পর্ক থাকে দেটস গুড।
আর্টিকেল রিসার্চ বা গবেষণা করতে হলে কি পরিসংখ্যানে নলেজ থাকতে হবে?
হ্ থাকতে হবে যখন আপনি একা একা রিসার্চ করে আর্টিকেল লিখবেন তখন। আর যদি কোনো টিমে কাজ করেন তাহলে আপনাকে একটা বিষয়ে আলোচনা করে চালিয়ে যেতে পারবেন। তবে অবশ্যই পরিসংখ্যান মাস্ট লাগবে।
কি নিয়ে রিসার্চ বা গবেষণা করবো?
আপনি ভালো জানেন আপনার কোন টপিক ভালো লাগে। আমি যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাব বিজ্ঞান বিভাগের। আমি হিসাববিজ্ঞানের শিক্ষার্থী হলেও আমার পছন্দ ফিন্যান্স ও ইকোনমিকস। তাই বলে কি আমি রিসার্চ বা গবেষণা করতে পারবো না? অবশ্যই পারবো। সবার উচিত আমাদের পছন্দ অনুযায়ী কাজ করা। না হয় এই সেক্টরে বেশিদিন টিকতে পারবেন না
কম্পিউটার জানতে হবে রিসার্চ বা গবেষণা করতে হলে?
হুম অবশ্যই জানতে হবে কিছু বেসিক এপস ব্যবহারে ভালো হতে হবে। পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড ফাইল কিছু এপস লাগে আর্টিকেল লিখার মাঝে ও পরে সব জানতে হবে।
রিসার্চ বা গবেষণা কি হাতে লিখতে হবে নাকি কম্পিউটার টাইপ?
অবশ্যই কম্পিউটার টাইপ করতে হবে সব কিছু।
কপিরাইট নিয়ে কি কোনো সমস্যা আছে রিসার্চ বা গবেষণায় ?
হ্যাঁ আছে রিসার্চ বা গবেষণায় কারো কিছু কপি করলে রেফারেন্স দিতে হবে। যদি রেফারেন্স দেওয়া না হয় এটা কপিরাইট সমস্যায় পড়তে হবে। তাই সবাই প্ল্যাগারিজম চেক করা বুঝতে হবে।
সর্বশেষ বলি যদি রিসার্চ বা গবেষণায় জড়িত হতে হলে ধৈর্য থাকতে হবে, টেকনিক্যাল স্কিল তৈরি করতে হবে, নিজের পছন্দ মতো কাজ করতে হবে, কপিরাইট সমস্যা লক্ষ্য রাখতে হবে, সব কিছু লক্ষ্য রাখতে হবে গবেষক দের কে।
আজকের সেশন ছিল রিসার্চ বা গবেষণা নিয়ে । অনার্স লাইফেই কি গবেষণা বা রিসার্চ। আবারও বলবো হ্যাঁ এটা আরো আগে থেকে দরকার৷ নলেজ অর্জন করতে সাহায্য করে রিসার্চ মানুষ কে। এটা খুব ভালো পদ্ধতি।